Anabia Chowdhury Anayea

Anabia Chowdhury Anayea "যদি ভালো পেনসিল হতে না পারো,কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন কারো দুঃখ মুছে দিতে পারো"

→যারা Follow দিবেন ভাবছেন, তারা একটু কষ্ট করে পড়ুন।

আপনি আমার বন্ধু হওয়ার জন্য about দেখতে এসেছেন? এখন ভাবছেন একটা Follow দিবেন।
দেন সমস্যা নাই। আমার বন্ধু হবেন,আমার
সাথে সখ্য গড়বেন তাতেও সমস্যা নাই। তবে হ্যা আপনাকে অবশ্যই শালিন চিন্তা চেতনা সম্পুর্ন হতে হবে। অশালীন হলে আপনাকে আমার পক্ষে বন্ধু হিসেবে নেওয়া অসম্ভব।

আমার অনুমতি ছাড়া কখনো ই ট্যাগ করা যাবেনা। কারন নোটিফিকেশন আমার খুব অসহ্য লা

গে। আশা করি বুঝতে পেরেছেন।

খারাপ পেইজ এ লাইক দেওয়া, খারাপ ছবি পোষ্ট করা জনিত যদি কোন সংক্রামক ব্যাধি থেকে থাকে তাহলে আশা করি আমার কাছ থেকে খারাপ কিছু না শুনে আপনি নিজে থেকেই আমার থেকে দুরে থাকবেন।

ইনবক্সে এসে অযথা লাইক চেয়ে বিরক্ত করতে পারবেননা। আপনি লাইক পাওয়ার মত পোষ্ট করুন,আমি অবশ্য ই আপনার পোষ্টে লাইক কমেন্ট করবো ইনশাল্লাহ।

আমি প্রতিদিন ই দুই একটা পোষ্ট করি আপনার ভাল লাগলে লাইক দিবেন না লাগলে দিবেননা। কিন্তু মাইরালা, কাইট্টালা
টাইপের কোন কমেন্ট করতে পারবেননা। এতে আমার ব্যাক্তিগত সুনাম ক্ষুন্নু হয়।আশা করি এটা থেকে বিরত থাকবেন।

নাস্তিক রা দয়া করে আমার আইডির ধারে কাছেও আসবেননা। যারা ধর্ম হাইড করে রাখেন এমন লোকরা দয়া করে আমাকে Follow দিবেননা। আপনার আইডি আর নাস্তিক চিন্তা চেতনা নিয়ে দুরুত্ব বজায় রাখুন,কাছে আসলে বিপদ আছে।

আমার অপরিচিত বা বয়সে ছোট হলে কখনো ই তুমি বলে ডাকার দুঃসাহস দেখাবেননা। কারন এটা আমার একদম ই পছন্দ না। এতে করে আমাকে আপনার দাম্ভিক ভাবার শতভাগ সুযোগ আছে,কিন্তু আমার কিছু করার নাই।সবারই আলাদা কিছু পছন্দ থাকে।

আমার কথা গুলিকে প্লিজ শর্ত ভাববেননা। এগুলো আমার অনুরোধ। আপনি যদি এবার মনে মনে ভেবে থাকেন যে আমাকে Follow দিবেন, তাহলে দিন। তবে Follow দিয়ে অবশ্যই একটা ম্যাসেজ দিবেন।

→উপরিক্ত কথা গুলো পড়ে হয়তো ভাবছেন আমি খুব কঠিন মনের মানুষ? তাহলে আমি বলবো আপনি সম্পুর্ন ভুল। আমি ও আপনার মত রক্তে মাংসে গড়া একজন মানুষ। ভার্চুয়াল লাইফ কারো জিবনেই অধিক গুরুত্ব বহন করেনা। এখানে আশার মুল উদ্দ্যেশ্য হল,কিছু অলস সময় একটু আনন্দে কাটানো। আমিও ব্যতিক্রম নই। হাসি ঠাট্টা আমিও বুঝি তবে আপনাকে অবশ্যই সিনিয়র জুনিয়র বিষয় টা মাথায় রাখতে হবে।

07/10/2025

আপনার বিয়ের সময় গো ল্ডের ভরি কত টাকা ছিল⁉️

"তুমি শরৎ নিয়ে এসো, আমি কাশফুল হয়ে যাবো" 🌿🖤
29/09/2025

"তুমি শরৎ নিয়ে এসো, আমি কাশফুল হয়ে যাবো" 🌿🖤

ধরো তুমি  আর আমি,এক বৃষ্টিস্নাত রাতে; দুজনে,পাশাপাশি তোমার কাঁধে মাথা রেখেছি।হটাৎ বিকট শব্দে বিজলি চমকালো!আমি ভয়ে তোমার ...
25/09/2025

ধরো তুমি আর আমি,
এক বৃষ্টিস্নাত রাতে; দুজনে,
পাশাপাশি তোমার কাঁধে মাথা রেখেছি।
হটাৎ বিকট শব্দে বিজলি চমকালো!
আমি ভয়ে তোমার বুকে শক্ত করে মুখ লুকিয়েছি।
তুমি আরো শক্ত করে জড়িয়ে ধরবে কি?

ধরো তুমি আর আমি,
এক পূর্ণিমা রাতে; দুজনে,
পাশাপাশি সমুদ্র তীরে,
তোমার হাতে হাত রেখে হাটছি।
হটাৎ এক ঢেউ এসে যদি আমাকে ভাসিয়ে নিতে চায়!
তুমি আরো শক্ত করে হাতটা ধরে রাখবে কি?

ধরো তুমি আর আমি,
এক অরণ্যের মাঝে; দুজনে,
বহুদূর পথ হাটতে হাটতে হারিয়ে গেছি!
হটাৎ সন্ধ্যা নেমে এলো।
আমি ভয়ে তোমার বুকে মাথা রেখে চোখ বুজেছি।
তুমি আরো শক্ত করে তোমার বুকে আগলে রাখবে কি?

ধরো তুমি আর আমি,
কোনো একদিন; দুজনে,
মেঠো পথ ধরে হেটে চলেছি।
হটাৎ আকাশ জুড়ে বৃষ্টি নেমে এলো!
তুমি আমার সাথে সারাটা পথ আমার সাথে ভিজবে কি?

ধরো তুমি আর আমি,
কোনো একদিন; দুজনে,
জীবনের পথে হাটতে হাটতে হটাৎ যদি হারিয়ে যায়!
তুমি আমার পথ চেয়ে প্রতীক্ষায় থাকবে কি?

না হয় ধরো শুধু আমি,
যদি কখনো শোনো,
কোনো এক ছোঁয়াচে মরণ ব্যাধিতে আমাকে পেয়ে বসেছে!

তখনও কি আমাকে জড়িয়ে ধরে বলবে কি;
ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি।

কবিতাঃ ব্যাকুলতা
লেখাঃ অনিন্দ্য আকাশ

টিউশনে গিয়ে মাথা ডা ঘুরান দিয়া ঠাসসসস কইরা পড়ছি, পরে স্টুডেন্ট আমাকে ধরে তার রুমে এনে শুয়ায় দিসে।চোখ গুলো খোলার ও শক্তি ...
23/09/2025

টিউশনে গিয়ে মাথা ডা ঘুরান দিয়া ঠাসসসস কইরা পড়ছি, পরে স্টুডেন্ট আমাকে ধরে তার রুমে এনে শুয়ায় দিসে।
চোখ গুলো খোলার ও শক্তি পাচ্ছিনা শরীরে, কোনোমতে চোখ খুলে উপরে তাকায় দেখি ওদের ফ্যানের ডানা ৫ টা।
ভিষণ চিন্তায় পরে গেলাম, আমিতো জন্মের পর ৩ টা ডানা থাকে জানতাম। এখানে ৫ টা কেনো?
জীবনে প্রথম দেখসি দেখে অবাক হচ্ছি, নাকি ওরাই বেশি আপডেট বুঝতেছিনা।
এটা কি স্বাভাবিক? নাকি চোখে ২ টা ডানা বেশি দেখতেছি।

20/09/2025
মানুষের জীবনে হারানোর-প্রাপ্তির অনেক গল্প থাকে।আমিও আমার জীবনে বহু কিছু হারিয়েছি-মূল্যবান কিছু, শখের কিছু, আর সবচেয়ে ক...
20/09/2025

মানুষের জীবনে হারানোর-প্রাপ্তির অনেক গল্প থাকে।
আমিও আমার জীবনে বহু কিছু হারিয়েছি-মূল্যবান কিছু, শখের কিছু, আর সবচেয়ে কাছের কিছু।
কখনো তাতে প্রচন্ড কষ্ট পেয়েছি, কখনো করেছি আফসোস।

ডিভোর্সী মানে হলো যে মানুষটি একবার বিবাহবিচ্ছেদ করেছেন। কিন্তু আমাদের সমাজে এই শব্দটার চারপাশে অনেক কুসংস্কার, কটু কথা আ...
18/09/2025

ডিভোর্সী মানে হলো যে মানুষটি একবার বিবাহবিচ্ছেদ করেছেন। কিন্তু আমাদের সমাজে এই শব্দটার চারপাশে অনেক কুসংস্কার, কটু কথা আর অবহেলা জড়িয়ে আছে। যে মানুষটি জীবনের কঠিন সিদ্ধান্ত নিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসে, তার প্রতি বরং সহানুভূতিশীল হওয়ার কথা; কিন্তু বাস্তবে অনেক সময় উল্টো ঘটনা ঘটে।

প্রথমত, সমাজের অনেক মানুষ মনে করে ডিভোর্সী মানে “দুর্বল” মানুষ। এই ধারণা থেকে অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করে। যেমন কাজের জায়গায় অতিরিক্ত চাপ দেওয়া, অযথা ব্যক্তিগত প্রশ্ন করা, সম্পর্কের প্রস্তাব দিয়ে বিব্রত করা বা আর্থিকভাবে ঠকানোর চেষ্টা করা। অনেকে ভাবে, এই মানুষটির পাশে কেউ নেই, তাই তার সঙ্গে খারাপ ব্যবহার করলেও কিছু হবে না।

দ্বিতীয়ত, পরিবারের মধ্যেও অনেক সময় অবহেলা দেখা যায়। বিশেষ করে ডিভোর্সী নারী হলে তাকে বিভিন্ন কথা শুনতে হয় তুমি ঠিক ছিলে নাতো, তুমি সংসার করতে পারোনি ইত্যাদি। অনেকে আবার নতুন করে জীবন শুরু করতে চাইলেও বাঁধা দেয়। আর্থিক সহায়তা, মানসিক সমর্থন কমে যায়। এমনকি পরিবারে ছোটখাটো সিদ্ধান্ত নিতেও তার মতামতকে গুরুত্ব দেওয়া হয় না।

তৃতীয়ত, সমাজের দৃষ্টি হয়তো আরও কষ্টদায়ক। মানুষ নানা রকম গুজব ছড়ায়, চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, ও আবার বিয়ে করবে?ওর সঙ্গে মিশলে খারাপ হবে এসব কটূক্তি শোনাতে হয়। এভাবে একসময় ডিভোর্সী ব্যক্তি একাকীত্বে ভুগতে শুরু করে।

চতুর্থত, অনেকেই এই পরিস্থিতির সুযোগ নিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চায়। যেমন ব্যবসায়িক কাজে ঠকানো, বাসা ভাড়া দিতে গিয়ে বেশি টাকা নেওয়া, অথবা আবেগে ভর করে সম্পর্ক গড়তে গিয়ে প্রতারণা করা।

অথচ ডিভোর্সী হওয়া মানে এই নয় যে মানুষটি অক্ষম বা ভুল করেছে। বরং অনেক সময় সম্পর্কের বাইরে এসে তারা নতুন করে জীবন গড়ার শক্তি পায়। কিন্তু সমাজ আর পরিবার যদি পাশে না থাকে, তবে সেটি আরও কঠিন হয়ে যায়।

আমাদের উচিত এই মানসিকতা বদলানো। একজন ডিভোর্সী নারী বা পুরুষও সম্মান, নিরাপত্তা আর সহানুভূতির অধিকার রাখে। কেউ যেন তাকে দুর্বল ভেবে সুযোগ না নিতে পারে, তার জন্য সমাজকে সচেতন হতে হবে। পরিবারকেও চাই তাকে সহযোগিতা করা, তার পাশে দাঁড়ানো, যেন সে নতুন করে সম্মানের সাথে জীবন শুরু করতে পারে।

এই পরিবর্তন আনতে হলে প্রথমে আমাদের চিন্তা বদলাতে হবে ডিভোর্সী মানে খারাপ বা দুর্বল নয়, বরং একজন মানুষ যে কঠিন একটা অধ্যায় পার করে এসেছে। তাই তার প্রতি আচরণ হবে সম্মানজনক, সহযোগিতাপূর্ণ আর সহানুভূতিশীল।

#মাহবুবা_আক্তার_লিমা

আপনার ডিপ্রেশন যদি আপনার ফেসবুক স্ট্যাটাসে প্রকাশ পেতে শুরু করে, তাহলে আসলে আপনি ডিপ্রেসড নন। আপনি কেবল চাইছেন কেউ আপনার...
17/09/2025

আপনার ডিপ্রেশন যদি আপনার ফেসবুক স্ট্যাটাসে প্রকাশ পেতে শুরু করে, তাহলে আসলে আপনি ডিপ্রেসড নন। আপনি কেবল চাইছেন কেউ আপনার স্ট্যাটাস গুলো দেখুক,আপনাকে বুঝুক।
ফেসবুক এর টাইমলাইন আপনার দিনলিপি না যে লিখে রাখলাম,কেও দেখলো না। বরং বিভিন্ন জন বিভিন্ন কমেন্টস করে আপনাকে খোচা দিবে, ইনবক্সে জিজ্ঞেস করবে কি হয়েছে তোর?
এসব ডিপ্রেশন এখন যতটা না, মানসিক ব্যাধি তার চেয়ে বেশি হয়ে উঠেছে সামাজিক ব্যাধি।
কথাগুলো খোঁচা টাইপ লাগলে আমি দুঃখিত নই।
আপনি যেটাকে ডিপ্রেশন ভাবছেন, সেটা কেবল সাময়িক মন খারাপ, আর কিছুই না। পছন্দের খেলনা না কিনে দিলে বাচ্চাদের যেমন মন খারাপ হয়, ঠিক তেমন।
আর এই সাময়িক মন খারাপটুকু কেবলই আমাদের সময় নষ্ট করে। আমরা চাইলেই ইজিলি রিকভার করতে পারতাম। চাইলেই পারতাম খারাপ লাগা বিষয়টা থেকে মুখ ঘুরিয়ে অন্য দিকে মুভ করতে।
কিন্তু আমরা কি করি জানেন?
স্ট্যাটাস লিখি, "Game Over!
বিশ্বাস করেন, এই ধরনের পোস্ট কোনো হারানো বস্তু আপনার কাছে ফিরিয়ে আনবে না। বরং এক শ্রেণীর মানুষ আপনার থেকে দূরে সরতে শুরু করবে,
আবার কিছু মানুষের কাছে আপনার ইমেজও নষ্ট হবে।।
বাইরে থেকে দেখে যেনো কেউ ভুল করেও বুঝতে না পারে, আপনার উপর দিয়ে কি যাচ্ছে। সিম্প্যাথি দরকার হলে প্রার্থনায় বসে সৃষ্টিকর্তাকে বলুন।
ভালো কিছু পাবেন।
আর যেটা বলছিলাম, ডিপ্রেশন...!
ডিপ্রেসড হয়ে পড়লে আপনি নিজেই বুঝবেন না আপনার কি চাই! বিবশ হয়ে থাকবেন একদম। স্ট্যাটাস দেওয়ার মতো মুড থাকবে না। কাঁদতেও পারবেন না, বুঝতেও পারবেন না আসলে কি হচ্ছে!
এই "ডিপ্রেশন" নামক ভূতটা কেবল পারেই মানুষকে পিছিয়ে দিতে। চ্যালেঞ্জমুখী আর হতে দেয় না। আর ভূত তাড়াতে নিজেই নিজের ওঝা হয়ে যাওয়া ভালো। মন খারাপ কিংবা ডিপ্রেশনকে আসলে কখনোই প্রাধান্যই দেওয়া উচিত না। যা হওয়ার হয়ে গেছে।
দুঃখের গল্প কেউ শুনতে চায় না। যারা চায়, তাদের আসলে হাতে তেমন কোনো কাজ নেই, অথবা কিছু সময়ের জন্যে তাদের কাছে আপনি তাদের টাইম পাস করার টপিক।
সাবধান! নিজের সমস্যা লোকের কাছে বলে বেড়িয়ে নিজেকে হাসির পাত্র করতে যেয়েন না যেনো।
আল্লাহ কে আপনার মনের কথা খুলে বলেন,,
"হে আমার রব আমি তো কখনও তোমাকে ডেকে ব্যার্থ হই নি" ( মারিয়াম - ৪)

এটা কোন ঋতু চলছে কে জানে,ক্যালেন্ডারে দেখি শরৎকাল, ফ্যান চালালে শীতকাল, না চালালে গ্রীষ্মকাল, আবার বাইরে দেখি বর্ষাকাল!
16/09/2025

এটা কোন ঋতু চলছে কে জানে,
ক্যালেন্ডারে দেখি শরৎকাল, ফ্যান চালালে শীতকাল, না চালালে গ্রীষ্মকাল, আবার বাইরে দেখি বর্ষাকাল!

মানুষ কি বলবে ,,এই এক কথা আপনার জীবনের অর্ধেক খুশি কেড়ে নেয়। এই কথাটি কে জীবন থেকে দূরে রাখবেন।
16/09/2025

মানুষ কি বলবে ,,
এই এক কথা আপনার জীবনের অর্ধেক খুশি কেড়ে নেয়। এই কথাটি কে জীবন থেকে দূরে রাখবেন।

যেদিন নিজের সমস্যা অন্যকে বলতে গিয়ে থেমে যাবেন সেদিন মনে করবেন আপনি দুনিয়া বুঝেছেন। যেদিন অন্যের তিক্ত কথা সাইডে রেখে ...
16/09/2025

যেদিন নিজের সমস্যা অন্যকে বলতে গিয়ে থেমে যাবেন সেদিন মনে করবেন আপনি দুনিয়া বুঝেছেন। যেদিন অন্যের তিক্ত কথা সাইডে রেখে হাসতে পারবেন সেদিন মনে করবেন আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন।

যদি ভালোবাসা বুঝানোর প্রয়োজন পরে, তবে আপনি ভুল পথে ভুল পথিকের সঙ্গে নিজের মূল্যবান সময় নষ্ট করছেন। যে আপনার প্রকাশিত শব্...
15/09/2025

যদি ভালোবাসা বুঝানোর প্রয়োজন পরে, তবে আপনি ভুল পথে ভুল পথিকের সঙ্গে নিজের মূল্যবান সময় নষ্ট করছেন। যে আপনার প্রকাশিত শব্দ ও আচরণে ভালোবাসা বুঝে না।
যে আপনার চোখ দেখে বুঝে না, কন্ঠ শুনেও বুঝে না, তবে আপনি নিশ্চিত ভুল জায়গায় এফোর্ট দিচ্ছেন।
অনায়াসে তা বলা যায় ব্যক্তিটি ইমপারফেক্ট পার্টনার।

জীবনে ভুল মানুষ, ভুল পথ ও ভুল সিদ্ধান্ত হতেই পারে এটা দোষের কিছু নয়। তবে ভুল জেনেও সময় নষ্ট ও নিজেকে খরচ করার মানে আর ভুল থাকে না এটা দোষে রূপান্তরিত হয়ে যায়। আর এই দোষের মাশুলে নিজেকে জড়ানোর দোষী আপনি নিজেই অন্য কেউ নয়।
নিজেকে মূল্যবান ভাবুন, দেখবেন এরপর থেকে আপনি
কতোটা মূল্যবান হয়ে গেছেন।

Address

Bagerhat
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Anabia Chowdhury Anayea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anabia Chowdhury Anayea:

Share