27/11/2023
প্রসঙ্গ: খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন Noise Factory এর নিবন্ধন এবং কার্যক্রম বাতিল
আমরা, নৃ-নাট্য আত্মপ্রকাশ করেছিলাম '৯০ দশকের সাংস্কৃতিক বন্ধ্যাত্বের যুগে, তৎকালীন গোড়া ধর্মীয় মতবাদের কারণে উদ্ভূত প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম সাংস্কৃতিক সংগঠন হিসেবে আমরা সবসময়ই মতপ্রকাশের স্বাধীনতা ও সুস্থ ধারার, বহুমাত্রিক সংস্কৃতি চর্চায় বিশ্বাসী। আমরা বিশ্বাস করি, বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পূর্বের থেকে বহুলাংশে মুক্ত সাংস্কৃতিক চর্চার প্রতি প্রকৃষ্টরূপে উদারচিন্তার অধিকারী। উক্ত বিশ্বাসের প্রতি আস্থা রেখে আমরা ঘোষণা করছি যে,
“নৃ-নাট্য, Noise Factory এর মুক্ত সংস্কৃতি চর্চায় পূর্ণ সমর্থন রাখে“।
আমরা নৃ নাট্য, 'করোটির সাম্যবাদ'-এর মতাদর্শ ধারণ করি। করোটির সাম্যবাদ মানে শুধু মানুষের অর্থনৈতিক বা সামাজিক মর্যাদার সাম্যবাদ নয়, স্বাধীন মতামত প্রকাশ এবং আগ্রাসন বিহীন সকল সংস্কৃতির সহাবস্থান প্রকাশেরও সাম্যবাদ। শিল্পচর্চা সংস্কৃতির একটি বড় অংশ। সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র, সাহিত্য সবই শিল্প চর্চার এক একটি ধারা। একেকজনের ব্যক্ত করার ঘরানা ভিন্ন হতে পারে, কিন্তু দিন শেষে পুরো বিষয়টা মানুষের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ।
Noise Factory বিগত এক যুগেরও বেশী সময় ধরে বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি চর্চা করে আসছে৷ এই সংগঠনটি সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত এবং সব ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ের বাকি সংগঠনগুলোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংস্কৃতি চর্চায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। আমরা বিশ্বাস করি, কতিপয় ব্যক্তিবিশেষের জীবনযাত্রার অসংগতির দায়ে একটা গোটা সংগঠনকে দোষারোপ করা যায় না। আমরা আরও বিশ্বাস করি, Noise Factory সকল ধর্ম, বর্ণ, ভাষা ও গোত্র নির্বিশেষে দেশের সংস্কৃতির প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই সংস্কৃতি চর্চা করে আসছে। বর্তমান সময়ে প্রশাসন Noise factory এর নিবন্ধন এবং কার্যক্রম বাতিল করেছে। তাদের উপর প্রদানকৃত এই স্থগিতাদেশ বিশ্ববিদ্যালয়ে মুক্ত এবং স্বাধীন চিন্তা চর্চাকে প্রশ্নবিদ্ধ করে। এবং যা খুলনা বিশ্ববিদ্যালয়ের বহুমাত্রিক সাংস্কৃতিক চর্চায় নেতিবাচক প্রভাব রাখে।
আমরা, নৃ-নাট্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জ্ঞাপন করছি যাতে, Noise Factory-এর উপর থেকে সকল প্রকার নিষেধাজ্ঞা তুলে নিয়ে অন্যসকল সংগঠনের ন্যায় সমানভাবে মুক্ত সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করা হয়। Noise Factory-এর উপর চলমান স্থগিতাদেশ প্রত্যাহারের উদ্দেশ্যে ঐ সংগঠনের গৃহীত সকল সাংগঠনিক পদক্ষেপের প্রতি নৃ-নাট্য’র পূর্ণ সমর্থন থাকবে।