চশমাওয়ালি

চশমাওয়ালি -আমি ভবিষ্যৎ বলতে শুধু কবরস্থানকেই বুঝি,, কারন এইটাই আমার নিশ্চিত ভবিষ্যৎ..!! 🙂

পৃথিবীর সকল মানুষের সুস্থতা এবং প্রশান্তি কামনা করি।

25/04/2025
প্রায়োরিটিকে সস্তা ভাববেন না..!সারা দিন-রাত টিকটিক শব্দে বিরক্ত করাদেওয়াল ঘড়িটা ব্যাটারির অভাবে থেমে যাওয়ার পর আমরা ...
25/04/2025

প্রায়োরিটিকে সস্তা ভাববেন না..!

সারা দিন-রাত টিকটিক শব্দে বিরক্ত করা
দেওয়াল ঘড়িটা ব্যাটারির অভাবে
থেমে যাওয়ার পর আমরা বুঝতে পারি
ঘড়িটার গুরুত্ব কি ছিল……

তেমনই আমাদের আশেপাশেও
কিছু মানুষ থাকে-
যাদের হাসি -খুশির মুহূর্তগুলো
কিম্বা কিছু সাধারণ ব্যস্ততাকে,
আমরা ভীষণ রকম সমালোচনার নজরে দেখি!
বারবার ফোন করে খোঁজ নেওয়া,
প্রয়োজনে-অপ্রয়োজনে মেসেজে যোগাযোগ করা..
আমাদের বিরক্তকর মনে হতো!

একটা সময় তারা চুপ হয়ে গেলে
আমরা বুঝতে পারি..
বুঝতে পারি একটা মানুষ ছিলো।
চলে যাওয়ার পর আমরা কদর করার কথা ভাবি!

একসময় চ্যাট লিস্টে হাজার ম্যেসেজ পাঠালেও,
কোন রিপ্লাই আসে না
ফোনে হাজারবার রিং করলেও অপর প্রান্ত থেকে কেউ ফোনটা তুলে আর কথা বলে না!

আমরা তখন বুঝতে পারি -
সেই মানুষগুলো আসলে সময় কাটাতে নয়,
হয়তো কাছের মানুষ বা বন্ধু হওয়ার জন্য
একটু সময় চাইতো….
আমরা ভাবতাম সময় কাটাতে এসেছিল!
অথচ আমাদর অবসর হয়নি তাকে সঙ্গ দেওয়ার!

আমাদের চোখে পরে
একসময় খুব শান্ত থাকা উগ্র মানুষটাকে,
মানুষটার ভিতরটা জানার মতো
অনুভূতি বা সময় হয় না!

অবহেলায় পরে থাকা পাথরে ক্ষয় ধরে!
অনাদরে রাখালোহায় মরচে পরে !
আমরা তো মানুষ তাইনা?

মানুষকে বা তার প্রায়োরিটি কে সস্তা ভাববেন না,
সকলের আত্নসম্মান আছে তাই না?
সবারই একটা নরম মন থাকে তাইনা..!?

25/04/2025
24/04/2025
22/03/2025

আত্মসম্মানবোধ আমার কাছে প্রেম ভালোবাসার চেয়ে প্রিয়। তেজ, জেদ, সাহস এবং সততা এগুলো আমার অহংকার। আমার আপনজন যারা আমাকে আঘাত করে ক্ষত-বিক্ষত করে দেয় তাদের আর মনের ভিতর রাখিনা। আমার মানষিক স্বস্তি নস্ট হয় যে গলিতে, সে গলিতে যতোই আলো থাকুক ঐ আলোয় আমি হাঁটবোনা।কোন প্রলোভনে আমি দমিনা। যা আমি করতে চাই তা আমি করি। মন থেকে একবার কাউকে বের করে দিলে তাকে আর কখনো মনের ভিতর যায়গা দেইনা। আমি কঠিন মানুষ যতটা কঠিন হলে ভেঙে যাওয়া নিজেকে নতুন করে গড়া যায়,আমি ততোটাই কঠিন। ইমোশন অপাত্রে বিলাই না। ভালোবাসার মত আমার ঘৃনাও মূল্যবান। পুরানো কোন সম্পর্কে জং ধরলে নিজ ইচ্ছায় ছেড়ে চলে আসি। অতীত আকড়ে ধরার কোন অভ্যাস আমার নাই। আমি মাথা নত করি সম্মানে, প্রজ্ঞায়,যত্নে ভালোবাসায়..... ভিক্ষায় নয়।

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when চশমাওয়ালি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category