Sʜᴇᴍᴏɴᴛɪ's ɢᴀʟʟᴇʀʏ

Sʜᴇᴍᴏɴᴛɪ's ɢᴀʟʟᴇʀʏ Live peacefully 🤍

👉আমাদের সব প্রোডাক্টের দামই ফিক্সড। চেষ্টা করা হয় অনলাইনে অন্যদের তুলনায়, রিজনাবল দাম রাখতে। তাই দয়া করে কেউ দরদাম করবেন না প্লিজ 🙏🙏🙏👉পেইজ এবং গ্রুপের সব ছবি মোবাইলে তোলা। সুতরাং রিয়েল পিকচার এটাই। আর যেহেতু মোবাইলে ছবি তোলা হয়, প্রোডাক্ট এর কালার কিছুটা পরিবর্তন হতে পারে

Not everyone will understand your journey,that's okay, you're here to live your life,not to make everyone understand.🩷🦋✨
28/08/2024

Not everyone will understand your journey,that's okay, you're here to live your life,not to make everyone understand.
🩷🦋✨

জাগ্রত হও সকল নারী ....ওড়নায় টান পড়তে ঘুরে দাঁড়াল তটিনী| অস্ফুটে বলে উঠল, কি হল? মানে কি এর? বাইকে বসে থাকা ছেলেটা ন...
28/08/2024

জাগ্রত হও সকল নারী ....ওড়নায় টান পড়তে ঘুরে দাঁড়াল তটিনী| অস্ফুটে বলে উঠল, কি হল? মানে কি এর? বাইকে বসে থাকা ছেলেটা নির্লজ্জের মতো হাসল, রাত হয়ে গেছে খুকুমণি, ওড়নাটা সামলে! অমন সুন্দর ওড়না, ঢেকে তো রেখেছে বেশ!
ঈষৎ হাসল তটিনী, সেজন্যই কি ওটা টেনে দেখার ইচ্ছে জাগল মনে?
অনেক রাত হয়েছে খুকুমণি| রাস্তা নির্জন| আলোও নিভে গেছে| ভয় লাগছে না তোমার? অন্ধকারের বুক ফুঁড়ে হেডলাইটের আলো ঝলসে উঠল, আরো দুটো বাইক এসে দাঁড়াল আগের ছেলেটার দুপাশে| কি রে তোরা.... গন্ধে গন্ধে ঠিক এসে পড়েছিস? প্রথম ছেলেটা হায়নার মতো হাসল| কি খুকুমণি এবার ভয় করছে তো?
না, ভয় কেন করবে! তোমরাও তো আমার মতোই মানুষ| রাতের রাস্তায় তোমরা যদি বাইক নিয়ে দাপিয়ে বেড়াতে পার, তাহলে আমিও তো পথে হাঁটতে পারি| বাইক তোমাদের নিজস্ব হলেও রাস্তা কারুর একার নয়!
বাব্বা, খুকুমণি চেহারা হলেও মুখে বেশ‌ বুলি ফুটেছে দেখছি| আমাদের দেখলে অন্য মেয়েরা পালিয়ে যায়| তুমি দেখছি বেশ সাহসী আছ|
পাশে দাঁড়ানো বাইক থেকে পা নামিয়ে অকারণে রাস্তা ঘষে হাতে ব্রেসলেট পরা ছেলেটা বলল, রোজকার নেতানো মুড়ি দেখে দেখে চোখ পচে গেছে মাইরি| এমন খাপ খোলা তলোয়ার সামনে থাকলেই তো খেলা জমে! তিনটে ছেলে বিচ্ছিরি ভাবে হেসে উঠল| এক অশুভ আভাস যেন ছড়িয়ে গেল রাতের আকাশে|
মেয়ে মানেই দুর্বল এই ভুল ভাবনাটা লালন না করাই ভাল| কাজের সূত্রে আমাদেরকেও রাতে ডিউটি দিতে হয়| প্রয়োজনে গভীর রাতে বাড়িও ফিরতে হয়| আসি| যাইহোক অনেকটা সময় নষ্ট হল, ধীরপায়ে হাঁটতে শুরু করে তটিনী|
খুকুমণি বোধহয় আমাদের ওপর রেগে গেল! এই তো বেশ জমিয়ে গল্প হচ্ছিল| এখন আবার যাওয়া যাওয়ির কথা কেন? এসো, আজ আমরা সারা রাত জমিয়ে গল্প করি|
না, এবার ফিরতে হবে| কাল সকালে ডিউটি আছে| অবিচলিত কন্ঠে বলল তটিনী|
মনে হয় খুকুমণি ভয় পেয়েছে রে, অবশ্য ভয় না পেলে আমাদেরই কেমন কেমন লাগে... বাইক ঘুরিয়ে প্রথম ছেলেটা আড়াআড়ি ভাবে রাস্তা আটকে দাঁড়াল| চলে যাব বললেই তো আর চলে যাওয়া যায় না মামণি| অন্ধকারে রাস্তা দিয়ে হাঁটতে হলে আমাদের ট্যাক্সো দিতে হয়|
সিসিটিভি ক্যামেরায় তোমাদের কুকীর্তি দেখা যাবে কিন্তু! ভেবেচিন্তে| বাইকটা সরিয়ে নাও| যাব আমি|
যাব বললেই তো হবে না| আর ওইসব সিসিটিভি টিটিসিভি এখানে নেই| অনেকদিন আগেই খারাপ হয়ে গেছে, আমাদেরই বদান্যতায়| বুঝলে খুকুমণি! চোখ নাচিয়ে বাইক থেকে নেমে তটিনীর খোলা চুলে মুখ ডোবানোর চেষ্টা করল ছেলেটা|
পরক্ষণেই কি ঘটে গেল টেরই পেল না ছেলেটা! এটুকু বুঝল তার বিশেষ অঙ্গের কর্মক্ষমতা শেষ, আর কাঁধ থেকে হাতটা কেবল ঝুলছে, নড়াচড়া করানোর ক্ষমতা নেই আর! দ্বিতীয় ছেলেটা স্পিডে বাইক নিয়ে এল, চোখে তার আগুন জ্বলছে যেন এখুনি তটিনীকে পিষে দেবে| অদ্ভুত কায়দায় ভল্ট দিয়ে এক লাথি কষালো সে, ঘুরপাক খেয়ে দামী স্পোর্টস বাইক সমেত আরোহী ছিটকে পড়ল রাস্তায়| বাইকটা কয়েক পাক ঘুরে কেতরে পড়ে রইল| ছেলেটার মাথায় হেলমেট ছিল ভাগ্যিস নইলে ছেঁচড়ে গিয়ে একেবারে যা তা অবস্থা হত| ব্যাপার স্যাপার দেখে তৃতীয় জন পালাতে যাচ্ছিল, এমন সময় গাড়ি থেকে লোকাল থানার ওসি নেমে এলেন| তিনটে ছেলেকে ধরে গাড়িতে তুলতে তুলতে বললেন থ্যাঙ্কস ম্যাডাম| আপনি বলেই এটা সম্ভব হল|
আপনারা যদি নিজেদের কাজটা যথাযথভাবে করেন তাহলে আমাদের আর ফিল্ডে নামতে হয় না| এতদিন ধরে এই এলাকা নিয়ে এত অভিযোগ আসছে, অন্ধকার থাকে, সিসিটিভি খারাপ অথচ এই থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার হিসেবে আপনার নড়েচড়ে বসার নাম নেই, বাধ্য হয়ে আমাকেই আসরে নামতে হল|
বোঝেনই তো ম্যাডাম, এক সাধারণ থানার অতি সাধারণ দায়িত্বপ্রাপ্ত অফিসার আমি| উপরতলার প্রেসার থাকে| বেশি কিছু করার সাহস হয় না|
তিনজনকে কাল কোর্টে প্রডিউস করুন| বাকিটা আমি দেখে নেব| কোন প্রেশার এলে আমায় ফোন করবেন| ভাল কথা ছেলেটার হাত বোধহয় কাঁধ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে| হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে নেবেন| হাঁটতে হাঁটতে গলির মোড়ে মিলিয়ে গেল তটিনী, ওড়না সমেত|
লাথি খেয়ে ছিটকে পড়া ছেলেটা প্রবল যন্ত্রণা সামলেও ফিসফিসিয়ে বলল, কে উনি? কি মারাত্মক মহিলা| আমার বন্ধু প্রাণে বাঁচবে তো?

হাসপাতালে নিয়ে যাই আগে, দেখি ডাক্তার কি বলে! মুখ কালো করে বললেন ওসি, স্পেশাল ব্রাঞ্চে আছেন উনি, আইপিএস রেবতী চ্যাটার্জি|
আমাদের এবার আর মা লক্ষী সরস্বতী হলে চলবেনা।সকল
মেয়েদের মা কালি মা চামুন্ডার রূপ ধরতেই হবে ।বহূকাল মুখ বুঝে সঝ‍্য করা আর না। জাগ্রত হও সকল নারী জাতী ধংস কর এই অসুরদের।

©সংগৃহীত

🥱🥱
28/08/2024

🥱🥱

দেখবেন পরিবারের যে সন্তানেরা বেশি এডজাস্ট করে সবকিছু মাথা পেতে নেয়, বেশি দায়িত্ব কাঁধে নেয়, সেই সন্তানেরাই জীবনে বেশিরভা...
28/08/2024

দেখবেন পরিবারের যে সন্তানেরা বেশি এডজাস্ট করে সবকিছু মাথা পেতে নেয়, বেশি দায়িত্ব কাঁধে নেয়, সেই সন্তানেরাই জীবনে বেশিরভাগ ঠকে!🙂
©collected

I'm just angry, but I will never ever leave you ❤️
28/08/2024

I'm just angry, but I will never ever leave you ❤️

শুভ সকাল🌻
28/08/2024

শুভ সকাল🌻

স্বাধীনচেতা মেয়েদের সাথে থাকতে চাওয়া সহজ ব্যাপার নয়। কারণ সে আপনার সব বারণ চোখ কান বন্ধ করে শুনবে না। 'এটা করা যাবে না, ...
27/08/2024

স্বাধীনচেতা মেয়েদের সাথে থাকতে চাওয়া সহজ ব্যাপার নয়। কারণ সে আপনার সব বারণ চোখ কান বন্ধ করে শুনবে না। 'এটা করা যাবে না, ওটা পরা যাবে না, এর সাথে কথা বলা যাবে না, এখানে যাওয়া যাবে না', ইত্যাদি এর নিয়মসূচির মুখে সে প্রশ্ন ছুঁড়ে বসবে, 'কেন?'। মতামতের অমিলে সে চুপ করে মেনে নেবে না যে ভুলটা তার, সে তর্ক করবে। লজিক্যালি কোনটা ঠিক, কোনটা ভুল, বিচার করবে। সে কারোর কাছে হাত পেতে নিজের শখ পূরণ করতে চাইবে না। নিজের উপার্জনের টাকায় কাঁধে কাঁধ মিলিয়ে রেস্টুরেন্টের, শপিংয়ের, সিনেমার বিল মেটাতে চাইবে।
সে তার স্বপ্নের গলা টিপতে দেখলে; সোনা মুখ করে বসে থাকবে না। হাসি হাসি মুখে সে একলা নিজের শাড়ির আঁচলে বেঁধে নেবে না সংসারের সমস্ত দায়িত্ব। সে হয়তো বুঝিয়ে দেবে যে বাচ্চা সামলানো তার একার কর্তব্য নয়। তার ইচ্ছা না হলে সে মুখের ওপরে 'না' বলবে।

সে আপনাকে ভালো তো বাসবে প্রচুর, কিন্তু নিজেকে অবহেলা করে নয়। তাকে বেঁধে রাখা যাবে না। তোতা পাখির মতো পায়ে শেকল বেঁধে শেখানো বুলি বলানো যাবে না। সে উড়বে। ডানা মেলে প্রাণ ভরে নিঃশ্বাস নেবে। যেমন করে খুশি বসবে, যেমন করে খুশি হাঁটবে, হো হো হো শব্দে হাসবে, নিজেকে প্রচুর ভালোবাসবে। সবার দ্বারা আবার এমন 'মেয়ে মানুষকে' ভালোবাসা সম্ভব হয়ে ওঠে না। আপনি বরং আরেকবার ভেবে দেখুন। পারবেন তো?.....



Don't wait for the opportunity, create it😇
27/08/2024

Don't wait for the opportunity, create it😇

শ্রীকৃষ্ণ কথামৃত🌻Don't Forget To Share On Your Timeline⬇️
27/08/2024

শ্রীকৃষ্ণ কথামৃত🌻
Don't Forget To Share On Your Timeline⬇️


27/08/2024

This can change any person's mindset😇
Just focus on your duty, not your result😊
JAY SHREE KRISHNA🙏❤️

Address

Khulna
Khulna
9100

Telephone

+8801811944965

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sʜᴇᴍᴏɴᴛɪ's ɢᴀʟʟᴇʀʏ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sʜᴇᴍᴏɴᴛɪ's ɢᴀʟʟᴇʀʏ:

Share