Sohan's Collection 02

Sohan's Collection 02 ঐতিহাসিক স্থান/স্থাপনা/প্রাচীন মুদ্রা এবং টাকা সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়ার চেষ্টা করি,

ধানের শীষের নোট কার কার পছন্দ?
31/07/2025

ধানের শীষের নোট কার কার পছন্দ?

শত বছর আগের এরকম একটা বারান্দায় কফির আড্ডা হলে কেমন হয়?
31/07/2025

শত বছর আগের এরকম একটা বারান্দায়
কফির আড্ডা হলে কেমন হয়?

🔺 ১৯৭২ সালের বাংলাদেশের প্রথম এক টাকার নোট🔺   তখন এটা দিয়ে কি পাওয়া যেত ধারণা করে বলেন
30/07/2025

🔺 ১৯৭২ সালের বাংলাদেশের প্রথম এক টাকার নোট🔺
তখন এটা দিয়ে কি পাওয়া যেত ধারণা করে বলেন

এটা শুধু টাকাই না ৯০ দশকের মানুষের আবেগ
30/07/2025

এটা শুধু টাকাই না ৯০ দশকের মানুষের আবেগ

📍 মুড়াপাড়া জমিদার বাড়ি – ইতিহাসের নীরব সাক্ষীরূপগঞ্জ, নারায়ণগঞ্জঘুরে এলাম একটি অনন্য ঐতিহাসিক স্থানে — মুড়াপাড়া জম...
30/07/2025

📍 মুড়াপাড়া জমিদার বাড়ি – ইতিহাসের নীরব সাক্ষী
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

ঘুরে এলাম একটি অনন্য ঐতিহাসিক স্থানে — মুড়াপাড়া জমিদার বাড়ি। স্থাপত্যশৈলীর দিক থেকে এটি সত্যিই অসাধারণ। ইউরোপিয়ান ও বাংলা শৈলীর মিশ্রণে নির্মিত এই জমিদার বাড়িটি যেন আজও অতীতের গল্প বলে।

১৮৮৯ সালে জমিদার রামরতন ব্যানার্জী এটি নির্মাণ করেন। শুধু রাজকীয়তা নয়, সংস্কৃতি ও শিক্ষার পৃষ্ঠপোষকতাও ছিল এই পরিবারের গর্বের বিষয়। বর্তমানে এর একটি অংশ মুড়াপাড়া কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বাড়ির প্রতিটি দেয়ালে, খিলানে আর করিডোরে লুকিয়ে আছে ইতিহাসের নিঃশব্দ গর্জন। ভেতরে দাঁড়িয়ে যেন সময় পেছনে ফিরে যায়...

⏳ ইতিহাসপ্রেমীদের জন্য এটি এক অনন্য গন্তব্য।
📸 আর যারা ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য তো এটি এক স্বপ্নের স্থান!

---

#রূপগঞ্জ #ইতিহাসেরগন্ধ #বাংলারইতিহাস #ঘুরে_দেখি_বাংলাদেশ

বাংলাদেশের সব থেকে সুন্দর ১০ টাকাএই ডিজাইন আবার ফিরিয়ে আনা হোক
30/07/2025

বাংলাদেশের সব থেকে সুন্দর ১০ টাকা
এই ডিজাইন আবার ফিরিয়ে আনা হোক

নাম্বারটা কেমন?
30/07/2025

নাম্বারটা কেমন?

এসব দেশের টাকার মান অনেক কম,তবে ডিজাইন কত সুন্দর,ছবিটা দেখতে পাচ্ছেন আমার সংগ্রহে থাকা Uzbikistan এর টাকা
29/07/2025

এসব দেশের টাকার মান অনেক কম,
তবে ডিজাইন কত সুন্দর,
ছবিটা দেখতে পাচ্ছেন আমার সংগ্রহে
থাকা Uzbikistan এর টাকা

কোনটা বেশি সুন্দর? আপনাদের মতামত চাই।
29/07/2025

কোনটা বেশি সুন্দর? আপনাদের মতামত চাই।

বাংলাদেশের ব্যবহৃত সব থেকে সুন্দর কিছু ব্যাংক নোট, যত ডিজাইন আসুক এর থেকে সুন্দর ডিজাইন হবে না
29/07/2025

বাংলাদেশের ব্যবহৃত সব থেকে সুন্দর কিছু ব্যাংক নোট,
যত ডিজাইন আসুক এর থেকে সুন্দর ডিজাইন হবে না

নিঃসন্দেহে এটি সবার পছন্দের
29/07/2025

নিঃসন্দেহে এটি সবার পছন্দের

🕌 খুলনার দারুল উলুম মসজিদ — ইতিহাসের সাক্ষী এক স্থাপনাখুলনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দারুল উলুম মসজিদ শুধু একটি উপাসন...
29/07/2025

🕌 খুলনার দারুল উলুম মসজিদ — ইতিহাসের সাক্ষী এক স্থাপনা

খুলনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দারুল উলুম মসজিদ শুধু একটি উপাসনালয়ই নয়, এটি এ অঞ্চলের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন। মসজিদের অনন্য স্থাপত্যশৈলী, সুউচ্চ মিনার এবং বিশাল গম্বুজ একে খুলনার অন্যতম সুন্দর মসজিদে পরিণত করেছে।

প্রতিদিন অসংখ্য মুসল্লি এখানে নামাজ আদায় করতে আসেন। পাশাপাশি, দূরদূরান্ত থেকে ভ্রমণপিপাসুরাও এসে মুগ্ধ হন এই মসজিদের সৌন্দর্যে। নামাজের সময় ছাড়াও এখানকার পরিবেশ শান্তিপূর্ণ এবং মনোমুগ্ধকর, যা একজন দর্শনার্থীকেও ভাবনায় ডুবিয়ে রাখে।

এটি কেবল একটি মসজিদ নয়—বরং একটি অনুভূতির নাম, যেখানে আধ্যাত্মিকতা ও স্থাপত্যের মেলবন্ধন ঘটে।

📍 যদি আপনি কখনো খুলনায় আসেন, তাহলে অবশ্যই সময় করে দেখে যাবেন এই অসাধারণ স্থাপনাটি।

#খুলনার_গর্ব #ঐতিহাসিক_মসজিদ #বাংলার_ইতিহাস

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Sohan's Collection 02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sohan's Collection 02:

Share