Moni's Story

Moni's Story জীবনে যা কিছু পেয়েছি আর যা কিছু পাইনি
সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ ❤️
(2)

01/08/2025

যেই শহরে মা নেই—
সেই শহরে সূর্য ওঠে ঠিকই, কিন্তু তার আলোয় আর উষ্ণতা থাকে না। চাঁদ ওঠে, কিন্তু চাঁদের কোমল আলোতেও জাগে না আর কোনো মায়া। বৃষ্টি নামে, কিন্তু কেউ আর বলে না— “ভিজিস না, ঠান্ডা লেগে যাবে।” সেই যত্নভরা কণ্ঠস্বর আজ আর শোনা যায় না।

সেই শহরে সন্ধ্যা নামে— দরজায় চোখ রাখি,
ফিরে আসে না কেউ; শুধু নিঃশ্বাস ফিরে আসে চুপচাপ। অসুস্থ হওয়া যেন বিলাসিতা— কারণ কেউ আর রাত জেগে মাথায় হাত রাখে না, করে না মমতার প্রার্থনা। সেখানে শখ মানে অপচয়, কান্না মানে দুর্বলতা, বন্ধুত্ব মানে সময় কাটানো।
আত্মীয়স্বজন? প্রয়োজন ফুরোলেই সম্পর্কও ফুরায়। “ভালো আছি”—এই কথাটা আসলে এক অভিনয়। কারণ, সেই পরিচিত ডাক— “তুই খেয়েছিস?” এখন কেবল স্মৃতির প্রতিধ্বনি। বাতাসেও আর স্নিগ্ধতা থাকে না।

যেই শহরে মা নেই—
সেখানে কোনো বাড়ি নেই। সেই শহর যেন এক জীবন্ত গোরস্থান, যেখানে মানুষ বাঁচে ঠিকই, কিন্তু মমতা মৃত।
আসলে, যেই শহরে মা নেই—সেটা কোনো শহর নয়,
সেটা নিঃস্ব হৃদয়ের একটি নামহীন মানচিত্র,
যেখানে ভালোবাসার ভাষা বিলুপ্ত।

মা মরা ছেলেটা,,,😪

31/07/2025

বাচ্চা আপনার গায়ে হাত তুললে আপনি কি করবেন?

রাগ করবেন? মারবেন? নাকি তাকে একঘরে করে রাখবেন?

না, একটু ভাবুন...
একটা ছোট মানুষ কীভাবে এত সাহস পেল আপনার গায়ে হাত তোলার?
সে কি রেগে গেছে? না ঠিকমতো ভালোবাসা পায়নি?
নাকি কোথাও থেকে শিখে ফেলেছে এই আচরণ?

বাচ্চার আচরণ আমাদের আয়না।
সে যা দেখে, তাই শেখে।
আপনি যদি রেগে গিয়ে আরও রেগে যান, তাহলে সে শিখবে রাগে কীভাবে আগুন ছড়াতে হয়।
কিন্তু আপনি যদি ধৈর্য ধরে, শান্তভাবে জিজ্ঞেস করেন—
"তুমি এমন করলে কেন?"
তাহলে সে শিখবে ভুল করে ফেললেও ভালোবাসা কমে না।

সন্তান যখন ভুল করে, তখন তাকে ত্যাগ নয়— সবচেয়ে বেশি দরকার হয় আপনার মমতা আর বুঝে নেওয়া।
একটা কথাই মনে রাখবেন—
ভালোবাসায় বদলানো যায়, শাস্তিতে শুধু ভয় পাওয়া যায়..

29/07/2025
28/07/2025
27/07/2025

এখনও সময় আছে স্ত্রীকে যথাযথ মূল্যায়ন করুন

27/07/2025

চাপা মারতে টাকা লাগে না

24/07/2025

💑 বিবাহিত জীবনে সুখী থাকতে চাইলে এই ছোট পরামর্শগুলো মেনে চলুন… 🌿

1️⃣ পরস্পরের প্রতি সম্মান রাখুন: ভালোবাসার গভীরতাও সম্মানের ওপর দাঁড়িয়ে থাকে।

2️⃣ ছোটখাটো ভুলকে ক্ষমা করতে শিখুন: মানুষ মাত্রই ভুল করে, সম্পর্ক টিকে থাকে ক্ষমার মাধ্যমে।

3️⃣ প্রতিদিন একবার হলেও "ভালোবাসি" বলুন: এই একটি শব্দ সম্পর্ককে জীবন্ত রাখে।

4️⃣ মনের কথা গোপন না রেখে শেয়ার করুন: খোলামেলা কথা বললে ভুল বোঝাবুঝি কমে।

5️⃣ ছোট ছোট আনন্দ উদযাপন করুন: একসাথে চা খাওয়া, একসাথে হাঁটা – এসবই আপনাদের সম্পর্ককে গভীর করে।

6️⃣ অপরকে বদলাতে নয়, বোঝার চেষ্টা করুন: কেউই পারফেক্ট নয় – ভালোবাসা মানেই গ্রহণযোগ্যতা।

🕊️ ভালোবাসা মানে একসাথে পথ চলা – ভালো-মন্দে পাশে থাকা।

একটি সুখী দাম্পত্য জীবন গড়ে তুলুন ভালোবাসা, শ্রদ্ধা আর ধৈর্যের মাধ্যমে। ❤️

#বিবাহিত_জীবন #দাম্পত্য_পরামর্শ #ভালোবাসা #সুখী_সম্পর্ক #পরিবার

22/07/2025

মা ছেলের গায়ে ঠান্ডা জাতে না লাগে তাই রাতে ৫/১০ বার কাঁথা গায়ে জড়িয়ে দেওয়া মা আজ ঐ ছেলেকে বরফে ডুবিয়ে রেখেছে… কারণ
😭😭পরিবারের একটি মাত্র ছেলে, দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে পড়াশোনা করতো, বাবা বিদেশে ছেলের মৃ**ত্যুর সংবাদ শুনে আত্মহারা বাবা,, না আসলে ছেলের দা ফ ন হবে না, বরফ দিয়ে ঢেকে রাখছেন আত্মীয়-স্বজন !'🤲🤲এই বাচ্চার মা বাবাকে আল্লাহ তুমি শোক সইবার ধৈর্য দাও😪😪😪

22/07/2025

মাহারীণ মিস,,আমাদের গর্ব🥹
আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক আমিন।
তিনি প্রমাণ করলেন শিক্ষকরা শুধু পাঠদানই করেন না, শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজের জীবনকে উৎ'সর্গও করতে পারেন!

গতকাল রাত এ কোন ভাবেই ঘুমাতে পারিনি,,বারবার আমার বাচ্চাগুলোর মুখ চোখের সামনে ভেসে উঠছিল🥹🥹🥹🥹 ওদের আমরা মায়ের মত আগলে রাখি যতক্ষণ আমাদের কাছে থাকে,,,একজন শিক্ষক তার শিক্ষার্থীদের কতটুকু আদর করে তা বলে বোঝানো সম্ভব না,,,

20/07/2025

নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই কেননা পাথরও কিন্তু তার ওজনের কারনে ডুবে যায়..!!

Address

Narail
Khulna
NARAIL

Alerts

Be the first to know and let us send you an email when Moni's Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share