Islamic status

Islamic status "বিশ্বনবী'র (সঃ) অমূল্য উপদেশ!"
আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আমীন
(10)

08/08/2025

"প্রতিটি ভালো কাজই একটি
সদকা।"
(সহীহ বুখারী, হাদিস নং ১৪৪৪)

07/08/2025

রাসুল সাঃ বলেছেনঃ-
''আমার কথা (অন্যদের কাছে) পৌঁছে দাও, তা যদি একটি আয়াত ও হয়।''
{বুখারীঃ- ৩৪৬২}

04/08/2025

নবীজি ﷺ বলেছেন:
"যে ব্যক্তি কাউকে ছায়া দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাকে আরশের ছায়া দেবেন।"
তিরমিযী: ২০০৮

02/08/2025

নিশ্চয়ই তিনি অন্তরের কথা জানেন।
— [সূরা মূলক, ১৩]

ফুরাত নদীর পানি সরে যাওয়ায় সিরিয়ার রাক্কা অঞ্চলের গ্রামীণ এলাকায় কৃষকরা সোনার গুঁড়া খুঁজে পেয়েছে। স্থানীয় জনগণ এখ...
31/07/2025

ফুরাত নদীর পানি সরে যাওয়ায় সিরিয়ার রাক্কা অঞ্চলের গ্রামীণ এলাকায় কৃষকরা সোনার গুঁড়া খুঁজে পেয়েছে।

স্থানীয় জনগণ এখনো সোনা খোঁজার কাজ চালিয়ে যাচ্ছে।

-স্থানীয় সূত্র

27/07/2025
সুবহানাল্লাহলি‌বিয়া ও মিশ‌রের কিছু মুসলমান ভাই গাজাবাসীর জন‌্য প্লা‌স্টি‌কের বোত‌লে ভ‌রে বি‌ভিন্ন খাবার সমদ্রু নি‌ক্ষেপ...
24/07/2025

সুবহানাল্লাহ

লি‌বিয়া ও মিশ‌রের কিছু মুসলমান ভাই গাজাবাসীর জন‌্য প্লা‌স্টি‌কের বোত‌লে ভ‌রে বি‌ভিন্ন খাবার সমদ্রু নি‌ক্ষেপ কর‌ছে। আর দুআ কর‌ছে সমু‌দ্রের ঢেউ যেন এ গু‌লে‌া‌কে গাজা উপকূ‌লে পৌঁ‌ছে দেয়। আল্লাহ তাআলার প‌ক্ষে তা ক‌ঠিন কিছু নয়। তি‌নি শিশু মূসা‌কে ফেরাউনের ঘা‌টে পৌঁ‌ছে‌ দি‌য়ে‌ছি‌লেন।
আল্লাহ তাআলা ভাইদের এ প্রচেষ্টাকে কবুল করুন।💦💦💦

23/07/2025

“নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি, আমি শুনি এবং দেখি।”
সূরা ত্বহা: ৪৬

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি-আজকের সকালটা একটু ভিন্ন রকমভাবেই শুরু হয়েছে মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে। নেই শিশুদের কল...
22/07/2025

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি-

আজকের সকালটা একটু ভিন্ন রকমভাবেই শুরু হয়েছে মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে। নেই শিশুদের কলকাকলি। বিধ্বস্ত ভবনজুড়ে শুধুই নিস্তব্ধতা।অনেকটা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের হায়দার আলী ভবন।

তৃতীয় শ্রেণী থেকে অস্টম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হতো এখানে। পুরো জায়গাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে অনুসন্ধান ও ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছে বিমানবাহিনীর সদস্যরা।

এদিকে, এখনও স্কুলের সামনে রয়েছে স্বজন ও উৎসুক জনতার ভিড়। সকাল ৯ টায় স্কুলের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশসহ ৬ দফা দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি বলে জানা গেছে।

শিক্ষার্থীদের দাবি হলো-

১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে

২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে

৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে

৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে

৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

20/07/2025

‘সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সত্যবাদী ও শহীদদের সঙ্গে থাকবে।’

(তিরমিজি : ১২০৯)

20/07/2025

‘আমি তাদেরকে অল্পকালের জন্য (দুনিয়ার সুখ) উপভোগ করতে দেব। তারপর তাদেরকে এক কঠিন আযাব ভোগ করতে বাধ্য করব।’

[ সুরা লুকমান, ৩১ : ২৪ ]

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic status posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share