
26/09/2024
প্রতিটা মানুষেরই ভালো থাকার অধিকার রয়েছে। সুতরাং তাঁকে ভালো থাকার সুযোগ করে দিন। কেউ যদি আপনাকে ছেড়ে ভালো থাকতে পারে, তাহলে তাঁকে অযথা বিরক্ত করবেন না ❌। কেবল নিজেকে যোগ্যতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলুন ; এতটাই যোগ্যতাসম্পন্ন হয়ে উঠুন যেন আপনার অনুপস্থিতি তাঁকে চিরকাল হতাশার আগুনে পোড়ায় 😒🔥
- ✍️