FCUB Crush and Confession

FCUB Crush and Confession আপনার প্রিয় ব্যক্তির নামে কনফেশন দিতে চাইলে পেইজে মেসেজ দিন

Confession_no_32From: জুনিয়রTo: সম্রাট ভাইয়া🤗Department of Lawওহে প্রিয়,প্রথম যেদিন  আপনাকে ডিপার্টমেন্ট দেখেছিলাম। মনের...
20/07/2025

Confession_no_32
From: জুনিয়র
To: সম্রাট ভাইয়া🤗
Department of Law

ওহে প্রিয়,প্রথম যেদিন আপনাকে ডিপার্টমেন্ট দেখেছিলাম। মনের ভিতর কেমন যানি একটা আলাদা ভালোলাগা অনুভব করলাম। সময় বাড়তে থাকলো আর আপনার প্রতি ভালোলাগা প্রখর হতে লাগলো।প্রতিটি সেকেন্ড আপনাকে অনুভব করি।কেন জানি আপনাকে অনেক আপন মনে হয়।।মনে হয় কতো জনম থেকে আপনার সাথে আমার সখ্যতা।আপনার দিকে তাকিয়ে থেকে,হাতে হাত রেখে হৃদয়ের কথা বলতে মন ব্যাকুল হয়ে আছে।।।গোধুলিতে আপনার হাত ধরে হাটতে চাই।। পূর্ণিমার আলোয় আপনার কাঁধে মাথা রেখে দীঘল রজনী কাটিয়ে দিতে চাই।। ভালোবাসি আপনাকে,,, শত জনম ধরে বাসতে চাই।।
ভালোবাসাহীন এই শহরে,,,,,,?

আমাকে আপন করে নিয়েন প্রিয়।।

ইতি
আপনার ভালোবাসার মানুষ।

Confession_no_31From: 5th floor এর কেউ একজন To : Risul Department:LLB(26 batch)প্রাণের চেয়েও প্রিয় আমির 🖤 ভালোবাসা কি ...
11/05/2025

Confession_no_31
From: 5th floor এর কেউ একজন
To : Risul
Department:LLB(26 batch)

প্রাণের চেয়েও প্রিয় আমির 🖤
ভালোবাসা কি জিনিস সেটা আপনার সাথে পরিচয় না হলে জানতে অথবা বুঝতে পারতাম না। আপনি হয়তো জানেন না আমি সর্বপ্রথম আপনার চোখের মায়াতে পড়েছি। চোখ দুটো এত নিষ্পাপ আর মায়াবী বার বার প্রেমে পড়ে যাই। আমি কখনো কোন ছেলের প্রেমে পড়িনি, রিলেশন ও করিনি।আপনি আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা। আপনার পরে আর কাউকে ভালোবাসতে চাই না। আপনাকে দেখার পরে পৃথিবীর আর কোন ছেলের দিকে তাকানোর ইচ্ছে হয়নি। যেদিন প্রথম আপনার সাথে ভার্সিটিতে গিয়েছিলাম সেদিন মনে মনে ঠিক করেছিলাম ল' নিয়ে পড়লে এই ভার্সিটিতে ভর্তি হবো, যেনো আপনার কাছাকাছি থাকতে পারি। আপনাকে ছুঁয়ে যাওয়া বাতাস যেন আমাকেও ছুঁয়ে যায়। খুব ইচ্ছে ছিল প্রথম ক্লাসের দিন আপনার সাথে ভার্সিটিতে যাবো কিন্তু হয়নি।
এতো ক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কে?
কখনো সরাসরি এভাবে ভালোবাসার কথা বলার সাহস হয়নি, হয়তো ভয় আবার লজ্জা। তাই এখানে পোস্টের মাধ্যমে জানিয়ে দিলাম।
ক্যাম্পাসে কোন মেয়ের সাথে যেনো কথা বলো না, আমার কষ্ট হয়।
আপনি শুধু আমার।। মন দিয়ে ভালো করে পড়াশোনা করেন।
আর বেশি কিছু বললাম না যদি নজর লেগে যায়।

ইতি
আপনার মায়াবতী ❤️‍🩹

09/05/2025

অনুরোধের জন্য ৭ নম্বর কনফেশন ডিলিট করা হলো।

confession_no: 30প্রেরক: আমি।প্রাপক :তুমি❤️ডিপার্টমেন্ট: এলএলবি  প্রেয়সী,আমি বলছি।জানি চিনবে না,কারণ তোমার আন্দাজেই যে ন...
09/05/2025

confession_no: 30

প্রেরক: আমি।
প্রাপক :তুমি❤️
ডিপার্টমেন্ট: এলএলবি

প্রেয়সী,
আমি বলছি।জানি চিনবে না,কারণ তোমার আন্দাজেই যে নেই আমি!দুনিয়া উলটপালট হয়ে গেল কিন্তু মাহি তার কথা থেকে সরলো নাহ!সত্যিই প্রশংসার দাবিদার তুমি।কিছু লিখেছিলাম তোমার জন্য। এই জনমে তো মনে হয় না জানাতে পারবো সামনে থেকে;তাই এখানেই বললাম,প্লিজ কিছু মনে কইরো নাহ।

"তোমার চোখের গভীরে যে মায়াবী আলো, তা আমার হৃদয়কে বারবার ভাসিয়ে নিয়ে যায়।
"তোমার প্রতি আমার ভালোবাসা এমন এক স্রোত যা কখনো ক্ষীণ হয় না। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি চিন্তায় তুমি আছো,
"তোমার চোখের এক ঝলক আমার সব দুঃখ মুছে দেয়। তুমি যেন আমার জীবনের সেই স্বপ্ন, যা আমি জাগ্রত অবস্থায় প্রতিদিন দেখি। তোমার জন্য আমার ভালোবাসা শাশ্বত, অনির্বাণ।"
"প্রতিটি দিনের শুরু এবং শেষ তোমার চিন্তায়। তোমার উষ্ণ উপস্থিতি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ।
আমি তোমায় ভালোবাসি আজ, আগামীকাল এবং চিরকাল।"❤️
ইতি,
তোমাতে ম রতে বসা কোনো এক অভাগা।🥹

confession_no: 29From: ভার্সিটির কেউ একজন To: Arman ( 28 batch BBA)জুনিয়র....তোমার সাথে পরিচয়টা গ্রুপেই হয়. এরপর ইনবক...
08/05/2025

confession_no: 29

From: ভার্সিটির কেউ একজন
To: Arman ( 28 batch BBA)

জুনিয়র....
তোমার সাথে পরিচয়টা গ্রুপেই হয়. এরপর ইনবক্সে টুকটাক কথা, তারপরে আস্তে আস্তে ভালো লাগা। প্রথম যেদিন ভার্সিটিতে গেলাম তোমার সাথে ঘুরতে যাওয়া ,একসাথে বসে কফি খাওয়া। সেই দিনটার কথা আজও মনে আছে। প্রথমে তোমার কথার মায়াতে পড়েছি তারপরে তোমার মায়াতে। জানিনা কেন এত ভালো লাগে ,কেন এত মায়া কাজ করে, তোমার গান আমার খুব ভালো লাগে। তোমার কন্ঠে যেটাই বলো না কেন সেটাই শুনতে খুব ভাল লাগে। তোমার কথা বলতে শুরু করলে একটা উপন্যাস লেখা হয়ে যাবে তারপরেও শেষ হবে না। তোমাকে দেখলে মনের মধ্যে অন্য রকম একটা অনুভূতি কাজ করে। মনে হয় শত বছরের পরিচয় আমাদের। যদিও এই ভালো লাগা তোমার কাছে প্রকাশ করা হয়নি। আমি শুনেছি ভালোবাসা গোপনে সুন্দর প্রকাশ করলে নাকি অবহেলা বেড়ে যায়, দাম দেয় না। আমি না হয় গোপনে আড়াল থেকে ভালোবেসে যাবো । ❤️🥀

তবে এতো জায়গা থাকতে ভূট্টা ক্ষেতের মাঝে গিয়ে কেন পিক তুললে সেটাই বুঝলাম না 😑

Confession_no: 28From: নাম টা না বলি।    To: Tawhid (Sociology)আমি আপনাকে কিছুদিনের পরিচয়ে অনেকটা আপন করে নিয়েছি। আমার হ...
06/05/2025

Confession_no: 28

From: নাম টা না বলি।
To: Tawhid (Sociology)

আমি আপনাকে কিছুদিনের পরিচয়ে অনেকটা আপন করে নিয়েছি। আমার হৃদয়ের সবথেকে সুন্দরতম স্থানটিতে আপনার জাগয়া দিয়েছি।
আপনি আমাকে একবার ভালোবেসে দেখেন আমি আপনাকে ততোটাই ভালোবাসা দিব যতটা ভালোবাসা পেলে সুউচ্চ হিমালয় পর্বত গলে সমভূমিতে রূপান্তরিত হবে, ততোটা ভালোবাসা দিব যতটা ভালোবাসা পেলে দূর আকাশের চাঁদ অমাবস্যার নিকষকালো রাতেও কিরণ ছড়াবে।আপনার প্রতি আমার এই অনুভূতি কোনো চাপ নয়, কোনো দাবি নয়। এটা শুধু একটা স্বপ্নের মতো, যেখানে আপনি আছেন আর আমি প্রতিটা মুহূর্তে আপনাকে ভালোবেসে যাচ্ছি।

আমি জানি, আমি আপনার যোগ্য না। হয়তো আমার এই অনুভূতি প্রকাশ করা বেমানান।💔 যদি কখনো আমার প্রতি আপনার একটু হলেও অনুভূতি তৈরি হয়, তবে জানিয়েন, আমি আমার পুরো জীবন আপনাকে খুশি রাখতে উৎসর্গ করবো। আপনি কি আমার এই হৃদয়ের গোপন কথা একবার ভাববেন,? আমার মনে হয় এই জগতে মানুষ ভাত এবং ভালোবাসা দুইটার জন্যই ভিখারি, আমিও আজ তাই আপনার থেকে একটু ভালোবাসা চাচ্ছি আপনি কি দিবেন? ভালোবাসি এর থেকে বড় কোনো আত্মসমর্পণ আর কিছু হয়না।

confession_no: 27From: ডিপার্টমেন্টের-ই একজন😊To: হাসিব🤗আপনাকে দেখার প্রথম দিন থেকেই আপনার পাশে হাটার আপনার হাত ধরার খুব ...
06/05/2025

confession_no: 27

From: ডিপার্টমেন্টের-ই একজন😊
To: হাসিব🤗

আপনাকে দেখার প্রথম দিন থেকেই আপনার পাশে হাটার আপনার হাত ধরার খুব ইচ্ছে করে। এই ছবিটা দেখে মনে নতুন ইচ্ছা জাগলো আপনার সাথে বসার😅। আপনার পাশের ফাঁকা জায়গায় কি আমার জায়গা হবে?? জানি না হবে কিনা তবে আমার বুকের বা পাশে আপনার জন্য জায়গা রেখে দিয়েছি❤️

05/05/2025

বাঁশ খেয়েই কূল পাইনা, সেখানে ক্রাশ খাওয়া বিলাসিতা🙂🔪

05/05/2025

I got 50 reactions and comments on my posts last week! Thanks everyone for your support! 🎉

28/04/2025

আপনারা সবাই সবার ক্রাশকে নিয়ে পোস্ট দেন। আর এদিকে এডমিন বেচারার মনটাও যে পোড়ে সেই খেয়াল রাখেন আপনারা🙂

Confession_no: 26From:junior To:Shirin Tasnim Lopa Dept:Lawপ্রিয় সিনিয়র..😊আপনাকে প্রথম দেখেছিলাম আপনার ক্যাম্পাসে । প্রথ...
28/04/2025

Confession_no: 26

From:junior
To:Shirin Tasnim Lopa
Dept:Law

প্রিয় সিনিয়র..😊
আপনাকে প্রথম দেখেছিলাম আপনার ক্যাম্পাসে । প্রথম দেখাতেই আমি যেন কিছু সময়ের জন্য নিজেকে হারিয়ে ফেলে ছিলাম! তারপর হঠাৎ আপনার কথাতেই ফিরে আসলাম এই জগতে।🥹

আসলে কি বলবো বুঝতে পারছি না। ২য় বার আপনাকে আবার দেখলাম আপনাদের পরীক্ষার মধ্যে!তারপর অনেক দিন হলো আপনাকে আর দেখি না!

আপনার সেই অপরূপ চাহনী আর ঠোঁটে একটা মিষ্টি হাসিটাকে মিস করি!

যাই হোক প্রিয় সিনিয়র আপনাকে নিয়ে ভালোবাসার এক টুকরো “বাংলাদেশ গড়তে চাই”।

অপেক্ষায় থাকলাম সুন্দর একটা শীতের সকালের! খুব ভোরে কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকা পদ্মার পাড়ে হাত ধরে হাঁটার!

ইতি
আপনার জুনিয়র💝🙂

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when FCUB Crush and Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category