Her Dreamy Nest

Her Dreamy Nest The Choosier You Are,The Classier Your Home Decor Is. Home Decor/DIY/Gardening /Craft/Hobby/ Photography
(5)

আমার বেবির প্রথম স্কুলে যাওয়ার দিনটাকে স্মরনীয় করে রাখার জন্য এই কেকটা আমি ওকে গিফ্ট করেছিলাম।পার্সোনালি আমি ওইদিন এতো ব...
10/09/2025

আমার বেবির প্রথম স্কুলে যাওয়ার দিনটাকে স্মরনীয় করে রাখার জন্য এই কেকটা আমি ওকে গিফ্ট করেছিলাম।পার্সোনালি আমি ওইদিন এতো বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম🥲আসলে নিজের সন্তানকে প্রতিনিয়ত একটু একটু করে বড়ো হতে দেখার মতো তৃপ্তি পৃথিবীতে আর কিছু নাই হয়তোবা 💜

বেবিদের খেলনার জন্য আমার লিভিং স্পেসটা সাজিয়ে আমি রাখতেই পারিনা মানে পারিইনা।তারপর লিভিং এর একটা এলোমেলো ছবি তুলে চ্যাটজ...
29/08/2025

বেবিদের খেলনার জন্য আমার লিভিং স্পেসটা সাজিয়ে আমি রাখতেই পারিনা মানে পারিইনা।তারপর লিভিং এর একটা এলোমেলো ছবি তুলে চ্যাটজিপিটিকে বলেছিলাম সব খেলনা সরিয়ে একটু সাজিয়ে দাও।দিয়েছেন উনি সাজিয়ে।
ভাবতেছি এখন থেকে চ্যাটজিপিটিকেই সব সাজিয়ে গুছিয়ে দিতে বলবো আর মন ভরে ওই ছবিই দেখবো😂

জানি একদিন আমার এই এলোমেলো ছন্নছাড়া দিনগুলো আবার নিয়মের মধ্যে চলে আসবে।আমার এলোমেলো ভাজ পড়ে থাকা বিছানা আবার টানটান থাকব...
17/08/2025

জানি একদিন আমার এই এলোমেলো ছন্নছাড়া দিনগুলো আবার নিয়মের মধ্যে চলে আসবে।আমার এলোমেলো ভাজ পড়ে থাকা বিছানা আবার টানটান থাকবে ,সারাঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনাগুলাও আর থাকবেনা তখন।কিচির মিচির কোলাহল,মাম্মি মাম্মি ডাকের বদলে ঘরজুড়ে হয়তোবা তখন শুনশান নীরবতা বিরাজ করবে।
সেদিন আবার হয়তো আমি ওই এলোমেলো বিছানা,ছড়িয়ে থাকা খেলনা,কিচির মিচির মাম্মি ডাক খুব খুব খুব করে মিস করবো।😥

আমার সুন্দর বাসার একটা অসুন্দর ব্যাপার হচ্ছে একদম মাষ্টার বেডরুমের মধ্যেই ওয়াশিং মেশিনের লাইনটা করা।যেটা আমার কাছে খুবই ...
12/08/2025

আমার সুন্দর বাসার একটা অসুন্দর ব্যাপার হচ্ছে একদম মাষ্টার বেডরুমের মধ্যেই ওয়াশিং মেশিনের লাইনটা করা।যেটা আমার কাছে খুবই অসহ্যকর লাগতো।
আর তাই এই কর্নার টার দিকে তাকালে আমি যেনো একটুকানি স্বস্তি বোধ করতে পারি মোটামুটি সেভাবেই সাজিয়ে নেওয়ার ট্রাই করলাম🌿💚

22/07/2025

গতোকাল থেকে আমি শুধু একটা কথায় ভাবতেছি যে পরিস্থিতির কারনে বাধ্য হয়ে মাঝে মাঝে আমাকে আমার বেবিকে কোলে নিয়ে রান্না করতে হয়। তখন আমার সোনা বাচ্চাটার গায়ে যেন এক ফোটা তেল,পানির ছিটা না লাগতে পারে তার জন্য কতো সেইফ করে রাখার ট্রাই করি।
আর ওই বাচ্চাগুলা জলজ্যান্ত আগুনে পুড়ে গেলো😭😭😭
ফিলিস্তিনের বাচ্চাগুলাও প্রতিনিয়ত এভাবে ঝলসে মরে।
পৃথিবীর সব পাপের শাস্তি শুধুই কি নিষ্পাপ বাচ্চাদের উপর??? 😥😥😥😥

সাজানো গোছানো সুন্দর পরিপাটি সংসার দেখলেই কেউ কেউ আজকাল মনে করেন সারাদিন কাজ নাই তাই এসব করে।আবার কেউ মনে করেন এতো শৌখিন...
03/06/2025

সাজানো গোছানো সুন্দর পরিপাটি সংসার দেখলেই কেউ কেউ আজকাল মনে করেন সারাদিন কাজ নাই তাই এসব করে।আবার কেউ মনে করেন এতো শৌখিন সব জিনিস কেনার টাকা কোথায় পায়।নিশ্চয়ই ঘুষের টাকা, হারাম টাকা।পরিচিত আপরিচিত অনেকেই এমন যা তা মন্তব্য করে বসেন।
কিন্তু সত্যি বলতে একটা সংসার সুন্দর পরিপাটি করার জন্য সবথেকে বেশি প্রয়োজন সুন্দর একটা মন।
আমার আট বছরের বিবাহিত জীবনে সংসার শুরু করেছি চার বছর।আর এই চার বছরে প্রতিদিন একটু একটু করে আমি আর আমার হাজব্যান্ড মিলে সংসারের সবকিছু কিনেছি,গুছিয়েছি।
বেশিরভাগ মেয়েরাই হয়তোবা তাদের হাত খরচের টাকা থেকে জমায় আর না হলে গোল্ড কিনে।কিন্তু আমার হাজব্যান্ড আমাকে হাত খরচের যে টাকা দেন আমি তা দিয়ে আমার শখের জিনিসগুলোই কিনে থাকি বেশি।
আমি পার্সোনালি টাকা জমানোর থেকে আমার মনের শখ পুরন করতে বেশি ভালোবাসি।
তাই প্লিজ কারো সুন্দর পরিপাটি সংসার দেখে ভাববেননা যে সবাই হারাম ইনকাম দিয়ে সংসার সাজায়।
আর সারাদিন কাজ নাই বলে ঘর সাজাই ব্যাপারটা এমনও না।ছোট ছোট দুইটা বেবি নিয়ে সারাদিন একা থেকে সংসার সামলাই🙂
ওই যে প্রথমেই বললাম সুন্দর জিনিস দিয়ে পরিপাটি সংসার সাজানোর জন্য সুন্দর একটা মন দরকার।মন সুন্দর করতে পারলেই সবকিছু পিছনে ফেলে জীবন সংসার সবটাই সুন্দর করতে পারা যায়।
আর যাদের কুৎসিত মন, তারা আসলে সারাজীবন অন্যকে কষ্ট দিয়ে কথা বলা পর্যন্তই জীবনে আগাতে পারে। এর বেশি তাদের জীবনে আর কিছু হয়না😒

ছোট্ট এই জীবনে মানুষের সবথেকে বড়ো অর্জন হলো তার মনকে শান্তি দিতে পারা।বিশ্বাস করেন আপনি আপনার মনকে যেভাবে শান্তি দিতে পা...
27/05/2025

ছোট্ট এই জীবনে মানুষের সবথেকে বড়ো অর্জন হলো তার মনকে শান্তি দিতে পারা।বিশ্বাস করেন আপনি আপনার মনকে যেভাবে শান্তি দিতে পারবেন পৃথিবীর আর কারো ব্যাক্তির পক্ষে তা সম্ভব নয়।এজন্য নিজের মনকে ভালো রাখার দায়িত্ব নিজেই নিয়ে দেখবেন জীবন কতো সুন্দর 🌿💚

মানুষের মন ও যেমন দ্রুত বদলায়। সুন্দর ওই আকাশটার রুপও ক্ষণে ক্ষণে বদল হয়।দশ মিনিট আগে পরের  ছবি💙🌿 ゚viralシfypシ゚viralシalシ ...
21/05/2025

মানুষের মন ও যেমন দ্রুত বদলায়। সুন্দর ওই আকাশটার রুপও ক্ষণে ক্ষণে বদল হয়।দশ মিনিট আগে পরের ছবি💙🌿
゚viralシfypシ゚viralシalシ

বাঁশের এই চিক কার্টেইন টা কিনে পড়ছিলাম এক মহাবিপদে।যেখানে লাগাবো বলে কিনেছিলাম,সেখানে লাগালে কেনোজানি একদমই মানাচ্ছিলনা।...
14/05/2025

বাঁশের এই চিক কার্টেইন টা কিনে পড়ছিলাম এক মহাবিপদে।যেখানে লাগাবো বলে কিনেছিলাম,সেখানে লাগালে কেনোজানি একদমই মানাচ্ছিলনা।তারপর কি করা যায় এটা দিয়ে ভাবতে ভাবতে কার্টেইন ঝুলালাম ওয়ালে😂আর তারওপর আবার এইসব হিজিবিজিও ঝুলিয়ে দিয়েছি।তবে এটা যে এতো সুন্দর লাগবে বুঝতেই পারিনি🌿💜

যে সন্তানকে সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য একজন মা কতো যে কস্ট, কতো যে স্যাক্রিফাইস করেন তা মনে হয় পৃথিবীর কোন মাপ যন্...
11/05/2025

যে সন্তানকে সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য একজন মা কতো যে কস্ট, কতো যে স্যাক্রিফাইস করেন তা মনে হয় পৃথিবীর কোন মাপ যন্ত্র দিয়েই মাপা সম্ভব না।তাহলে সেই সন্তান যখন বড়ো হয়ে সঙ্গী নিয়ে একটুখানি নিজের মতো বাঁচতে চায়, স্পেস চায় কেন মায়েরা দিতে পারেনা???
পৃথিবীর সব সম্পর্কই তো আলাদা।সন্তানের কাছে মায়ের জায়গা কেড়ে নেওয়ার মতো সাধ্যি কার থাকে এই দুনিয়াতে।ঠিক তেমনি সঙ্গীর সাথে সময় কাটানো,দুটো মনের কথা বলা এই মানুষিক শান্তিটুকুও তো অন্য কারো পক্ষে পূরন করা সম্ভব না।
পৃথিবীর সব মা এবং সঙ্গীরা যেনো এই সত্যিটুকু মেনে নিয়েই সুন্দর করে জীবন সাজাতে পারে এই কামনাটুকুই💚🌿💚

ফারহানা
゚viralシfypシ゚viralシalシ

Address

Khulna

Telephone

+8801718378026

Website

Alerts

Be the first to know and let us send you an email when Her Dreamy Nest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Her Dreamy Nest:

Share