
17/05/2025
প্রতিটি পরিবারের মায়েদের উচিত তার বাচ্চাদের সামনে বাবার সম্পর্কে এমনভাবে কথা বলা যেন ছোটবেলা থেকেই তারা তাদের বাবার প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালোবাসা নিয়ে বড় হয়।
প্রতিটি সন্তানদের তার মাকে শেখানো উচিত তোমার বাবা যখন রোদে পুড়ে, ক্লান্ত আর ঘামে ভিজে ঘরে ফিরবে তখন তোমাদের বাবাকে সবাই মিলে হাসিমুখে জড়িয়ে ধরে বলবে বাবা 'আমরা তোমায় ভালোবাসি।' কারন তোমাদের বাবা সারাদিন রোদে পুড়ে, ঘামে ভিজে, ক্লান্ত শরীরে ঘরে ফেরেন-শুধু তোমাদের মুখে হাসি দেখার আশায়। তিনি হয়তো বলেন না, চোখে জল রাখেন না, কিন্তু তার নিঃশব্দ প্রতিটি মুহূর্তে-ভালোবাসার স্পর্শ লুকানো থাকে।
বাবারা কখনো ভালোবাসা শব্দে নয়, কাজে প্রকাশ করেন। তোমাদের স্কুল ফি সময়মতো দেওয়া, প্রতি বেলায় তোমাদের পেট ভরানো, যেকোন বিপদে নিজের পকেটে টাকা না থাকলেও নীরবে ম্যানেজ করে তোমাদের প্রতিটি প্রয়োজন বা সমস্যা দূর করা। ঘুম ভেঙে তোমাদের ঘুমাতে দেখা - এসবই তাদের না বলা ভালোবাসার প্রকাশ।
বাবা মানে একটি পরিবারের ছায়া- যিনি নিজের স্বপ্নগুলোকে একপাশে রেখে তোমাদের স্বপ্ন গুলোকে পূরন করতে নীরবে লড়ে যান।
তোমরা যদি বাবা নামক মানুষটির জন্য একটু ভালোবাসা দাও, একটু হাসিমুখে পাশে থাকো- সেটাই হবে তার সব ক্লান্তির সবচেয়ে বড় প্রাপ্তি।"
বাবা মানে শুধু রোজগারের হাতিয়ার নয়, তিনি একটি পরিবারের নীরব আশ্রয়, যিনি তার ভালোবাসা লুকিয়ে রাখেন অগুনিত ত্যাগের আড়ালে। যা কখনো খালি চোখে দেখা যায় না।