07/10/2025
আমি সবসময় বলি, মেয়েদের সুন্দরী হওয়ার থেকেও ভাগ্যবতী হওয়া জরুরি। 🤍 কপাল খারাপ থাকলে আর জীবনসঙ্গী ভুল হলে এই সুন্দর চেহারা দেখে কেউ মায়া দেখাবে না বিশ্বাস করেন। জানে শেষ করে দিতেও দুইবার ভাববে না।
একটা মেয়ের যখন বিয়ে হয়,বউ সাজে,শশুরবাড়ি কত স্বপ্ন নিয়ে যায় তখন কি একবারও ভাবে একদিন তার এই পরিনতি হবে?
বউ থেকে লা*শ হয়ে যাবে?
সংসার রণক্ষেত্র হয়ে যাবে?
জীবনসঙ্গী বাছাইয়ের আগে একশোবার ভাবুন।বারবার দেখুন। সংসার করতে গেলেও যদি নিজের উপর হাত আসে বের হয়ে আসুন। লোকে কি বলবে ভাইবেন না। নিজেকে বাঁচান প্লিজ। নিজেকে একটু ভালবাসুন।
কয়েকদিন ধরেই একটা পোস্ট সামনে আসছে বার বার, মেয়ে টাকে মেরে ফেলা হয়ছে, মেয়েটা আর দুনিয়াতে নাই৷ তার স্বামী তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলো৷ আহারে এমন একটা মেয়েকে তিল তিল করে শে*ষ করে দিলো তার স্বামী৷
একটা মেয়ে সবকিছু ছেড়ে স্বামীর সংসারে আসে৷ অথচ সেই স্বামী যদি এভাবে আ*ঘা*ত করে তাহলে মেয়েরা কার কাছে যাবে৷
Dear sister, টক্সিক রিলেশনশিপ জীবনে আসতে ই পারে। তবে আপনাকে right time এ safe exit নিতে জানতে হবে।
বিবাহ বিচ্ছেদ হলো হালাল গুলোর মধ্যে সবথেকে নিকৃষ্ট তম হালাল। জীবন চলতে গিয়ে যদি মন ঘুরে যায় সেটা যে কারণে ই হোক না কেন, আপনি এই সিদ্ধান্ত অবশ্যই নিতে পারেন। সেই অধিকার আপনার আছে।
বরং একটা অসুখী বিয়ে টেনে টেনে বছর গোনার থেকে সেটা end করে দেয়া better।
মেয়েদের বলছি বিয়ে করার আগে জেনেশুনে বিয়ে করো৷ একটা ভুল সিদ্ধান্ত পুরো জীবনকে তছনছ করে দিতে পারে৷
আর সেই সব স্বামীদের বলছি! একটা মেয়ে সবকিছু ছেড়ে আপনার কাছে আসে তাকে ভালো রাখার দায়িত্ব আপনার৷
© Collected.