BNP With Kaliganj Jhenidah

BNP With Kaliganj Jhenidah Bangladesh National party

19/02/2024

কালীগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ, ১৯ ফেব্রয়ারী,সোমবার, ২০২৪, ঝিনাইদহ।
——————————
ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি, খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানী সংকট এর প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহবান জানিয়ে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঝিনাইদহ ৪ আসন থেকে ধানের শীষের মনোনয়ন (প্রত্যাশী)সাবেক সফল ছাত্রনেতা ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক,জননেতা জনাব মোঃ #হামিদুল ইসলাম হামিদ এর নির্দেশনায় হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ।

এ সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিএনপি নেতা কামরুল ইসলাম মুন্সি, ইন্জিনিয়ার তৌহিদুর রহমান বাবলু, আব্দুল মান্নান মনা, সৌহরব হোসেন রাজু সাবেক সফল সভাপতি ও ৭নং রায়গ্রাম ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা, আমিনুর রহমান আমিন,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক, আজিজুল ইসলাম লস্কার,পৌর যুব দলের যুগ্ন আহ্বায়ক, শাহিন লস্কার,ঝিনাইদহ জেলা জাসাস দলের সদস্য ও কালীগঞ্জ উপজেলা যুবদলের অন্যতম সংগঠক এস এম সাগর বাবু,যুবনেতা ইসাহাক হোসেন,যুবনেতা,ফারুক হোসেন, সুমন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক, সিদ্দিকুর রহমান,পৌর কৃষক দলের সদস্য সচিব, ইয়ানুর হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়ার যুগ্ম আহ্বায়ক, আবু তাহের, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, শাওন আহমেদ, ছাত্রনেতা রিহান,জুয়েল,তামিম, তুর্য সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

30/01/2024

কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, ঝিনাইদহ
————————————
দেখুন — মঙ্গলবার, জানুয়ারি ৩০, ২০২৪, ডামি প্রহসন নির্বাচনের অবৈধ সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার ১-দফা দাবিতে কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের কালো পতাকা মিছিল।



14/01/2024

দালাল সুমন এখন এমপি

#ভোটবর্জন

এইবার ১০০ টাকায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন অপু বিশ্বাস। তাই ৫০ টাকায় আশা করি শেখ রেহানা হবেন বুবলি।শাকিব খান কে কোন...
14/01/2024

এইবার ১০০ টাকায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন অপু বিশ্বাস। তাই ৫০ টাকায় আশা করি শেখ রেহানা হবেন বুবলি।
শাকিব খান কে কোন চরিত্রে দেখতে চান সেটা আপনাদের উপরে ছেড়ে দেওয়া হলো। আপনারায় বলুন-

খুব শীগ্রই শুরু হবে 'মীরজাফর চ্যাপ্টার ২'-এর শ্যুট।ফেরদৌস আহমেদ কে দেখা যাবে বর্তমান সময়কার সিরাজউদ্দৌলার চরিত্রে। বিপরী...
13/01/2024

খুব শীগ্রই শুরু হবে 'মীরজাফর চ্যাপ্টার ২'-এর শ্যুট।

ফেরদৌস আহমেদ কে দেখা যাবে বর্তমান সময়কার সিরাজউদ্দৌলার চরিত্রে। বিপরীতে থাকছেন শ্রাবন্তী!

শিক্ষা মন্ত্রী হয়ে এদেশের শিক্ষা ব্যবস্থা কে নষ্ট করতে পেরেছি ব্যাস এখন সমাজকল্যান মন্ত্রী হিসেবে সমাজ টাকে নষ্ট  করার দ...
12/01/2024

শিক্ষা মন্ত্রী হয়ে এদেশের শিক্ষা ব্যবস্থা কে নষ্ট করতে পেরেছি
ব্যাস এখন সমাজকল্যান মন্ত্রী হিসেবে সমাজ টাকে নষ্ট করার দায়িত্ব টা আমার উপর ছেড়ে দাও

ইতিহাস ভুলে গেলে চলবে না উনি যত বড় ব্যারিস্টার হন্না কেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকা কালিন সময়    বিশ্ব নন্দিত মুফাসস...
10/01/2024

ইতিহাস ভুলে গেলে চলবে না উনি যত বড় ব্যারিস্টার হন্না কেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকা কালিন সময় বিশ্ব নন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সহ অসংখ্য আলেমদের ফাঁশির জন্যে যা করেছেন এবং ভাস্কর্যের বিষয় আলেমসমাজের বিরুদ্ধে যা করেছেন ইসলাম প্রিয় সচেতন জনগণ কোন দিন ভুলবে না।collect

10/01/2024

১০ জানুয়ারী ২০২৪, বুধবার।
কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, ঝিনাইদহ।

ভোটার বর্জিত ডামি নির্বাচন বর্জনের জন্য জনগণকে ধন্যবাদ জানিয়ে ও নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবির পক্ষে জনগণকে সম্পৃক্ত করতে সাবেক ছাত্রনেতা ঝিনাইদহ -০৪ আসনের গণমানুষের নেতা কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা জনাব #হামিদুল ইসলাম হামিদের নির্দেশনায় ব্যবসায়ীবৃন্দ এবং জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

#ডামিনির্বাচন #১দফাদাবী #টেই

09/01/2024

The United States supports the people of Bangladesh and their aspirations for democracy, freedom of peaceful assembly, and freedom of expression.  The United States notes the Awami League party won a majority of seats in the January 7, 2024 parliamentary elections.  The United States remains conce...

বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার" মীর জাফর আলী খানের বংশের শেষ উত্তরসুরীরা 🙏
07/01/2024

বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার"
মীর জাফর আলী খানের বংশের শেষ উত্তরসুরীরা 🙏

07/01/2024

ডামি ভোট বর্জনে সমর্থন জানিয়ে ঝিনাইদহ -০৪ নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের উদ্দেশ্য বক্তব্য রাখছেন ঝিনাইদহ -০৪ আসনের গণমানুষের নেতা কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা জনাব #হামিদুল ইসলাম হামিদ।


BANGLADESH NATIONAL PARTY BNP
#ডামিনির্বাচন
#ভোটবর্জন


BNP With Kaliganj Jhenidah

07/01/2024

জনতার নিরব প্রতিবাদ || ঝিনাইদহ জেলা।
প্রশাসন ছাড়া ভোট কেন্দ্রে কয়েক টা কু*ত্তা দেখা গেছে

#ডামিনির্বাচন #ভোটবর্জন


#ভুয়া_নির্বাচন

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNP With Kaliganj Jhenidah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share