Md. Emran Hossain

Md. Emran Hossain Greetings! I am Emran Hossain from Bangladesh. I am working in the Digital Marketing sector and SEO expert.

12/06/2025

আজ আমেদাবাদে যে বিমানটি ভেঙে পড়েছে সেই বিমানটি Boeing কোম্পানির বিমান। Boeing 787-8 ড্রিমলাইনার।
Boeing আমেরিকার কোম্পানি, পুরো নাম "The Boeing Company".

এই কোম্পানিতে ৩২ বছর ধরে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার হিসেবে কাজ করেছিলেন এই লোকটি।
জন বার্নেট।
ইনি ২০১৭ সালে বোয়িং 787 Dreamliner প্রজেক্টে কাজ করার সময় ভয়াবহ অনিয়ম দেখতে পান এবং তা চেপে না রেখে সাহসিকতার সাথে ফাঁস করেন।
এই কাজের জন্য উনি "হুইসেলব্লোয়ার" হিসেবে পরিচিত।
Boeing 787 তে ত্রুটিপূর্ণ পার্টস ব্যবহার,অক্সিজেন সরাবরাহের সমস্যা এবং প্ল্যান্টের ভেতরের কিছু সমস্যা নিয়ে যুক্তরাষ্ট্রের Federal Aviation Administration (FAA) এবং OSHA (Occupational Safety and Health Administration)-তে লিখিত অভিযোগ জানান। এমনকি কোর্টেও যান।

তদন্ত হয়। জন বার্নেটের অভিযোগ সঠিক প্রমাণ হয়। FAA Boieng কোম্পানিকে সংশোধনের নির্দেশ দেয়।

শুরু এখানেই৷
এরপর কোম্পানি স্বাভবিকভাবেই লাগে জন বার্নেটের পিছনে। সে চাকরি ছাড়তে বাধ্য হয়।
তারপর বেশ কিছু বছর কেটে গিয়ে আসে ২০২৪ সাল।
৯ই মার্চ। উনি সমস্ত প্রমাণ সহ আদলতে Boeing এর বিরুদ্ধে সাক্ষী দিতে গিয়েছিলেন। উঠেছিলেন দক্ষিণ ক্যারোলিনা'র চার্লসটনের একটি হোটেলে। কিন্তু ঠিক সেদিনই হোটেলের পার্কিং লটে তার ট্রাকের ভেতরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
স্বাভাবিকভাবেই পুলিশ আত্মহত্যা বলে চালিয়ে দেয়।

এভাবেই পুঁজিবাদ এগিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে। Boieng ড্রিমলাইনে উড়তে উড়তে।
আর বেসরকারিকরণের সাথে পুঁজিবাদের সম্পর্ক নিবিড়।
এয়ার ইন্ডিয়া,আমেদাবাদ এয়ারপোর্টে দুটোই বেসরকারি।

বেসরকারী হলে পরিষেবা ভালো অবশ্যই হয়।
সেটা পুঁজিবাদের পরিষেবা। মানুষের নয়।

Alcatel Button Phone Specification:📱 Design:Classic button phone with a modern edge, featuring a touchscreen hybrid, alo...
07/06/2025

Alcatel Button Phone Specification:

📱 Design:Classic button phone with a modern edge, featuring a touchscreen hybrid, alongside a full keypad
📡 Network: 5G connectivity for ultra-fast internet speeds
🔋 Battery: 6000mAh with fast charging
💾 Storage: 512GB internal storage, + expandable MicroSD up to 1TB
🚀 RAM: 16GB LPDDR5 RAM for seamless performance
📷 Camera: Dual AI-powered cameras 48MP rear,+ 16MP selfie camera
🎵 Audio: Dual stereo speakers with Dolby Atmos
📦 Build: Water-resistant (IP68) + durable aluminum frame
🔒 Security: Fingerprint sensor & Face unlock
📁 Operating System: Android 14 optimized for button-phone usage
🎮 Performance: Snapdragon 8 Gen 2 or MediaTek Dimensity 920 chipset

গতকাল অফিসিয়াল কাজে সাতক্ষীরা গিয়েছিলাম। আসতে যেতে আমাদেরই বাস্তবায়ন করা কিছু কার্যক্রম দেখতে দেখতে আসছিলাম। খুলনা হতে স...
18/05/2025

গতকাল অফিসিয়াল কাজে সাতক্ষীরা গিয়েছিলাম। আসতে যেতে আমাদেরই বাস্তবায়ন করা কিছু কার্যক্রম দেখতে দেখতে আসছিলাম। খুলনা হতে সাতক্ষীরা যেতে গোপালপুর বাজার সংলগ্ন ব্রিজ হতে কপোতাক্ষ নদী পর্যন্ত খালটি ২০১৫ সালে "বিশ্বখাদ্য কর্মসূচি (WFP)" এর অর্থায়নে বাস্তবায়ন করা হয়। খালটি আজো কত কার্যকর সেটা দেখে অসম্ভব ভাল লেগেছে।

27/03/2025

So Proudest

11/10/2024

শারদীয়া শুভেচ্ছা

"To say that something is wrong or not satisfactory"
11/10/2024

"To say that something is wrong or not satisfactory"

কাশফুল প্রকল্পটি হাতে নিব ভাবছি
11/10/2024

কাশফুল প্রকল্পটি হাতে নিব ভাবছি

10/10/2024

🔹জীবনকে সহজ করার জন্য কিছু ভালো অভ্যাস🔹

👉অন্য ব্যক্তির হাতে নিজের ব্যক্তিত্বকে তুলে দিবেন না।

👉বিড়াল হয়ে দীর্ঘ সময় বাঁচার তুলনায় সিংহ হয়ে একদিন বাঁচা অনেক ভালো।

👉বন্ধু কম থাকা ভালো।

👉বন্ধুত্বের নামে নিজেকে একেবারে বিলিয়ে দিবেন না।

👉কেউ পাত্তা না দিলে অযথা তার পিছনে দৌড়ানোর দরকার নেই।

👉নিজের চারপাশের সব কিছুর ব্যাপারে নাক গলানোর দরকার নেই।

👉যথা সম্ভব কম কথা বলার চেষ্টা করতে হবে। অতিরিক্ত চিন্তা করা যাবে না।

👉ছোট ছোট জিনিসের মাঝে সুখ খুজতে হবে।

👉বুঝতে হবে কোন কিছু অর্জন করা বাধ্যতামূলক নয়।

👉অতিরিক্ত ভালো হবার কোন দরকার নেই।

👉নিজেকে যথা সম্ভব শান্ত রেখে জীবন যাপন করুন।

👉অন্যদের কাছ থেকে মতামত নেন এবং নিজের মত করে সিদ্ধান্ত নেন।

****** Collected ******


21/09/2024

মাঠের দর্শক হয়ে ভুল ধরা অনেক সহজ, মাঠে নেমে গোল দাও, দেখি কয়টা গোল দিতে পার। সমালোচনা বন্ধ করে নিজের জায়গা হতে সচেতন হই।

16/09/2024

আজ আমাদের প্রিয় নবী "হযরত মোহাম্মদ (সাঃ) জন্মদিন" আলহামদুলিল্লাহ 🤲🤲

Address

Mujgunni Residential Area, Boyra
Khulna
9000

Telephone

+8801816648301

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Emran Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Emran Hossain:

Share