
11/06/2025
বিএনপি মনে করে ১৯৯১ সালে জামায়াত ১৮টি আসন জয়লাভ করেন, ১৯৯৬ তে বিএনপির বিরোধিতা করার কারণে ধ্বস নেমে ৩টি আসন পেয়েছে মাত্র , ২০০১ সালে বিএনপির দয়ায় ১৭টি আসন বিজয় লাভ করেন,
জামায়াতে ইসলামী ক্ষমতায় যাবে এই কথা বিশ্বাস করা তো দুরের কথা শুনতেও খারাপ লাগে,
এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ২৯০টি আসন বিজয় লাভ করবে।
জামায়াত যদি একা একা নির্বাচন করে হয়তো ৭/৮ টি আসন পাবে, এর ছেয়ে তো বেশি পাবে না। তার পরেও যদি বেশি আসন পায় সর্বোচ্চ ১৪/১৫ টা পাবে, বিভিন্ন দলের সাথে জোটবদ্ধ নির্বাচন করলে ১৮/২০ টি আসন পেতে পারে, এর ছেয়ে তো বেশি নয়। জামায়াত ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কি ভাবে দেখে আমাদের বুঝে আসে না !!
আমার ব্যাক্তিগত বিশ্লেষণ =ঃ
১৯৯১ সালে ভোটের সংখ্যা ছিল ৬ কোটি ২১ লাখ ,
ভোট কাস্টিং হয়েছিল ৫৫% অর্থাৎ ৩ কোটি ২৬ লাখ
ভোট কাস্টিং হয়েছে ।।
১৯৯১ সালে বিএনপি ৩০০ আসন নির্বাচন করে ১৪০টি আসন বিজয় লাভ করেন, ভোট পেয়েছিলো ৩০,০৮% অর্থাৎ ১ কোটি ৪ লাখ, ১২ হাজার,
আওয়ামী লীগ ৩০০ আসন নির্বাচন করে ৮৮টি আসন বিজয় লাভ করেন, ভোট পেয়েছিলো ৩০,০১% অর্থাৎ ৯৯ লাখ ৭২ হাজার,
জামায়াতে ইসলামী ২২২টি আসন নির্বাচন করে ১৮টি আসন বিজয় লাভ করেন, ভোট পেয়েছিলো ১২,৩৮% অর্থাৎ ৪১লাখ ৮ হাজার,
-----------------------------------------------------------------------------
২০০১ সালে ভোটের সংখ্যা ছিল ৭ কোটি ৪৭ লাখ,
ভোট কাস্টিং হয়েছিল ৭৪,০৮% অর্থাৎ ৫ কোটি ৪৯ লাখ ভোট কাস্টিং হয়,
২০০১ সালে বিএনপি ২৬৪টি আসন নির্বাচন করে ১৯৩টি আসন বিজয় লাভ করেন, বিএনপি ভোট পেয়েছিলো ৪০,৯৩% অর্থাৎ ২কোটি ১৬ লাখ,
আওয়ামী লীগ ৩০০ আসন নির্বাচন করে ৬২টি আসন বিজয় লাভ করেন, ভোট পেয়েছিলো ৪০,০৭% অর্থাৎ
২ কোটি ৩ লাখ ১৩ হাজার ।
জামায়াতে ইসলামী ৩৩টি আসন নির্বাচন করে ১৭টি আসন বিজয় লাভ করেন, ঐ ৩৩ আসনে ২৯ লাখ ভোট পেয়েছিলেন জামায়াত, বাকি ২৬৭ আসনে বিএনপিকে সমর্থন দেন!
সম্মানিত দর্শক এখানে ভালো করে লক্ষ্য করুন,
২০০১ সালের নির্বাচনে বিএনপি ৪০,৯৩% ভোট পেয়েছিলো, আওয়ামী লীগ ৪০,০৭% ভোট পেয়েছিলো, বিএনপি, আওয়ামী লীগ প্রায় সমান সমান ভোট পেয়েছে !
বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক মনে করেন ২০০১ সালে বিএনপি ভোট পেয়েছিলো ২৭% ,, জামায়াতে ইসলামী, ইসলামি ঐক্যজোট, জাতীয় পার্টির একাংশ মিলে ১৩% সব মিলিয়ে ৪০,৯৩% ।
২০০১ সালে বিএনপি জামায়াতে ইসলামী, এবং ইসলামি ঐক্যজোটের সাথে জোটবদ্ধ নির্বাচন না করলে ক্ষমতার চেহেরাও দেখতো না বিএনপি, হয়তো ৩০/৩৫টি আসন পেতো।
বিএনপি বলে বেড়ায় ২০০১ সালে আমাদের দয়ায় জামায়াত ১৭টি আসন পেয়েছে, কিন্তু জামায়াতের কারণে ১৯৩টি আসন বিজয় লাভ করেছে এটা শিকার করে না, এই হলো বিএনপি !!
২০০০ সাল হতে ২০২৫ সাল পর্যন্ত নতুন ভোটার গুলো ৫০% ইসলামপন্তীদের পক্ষে, আর বাকি নতুন ৫০% ভোটার গুলো আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপির পক্ষে,
বর্তমানে ভোটের সংখ্যা ১১ কোটি ৫০ লাখ, ২০২৬ সালের নির্বাচনে মিনিমাম ৭ কোটি ৫০ লাখ ভোট কাস্টিং হবে, ৩ কোটি উপরে যারা ভোট পাবে তারাই সরকার গঠন করবে !!
জামায়াতে ইসলামী ২ কোটি ২০ লাখ ভোট পাবে গড়ে ৭৩ হাজার !!
ইসলামি আন্দোলন
খেলাফত আন্দোলন
খেলাফত মজলিস
নেজামী ইসলাম
ইসলামি ঐক্যজোট
৫টি ইসলামি দল মিলে ------- ৭০ লাখ ভোট পাবে
গড়ে ২৩ হাজার
ইসলাম দলগুলো ঐক্য দেখে আলেম ওলামার মিলন মেলা দেখে সাধারণ আমজনতার দোদুল্যমান ভোট আসবে কমপক্ষে -------------- ৪০ লাখ
-----------------------------------------------------------------------------
তখন ইসলামি জোড়ের ভোট হবে ৩ কোটি ৩০ লাখ !
----------------------------------------------------------------------------
বিএনপি জোট ২ কোটি ৮০ লাখ ভোট পাবে,
অন্ত কোন্দল এবং সতন্ত্র প্রার্থীর ছড়াছড়ির কারণে
৩০ লাখ ভোট কমে যাবে !! সুতরাং বিএনপি ভোট পাবে ২ কোটি ৫০ লাখ !!
যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসার সুযোগ নেই তাদের ভোট গুলো জাতীয় পার্টির দিখে যাওয়ার সম্ভাবনা বেশি, না হয় বামপন্থী অনেক দল আছে ঐ দিকে চলে যাবে, সুতরাং জাতীয় পার্টি এবং বাম দল গুলো মিলে ১ কোটি ৩০ লাখ ভোট পাবে !!
বিভিন্ন দল এবং সতন্ত্র প্রার্থী মিলে ৪০ লাখ ভোট পাবে,,
-----------------------------------------------------------------------------
বিএনপি ----------------------------------- ২ কোটি ৫০ লাখ
আ,লীগ পন্থী জাতীয় পার্টি বাম দল ১কোটি ৩০ লাখ
সতন্ত্র এবং বিভিন্ন ছোট ছোট দল মিলে ---- ৪০ লাখ
জামায়াতে ইসলামীর নেতৃত্বে সকল
সকল ইসলামি দল মিলে ---------- ৩ কোটি ৩০ লাখ
----------------------------------------------------------------------------
কাস্টিং ভোট হবে ৬৯% ----------- ৭ কোটি ৫০ লাখ
আর যদি ইসলামি জোট না হয়, জামায়াতে ইসলামী একেক নির্বাচন করে, সেই খেত্রে বিএনপি ২০০ আসন বিজয় হওয়ার সম্ভাবনা রয়েছে !!
ফলাফল এই রকম হবে ইনশাআল্লাহ, হয়তো উনিশ বিশ হতে পারে !
বিএনপি বা অন্য কেউ আমাকে গালি দিবেন না,
২০২৬ সালের নির্বাচনের পর মন চাইলে আমাকে গালি দিয়েন, আর মন চাইলে দোয়া করিয়েন, এই পোস্ট থাকবে ইনশাআল্লাহ, কখনো ডিলেইড হবে না !!
(কপি)
★MD AHAMODUL HOQUE ★