26/09/2025
✨🌙 জুম্মা মোবারক 🌙✨
আলহামদুলিল্লাহ, আবারো আমাদের মাঝে চলে এসেছে বরকতময় শুক্রবার। জুম্মার দিন হলো রহমত, মাগফিরাত আর নাজাতের দিন। এই দিনের প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে অফুরন্ত কল্যাণ। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “জুম্মার দিনে এমন একটি সময় আছে, যখন বান্দা আল্লাহর কাছে যা চায়, আল্লাহ তা কবুল করেন।” (বুখারী, মুসলিম)
আসুন আমরা সবাই এই পবিত্র দিনে বেশি বেশি ইবাদত করি, কুরআন তেলাওয়াত করি, দরূদ শরীফ পাঠ করি এবং পরিবারের জন্য ও উম্মাহর জন্য দোয়া করি। যারা দুনিয়ার সমস্যায় আছি, আল্লাহ তাদের সহজ করে দিন। যারা গুনাহে ডুবে আছি, আল্লাহ তাদের ক্ষমা করে দিন। যারা বিপদে আছেন, আল্লাহ তাদের রহমতের ছায়ায় আশ্রয় দান করুন।
🌸 এই জুম্মার দিনে আমাদের হৃদয় হোক আলোকিত, মুখ হোক হাসিতে ভরা আর জীবন হোক দুনিয়া ও আখেরাতের জন্য শান্তিময়।
🤲 আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।
✨💚 সবাইকে আন্তরিকভাবে জানাই – জুম্মা মোবারক 💚✨
#জুম্মা #মোবারক