Mr.zaman

Mr.zaman ভ্রমণের পাশাপাশি ইতিহাস-ঐতিহ্য-জীবন ?
(2)

Good morning 🌼
01/05/2025

Good morning 🌼

29/04/2025

ভুরটা মাড়াইকরন

23/03/2025

কবি রুদ্র মোহাম্মাদ শহিদুল্লহার বসত বাড়ি দেখুন👇

20/03/2025

খুব শিগ্রহি আমাদের পেজে দেখতে পাবেন ।
পেজে ফলো দিয়ে সাথে থাকুন ...

19/03/2025

সাবেকডাঙ্গা মসজিদ, যা সাবেকডাঙ্গা নামাজঘর নামেও পরিচিত, বাংলাদেশের বাগেরহাট জেলার একটি উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত। ​

ষাটগম্বুজ মসজিদ থেকে প্রায় ৬ কিলোমিটার উত্তরে সাবেকডাঙ্গা মসজিদ অবস্থিত। দক্ষিণমুখী এই আয়তাকার মসজিদের মাপ ৭.৮৮ মিটার দৈর্ঘ্য ও ৫.১০ মিটার প্রস্থ। ইটের দেয়ালের পুরুত্ব ১.৪৭ মিটার। মসজিদের কার্নিশ ধনুকের মতো বক্র এবং ভেতরের দেয়ালে পোড়ামাটির ফুল-লতা-পাতার অপূর্ব কারুকাজ রয়েছে। স্থাপত্য কৌশল বিবেচনায় এটি খানজাহান আলীর সময়ের পরবর্তীকালে নির্মিত বলে ধারণা করা হয়। ​

প্রাচীন চৌচালা রীতিতে নির্মিত এ মসজিদটি বাংলাদেশের স্থাপত্যে বিরল উদাহরণ। ১৯৮৫ সালে এটি বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে তালিকাভুক্ত হয় এবং এরপর বাগেরহাটের অন্যান্য স্থাপনার সঙ্গে সাবেকডাঙ্গা মসজিদ সংস্কার ও সংরক্ষণের জন্য কয়েক দফায় কাজ শুরু হয়। সরকার এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নেতৃত্বে ২০০২ সাল পর্যন্ত কাজ চলে। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে সংরক্ষিত ঘোষণা করেছে। ​

সাবেকডাঙ্গা মসজিদ বাগেরহাটের সমৃদ্ধ ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে একটি, যা পর্যটকদের আকর্ষণ করে এবং বাংলাদেশের স্থাপত্য ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

18/03/2025

রহস্যেঘেরা বাগেরহাটের জিন্দাপীর মসজিদ......।। #বাগেরহাট #মসজিদ

হিংসা হল এক ধরনের অন্ধকার।যেখানে শুধু ক্ষতি হয়, কখনোই আলোর পথ দেখায় না।
05/03/2025

হিংসা হল এক ধরনের অন্ধকার।
যেখানে শুধু ক্ষতি হয়, কখনোই আলোর পথ দেখায় না।

  💥
28/02/2025

💥

আগামী বছর সেন্ট মার্টিন গ্রুপ নিয়ে যেতে চাইছি ! আগ্রহী কেউ যেতে চাইলে কমেন্টে সারা দিবেন 📣
16/02/2025

আগামী বছর সেন্ট মার্টিন গ্রুপ নিয়ে যেতে চাইছি ! আগ্রহী কেউ যেতে চাইলে কমেন্টে সারা দিবেন 📣

I've just reached 1.5K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. ...
13/02/2025

I've just reached 1.5K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

13/02/2025

ফুলতলা উপজেলা,খুলনা

রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয়

বিভাগীয় শহর খুলনা থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরত্বে ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রাম অবস্থিত। দক্ষিণডিহি গ্রামেই রয়েছে একসময়ের জাঁকজমকপূর্ণ রায় বাড়ি তথা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয়। বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় (Father-In-Law’s House of Rabindranath) ‘রবীন্দ্র কমপ্লেক্স’ নামে পরিচিত। এখানে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবিপত্নীর আবক্ষ ভাষ্কর্য এবং দ্বিতল ভবন। এছাড়াও ঘন সবুজ বাগান, পান বরজ এবং নার্সারি এই বাড়িটির শোভাবর্ধন করেছে।

জানা যায় এই দক্ষিণডিহি গ্রামে জন্ম গ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের মাসারদা সুন্দরী দেবী এবং কাকি ত্রিপুরা সুন্দরী দেবী। যৌবনে বিশ্বকবি বেশ কয়েকবার মায়ের সঙ্গে এই দক্ষিণডিহি গ্রামের মামা বাড়ি বেড়াতে এসেছিলেন। তাইতো কবির জন্ম এবং মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনে মুখর হয়ে উঠে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয়।

শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় তথা বিশ্বকবির স্মৃতি বিজড়িত এ স্থানটি অবহেলিত থাকে। যার কারণে কবির অনেক স্মৃতি চিহ্ন সংরক্ষণ করা সম্ভব হয়নি। ১৯৯৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় প্রথম সংস্কার করা হয় এবং ১৯৯৯ সালে এই স্থানটি সংরক্ষিত পুরাকীর্তির স্বীকৃতি লাভ করে।

রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় পরিদর্শনের সময়

রোববার বাদে সপ্তাহের ছয় দিন দর্শনার্থীদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় খোলা থাকে। গ্রীষ্মকালে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা এবং শীতকালে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দর্শনার্থীরা নির্দিষ্ট ফির বিনিময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় ঘুরে দেখতে পারেন।

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my peers!
13/02/2025

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my peers!

Address

Khulna
9100

Telephone

+8801798026529

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr.zaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr.zaman:

Share