11/10/2023
মনের গহীনে খুব যতনে শয়নে স্বপনে
রেখেছি জীবনে কিংবা মরনে,
কেড়ে নিতে চাও, প্রাণ নিয়ে যাও,
হৃদয়ে রেখেছি আকসা, সেটা জেনে যাও।
মানব না গুলিতে, আঘাতে কিংবা ব্যথায়,
ছোট ছোট পায়ে পৌঁছে যাব হৃদয়ের আল আকসায়..