25/07/2025
মেহেরপুরে গ্রামীণ বাংলা সমিতির নামে প্রতারণায় ০১ মহিলা কর্মী আটক -
মেহেরপুরে গ্রামীণ বাংলা সমিতির নামে প্রতারণায় ০১ মহিলা কর্মী আটক করেছেন গাংনী উপজেলার ধলা ক্যাম্প পুলিশ, পরে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে যে, মেহেরপুর পৌর শহরের কাথুলি বাসস্ট্যান্ড সাহাজিপাড়ার মোড়ে শারমিন নামের এই মহিলা গ্রামীন বাংলা সমিতির নামে লোন দেওয়ার কথা বলে মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর মাঠপাড়া, ঝাউবাড়িয়া, তেরঘোরিয়া ও কাথুলী ইউনিয়নের সহগলপুর সহ বিভিন্ন গ্রাম থেকে গ্রামীন বাংলা সমিতির ফরম দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লোন দেওয়ার কথা বলে এক লক্ষ টাকার উপরে নিয়ে পালিয়ে যায়।
প্রতারক শারমিন জানান যে, আমার বাড়ি যশোরের রেল স্টেশন পাড়ায়। আমি এই অফিসে চাকরি করি আমার অফিসারদের কোন খোঁজ পাচ্ছিনা।
ফরিদা বেগম (কাউন্সিলর) ১,২,৩ ওয়ার্ড কাথুলি ইউনিয়ন, গাংনী। তিনি জানান যে, প্রতারক এই শারমিন কয়েক মাস ধরে সহগলপুর সহ বিভিন্ন গ্রামে সমিতির নামে লোন দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছে ১ লক্ষ টাকার উপরে নিয়েছেন এবং তিনি কিছুদিন ধরে আর এলাকায় আসে না। এলাকাবাসীর খোঁজখবর পেয়ে আজ কুষ্টিয়ার পোড়াদহ জংশন থেকে তাকে ধরে নিয়ে আসে।
বৃহস্পতিবার (২৪) জুলাই শারমিন নামের ঐ মহিলাকে কুষ্টিয়ার পোড়াদা জংশন থেকে ধরে নিয়ে আসে কাথুলী ইউনিয়নের সহগলপুর গ্রামের ভুক্তভোগী পরিবারগুলো।
পরে এলাকাবাসী মেহেরপুর গাংনী উপজেলার ধলা ক্যাম্পে খবর দিলে ধলা ক্যাম্পের এসআই আবুল কালাম আজাদ ঘটনাস্থলে পৌছিয়ে বিস্তারিত শোনেন এবং প্রতারক মহিলা কে আটক করে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করেছে।
এ বিষয়ে মেহেরপুর সদর থানা যোগাযোগ করা হলে ডিউটি অফিসার আনিসুর রহমান জানাম যে, প্রতারক আসামি শারমিনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা রুজু করা হয়েছে।