Wether News BD/ আবহাওয়ার খবর বাংলা

Wether News BD/ আবহাওয়ার খবর বাংলা welcome.. wether news bd
আমি কোনো আবহাওয়া বিদ না। আমি
সাধারণ মানুষ কে সচেতন করতে। এই নিউজ গুলা সেয়ার করী

31/07/2025

খুলনা বিভাগের জন্য পূর্বাভাস!
আগামী দুই তারিখ পর্যন্ত খুলনা বিভাগে বৃষ্টির পরিমাণ অনেক বেশি থাকতে পারে। এরপর বৃষ্টিপাত কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে!

28/07/2025

🌧️🌧️🌧️ বৃষ্টি ভারী বৃষ্টি

আজও দফায় দফায় খুলনা বরিশাল পিরোজপুর বাগেরহাট ফকিরহাট সকল জায়গা প্রায় মাঝারি থেকে কোথাও কোথাও ভারি বৃষ্টি হতে পারে 🌧️🌧️🌧️...
26/07/2025

আজও দফায় দফায় খুলনা বরিশাল পিরোজপুর বাগেরহাট ফকিরহাট সকল জায়গা প্রায় মাঝারি থেকে কোথাও কোথাও ভারি বৃষ্টি হতে পারে 🌧️🌧️🌧️

আবহাওয়া পরিবর্তন শীল✅

25/07/2025

🌧️🌧️🌧️ আপাতত কিছু দিনের জন্য ভ্যাপসা গরম বিদায় নিচ্ছে

25/07/2025

প্রবল ঝড়ো বাতাসের সতর্কতা!!
নিন্মচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ৫০-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এছাড়াও দেশের ভিতরে ও বিভিন্ন স্থানে মাঝেমধ্যে শক্তিশালী দমকা হাওয়া বইছে।

নিন্মচাপটি উপকূল অতিক্রম করে ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গেলে এই ঝড়ো বাতাস কমে আসবে।আগামীকাল থেকে এই বাতাসের তীব্রতা কমে আসলেও প্রবল সক্রিয় মৌসুমি বায়ুর কারনে দক্ষিণাঞ্চলে ভারী বর্ষনের সম্ভাবনা রয়েছে।

আজকে রাত থেকেই এই ভারী বর্ষন শুরু হতেপারে উপকূলীয় এলাকা হতে।এছাড়াও আজকে রাতে থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে দমকা হাওয়া সহ।
আজকে দেশের ভিতরে সব ধরনের নৌযান চলাচল অত্যন্ত ঝুকিপূর্ণ হবে।আমরা অনুরোধ করবো আজকে কাউকে নৌ ভ্রমন না করার জন্য।
কারন ঝড়ো হাওয়ার কারনে নদী এবং সমুদ্র খুবই উত্তাল রয়েছে।

ঝড়ো বাতাসের কারনে উপকূলীয় বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। তাই উপকূলীয় এলাকার বাসিন্দারা এই ব্যপারে বিশেষ সতর্ক থাকবেন।
পোষ্ট টি শেয়ার করে সবাইকে সতর্ক করে দিবেন।

ধন্যবাদ
Bangladesh weather observation team Ltd

25/07/2025

ব্রেকিং নিউজ!! উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আজ সকালে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটা আরো কিছুটা ঘনীভূত হয়ে আজ বিকাল থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ বর্ডার এর নিকট দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

এর প্রভাবে সাগর বেশ উত্তাল রয়েছে এবং সাগরে গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। আপাতত ২৮ তারিখ পর্যন্ত সাগরের অবস্থা এরকম থাকতে পারে। তাই এ সময়ে গভীর সাগরে বিচরণ থেকে বিরত থাকতে হবে।

দেশে বৃষ্টি বলয় ধারার মূল বৃষ্টি ২৬ তারিখ রাত থেকে শুরু। তার আগে পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং উত্তর উড়িষ্যায় ভারী বর্ষণ হইতে পারে।

তবে এখন থেকে দেশের দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। এবং কক্সবাজারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

ধন্যবাদ, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড

24/07/2025

অবশেষে বৃষ্টি 🌧️🌧️

23/07/2025

দেশের বিভিন্ন এলাকা দিয়ে বয়ে যাচ্ছে ভ্যাপসা গরম 💥💥🥵

Address

Bagherhat
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Wether News BD/ আবহাওয়ার খবর বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wether News BD/ আবহাওয়ার খবর বাংলা:

Share