09/09/2023
আচ্ছা বলুন তো, মাছের বড় পিসটা মুরগীর রানটা সব সময় কেন নিজের প্লেটে নিতে হবে। মানে মাছের বড় পিস আর মুরগির রান ছাড়া আপনি খেতে পারেন না, নাকি না খেলে মূর্চা যাবে,,,, নাকি আপনার ঘরের বাকি সদস্যরা কেউ ভালো পিস পছন্দ করে না কোনটা?
পোস্টটি যেই পড়ছেন না কেনো,, সবার পরিবারের সকল সদস্য কে উদ্দেশ্য করে কথা গুলো বলছি আপনিও শিখুন আপনার বাচ্চাকেও শিখাবেন পরিবারের বুড়া ইয়াং বাচ্চা সবারই কিন্তু ভাল অংশ টা খেতে ইচ্ছে করে শুধু প্রবণতাটা কেউ প্রকাশ করতে পারে না। এই বেসিক জ্ঞানগুলো আমাদের সবার মধ্যে থাকা উচিত
বিশেষ করে বাচ্চাদের যত শিখাবেন ভালো পিসটা শুধু তার জন্য বরাদ্দ। ততদিন বা একটা সময়ে এসে বাচ্চারা মনে করবে আমার বাপ-মা আর পরিবারের সকল সদস্য মনে হয় শুধু মাছের লেজ, হাঁস-মুরগির হাড্ডি গুড্ডি, ঠ্যাং, চামড়া ছাড়া কিছু খায় না।তখন সেও একসময় আপনার পাতে শুধু ঐ কানসা গলা আর ঠ্যাং তাই তুলে দেবে। আর ভালো ভালো পিসগুলো শুধু তারা খাবে। তাই সময় থাকতে থাকতে সবাই এই বেসিক জ্ঞানগুলো অর্জন করুন। সময় থাকতে বাচ্চাদের ভারসাম্য শিখান। বই খাতা স্কুল কলেজ এগুলো পরে আগে পারিবারিক শিক্ষায় শিক্ষিত করুন নিজের বাচ্চাকে। পরিবারের মুরুব্বীদের পাতে মাঝে মাঝে বাচ্চাদের সামনেই সবচেয়ে ভালোটা তুলে দিন।
তাদের সামনে আপনার থালাতে ও ভালো পিসটা নিয়ে খান। এগুলো বাচ্চাদেরকে দেখান বোঝান যে ছোট বড় সবাই সম্মানীয় তাদের পরিবারের সবাই মাছের মাথা খেতে ভালবাসে। মানে সবাই ভালোটা ডিজার্ভ করে। বাচ্চাদের সামনে নিজেদেরও গুরুত্ব দিন। তাহলে সেও বড় হয়ে সবাইকে গুরুত্ব দিবে। সব আমার আমার করা শিখালে আপনার বাচ্চা কখনোই মার্জিত মানুষ হতে পারবে না। তখন ঠিকই একদিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আফসোস করবেন 🙂🙂
বিঃদ্রঃ সকল মানুষের এই বেসিক জ্ঞানটুকু থাকা অতি জরুরী ❤️❤️