নৃ-নাট্য; খুলনা বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Khulna
  • নৃ-নাট্য; খুলনা বিশ্ববিদ্যালয়

নৃ-নাট্য; খুলনা বিশ্ববিদ্যালয় জাগো বাহে, কোনঠে সবায়... জাগো বাহে, কুনঠে সবায়...

অপুর স্মরণে...
12/03/2025

অপুর স্মরণে...

১৩ মার্চ। খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস। ২০০৪ সালের এ দিনে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্থীরা সুন্দ...
12/03/2025

১৩ মার্চ। খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস। ২০০৪ সালের এ দিনে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্থীরা সুন্দরবনে বেড়াতে গিয়ে কটকা সী-বিচে ঘোরাঘুরির সময় হঠাৎ জোয়ারের টানে সমুদ্রে হারিয়ে যায় অনেকেই, স্রোতের সাথে যুদ্ধ করে কেউ কেউ তীরে ফিরতে পারলে ও ফিরে আসতে পারেনি ওরা ১১ জন (তৌহিদুল এনাম, আব্দুল্লাহ-হেল বাকী, কাজী মুয়ীদ ওয়ালি, মোঃ মাহমুদুর রহমান, মোঃ আশরাফুজ্জামান, আরনাজ রিফাত, মাকসুমমুল আজিজ মোস্তাজী, মোঃ কাউসার আহমেদ খান, মুনাদিল রায়হান বিন মাহবুব, শামসুল আরেফিন শাকিল, ও সামিউল হাসান খান।

বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করি তাদের...

চলমান আন্দোলনে একাত্মতা জানিয়ে নৃ-নাট্য এর বিবৃতিঃ
01/08/2024

চলমান আন্দোলনে একাত্মতা জানিয়ে নৃ-নাট্য এর বিবৃতিঃ

নৃ পল্লব বসু বাপ্পী (economics14) ভাই আজ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।অসাধারণ মেধাবী ও গুণী নাট্যকর্মী...
20/12/2023

নৃ পল্লব বসু বাপ্পী (economics14) ভাই আজ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
অসাধারণ মেধাবী ও গুণী নাট্যকর্মীকে আমরা চিরতরে হারালাম। এ এমন শূণ্যতা, যা আর কোনদিন পূরণ করা সম্ভব নয়। তিনি বর্তমানে শাহবাজপুর সরকারি কলেজ, ভোলা -তে অর্থনীতি বিভাগে প্রভাষক পদে কর্মরত এবং ৪১ তম বাংলাদেশ পাব্লিক সার্ভিস নিয়োগ পরীক্ষায় ফুড কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত।

বাপ্পী ভাই ২০১৫-২০১৮ সময়টাতে নৃ-নাট্যে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয় পরবর্তী জীবনে বর্তমানে তিনি 'নৃ' এর সদস্য। নৃ- উৎসব, ইশতেহার সহ অসংখ্য উল্লেখযোগ্য পরিবেশনার অংশ তিনি। শত আড্ডা, গল্প, রিহার্সালের সঙ্গী সহাস্য বাপ্পী ভাই। বাপ্পী ভাই থাকবেন প্রত্যেক নৃ এর মাঝে৷ বাপ্পী ভাই বেঁচে থাকবেন নৃ-নাট্য এর সকল কাজের মাঝে৷

বাপ্পী ভাই এর মৃত্যুতে নৃ-নাট্য গভীরভাবে শোকাহত।

[ছবিতে, বা থেকে প্রথম (পত্রিকা হাতে), নাটকঃ মুক্তি কোথায়?]

প্রসঙ্গ: খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন Noise Factory এর নিবন্ধন এবং কার্যক্রম বাতিলআমরা, নৃ-নাট্য আত্মপ্রকাশ কর...
27/11/2023

প্রসঙ্গ: খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন Noise Factory এর নিবন্ধন এবং কার্যক্রম বাতিল

আমরা, নৃ-নাট্য আত্মপ্রকাশ করেছিলাম '৯০ দশকের সাংস্কৃতিক বন্ধ্যাত্বের যুগে, তৎকালীন গোড়া ধর্মীয় মতবাদের কারণে উদ্ভূত প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম সাংস্কৃতিক সংগঠন হিসেবে আমরা সবসময়ই মতপ্রকাশের স্বাধীনতা ও সুস্থ ধারার, বহুমাত্রিক সংস্কৃতি চর্চায় বিশ্বাসী। আমরা বিশ্বাস করি, বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পূর্বের থেকে বহুলাংশে মুক্ত সাংস্কৃতিক চর্চার প্রতি প্রকৃষ্টরূপে উদারচিন্তার অধিকারী। উক্ত বিশ্বাসের প্রতি আস্থা রেখে আমরা ঘোষণা করছি যে,

“নৃ-নাট্য, Noise Factory এর মুক্ত সংস্কৃতি চর্চায় পূর্ণ সমর্থন রাখে“।

আমরা নৃ নাট্য, 'করোটির সাম্যবাদ'-এর মতাদর্শ ধারণ করি। করোটির সাম্যবাদ মানে শুধু মানুষের অর্থনৈতিক বা সামাজিক মর্যাদার সাম্যবাদ নয়, স্বাধীন মতামত প্রকাশ এবং আগ্রাসন বিহীন সকল সংস্কৃতির সহাবস্থান প্রকাশেরও সাম্যবাদ। শিল্পচর্চা সংস্কৃতির একটি বড় অংশ। সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র, সাহিত্য সবই শিল্প চর্চার এক একটি ধারা। একেকজনের ব্যক্ত করার ঘরানা ভিন্ন হতে পারে, কিন্তু দিন শেষে পুরো বিষয়টা মানুষের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ।

Noise Factory বিগত এক যুগেরও বেশী সময় ধরে বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি চর্চা করে আসছে৷ এই সংগঠনটি সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত এবং সব ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ের বাকি সংগঠনগুলোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংস্কৃতি চর্চায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। আমরা বিশ্বাস করি, কতিপয় ব্যক্তিবিশেষের জীবনযাত্রার অসংগতির দায়ে একটা গোটা সংগঠনকে দোষারোপ করা যায় না। আমরা আরও বিশ্বাস করি, Noise Factory সকল ধর্ম, বর্ণ, ভাষা ও গোত্র নির্বিশেষে দেশের সংস্কৃতির প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই সংস্কৃতি চর্চা করে আসছে। বর্তমান সময়ে প্রশাসন Noise factory এর নিবন্ধন এবং কার্যক্রম বাতিল করেছে। তাদের উপর প্রদানকৃত এই স্থগিতাদেশ বিশ্ববিদ্যালয়ে মুক্ত এবং স্বাধীন চিন্তা চর্চাকে প্রশ্নবিদ্ধ করে। এবং যা খুলনা বিশ্ববিদ্যালয়ের বহুমাত্রিক সাংস্কৃতিক চর্চায় নেতিবাচক প্রভাব রাখে।

আমরা, নৃ-নাট্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জ্ঞাপন করছি যাতে, Noise Factory-এর উপর থেকে সকল প্রকার নিষেধাজ্ঞা তুলে নিয়ে অন্যসকল সংগঠনের ন্যায় সমানভাবে মুক্ত সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করা হয়। Noise Factory-এর উপর চলমান স্থগিতাদেশ প্রত্যাহারের উদ্দেশ্যে ঐ সংগঠনের গৃহীত সকল সাংগঠনিক পদক্ষেপের প্রতি নৃ-নাট্য’র পূর্ণ সমর্থন থাকবে।

নৃ উৎসব ২০২২নাটক:পক্ষীটিকে শিক্ষিত করা হোক।রচনা:সাইফুল ইসলাম বাপ্পী। নির্দেশনা:শাওন সাহা।অভিনয়ে:নাফিজ,রাতুল,হৃদয়,ওয়াল...
13/09/2022

নৃ উৎসব ২০২২
নাটক:পক্ষীটিকে শিক্ষিত করা হোক।
রচনা:সাইফুল ইসলাম বাপ্পী।
নির্দেশনা:শাওন সাহা।
অভিনয়ে:নাফিজ,রাতুল,হৃদয়,ওয়ালি,রাজু,রাফি,শাওন,তাহা,ফরহাদ,আশিক,ফাহিম,মৌ।
লাইট:মিনহাজ উর রহমান।

বেবোধ পক্ষীটিকে শিক্ষিত করা হচ্ছে!!!নৃ-উৎসব ২০২২
24/03/2022

বেবোধ পক্ষীটিকে শিক্ষিত করা হচ্ছে!!!

নৃ-উৎসব ২০২২

আর বাকি একদিন!উৎসবের টিকেট সংগ্রহ করে ফেলুন।টিকেট প্রাপ্তিস্থান :খুলনা বিশ্ববিদ্যালয়েরখান জাহান আলী হল, রুম- ৩৩০খান বাহা...
23/03/2022

আর বাকি একদিন!
উৎসবের টিকেট সংগ্রহ করে ফেলুন।

টিকেট প্রাপ্তিস্থান :
খুলনা বিশ্ববিদ্যালয়ের
খান জাহান আলী হল, রুম- ৩৩০
খান বাহাদুর আহসানউল্লাহ হল, রুম-৪১৬
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, রুম-১০৮
অপরাজিতা হল,রুম-১৩৫

যোগাযোগ:
01674034187
01781414861

23/03/2022

নৃ-উৎসব ২০২২ এর প্রদর্শনীসমূহ:
২৪ শে মার্চ:
'পক্ষীটিকে শিক্ষিত করা হোক' প্রযোজনা: নৃ-নাট্য
'মুক্তির যোদ্ধা' প্রযোজনা: বি.এল. কলেজ থিয়েটার
২৫ শে মার্চ:
'বীজ' প্রযোজনা: নৃ-নাট্য
বায়োস্কোপ

প্রদর্শনী শুরু: সন্ধ্যা ৬.৩০ টা
স্থান: চারুকলা প্রাঙ্গণ, খুলনা বিশ্ববিদ্যালয়
উৎসবের টিকেটও প্রস্তুত।

টিকেট প্রাপ্তিস্থান :
খুলনা বিশ্ববিদ্যালয়ের
খান জাহান আলী হল, রুম- ৩৩০
খান বাহাদুর আহসানউল্লাহ হল, রুম-৪১৬
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, রুম-১০৮
অপরাজিতা হল,রুম-১৩৫

যোগাযোগ:
01674034187
01781414861

আর মাত্র একদিন..চলছে প্রস্তুতি!! জাগো বাহে কোনঠে সবাই...
22/03/2022

আর মাত্র একদিন..
চলছে প্রস্তুতি!!
জাগো বাহে কোনঠে সবাই...

ক্ষমতার লড়াইয়ে বিজয়ীরা দানব হয়ে গেলে অসাম্যের সৃষ্টি হয়। এই সৃষ্টির থাবায় মানবিকতা হুকুম পালনে মত্ত। তারা নিজেদের লেখা অ...
22/03/2022

ক্ষমতার লড়াইয়ে বিজয়ীরা দানব হয়ে গেলে অসাম্যের সৃষ্টি হয়। এই সৃষ্টির থাবায় মানবিকতা হুকুম পালনে মত্ত। তারা নিজেদের লেখা অভিধানে শিক্ষিত করে তোতাপাখি সৃষ্টি করে নিজেদের বুলি অন্যের মাঝে আওড়ায়। বিলীন হয়ে যাওয়ার ভয়ে ভক্তি করার ব্যস্ততা অভ্যাসে পরিণত হয়। অন্যরা যখন এই দাসত্বের মাঝে নিজের সুখ খুঁজে নেয়, ন্যায় দেখতে গিয়ে আপদ টেনে আনবে না বলে খোলসে স্থির হয়। ঠিক তখন কিছু মানুষ পৃথিবীর সকল মানুষকে নিয়ে ভাবে। অধিকার পৌঁছে দিতে চায় শ্রমিকের পয়সায়, ভূমিহীন আশ্র‍য়ে অথবা নিপীড়িত চিৎকারে।
নৃ-নাট্য মানুষের কথা বলে। "করোটির সাম্যবাদ" এই চেতনা নিয়ে আমাদের এগিয়ে যাওয়া।নৃ-নাট্যের দর্শন চর্চার প্রধান মাধ্যম হচ্ছে নাটক, যেখানে নাট্য মঞ্চ আমাদের যুদ্ধ ক্ষেত্র আর, নাটক আমাদের হাতিয়ার। আমরা লড়াই করি মানুষের ন্যায্য অধিকারের জন্য, নিপীড়িত সাধারণ মানুষদের জন্য। এই মানুষদের অধিকার কেড়ে নিয়ে যারা ক্ষমতার পাহাড়ে বসে আনে বৈষম্য, চালায় নিপীড়ন। আমাদের লড়াই এই ক্ষমতা লোভী মানুষদের বিরুদ্ধে।
নূরলদীনের সাথে নৃ-নাট্য ডাক দিয়ে যায়, 'জাগো বাহে কোন্‌ঠে সবায়...'

দাসত্বের খোলস ভেঙে মুক্ত হবার আহবান জানিয়ে আমরা "নৃ-উৎসব ২০২২" আয়োজন করতে যাচ্ছি।
"নৃ-উৎসব" নামে ৫ম বারের মতো আয়োজিত এই নাট্য উৎসবকে উৎসর্গ করছি যুদ্ধ বিধস্ত দেশের সেই অসহায় মানুষদের, যারা এখনো বাঁচার স্বপ্ন দেখে।

জাগো বাহে কোনঠে সবাইনৃ উৎসব ২০২২
21/03/2022

জাগো বাহে কোনঠে সবাই
নৃ উৎসব ২০২২

Address

Khulna University
Khulna
9208

Telephone

+8801917156679

Website

Alerts

Be the first to know and let us send you an email when নৃ-নাট্য; খুলনা বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নৃ-নাট্য; খুলনা বিশ্ববিদ্যালয়:

Share