11/10/2025
মৌসুমি বায়ুর বিদায়ের বিশেষ আপডেট!!
পূর্বের দেওয়া আপডেট অনুযায়ী উল্লেখিত টাইমেই মৌসুমি বায়ু বিদায় নিতে যাচ্ছে ইনশা-আল্লাহ।
*আগামীকাল, ১২ তারিখেই দেশের উত্তর-পশ্চিম দিক থেকে বিদায় নিতে শুরু করতে পারে।
*আগামী পরশুদিন অর্থাৎ ১৩ই অক্টোবর সম্পূর্ণ রাজশাহী ও রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের কিছু অংশ ও খুলনা বিভাগের উত্তর অংশ থেকে বিদায় নিতে পারে।
* আগামী ১৪ তারিখে দেশের প্রায় ৭০ পারসেন্ট এলাকা থেকে মৌসুমী বায়ু বিদায় নিতে পারে। পুরোপুরি বিদায়ের মধ্যে থাকতে পারে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশ ও ভোলা জেলার কিছু অংশ ব্যতীত দেশের বাকি সকল এলাকা।
* এরপর মৌসুমী বায়ু ধীরগতিতে বিদায় নিতে পারে, ও টেকনাফ থেকে বিদায় নিতে নিতে প্রায় ১৬ বা ১৭ তারিখ চলে আসতে পারে।
নোটঃ উল্লিখিত তারিখ অনুযায়ী যেসব স্থানে মৌসুমি বায়ু বিদায় নিবে সেসব স্থানে, চলমান বিক্ষিপ্ত বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এবং পরিষ্কার আকাশ ও রৌদ্রজ্জ্বল দিন পাওয়া যেতে পারে। সুতরাং এই অনুযায়ী আপনারা রোদের কাজের প্রস্তুতি নিতে পারেন।
ব্যতিক্রম: মৌসুমি বায়ু বিদায়ের পর, থেকে যাওয়া জলীয়বাষ্পের কারণে মাঝে মাঝেই দুপুর থেকে সন্ধ্যার মধ্যে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের দুই এক জায়গায় ছোট ছোট কিছু বজ্রমেঘ তৈরি হতে পারে। যা থেকে দেশের খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কিছু স্থানে কিছু বৃষ্টিপাত হলেও হতে পারে।
ধন্যবাদ, Bangladesh Weather Observation Team Ltd.