Wether News BD/ আবহাওয়ার খবর বাংলা

Wether News BD/ আবহাওয়ার খবর বাংলা welcome.. wether news bd
আমি কোনো আবহাওয়া বিদ না। আমি
সাধারণ মানুষ কে সচেতন করতে। এই নিউজ গুলা সেয়ার করী

এই মুহূর্তে বাগেরহাটের প্রায় জায়গা ভারি বৃষ্টি হচ্ছে 🌧️🌧️🌧️
09/10/2025

এই মুহূর্তে বাগেরহাটের প্রায় জায়গা ভারি বৃষ্টি হচ্ছে 🌧️🌧️🌧️

ভারী বৃষ্টি হচ্ছে বাগেরহাট উত্তরে 🌧️🌧️🌧️
09/10/2025

ভারী বৃষ্টি হচ্ছে বাগেরহাট উত্তরে 🌧️🌧️🌧️

08/10/2025

কি? ছবি দেখেই ভয় পেয়েছেন? 😐
না ভয় পাওয়ার কিছু নেই।কারন সে আর তীব্র আকার ধারন করতে পারবেনা।

তবে ২০ তারিখ পর্যন্ত একটু সাময়িক জ্বালাতন করবে।তাও সারাদেশে নয়।কারন মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সাথেসাথে রংপুর এবং রাজশাহী বিভাগের জেলাগুলোতে সবার আগে গরমের তীব্রতা কমে যাবে।

এবং গরমের তীব্রতা সবার শেষে কমবে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। ২০ তারিখের মধ্যে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা এবং সিলেট বিভাগের জেলাগুলোতে ভ্যাপসা গরম কিছুটা বেশি থাকতে পারে।।

তবে এর মধ্যে মৌসুমি বায়ু বিদায়ের আগ পর্যন্ত প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে।
ধন্যবাদ
Bangladesh weather observation team Ltd

04/10/2025

গুড নাইট

04/10/2025

বৃষ্টি বলয় প্রবাহের মাধ্যমেই এই বছরের মতো দেশ থেকে বিদায় নিচ্ছে বর্ষাকালীন মৌসুমি বৃষ্টি বলয়।এর পরে এই বছর আর কোনো মৌসুমি বৃষ্টি বলয় আসার সম্ভাবনা খুবই কম।কারন অক্টোবরের ১২-১৬ তারিখের মধ্যেই দেশ থেকে বিদায় নিতে পারে মৌসুমি বায়ু।

তবে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পরে ডিসেম্বরের আগ পর্যন্ত দেশে কমপক্ষে ১/২ টি ক্রান্তিও বৃষ্টি বলয় আসতে পারে।এটা নির্ভর করবে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ,নিন্মচাপ বা ঘূর্ণিঝড় এর উপরে।এবং সেগুলো কোথায় আঘাত হানবে তার উপরে।তাই আগে থেকে এই ব্যপারে কিছুই বলা সম্ভব নয়।

পরবর্তীতে এই ব্যপারে আরো বিস্তারিত জানানো হবে ইনশাআল্লাহ।
ধন্যবাদ
Bangladesh weather observation team Ltd

02/10/2025

ভারী বৃষ্টির সতর্কতা!!
গভীর নিন্মচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার নিকটে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর ফলে গতরাত থেকেই দেশের উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে লক্ষ করা গিয়েছে।

তবে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অভ্যাহত থাকায় আজকে রাত ১২ টার মধ্যে বেশকিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী,লক্ষীপুর,, চাঁদপুর, ভোলা,পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা, বাগেরহাট, কুমিল্লা, মাদারীপুর, শরিয়তপুর, মুন্সিগঞ্জ,নারায়ণগঞ্জ, ঢাকা, ও এর আশেপাশের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

এছাড়াও দেশে সক্রিয় আছে বৃষ্টি বলয় প্রবাহ।আজকে দেশের ভিতরে মেঘ তৈরি হয়ে রাজশাহী, রংপুর,খুলনা,বরিশাল, ঢাকা,চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বেশকিছু স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই ব্যপারে আগেই বিস্তারিত জানানো হয়েছে।

বৃষ্টি বলয় সক্রিয় মানে যে ২৪ ঘন্টাই বৃষ্টি হবে বিষয় টা এমন নয়।থেমে থেমে বিরতি দিয়ে পর্যায়ক্রমে সারাদেশে সক্রিয় হবে বৃষ্টি বলয়।তাই রোদ উঠলে ধৈর্য্য হারা হবেন না।

দৈনন্দিন জীবনে যাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট প্রয়োজন হয় তারা আরো স্পেশাল সার্ভিস নেওয়ার জন্য নামমাত্র মূল্যে মাসিক ১০৫ টাকা চার্জে আমাদের পেইড অ্যাপ ব্যবহার করতে পারেন।সবধরনের আগাম আপডেটের পাশাপাশি লাইভচ্যাট এবং নোটিফিকেশনের মাধ্যমে সতর্কবার্তা পাবেন।অ্যাপের লিংক কমেন্টে দেওয়া হলো।

পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। তাই পরিস্থিতি বেশি থাকলে সাগরে না নামাই ভালো।আর যারা সাতার জানেন না তারা লাইফজ্যাকেট ছাড়া সাগরের ধারেকাছেও যাবেন না।

ধন্যবাদ
Bangladesh weather observation team Ltd

20/09/2025

গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট!!!
আগামীকাল ২১ সেপ্টেম্বর রাত থেকে ২২ সেপ্টেম্বর রাতের মধ্যে দেশের অধিকাংশ স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে দেশের দক্ষিনাঞ্চলে প্রভাব বেশি থাকতে পারে।এবং সবচেয়ে বেশি প্রভাব থাকতে পারে চট্টগ্রাম বিভাগে।
এসময় খুলনা, বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ সহ দেশের আরো কিছু স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বেশি বৃষ্টি হতেপারে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে।

এসময়ে কিছুকিছু জেলায় ৮০-১০০ মিমি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে।

নোটঃ এই বৃষ্টিতে সবচেয়ে ভয়ের বিষয় হলো তীব্র বজ্রপাত। প্রচন্ড শক্তিশালী বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তাই আপনারা এই ব্যাপারে সতর্ক না থাকলে অনাকাঙ্ক্ষিত ভাবে প্রানহানী ও ঘটতে পারে।
আজকে রাতে এই বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে।
ধন্যবাদ
Bangladesh weather observation team Ltd

12/09/2025

বৃষ্টি বলয় ইশান ২ এর বিস্তারিত আপডেট আগামীকাল রাত ৯ টায় প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। কোন জেলায় কেমন প্রভাব ফেলতে পারে, কত মিমি বৃষ্টি হতেপারে, বন্যার সম্ভাবনা আছে কিনা ইত্যাদি সহ সকল তথ্য জানতে চোখ রাখুন আগামীকাল ঠিক রাত নয়টায়।
ধন্যবাদ
Bangladesh weather observation team Ltd

11/09/2025

অক্টোবরে মৌসুমী বায়ুর বিদায় আর তার সাথেই ইতি ঘটবে এবছরের বর্ষার!
তবে এর আগেও আছে বৃষ্টি বলয়! সম্ভবত ১৪ তারিখ রাত থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে। বিস্তারিত জানতে সাথেই থাকুন!

10/09/2025

ধেয়ে আসছে দেশের দিকে শক্তিশালী বৃষ্টি বলয় ১১ সেপ্টেম্বর থেকে।। কমবে তাপমাত্রা

Address

Bagherhat
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Wether News BD/ আবহাওয়ার খবর বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wether News BD/ আবহাওয়ার খবর বাংলা:

Share