
08/01/2024
ভারতীয় ট্যুরিস্ট ভিসা করার কথা ভাবছেন?
১)পাসপোর্ট এর মূল কপি : ( সর্বনিম্ন ৬ মাস মেয়াদ থাকতে হবে এবং দু'টি সাদা পাতা থাকতে হবে)
২) ২ ইঞ্চি/২ ইঞ্চি,চশমা ছাড়া কালারিং জামা পড়ে রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে ও ৩ মাসের বেশি পুরোনো নয়।
৩) জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন।
৪) টিকার সনদ।
৫) বর্তমান ঠিকানার প্রমান হিসেবে বিদ্যুৎ বিল/গ্যাস/পানি/টেলিফোন বিল এর যেকোনো একটি।
৬) ব্যাংক স্টেটমেন্ট/বৈদেশিক মুদ্রার এনডোর্স্মেন্ট/ আন্তর্জাতিক ক্রেডিট কার্ড(ব্যাংক স্টেটমেন্ট সর্বনিম্ন ৬ মাসের হতে হবে মিনিমাম ব্যালেন্স ২০ হাজার ও ১৫০ মার্কিন ডলার সমমান হতে হবে যদি এন্ডসমেন্ট করেন )
৭) পেশার প্রমাণপত্র: চাকরি হলে এনওসি, ব্যাবসা হলে ট্রেড লাইসেন্স, ছাত্র হলে স্টুডেন্ট আইডি কার্ড।
✔️এই সকল কাগজ গুলো আপনার থাকলে আপনি একজন এক্সপার্ট/নিজে ভারতীয় ভিসা এপয়েনমেন্ট নিন এবং ভিসা ফি জমা দিয়ে, আপনার নিকটতম ভিসা সেন্টারে পাসপোর্ট জমা দিন।