
20/07/2025
Confession_no_32
From: জুনিয়র
To: সম্রাট ভাইয়া🤗
Department of Law
ওহে প্রিয়,প্রথম যেদিন আপনাকে ডিপার্টমেন্ট দেখেছিলাম। মনের ভিতর কেমন যানি একটা আলাদা ভালোলাগা অনুভব করলাম। সময় বাড়তে থাকলো আর আপনার প্রতি ভালোলাগা প্রখর হতে লাগলো।প্রতিটি সেকেন্ড আপনাকে অনুভব করি।কেন জানি আপনাকে অনেক আপন মনে হয়।।মনে হয় কতো জনম থেকে আপনার সাথে আমার সখ্যতা।আপনার দিকে তাকিয়ে থেকে,হাতে হাত রেখে হৃদয়ের কথা বলতে মন ব্যাকুল হয়ে আছে।।।গোধুলিতে আপনার হাত ধরে হাটতে চাই।। পূর্ণিমার আলোয় আপনার কাঁধে মাথা রেখে দীঘল রজনী কাটিয়ে দিতে চাই।। ভালোবাসি আপনাকে,,, শত জনম ধরে বাসতে চাই।।
ভালোবাসাহীন এই শহরে,,,,,,?
আমাকে আপন করে নিয়েন প্রিয়।।
ইতি
আপনার ভালোবাসার মানুষ।