Ayat pakhi

Ayat pakhi আল্লাহ সবাইকে ভালো রাখুক,আমিন

বিশ্বাস করুন
25/04/2023

বিশ্বাস করুন

হযরত মুসা (আঃ) এর আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিলো। তাঁর উম্মতরা তাঁর কাছে এসে বললো "হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্...
18/04/2023

হযরত মুসা (আঃ) এর আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিলো। তাঁর উম্মতরা তাঁর কাছে এসে বললো "হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন, এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না"।

হযরত মুসা (আঃ) সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পরে দোয়া করতে শুরু করলেন।

দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেলো।

হযরত মুসা (আঃ) অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন

- আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ বাড়াইয়া দিলা।

আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো-

- এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে, যে চল্লিশ বছর যাবত আমার নাফরমানী, আমার বিরোধীতা করছে, একটি দিনের জন্যও আমার বাধ্য হয়নি। তাঁর কারনেই বৃষ্টি আসা বন্ধ আছে।

হযরত মুসা (আঃ) জমায়েতের দিকে তাকিয়ে, সেই অচেনা, অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন।

সেই লোকটি ভাবলো, এখন যদি বের হয়ে যাই, তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো। আর যদি থাকি, তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে।

নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো "আল্লাহ, চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না। ক্ষমা চাচ্ছি"।

একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙ্গে বৃষ্টি শুরু হলো।

হযরত মুসা (আঃ) আবারো অবাক হয়ে জিজ্ঞাসা করলেন-
- আল্লাহ, কেউ তো জমায়েত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিয়ে দিলা যে?

আল্লাহ জবাব দিলেন-
- যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিলো, তাঁর কারনেই বৃষ্টি শুরু হলো। আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি।

চল্লিশ বছরের পাপ, দশ সেকেন্ডে ক্ষমা...

হযরত মুসা জিজ্ঞাসা করলেন-
- লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না।

আল্লাহ বললেন-
- 'যখন পাপে ডুবে ছিলো, তখনই জানাই নাই, এখন তওবা করেছে, এখন জানাবো? পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার।'

অথচ আমরা নিজেরা পাপী হয়ে ও প্রতিদিন, প্রতি মুহূর্তে কারো না কারো নামে বদনাম / গীবত করতেই থাকি।

আল্লাহ আমাদের সকলের ছোট-বড় সকল পাপ মাফ করে দিন...!
আমিন।
©️Collection

06/04/2023

Hafaz Taskin
Video : collected

হজরত উসমান (রাঃ) যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন, তখন এমনভাবে কাঁদতেন যে, নিজের দাড়ি মোবারক ভিজে যেত। তাই একবার তাকে জিজ্ঞা...
01/04/2023

হজরত উসমান (রাঃ) যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন, তখন এমনভাবে কাঁদতেন যে, নিজের দাড়ি মোবারক ভিজে যেত। তাই একবার তাকে জিজ্ঞাসা করা হলো- আপনি জান্নাত ও জাহান্নাম স্মরণ করে এত কাঁদেন না, যতটুকু কাঁদেন কবর দেখে, এর কারণ কী?
তিনি বললেন, রাসুল ﷺ বলেছেন, কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাঁটি। এখানে যদি কেউ রক্ষা পেয়ে যায়, তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে।
আর এখানে কেউ যদি রক্ষা না পায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য খুব কঠিন হবে।
তিনি আরও বললেন, রাসুল ﷺ বলেছেন, মেরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের আজাবই হচ্ছে সবচেয়ে ভয়াবহ।
হে আল্লাহ আমাদের সবাইকে কবরের কঠিন আজাব থেকে মুক্তি দিও
------------------------------( আমিন)
(তিরমিজি শরিফ, হাদিস নং-২৩০৮)

অল্প বিদ্যা ভয়ংকরী প্লেন ল্যাণ্ড করেছে। যাত্রীরা সবাই নেমে গেছে। পাইলট হোটেলে পৌঁছেছেন। উড়োজাহাজ পরিচ্ছন্ন কর্মী এসেছেন-...
01/04/2023

অল্প বিদ্যা ভয়ংকরী
প্লেন ল্যাণ্ড করেছে। যাত্রীরা সবাই নেমে গেছে। পাইলট হোটেলে পৌঁছেছেন। উড়োজাহাজ পরিচ্ছন্ন কর্মী এসেছেন- পুরো প্লেন পরিষ্কার করতে।

পরিষ্কার করতে করতে তিনি পাইলটের ককপিটে আসেন। দেখেন-সেখানে একটা বই। বইয়ের উপরে লিখাঃ "কিভাবে পাইলট হতে হয় " (ভলিউম 1)

উৎফুল্ল পরিচ্ছন্ন কর্মী - বইয়ের প্রথম পাতা উল্টান। সেখানে লিখা - লাল বোতামে টিপুন- প্লেনের ইণ্জিন চালু হবে।

তিনি তাই করলেন- লাল বোতামে চাপ দেয়ার সাথে সাথে ইন্জিন চালু হয়ে গেলো।

পরের পাতায় লিখা- উড়োজাহাজকে সামনে অগ্রসর করাতে চাইলে এবার এই নীল বোতাম টিপুন।

তিনি আর অপেক্ষা না করে তাই করলেন। সাথে সাথে উড়োজাহাজ সামনে এগোতে লাগলো।

তারপরের পাতায় লিখাঃ গ্রাউণ্ড থেকে শূণ্যে উড়াতে চাইলে এবার সবুজ বোতাম টিপুন।

পরিচ্ছন্ন কর্মী অবাক- প্লেন শূণ্যে উড়া শুরু করেছে। উপরে ওঠছে তো ওঠছে।

তাঁর আনন্দের সীমা নেই। এতো সহজেই প্লেন আকাশে উড়ানো যায়। প্রায় বিশ মিনিট তিনি আকাশ উড়লেন। এবার নামার পালা।

বইয়ের পরের পাতা উল্টালেন। সেখানে লিখাঃ প্লেন কিভাবে নীচে ল্যাণ্ড করাতে হয় সেটা শিখতে চাইলে ভলিউম ২ বইটি কিনুন এবং আমাদের ফ্লাইট লার্ণিং কোর্সে ভর্তি হয়ে যান!

ঘটনার শুরু সেহেরিতে!আম্মু বলতেছে মাছ না খেলে ফ্রিজ থেকে ডিম নিয়ে আয়।আমি ফ্রিজ খুলে ডিম নেওয়ার সাথে সাথে ডিম ফ্লোরে পরে গ...
01/04/2023

ঘটনার শুরু সেহেরিতে!
আম্মু বলতেছে মাছ না খেলে ফ্রিজ থেকে ডিম নিয়ে আয়।আমি ফ্রিজ খুলে ডিম নেওয়ার সাথে সাথে ডিম ফ্লোরে পরে গেলো।কিন্তু আশ্চর্যের ব্যাপার! ডিম ভাঙলো না,জাস্ট থেঁতলে গেছে। আমি তো সিউর এগুলা প্লাস্টিকের ডিম। আরেকটা ডিম হাতে নিয়ে ফেলে দেওয়ার সাথে সাথেই তা ভে/ঙে একাকার। এর মাঝেই আম্মু এসে উপস্থিত। সব বলার পর আম্মু ঠা'স করে একটা থাপ্পড় দিয়ে বলতেছে- ওইটা ভাঙে নাই কারণ ওইটা সিদ্ধ ডিম ছিল😒😒😒। খাওয়া হয়'নি তাই ফ্রিজে রেখে দিছিলো🙂।
আমি কি তা জানতাম নাকি😔? আজব😐!
Cp

ছোটু : দাদু পড়তে মন চাচ্ছেনা, একটু টিভি দেখবো?দাদু : টিভি থাক দাদুভাই, তুমি আমার সাথে গল্প করো।ছোটু: আচ্ছা দাদু আমাদের প...
31/03/2023

ছোটু : দাদু পড়তে মন চাচ্ছেনা, একটু টিভি দেখবো?

দাদু : টিভি থাক দাদুভাই, তুমি আমার সাথে গল্প করো।

ছোটু: আচ্ছা দাদু আমাদের পরিবার কি সারাজীবন সাতজনেরি থাকবে?

মানে আমি, বোন, তুৃমি, দাদি, বাবা-মা আর আমাদের বিড়াল ছানা ক্যাটি।

দাদু : এবার আমরা একটা কুকুর কিনবো তখন আমরা আটজন হয়ে যাবো।

ছোটু : কুকুরটা তো বিড়াল ছানাটিকে মেরে ফেলবে, তখন আমরা আবার সাতজন হয়ে যাবো।

দাদু : তুমি বিয়ে করে আনলে তখন আমরা আবার আটজন হয়ে যাবো।

ছোটু : কিন্তু বোন বিয়ে করে চলে গেলে আমরা আবার সাতজন হয়ে যাবো।

দাদু : তোমার ছেলে-মেয়ে হলে আমরা আট-নয়জন হয়ে যাবো।

ছোটু : কিন্তু তুমি আর দাদী মারা গেলে আমরা আবার সাতজন হয়ে যাবো।

দাদু : হারামজাদা তুই যা গিয়ে টিভি দেখ। 🤥

মায়েরা সব পারে আসলে সব পারতে হয় একটা সময়। কত কিছু শিখতে হয়। অজানা অনেক কিছু অটো শিখে যায়। তাই আমরা মা।❤❤
31/03/2023

মায়েরা সব পারে আসলে সব পারতে হয় একটা সময়। কত কিছু শিখতে হয়। অজানা অনেক কিছু অটো শিখে যায়। তাই আমরা মা।❤❤

মা হওয়া এত সহজ? একদম নিজের ৯০% নিংড়ে দিয়ে দেওয়া লাগে ছোট্ট একটা জানকে৷ গর্ভের ৪০ সপ্তাহ আর দুধ পানের ২ বছর। এই সময়টুকুতে...
31/03/2023

মা হওয়া এত সহজ? একদম নিজের ৯০% নিংড়ে দিয়ে দেওয়া লাগে ছোট্ট একটা জানকে৷ গর্ভের ৪০ সপ্তাহ আর দুধ পানের ২ বছর। এই সময়টুকুতে এই ছোট্ট জানটা মায়ের থেকে খেয়ে খেয়ে মায়ের মাঝে বড় হতে থাকে। আর মা থাকেন রক্তস্বল্পতা, হাটু ব্যথা, ফ্যাকাশে চোখ, ঠোঁট, খসখসে চামড়া, মুঠে মুঠে চুল পড়ে যাওয়া, নখ ভেংগে যাওয়া আর ভুলোমন, এলোমেলো মাথা আর খিটখিটে মেজাজ নিয়ে।
তবুও মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর।
🖤💜🖤
তুমি প্রশ্ন করতে আসো না যে মেজাজ এত খিটখিটে কেন?
কারণ দীর্ঘদিন তুমি ও নির্ঘুম থাকো, তারপর না হয় প্রশ্ন করো!!

27/03/2023

🤪🤪🤪😜😜😜

27/03/2023

একটা হাত খুঁজেছি

24/03/2023

ছেলে তার বাবাকে কতোটা জোরে বকা দিলো শেষ পর্যন্ত না দেখলে বুঝেন না

14/02/2023

Happy valentine's day

😆😆😆
06/01/2023

😆😆😆

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayat pakhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share