
20/06/2025
হলুদের গুঁড়া গ্লাসে ছাইড়া তোমরা কি এক ট্রেন্ড শুরু করলা। পানি ভর্তি গ্লাসে হলুদ উপর থেকে নিচে পড়তেছে সেটা ভিডিও করতে গিয়ে খুশিতে কাইন্দা দিতেছো। একেকজন নাকি কয়েকবারে চেষ্টায় সফল হইতে পারছে।
বন্ধু জামান টিকটকে এসব দেখে বাসার পুরা হলুদের বয়াম খালি করে ফেলছে। পরে ওর বউ ওরে ধইরা দিছে গদাম গদাম, তাও নাকি ঠিক মত ভিডিও হয়নি। পরে দেখি বান্দা স্লো মোশনে ভিডিও করে নাই, নরমাল মুডে করছে।
এদিকে কাজিন হলুদ মরিচ গুঁড়ো দিয়ে ভিডিও বানিয়ে টেবিলে গ্লাস রেখেছে। শরবত ভেবে ওর মা বিয়ের প্রস্তাব নিয়ে আসা ঘটককে সেটা দেয়। ঘটক এক টানে গিলে বাথরুমে আর ঘরে ইয়াক্কা বুলবুল অবস্থা। যাওয়ার সময় বলে গেছে, কোন শাউয়োর নাতী তোমাদের ঘরে বিয়ে করে আমিও দেখে নিবো।