
06/07/2025
হৃদয়ে, মনে আর ভাবনায় দায়িত্ব, কর্ম আর ভালোবাসা থাকে তাহলে সেখানে বৃষ্টি মানে না।
বৃষ্টি বয়ে আনবে প্রশান্তি আবার কারো জন্য ভোগান্তি।
প্রতিটি কাজের ২দিক থাকবে। এগুলো সকল কিছু মোকাবিলা করে একজন মানুষ এগিয়ে যাবে। তাদের জীবন হবে সুখী। সুখের খোজ জন্য হাজার টাকা, বাড়ি-গাড়ি প্রয়োজন পরে না। যদি বুঝতে সেখেন সুখ কি? সুখের আসল সাদ কি? সুখ কিভাবে পেতে হয়
সুখি মানুষ দায়িত্বের অবহেলা করতে পারে না। তাই বলেই সে সুখি 😍😇❤️
#বৃষ্টি #দায়িত্ব