Ruhul Amin 2.0

Ruhul Amin 2.0 ☑️ তুমি যদি তোমার মর্যাদা বুঝতে...!
তবে গুনাহ দ্বারা নিজেকে কখনো...!
অপমানিত করতে না....!

ভয়েস দিছি 🤣
03/06/2025

ভয়েস দিছি 🤣

03/06/2025

আগামী ৫ জুন বৃহস্পতিবার,আরাফার দিন রোজা রাখলে আগের এবং পরের ১ বছর করে মোট ২ বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন।
(মুসলিম : ১১৬২)

রাস্তা ছেড়ে উঠানে চলে আসছি...! আমার ভূল হয়েছে, ক্ষম্যা কইরে দেও..!ছবি: সংগ্রহিত
03/06/2025

রাস্তা ছেড়ে উঠানে চলে আসছি...!
আমার ভূল হয়েছে, ক্ষম্যা কইরে দেও..!

ছবি: সংগ্রহিত

শুভ সকাল
02/06/2025

শুভ সকাল

প্যাকেট নুডলস এর দাম খোলা নুডলস থেকে দুই তিন গুন বেশি। দোকানদারের ভাষ্যমতে নুডুলস সব একই সবগুলোই ময়দা দিয়ে বানানো হয় ...
02/06/2025

প্যাকেট নুডলস এর দাম খোলা নুডলস থেকে দুই তিন গুন বেশি। দোকানদারের ভাষ্যমতে নুডুলস সব একই সবগুলোই ময়দা দিয়ে বানানো হয় জাস্ট ওইটার প্যাকেজিং খরচ মার্কেটিং খরচ বেশি তাই দামটাও বেশি।এখন এগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত সেটাই হচ্ছে বিষয়।
©️

মিথ্যা বলে কাউকে খুশি করানোর চাইতে... সত্য বলে কাঁদানো অনেক ভালো!
01/06/2025

মিথ্যা বলে কাউকে খুশি করানোর চাইতে...
সত্য বলে কাঁদানো অনেক ভালো!

"স্বামীর ধূমপান ছাড়াতে যখন সকল চেষ্টা অসম্ভব হয়ে গেলো স্ত্রীর" তখন স্বামীর মাথায় লোহার তাঁর দিয়ে তৈরি করা খাঁচা তৈরি কর...
01/06/2025

"স্বামীর ধূমপান ছাড়াতে যখন সকল চেষ্টা অসম্ভব হয়ে গেলো স্ত্রীর"

তখন স্বামীর মাথায় লোহার তাঁর দিয়ে তৈরি করা খাঁচা তৈরি করে লক্ করে দিলেন স্ত্রী। স্বামী মাথায় খাঁচা নিয়ে সারাদিনের সমস্ত কাজ কর্ম করছেন। খাবার সময় স্ত্রী চাবি দিয়ে খাঁচার মুখ খুলে স্বামীকে খাইয়ে দিচ্ছেন। ব্যতিক্রমী এই কাজে মাধ্যমে স্ত্রী প্রশংসায় ভাসছেন।

সংগৃহীত

একদিন হঠাৎ করে ছেলেটির মা মারা যান। পরিবারের লোকজন তাকে বাড়ির পাশের বাগানে কবর দেয়। ঘটনাটা ঘটে বসিরহাটের শিমুলতলা গ্রামে...
01/06/2025

একদিন হঠাৎ করে ছেলেটির মা মারা যান। পরিবারের লোকজন তাকে বাড়ির পাশের বাগানে কবর দেয়। ঘটনাটা ঘটে বসিরহাটের শিমুলতলা গ্রামে। শিশুটি নিজের চোখেই দেখেছে—মাকে কিভাবে মাটির নিচে রাখা হলো, সবাই কাঁদছে আর কেউ কিছু বোঝাতে পারছে না।

এরপর থেকেই ছেলেটি প্রতিদিন কবরটার কাছে যায়। কখনো চুপচাপ বসে থাকে, কখনো মাকে ডাকে—“মা, তুমি কোথায় গেলে?” সে জানে না, মা আর কোনোদিন ফিরে আসবে না। শুধু ভাবে, হয়তো মা ঘুমিয়ে আছে... হয়তো একটু পরেই উঠে পড়বে।

যেখানে তার বয়সীদের খেলার মাঠে দৌড়ানোর কথা, সেখানে সে সময় কাটায় কবরের পাশে। ওই মাটির নিচেই যে তার সবচেয়ে আপনজন, তার মা।

গ্রামের লোকজন তার এমন ব্যবহার দেখে চুপ হয়ে যায়। কেউ কিছু বলতে পারে না—শুধু বুকের ভেতরটা ভারি হয়ে ওঠে।

©️

01/06/2025

Good Morning

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruhul Amin 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share