Rofiqul Islam

Rofiqul Islam আমি নিজের লেখা গান পোস্ট করি।
প্লিজ সবাই আমাকে ফলো দিয়ে আরো নতুন নতুন গান লিখতে উৎসাহিত করুন।সবার জন্য শুভ কামনা।

আমি এই পেজের মাধ্যমে,
নিজের কন্ঠে গাওয়া গান ও তার ভিডিও আপলোড করবো এছাড়ও বিভিন্ন
মোটিভেশনাল স্পিস,বিশিষ্ট জনদের সাক্ষাৎকার,কবিতা আবৃত্তি, শিক্ষনীয় ছোট নাটক,
বিভিন্ন ঐতিহাসিক স্থান, ও ঐতিহাসিক ঘটনা নিয়ে আলোকপাত, অতীত স্মৃতি বিষয়ক সাক্ষাৎকার,
ভ্রমন বিষয়ক ব্যক্তিগত ব্লগ নির্মাণ,ছোটদের অংশগ্রহনে বিভিন্ন কন্টেন্ট/ভিডিও তৈরি,
জীবনঘনিষ্ট নানান সাফল্য- ব্যর্থতার গল্প নিয়ে সাক্ষাৎকার, সমসাময়িক নানান ঘটনা

নিয়ে
লাইভ ভিডিও তৈরি, প্রতিদিনের ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভিডিও তৈরি সহ
বিভিন্ন প্রতিষ্ঠানের সাফল্য- ব্যর্থতার গল্প নিয়ে ভিডিও তৈরি।

Rofiqul Islam পেইজে লাইক দিয়ে পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে

25/03/2024

জাহান্নামের আগুন মাটির নিচে জ্বলছে

15/03/2024

ওগো রমাদান
#রমজানের নতুন গজল

28/02/2024

দেহো ঘড়ি

20/02/2024

খুলনা বিভাগের ক্রিকেটে অচলাবস্থা।
একটা ছেলে, একটা পরিবার।অনেক আসা নিয়ে, ক্রিকেট অথবা পছন্দ অনুযায়ী কোন খেলা বেছে নিয়ে প্রাকটিস শুরু করে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে,বার বার ইনজুরিতে পরা,এ ভাবেই চলতে থাকে এজ লেভেল।জখন, পাঁচ মিনিট রোদে দাড়িয়ে থাকাই জায়না,তখন ছেলে মেয়েরা ঘন্টার পর ঘন্টা মাঠে প্রাকটিস করে।এভাবে চলতে থাকে দশ বছর,পনের বছর,বিশ বছর। বাংলাদেশে এখন খেলা দুলার প্রতি মানুষের আগ্রহ বেশী।বিশেষ করে,মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারে অনেক বেশী।এর কারন হচ্ছে অনেক। উচ্চ শিক্ষার খরচ বহন করতে না পারা, আবার ধারদেনা করে কেউ যদি উচ্চতর ডিগ্রি অর্জন করেও,তখন আবার চাকরীর জন্য দশ--বিশ না দিলে চাকরি হয়না।সে জন্যই খেলা দুলার প্রতি মানুষের আগ্রহ বেশী।এখন,সেখনেও অনিশ্চয়তার ছায়া। আমার জানামতে,একটা ক্রিকেট একাডেমির অন্তত ত্রিশটা ছেলে এজলেবেল শেষে প্রাকটিস বন্ধ করে,ছোট খাটো চাকরি অথবা ব্যাবসা করে।
কারন, তারা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার থেকে এসেছে।ঢাকার কোন ভাল একাডেমিতে ভর্তি করার সামর্থ তাদের নেই।আর আমাদের দেশে,সব কিছুই ঢাকা কেন্দ্রীক।দেশের সব জেলায় যদি টুর্নামেন্ট গুলো চালু থাকতো, তাহলে ঝরে জাওয়া ঠেকানো জেতো। উপরে, রোদে পোড়া ইনজুরির কথা বলেছি।খরচের ব্যাপারও আছে।ক্রিকেটে অনেক খরচ।এ অবস্থায় জেলার টুর্নামেন্ট গুলো চালু করা উচিত,জাতে করে নিজেদের খরচের ব্যবস্থা নিজেরা করতে পারে।একটা জেলায় জখন হাজার হাজার ছেলেমেয়ে প্রাকটিস করে,তখন শুধু এজ লেভেল ট্রাইলে আর কয়জনই বা সুযোগ পায়। খুলনা বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট গুলো অনেক দিন ধরে বন্ধ থাকাই, ঝরে জাওয়ার অন্যতম কারণ। জানিনা আমার লেখা, ক্রিকেট সংশ্লিষ্ট কোন কর্মকর্তার নজরে পরবে কিনা। আমি খুলনা বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট গুলো চালু করার জন্য আবেদন জানাচ্ছি।
আমার ছেলে ও ঝরে যায় যায় অবস্থা।২০২৩ এ u18খেলছে।এখন নিজেকে ফোকাস করার মাধ্যম পাচ্ছেনা।

Address

Khulna
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Rofiqul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category