Abdul Aziz

Abdul Aziz Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abdul Aziz, Video Creator, Pragpur, Daulatpur , Kushtia, Khulna.

#ؕاِنِ_الۡحُکۡمُ_اِلَّا_لِلّٰہِ ؕ
⭕👉রাজত্ব ও হুকুম সবই একমাত্র আল্লাহ্‌র।

⭕👉তোমরা তাদের মত হয়ো না যারা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন। তারাই ফাসেক।
[হাসর_১৯] আস-সালামুয়ালাইকুম
"Abdul Aziz " পেজ এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
দ্বীন প্রচার ও ইসলাম সম্পর্কে স্পষ্ট ধারনা দিতে আমি আপনাদের মাঝে ইসলামিক

গুরুত্বপূর্ন সকল বিষয় তুলে ধরব।
এর পাশাপাশি ,
🔰-ওয়াজ ,
🔰-মাহফিল ,
🔰- কুরআন তেলাওয়াত ,
🔰- সুরা ,
🔰- কেরাত ,
🔰-ইসলামিক গান ,
🔰-গজল ,
🔰-হামদ
🔰-নাথ
🔰- সহ নানার ধরনের ইসলামিক সচেতনতামূলক পোষ্ট করব।

দ্বীন ইসলাম সম্পর্কে ভালোভাবে জানতে " Abdul Aziz " পেজ টি লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন।
ধন্যবাদ।

21/09/2025

শীঘ্রই আল হিকমাহ ফাউন্ডেশনের গাছে ছায়া দিবে
Easin Sheikh Monir Hossen Muhammad Ali Akbar Jony

21/09/2025
20/09/2025

মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুবই সহজ !
মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ঈদগাহে সামিল হয়ে যাওয়া !

চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, আপনাকে ভিড় ঠেলে এগোতে হবে, অনেক রকম কথা কানে আসবে। আপনি যেটা করবেন সেটা হলো ইগনোর...
20/09/2025

চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, আপনাকে ভিড় ঠেলে এগোতে হবে, অনেক রকম কথা কানে আসবে। আপনি যেটা করবেন সেটা হলো ইগনোর। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে। লাইফ আপনার, চয়েস আপনার, ডিসিশন আপনাকেই নিতে হবে। নেগেটিভিটি যেখানেই দেখবেন, সটান সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে।

শুনতে খারাপ লাগলেও সত্যি আপনি যাদের বন্ধু ভাবেন তাদের অনেকেই আপনার সর্বনাশ দেখতে চায়। তারা চায় আপনার কাটা ঘায়ে সহানুভূতি নামক মলমের সাথে একটু নুন ছিটাতে। আপনি সিম্পলি সেই সুযোগটাই দেবেন না। অযথা তর্কে যাবেন না, বোঝাতে যাওয়ার তো প্রয়োজনই নেই। কেউ যদি আপনাকে মূর্খ বলে, তাই মেনে নিয়ে হেসে বেরিয়ে আসুন। এই যে আপনি সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন, ব্যাস ওইটাই দরকার। যে যা বলছে শুনে নিন আর মুচকি হেসে থ্যাংক ইউ বলে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন। যারা শিরদাঁড়া সোজা করে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, তারা আসলেই জীবনটা চেনে, বোঝে।

আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে, আপনি সেই সময় ভালো কোনো বই পড়ুন, প্রিয়জনের সাথে কোথাও ঘুরে আসুন, রংতুলি নিয়ে ক্যানভাস সাজান, ঘর গোছান, গান শুনুন, আরো দুটো সিনেমা দেখুন, কিছু গাছ লাগান, খেলাধুলা করুন, ছবি তুলুন, ব্যায়াম করুন, সৃষ্টিকর্তার উপাসনা করুন। মোদ্দাকথা হলো, তাদের কথায় রিয়েক্ট করবেন না। যা বলছে বলুক, আপনার কানে এলেও ফেলে দিন, দিনশেষে আপনি জানেন আপনি কি, কেমন, আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না।

আপনার পরিবার এবং বন্ধুদের নিয়ে একটা বাউন্ডারি সেট করুন, একদম যাদের বুকে মিশে আপনি শ্বাস নেবেন, যাদের সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন। ঠিক তাদের কাছেই নিজেকে প্রকাশ করুন, তাদেরকেই এক্সপ্লেন করুন, তাদের সামনেই ঝুঁকতে শিখুন, কারণ তারা আপনার শুধু ভালোটাই চায়। বাদবাকি দুনিয়াকে জঞ্জাল মনে করে ঝেড়ে ফেলে দিন।

একটা কথা মাথায় রাখবেন, জীবন অনেক সুন্দর, আপনি যে পৃথিবীতে আছেন সেটা অনেক সুন্দর, আপনাকে শুধু চলার পথে গজিয়ে ওঠা আগাছাগুলো অথবা কোণে কোণে বেড়ে ওঠা কাঁটাঝোপগুলো দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে। সব কথার উত্তর দিতে নেই, সবকিছুতে রিয়েক্ট করতে নেই, সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। এগুলো বাদ না দিতে পারলে, লসটা আপনারই।

20/09/2025

আলহামদুলিল্লাহ
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য!

19/09/2025

ও আমার জাতি,
কুরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চাই
তোমরা কি তাদের বিরুদ্ধে জিহাদ করতে প্রস্তুত থাকবে!

18/09/2025

পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বান,
হাইয়্যা আলাল ফালাহ
কল্যাণের দিকে আসো

18/09/2025

রসূল (সঃ) বলেছেন:-

সবচেয়ে উওম নামাজ হলো জুমআর দিন। ফজরের নামাজ জামাআত সহকারে !
[সিঃ_সহীহাহ_১৫৬৬]

Address

Pragpur, Daulatpur , Kushtia
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Aziz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdul Aziz:

Share