31/08/2023
২০২৩ সালের পরীক্ষার্থীদের মনের বেদনা ও কষ্টের কিছু কথা।
বিদায় অনুষ্ঠান সাধারণত একটি বিদ্যাপীঠের কোন ছাত্র-ছাত্রীদের সাথে সেই বিদ্যাপীঠ এর সাথে শেষ অনুষ্ঠান । যেটার মাধ্যমে শিক্ষার্থীদের সাথে ঘটে উক্ত বিদ্যাপীঠ এর বিচ্ছেদ, এবং এর সাথে শিক্ষার্থীদের শুরু হয় জীবনের নতুন অধ্যায়ের সূচনা।
সাধারণত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, এইস এস সি বিদায় অনুষ্ঠান , অথবা মাস্টার শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান গুলো মূলত জুনিয়ার ব্যাচ গুলো আয়োজন করে থাক এবং তারাই অনুষ্ঠানগুলোর উপস্থাপনা করে থাকে।
সাথে বিদায়ী স্মৃতি চরণে বিদায়ী ব্যাচের কয়েকজন ছাত্র বা ছাত্রী বিদায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন। আর বক্তৃতা রাখতে গিয়ে কোন কথাটি বলতে হবে কিভাবে বক্তব্য প্রদান করতে হবে কোন কথাটি বললে মানুষ ইমোশনাল হয়ে যাবে, অথবা কি সব বিদায় অনুষ্ঠানের বক্তব্য দেয়ার মাধ্যমে শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী ভাই বোনদের মন কেড়ে নেওয়া যাবে তা আমরা অনেকেই জানিনা।
সাধারণত একটি বিদ্যাপীঠ এর সিনিয়র শিক্ষার্থী যাদের পাঠদান চুকে গেছে উক্তবিদ্যাপীঠ থেকে, তাদের উদ্দেশ্য করে উক্ত বিদ্যাপীঠের জুনিয়র ব্যাচের শিক্ষার্থীগণ তাদের বিদায় এর উদ্দেশ্যে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে থাকে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থাকেন বিশেষ অতিথি উপস্থিত থাকেন এবং উপস্থিত থাকেন উক্ত বিদ্যাপীঠ প্রাণ প্রিয় শিক্ষক মন্ডলী, এরপরে পুরো বিদ্যাপীঠের জুনিয়র শিক্ষার্থীগণ তো থাকেন ই।
সাধারণত প্রধান শিক্ষক অথবা উক্ত বিদ্যাপীঠ এর সভাপতি উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব দায়িত্ব পালন করে থাকে। তারপর সেখানে যারা উপস্থাপনা করে তারা উক্ত অনুষ্ঠানের কমিটি দের নাম ঘোষণা করে। তোর সবমিলিয়ে একটি পুরো বিদায়ঘণ্টা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে।
এখানে বক্তব্য রাখেন সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক মন্ডলী, এবং জুনিয়র ব্যাচের শিক্ষার্থী ভাই ও বোনেরা। এখানে কার বক্তব্যটি ঠিক কেমন হবে, বিদেশি ভাষার বক্তব্য গুলো মূলত অন্য রকম হয়ে থাকে। যে ভাষার মাধ্যমে প্রকাশ করা হয় শিক্ষকের সাথে ছাত্র-ছাত্রীদের কাটানো মুহূর্তগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কাটানো শিক্ষার্থীদের বিশেষ সময় গুলো।
#কষ্ট #বিদায় #ছাত্র #ছাত্রী #ভাইরাল #𝕗𝕠𝕣𝕪𝕠𝕦 #