Humasha lifestyle

Humasha lifestyle ধৈর্য+পরিশ্রম= সফলতা
(3)

30/08/2025

শুভ সকাল

30/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

ইদানিং খুব বলতে শিখেছে ,,,,,আমার শুধু তোমাকে লাগবে, তুমি ছাড়া আর কিছু আছে বলো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার মেয়...
05/08/2025

ইদানিং খুব বলতে শিখেছে ,,,,,
আমার শুধু তোমাকে লাগবে, তুমি ছাড়া আর কিছু আছে বলো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার মেয়ে❤️

ছোট মুখের এই মিষ্টি কথা গুলো বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়,,,,

তুমি থেকে কখনো তুই বললে,,,,,,, তার খুব ইগোতে লাগে,,,,,, বলে আমি কি কোন পচা কাজ করেছি, আমি কি কোন দুষ্টুমি করেছি কেন আমাকে তুই বলছো,❓

আমার মেয়েটাই আমার হাসির কারণ, এমনকি আমার সবচেয়ে কঠিন দিনগুলোতেও।

অনেক সময় মনে হয় আমি একেবারে নিঃশেষ হয়ে গেছি। সবকিছুর ভার যেন অসহ্য লাগে।

কিন্তু তখন আমি ওর দিকে তাকাই।
ওর ছোট্ট কণ্ঠস্বর যেভাবে আমাকে মনে করিয়ে দেয়—আমি ওর নিরাপত্তা, ওর আশ্রয়, ওর ভরসা, আস্থা।।

ও হয়তো জানেই না, কিন্তু ও-ই আমাকে সারিয়ে তোলে।
প্রতিটা জড়িয়ে ধরা, প্রতিটা হাসি, প্রতিটা “মা, আমি তোমাকে ভালোবাসি”—এসবেই আমি হারিয়ে ফেলা শক্তিটা আবার খুঁজে পাই।

ও-ই আমার অন্ধকারে আলো। কষ্টের মধ্যেও খুশি।

ওর জন্যই আমি প্রতিদিন হাসার একটা কারণ খুঁজে পাই।
সোনা বাচ্চাটা আমার 😘
তুমি যতটা আমাকে বোঝো পৃথিবীর আর কেউ বোঝেনা।

স্কুল, কলেজ বা যে কোন প্রতিষ্ঠানের আইডি কার্ডে ব্লাড গ্রুপ এবং ফোন নাম্বার থাকাটা বিশেষভাবে জরুরী।।
26/07/2025

স্কুল, কলেজ বা যে কোন প্রতিষ্ঠানের আইডি কার্ডে ব্লাড গ্রুপ এবং ফোন নাম্বার থাকাটা বিশেষভাবে জরুরী।।

25/07/2025

কর্তৃপক্ষের উচিত স্কুলের স্থান পরিবর্তন করা ঝুঁকিপূর্ণ স্থানে স্কুল না রাখাই ভালো
পরবর্তীতে একই রকম দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়

23/07/2025

এক হাদিসে এসেছে, হজরত আবু মুসা আশআরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন কারও সন্তান মারা যায়, তখন আল্লাহ তায়ালা ফেরেশতাদের ডেকে বলেন, ‘তোমরা আমার বান্দার সন্তানের জান কবজ করে ফেলেছ?’ তারা বলেন, ‘হ্যাঁ’।

আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা তার কলিজার টুকরার জান কবজ করে ফেলেছ?’ তারা বলেন, ‘হ্যাঁ’। আল্লাহ তায়ালা বলেন, ‘আমার বান্দা কি বলেছে?’ তারা বলেন, ‘আপনার বান্দা এই বিপদেও ধৈর্য ধারণ করে আপনার প্রশংসা করেছে এবং ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে।’

তখন আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ কর এবং তার নামকরণ কর ‘বাইতুল হামদ’, অর্থাৎ, প্রশংসার ঘর।’ -(তিরমিজি সূত্রে রিয়াজুস সালেহিন : ১৩৯৫)

22/07/2025

রাসুল (স:) ইরশাদ করেছেন অগ্নিদাহে মৃত ব্যক্তি শহীদ

হে আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন,,
21/07/2025

হে আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন,,

13/07/2025

আপনি কি জানেন ❓ আপনার নজরও বদ নজর হতে পারে,,,,,
যতই আপনি অন্যের ভালো চান না কেন,,,,,,,,
যতক্ষণ পর্যন্ত আপনি কোন বিষয়ে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ না বলবেন,,,,
আপনার নজরও বদ নজর হয়ে যেতে পারে,,,,,
তাই আমাদের উচিত সকল কাজে,, সকল প্রশংসায় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলা।।

12/07/2025

কারো কাছে মূল্যহীন হয়ে থাকার চেয়ে সেই জায়গাটা ত্যাগ করা উত্তম

11/07/2025

আনাস (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন,

আল্লাহ যখন তার কোন বান্দার প্রতি কল্যাণের ইচ্ছা করেন,,, তখন দুনিয়াতে তার জন্য তাড়াতাড়ি বিপদ-আপদ পাঠিয়ে দেন।।
আর তিনি যখন তার বান্দার প্রতি অমঙ্গলের ইচ্ছা করেন তখন তাকে গুনাহের মধ্যে ছেড়ে দেন।। সবশেষে কেয়ামতের দিনে তাকে জিজ্ঞাসা করা হবে।

(তিরমিযি)

10/07/2025

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে,

তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন :
আল্লাহর শপথ! আমি একদিনে সত্তর বারেরও অধিক তওবা করি এবং আল্লাহর নিকট গুনা মাফ চাই । (বুখারী)

Address

Khulna
Khulna
9000

Telephone

+8801581890421

Website

Alerts

Be the first to know and let us send you an email when Humasha lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Humasha lifestyle:

Share