Moni's Story

Moni's Story জীবনে যা কিছু পেয়েছি আর যা কিছু পাইনি
সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ ❤️
(2)

01/09/2025

এই ছবিতে দুইটা মেয়ে....একটা আমার মেয়ে আরেকটা আমার শশুরের মেয়ে....একজনের বাপ বেচে আছে.. আরেকজনের বাবা মারা গেছেন অনেক বছর হলো...

আমার মেয়ের ইলিশ মাছের ডিম খুব পছন্দ, তাই টেবিলে একসাথে খেতে বসলেই সবার আগে ইলিশের ডিমটা আমার মেয়ের প্লেটে তুলে দেই.... আচ্ছা এবার বলুন তো আমার ওয়াইফ যিনি আমার শ্বশুরের ছোট মেয়ে, তার তো বাবা বেঁচে নেই তাহলে তার যা খেতে পছন্দ সেটা তার প্লেটে কে তুলে দেবে?? আর স্বভাবতই আমাদের বাঙালি বেশিরভাগ বউয়েরা বিয়ের পর তাদের পছন্দের খাবারের কথা তো দূরের কথা নিজেদের ভালো লাগা মন্দ লাগার কথাগুলো বলতেই ভীষণ সংকোচ বোধ করে..এটা আমি আমার মায়ের ক্ষেত্রেও দেখেছি!

তা যাই হোক আমাদের সম্পর্কের বেশ কয়েক বছর পর আমি বুঝতে পারি আমার ওয়াইফ মুরগির লেগ পিস খেতে পছন্দ করে...এই অভ্যাসটা ওর ছোটবেলার.. কিন্তু এটা আমার ব্যর্থতা যে এটা বুঝতে আমার অনেক দেরি হয়েছে.... অথচ বিয়ের পর বছরের পর বছর ধরে স্বামীর প্লেটে সবার আগে সে মুরগির রানটা তুলে দিয়েছে..

সত্যি কথা বলতে, এখন বাসায় মুরগি রান্না হলে কিংবা কোন দাওয়াতে গেলে, আমি ঐ রান টা যখন ওর প্লেটে নিজের হাতে তুলে দেই আমার তখন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে...

ভাইরে, এতো কথার শেষ কথা হইলো, প্রেম করেন আর বিয়া করেন আপনি যার দায়িত্ব নিবেন, তারে ভালো রাখার
সবটুকু দায়িত্ব নিয়েন... মানুষ ডাল ভাত খাইয়াও বছরের পর বছর সুখী থাকতে পারে, যদি সাথের মানুষটা তারে কইলজায় আঁকড়ায় রাখতে পারে....❣️

©RJ UDAY

01/09/2025

এই লোকটার একটা ইন্টারভিউ টাইপ ভিডিও দেখলাম... ওনার রান্না ভালো লাগে... সব গোছানো, ফিটফাট...!
রান্না নিয়েই সে ভিডিওতে কথা বলতেছে কিন্তু সেই ভিডিওর প্রায় সব কমেন্ট হলো উনি কি ছেলে নাকি মেয়ে...?
মানে এইটা কোনো কথা..? উনাকে দেখলেই তো বোঝা যাচ্ছে যে উনি কি..!!
তারপরেও মানুষের কত রকম কত কথা...!😐

উনি তো আর ১০ টা সাধারণ তৃতীয় লিঙ্গের মতো হাত তা'লি দিয়ে মানুষের কাছে হাত না পেতে...
পড়াশোনা করে নিজের মতো করে ক্যারিয়ার শুরু করে সফল হয়েছে....
এজন্যই মানুষের এটা এখন আর সহ্য হচ্ছে না তাই তাকে কিভাবে ছো'ট করা যায় এটা নিয়ে পড়ে আছে...!!
উনি সাহস করে এগিয়ে গেছে এটাই অনেক...!❤️

কি একটা অবস্থা আপনারা সবাই নাহিদ নাকি নাহিদা এটা নিয়ে পড়ে আছেন কিন্তু উনার রান্না... উনার পরিশ্রম... উনার ধৈর্য এত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রান্না করে সেগুলো কি আপনাদের চো'খে পড়ে না...??
উনি নাহিদ হোক বা নাহিদা উনি আল্লাহর সৃষ্টি,, উনাকে যিনি সৃষ্টি করেছেন আপনাকেও তিনি সৃষ্টি করেছেন এইটুকু মেনে অন্তত চু'প থাকুন..!!

উনার জন্য শুভকামনা রইলো...!!❤️

01/09/2025

পারলে বলুন তো দেখি 👎

30/08/2025

আজ সারাদিনে আমার দেখা সবচেয়ে সুন্দর জিনিস ছিল এই ভিডিওটা। মেয়ের বিয়ে হয়ে গেছে, নতুন ঘর, নতুন সংসার। তবুও বাবাকে না জানিয়ে একদিন হঠাৎ বাড়িতে ফিরে এসেছে শুধু বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। দরজা খুলতেই মেয়েকে সামনে পেয়ে বাবার চোখ ভিজে যায় বিস্ময়ে আর ভালোবাসায়। মুহূর্তের মধ্যেই বাবা জড়িয়ে ধরে তার আদরের টুকরোকে, যেন সময়ের সব বাঁধন গলে গিয়ে আবার শৈশবের মতো করে তাকে আগলে রাখে।

মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়েরা হয়তো সংসারের টানে একটু দূরে সরে যায়। এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। কিন্তু বাবার হৃদয়ে মেয়ের প্রতি ভালোবাসা কখনোই কমে না—বরং সময়ের সাথে সেই ভালোবাসা আরও গভীর হয়ে ওঠে। তাই হয়তো বাবারা তাদের মেয়েদের একটু বেশি ভালোবাসেন, একটু বেশি আগলে রাখতে চান। কারণ মেয়েরা বাবার জীবনের এক টুকরো আলো, এক টুকরো অনন্ত আশীর্বাদ।

30/08/2025

পারলে বলুন তো এটা কি ফল...

29/08/2025

পারলে বলুন তো দেখি 👎

27/08/2025

❤️❤️❤️

27/08/2025

বাজে বসের ১০ লক্ষণ মিলিয়ে নিন

কর্মক্ষেত্রে বাজে বসের অধীন কাজ করার অভিজ্ঞতা কমবেশি অনেকেরই আছে। একজন বাজে বসের কারণে বিষিয়ে উঠতে পারে পুরো অফিস। এতে যেমন কাজের পরিবেশ নষ্ট হয়, তেমনি কর্মদক্ষতাও কমে যায়। বাজে বস তাঁর কর্মীদের কোণঠাসা করে রাখেন। বছরের পর বছর বসের কাছ থেকে পাওয়া খারাপ স্মৃতি বয়ে বেড়ান কেউ কেউ। এমনকি এ ধরনের বসের কারণে অনেকে চাকরি ছাড়তেও বাধ্য হন।

বাজে বসের এই ১০ বৈশিষ্ট্যের কোনোটি আপনার মধ্যে আছে কি না, মিলিয়ে নিন।

১. স্বেচ্ছাচারিতা
একজন ভালো বস অফিসের সবার জন্য একই নিয়ম তৈরি করেন। তিনি যেমন সবাইকে নিয়ম মেনে চলতে বলেন, তেমনি নিজেও সেটা পুরোপুরি মেনে চলেন। বাজে বস হন এর ঠিক উল্টো। এ ক্ষেত্রে বস ও তাঁর সাঙ্গপাঙ্গরা কোনো নিয়মের ধার ধারেন না। বাজে বস নিজের মর্জিমতো নিয়ম পরিবর্তন করেন। অফিসে শুধু তাঁর পছন্দের কর্মীদেরই পুরস্কৃত করেন।

১.আধিপত্য
একজন বাজে বস সবখানেই তাঁর আধিপত্য বিস্তার করতে চান। তিনি খুব কমই অধীন কর্মীকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেন। কর্মীরা না জানিয়ে নিজ উদ্যোগে কোনো কাজ করলে কখনোই তা তাঁর পছন্দ হয় না। এ জন্য একসময় কর্মীরা নিজ থেকে কোনো কাজ করতে ভয় পান। সবকিছুতেই তাঁরা বসের মুখ চেয়ে বসে থাকেন।

৩. পরচর্চা
একজন ভালো বসের উচিত তাঁর অধীন কর্মীদের অনুপ্রাণিত করা। কর্মীদের সম্পর্কে গসিপ করা যেকোনো বসের জন্যই খারাপ আচরণ। একজন বাজে বস অফিসের ছোটখাটো রাজনীতিতে জড়িয়ে পড়েন, সবার সঙ্গে পরচর্চা করে বেড়ান।

৪. বকাঝকা
বাজে বস তাঁর অধীন কর্মীদের সঙ্গে অকারণে খারাপ ব্যবহার ও বকাঝকা করেন। তিনি সবভাবে তাঁর ক্ষমতার অপব্যবহার করতে চেষ্টা করেন। কেউ কোনো ভুল করলে সবার সামনে চিৎকার–চেঁচামেচি করতেও দেখা যায় বাজে বসকে।

৫. লোভ
বস অনেক সময় নানাভাবে কোম্পানির অর্থসম্পদ আত্মসাৎ করেন। এমন বসকে নিয়ে অফিসে কানাঘুষা চলে। কর্মীরা বিষয়টি বুঝলেও চাকরি হারানোর ভয়ে মুখ খুলতে পারেন না। এমন সব বস অল্প টাকার লোভও সামলাতে পারেন না।

৬. অহংকার
বস যদি তাঁর অবস্থান নিয়ে সব সময় অহংকার করেন, তাহলে কর্মীদের সঙ্গে মিশে যাওয়া তাঁর পক্ষে সম্ভব হয় না। বাজে বস কর্মীদের সঙ্গে ভালোভাবে কথা বলেন না। ফলে যেকোনো বিষয় নিয়ে কর্মী ও বসের মধ্যে বিস্তর ফারাক দেখা দেয়।

৭. কর্মীদের অবুঝ ভাবা
অফিসে যাঁরা কাজ করেন, তাঁরা সবাই প্রাপ্তবয়স্ক। অনেক ক্ষেত্রে বস ভাবেন, তাঁর কর্মীরা শিশু, কিছুই বোঝেন না। তাই কর্মীরা কোনো সম্ভাবনাময় প্রস্তাব দিলেও বস সেটা গ্রহণ করেন না; বরং কর্মীদের সঙ্গে খামখেয়ালি আচরণ করেন। এসব বস কর্মীদের দায়িত্বশীল ভাবতে পারেন না।

৮. দলগত কাজে নিরুৎসাহ
অফিসের সবাই মিলে দলগতভাবে কাজ করলে যেকোনো লক্ষ্যই অর্জন করা সহজ হয়ে যায়। কিন্তু একজন বাজে বস দলগত কাজে বিশ্বাসী নন। সবাইকে তিনি বিচ্ছিন্ন করে রাখতে চেষ্টা করেন। নিজের অধীন থাকা দলটিকেও তিনি একাধিক ভাগে বিভক্ত করে ফেলেন।

৯. অন্যের কৃতিত্ব চুরি
একজন ভালো বস কর্মীকে তাঁর প্রাপ্য কৃতিত্ব দেন। কিন্তু বাজে বস কখনোই তা করেন না; বরং তাঁদের মধ্যে কেউ কেউ অন্যের কৃতিত্বও চুরি করেন। কর্মীর আইডিয়াকে নিজের বলে চালিয়ে দেন। সফল হওয়ার সম্ভাবনা থাকলে বস বরং তাঁর অধীন কর্মীদের কাজের কৃতিত্ব নিজে নিয়ে নেন।

১০. কৃপণতা
বাজে বস কর্মীদের যন্ত্রের মতো খাটান। কর্মীদের কখনো পুরস্কৃত করেন না। তাঁদের পেছনে কোনো ব্যয় করেন না। এমনকি প্রাপ্য বেতন ছাড়াই বছরের পর বছর কর্মীদের দিয়ে কঠোর পরিশ্রম করান। সুযোগ পেলেই কর্মীর অর্থ কেটে নেওয়ার চেষ্টা করেন।

সূত্র: আবীর শওকত হায়াতের অফিস পলিটিকস এবং প্ল্যানেট স্মল বিজনেস ওয়েবসাইট অবলম্বনে।

27/08/2025

চিনে থাকলে বলুন তো দেখি

24/08/2025
16/08/2025

Address

Narail
Khulna
NARAIL

Alerts

Be the first to know and let us send you an email when Moni's Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share