
30/09/2025
👉 কুকুরের স্বভাব কুকুরই দেখাবে, সেটা কামড় দেওয়া হোক বা আক্রমণাত্মক আচরণ হোক। কিন্তু মানুষ যদি প্রতিশোধ নিতে গিয়ে একইভাবে আচরণ করে, তবে মানুষ আর মানুষ থাকে না—বরং কুকুরের সমান হয়ে যায়।
👉 সমাজে এমন কিছু মানুষ আছে যাদের স্বভাবই নেতিবাচক, যারা অকারণে ক্ষতি করে, হিংসা করে বা অন্যকে অপদস্থ করে। এরা যেন সেই "পুকুরের কুকুর", যাদের কাছ থেকে দূরে থাকাই উত্তম।
📌 শিক্ষণীয় দিক হলো —
খারাপ মানুষের সঙ্গে তর্ক বা সংঘর্ষে না জড়ানোই ভালো।
তাদেরকে তাদের স্বভাবেই থাকতে দেওয়া উচিত, কারণ মানুষ হয়ে কুকুরের মতো আচরণ করা আমাদের মর্যাদা কমিয়ে দেয়।
নীরবতা, ধৈর্য ও দূরত্বই এদের মোকাবিলার সঠিক উপায়।