Ontim Hasan - অন্তিম হাসান

Ontim Hasan - অন্তিম হাসান • যা-হা ‍লিখি •
❝ তাহা-ই যেনো বেদ বাক্য। ❞

🦋
Ontim Hasan Ontim Hasan (born 22nd August 2001) is a Bangladeshi novel writer and Bangladeshi Youtuber.

He is a modern writer of Bengal.

১৪0১ বঙ্গাব্দে ৫ ভাদ্র (ইংরেজি ২২শে আগস্ট ২00১ এবং আরবি ২-জমাদিউস সানি ১৪২২ সালে।)খুলনা জেলাই জন্ম এই অভাগার। বংশ পরিচয় দেবার মতো কিছুই নেই, বাবা মোঃ শহিদুল ইসলাম খন্দকার (বিদ্যুত মিস্ত্রি)। মায়ের নাম মোসাঃ সলমা বেগম, তিনি গৃহীনি। মা-বাবার ৪ সন্তানের মধ্যে আমি একটাই ছেলে, তৃতিয় সন্তান আমি।

07/09/2024

আমি আবারও ফিরিয়া আসিতে চাই।

05/08/2024

প্রিয়ো Gen Z, জহির রায়হানের লেখা জনপ্রিয় উপন্যাস 'আরেক ফাল্গুন' পড়েছো?
সেখানে একটা খুব জনপ্রিয় লাইন আছে।

❝ আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো ❞

পাঠক সমাজের অনেকেই মূল বই না পড়ে, এটাকে রোমান্টিক কোনো উপন্যাসের রোমান্টিক কোনো লাইন ভেবে নেয়। অথচ সে বইয়ের গল্প পুরোটাই ভিন্ন। সেই বইয়ে দেশের হয়ে আন্দোলন-রত শিক্ষার্থীদের কথা উঠে এসেছিলো।
যেখানে: ডেপুটি জেলার একপর্যায়ে গ্রেপ্তারকৃত ছাত্রদের সংখ্যা দেখে বিরক্তি নিয়ে বলেছিলো, ❝ এত ছেলে জায়গা দেব কোথায়? ❞
কবি রসুল চিৎকার দিয়ে বলেছিলো ❝ জেলখানা আরো বাড়ান সাহেব। এত ছোট জেলখানায় হবে না। ❞
আরেকজন বলেছিল ❝ এতেই ঘাবড়ে গেলেন নাকি? আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো। ❞

জহির রায়হান বোধ-হয় ভবিশ্যত জানতেন, ১৯৪৭ এর ভাষা আন্দলনে আর ২০২৪ এর !!!

কি হয়েছে তো দ্বিগুণ?

11/02/2024

সকলেই বই লিখিতেছে।

মুই শুধু পড়িয়া গেলাম।

21/12/2023

পবিত্র হও প্রিয়ো।
অপবিত্রতা সবখানে ছড়িয়ে আছে।

19/12/2023

আমি: বইয়ের দাম বেড়ে যাওয়াই বই পড়া হচ্ছে না।

কেউ না: আমি ই-বুক পড়ি।

26/11/2023

Insan dusroke liya khudko jhutlata Hain. 🌺

- Ontim Hasan - অন্তিম হাসান

16/06/2023

যে সুখের কারন।
সেই দুঃখ বেশি দেয়।

#অন্তিম_হাসান

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Ontim Hasan - অন্তিম হাসান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ontim Hasan - অন্তিম হাসান:

Share

Category