Icon360

Icon360 সময় কে মূল্যায়ন করো।
কারন তোমার হায়াত নামক মহা মূল্যবান সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।
মৃত্যু নিশ্চত।

“বিড়ালের মতো ৫০০ বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো এক ঘণ্টা বাঁচতে চাই”❤️❤️- শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (র...
14/08/2025

“বিড়ালের মতো ৫০০ বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো এক ঘণ্টা বাঁচতে চাই”❤️❤️
- শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (র.)

যশোরের অভয়নগরে বিএনপির সাবেক এক স্থানীয় নেতা ও সাংবাদিকের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে বুকসমান বালুতে...
05/08/2025

যশোরের অভয়নগরে বিএনপির সাবেক এক স্থানীয় নেতা ও সাংবাদিকের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে বুকসমান বালুতে পুঁতে রেখে দুই দফায় চার কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী অভয়নগর সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন। 🫢

ভুক্তভোগী ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপু নওয়াপাড়ার জাফ্রিদী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। অন্যদিকে অভিযুক্তরা হলেন, অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর বিএনপির সদ্য বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন।

গত ৩১ জুলাই এ ঘটনায় অভয়নগর সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী মোছা. আসমা খাতুন।🫢

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মুহতারাম ডা. শফিকুর রহমানের হার্টে ব্লক ধরা পড়েছে। দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে দেশের বাইর...
01/08/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মুহতারাম ডা. শফিকুর রহমানের হার্টে ব্লক ধরা পড়েছে। দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত হলেও তিনি সেটা নাকচ করেন।

তিনি বলেন- "আমি এদেশেই জন্মগ্রহণ করেছি, এদেশেই চিকিৎসা নিবো এবং এদেশের মাটি ও মানুষের সাথে আজীবন মিশে থাকতে চাই"

- বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এস এম খালিদুজ্জামান

30/07/2025

নাটোরের জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বকে কোনপ্রকার তথ্যপ্রমাণ ব্যতিত চাঁদাবাজি হিসেবে প্রচার করেছে ইসলামবিদ্বেষী মিডিয়া দিল্লি আলো।🥲🥲

পরবর্তীতে তাদের থেকে নিয়ে স্বভাবসুলভ অনেক মিডিয়া কপি-পেস্ট জার্নালিজম করেছে।🤭 Fun

30/07/2025

কয়েকদিন আগে এক বিএনপি এক্টিভিস্ট রাসেল হিমাদ্রীর আমাদের জানিয়েছেন তারা চাইলেই যে কোনো সময় আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রিন সিগ্ন্যাল দিবেন। আর তারা জুলাই বিপ্লবীদের হত্যা করবে। অর্থাৎ জুলাই বিপ্লবীদের বাঁচা মরা, রাজনীতি করা এখন নির্ভর করছে বিএনপি'র সিগ্ন্যালের ওপর। 🤭🤭

আজ আরেক সেলিব্রেটি বিএনপি এক্টিভিস্ট তাশরিক হাসান জনিয়েছেন ইন্টেরিম সরকার চাইলেও একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে পারবে না, যদি বিএনপির ইচ্ছা বা সহায়তা না থাকে। অর্থাৎ বিএনপির ইচ্ছের ওপর নির্ভর করছে জামায়াতসহ অন্যরা আসলে কয়টা সিট পাবে কিংবা পাবেই না।
স্মরণ করুন ৯১ সালের কথা। তত্ত্বাবধায়ক সরকারের ১ম নির্বাচন। স্বৈরাচার এরশাদ হটানোর আন্দোলনে আওয়ামী লীগের অবদান সবচেয়ে বেশি। আওয়ামী লীগ সবচেয়ে বড় দল। ৭০ ও ৭৩ সালের ইলেকশনে ভূমিধ্বস বিজয়। দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে। ইত্যাদি বিবেচনায় সারাদেশ জানতো তারাই ক্ষমতায় যাচ্ছে।

হাসিনা ও পাইক পেয়াদারা জানতো তারাই সরকার গঠন করতে যাচ্ছে। অবস্থা এতোই অনূকূলে যে, হাসিনার উপস্থিতিতে নেতারা ঝগড়া করছে কে কোন মন্ত্রণালয় নিবে। নির্বাচন হওয়ার পরে মুখে চুনকালি। অতএব সাধু সাবধান। কেউ হাসিনা হইতে যাইয়েন না।

-আহমেদ আফগানী❤️

জামায়াতের আমীর ড. শফিকুর রহমান যখন বললেন যে জামায়াতই একমাত্র দল যার নেতারা কখনোই দেশ ছেড়ে পালিয়ে যায় না- সঙ্গত কারণেই দি...
26/07/2025

জামায়াতের আমীর ড. শফিকুর রহমান যখন বললেন যে জামায়াতই একমাত্র দল যার নেতারা কখনোই দেশ ছেড়ে পালিয়ে যায় না- সঙ্গত কারণেই দিল্লী পলাতক লীগের সাথে সাথে আরেকটি দলের গায়েও কথাটি লেগেছে। কারণ এই দলের নেতা নিজেও আর কখনো রাজনীতি করবে না মুচলেকা দিয়ে লন্ডনে চলে গিয়েছিলো এবং বিগত দুই দশক ধরে সেখানেই বসবাস করছেন।🤲

লন্ডন প্রবাসী এই নেতার দলীয় সমর্থকেরা এখন জামায়াতের যে সব নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকান্ডের মাধ্যমে ফ্যাসিস্ট লীগ শহীদ করে দিয়েছে, তাদের নামে পালিয়ে যাওয়ার অপপ্রচার ছড়াচ্ছে। ক্যাঙ্গারু ট্রাইবুনাল গঠনের সময় যে নিজামী, মুজাহিদ, সাঈদীরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আদালতের মুখোমুখি হওয়ার সাহস দেখিয়েছেন, তাদের নামে এরা পাকিস্তানে পালিয়ে যাওয়ার অভিযোগ করছে ১৯৭১ সালে।

বাংলাদেশে জামায়াতের বিরুদ্ধে এত ষড়যন্ত্র, হামলা, মামলা, নির্যাতন, হত্যাকান্ডের পরেও আজকে জামায়াতের এত জনপ্রিয়তা আর সাংগঠনিক শক্তির অন্যতম কারণ জামায়াতের দায়িত্বশীলেরা কখনোই পালিয়ে যান নি। শত প্রতিকূলতা মোকাবেলা করে তারা জনগণের পাশে থেকেছেন, কর্মীদের সুখ-দুঃখের অংশ হয়েছেন বলেই জামায়াতের আজ এত জনসমর্থন।🤭

অধ্যাপক গোলাম আযম ছাড়া জামায়াতের কোন নেতৃবৃন্দই বাংলাদেশের বাইরে ছিলেন না, মুজিবের বাকশাল শাসনামলেও তারা এদেশেই ছিলেন। অত্যন্ত ঝুঁকি নিয়েও সেই সময়ে সংগঠন তৈরির কাজ পর্যন্ত করে গেছেন। অধ্যাপক গোলাম আযম জামায়াতের একটি কেন্দ্রীয় সম্মেলনে যোগ দিতে ১৯৭১ সালের শেষ দিকে পাকিস্তানে গিয়েছিলেন। পরবর্তীতে ভারতীয় বিমান হামলায় বিমানবন্দর বন্ধ হয়ে গেলে ওনার রিটার্ন ফ্লাইট ঢাকায় অবতরণ না করতে পেরে জেদ্দায় চলে যায়। এর পরে বাকশালি মুজিব সরকার অধ্যাপক গোলাম আযমের নাগরিকত্ব বাতিল করে দিলে তিনি কয়েক বছর দেশে ফিরতে পারেন নি। শেখ মুজিবের পতনের পরে তিনি সুযোগ পাওয়া মাত্রই আবার দেশে ফিরে আসেন এবং দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে নাগরিকত্ব ফিরে পান।❤️❤️

জীবনের ঝুঁকি নিয়েও জামায়াতের যে নেতৃবৃন্দ দেশ ছেড়ে পালিয়ে যান নি, সাহসের সাথে শাহাদাত বেছে নিয়েছেন, তাদের নিয়ে লন্ডন পলাতক নেতার সমর্থকেরা এই মিথ্যাচার করে নিজেদের অত্যন্ত নীচু মানসিকতার পরিচয়ই প্রকাশ করে দিচ্ছে।

25/07/2025
22/07/2025

চট্টগ্রামের চকবাজারের ঘটনার যেভাবে সূত্রপাত ঘটে:

কিছুদিন আগে সদ্য বহিষ্কৃত যুবদল নেতা বাদশাহর অনুসারীরা ভ্যান থেকে চাঁদাবাজি করতে গেলে মহসিন কলেজের শিক্ষার্থী আরিফসহ জামায়াতের কয়েকজন তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনার ক্ষোভে আজকে আরিফকে একা পেয়ে চাঁদাবাজ বাদশাহর অনুসারীরা ছাত্রলীগ বলে থানায় নিয়ে যায়। থানা থেকে মহসিন কলেজের শিক্ষার্থী আরিফকে ছাড়াতে গেলে আগে থেকে ওৎপেতে থাকা বাদশাহর সন্ত্রাসী বাহিনী তথা ছাত্রদল নামধারী (মূলত টোকাই) ও যুবদলের চাঁদাবাজ সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে অস্ত্র নিয়ে মহসিন কলেজ শিক্ষার্থী এবং তাদের সাথে থাকা ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর হামলা করে। পুলিশ সংঘাত থামাতে গেলে তাদের ওপরেও হামলা চালায় বহিরাগত সশস্ত্র ছাত্রদল-যুবদলের সন্ত্রাসীরা।

রাজধানীর মিরপুরে ৩০ রাউন্ড গুলিসহ যুবদলের ৩ নেতাকর্মীকে আটকের পর আসিফ শিকদার নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার ভো...
22/07/2025

রাজধানীর মিরপুরে ৩০ রাউন্ড গুলিসহ যুবদলের ৩ নেতাকর্মীকে আটকের পর আসিফ শিকদার নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে শাহআলী থানাধীন মিরপুর ১ নম্বরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে যৌথ বাহিনী। পরে হাসপতালে নেয়ার পথে ওই যুবদল নেতা মারা যান।🤭

নিহতের পরিবারের দাবি অভিযানের সময় নির্যাতন চালিয়ে ভিকটিমকে হত্যা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন আসিফ শিকদার, মো. শাকিল ও মো. সাইফুল। এর মধ্যে আসিফ শিকদার শাহআলী থানার ৯৩ নম্বর ওয়ার্ড (সাংগঠনিক ওয়ার্ড) ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও একই ওয়ার্ডের যুবদলের সেক্রেটারি পদপ্রার্থী, শাকিল শাহআলী থানার ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী ও মো. সাইফুল শাহআলী থানা যুবদলের সক্রিয় কর্মী।

জানা গেছে নিহত যুবদল নেতা আসিফ শিকদারের বিরুদ্ধে চাঁদাবাজি সহ শাহআলী থানা ঘেরাওয়ের মামলা রয়েছে। সম্প্রতি মিরপুর মডেল থানার একটি চাঁদাবাজির মামলায় তিনি জেল থেকে বের হয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি আসিফ সহ ১৬ জনকে আসামি করে মিরপুর মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা হয়। মামলায় আসিফকে ৪ নম্বর আসামি করা হয়েছে।🤭

যুগান্তর/২১ জুলাই ২০২৫
[https://www.jugantor.com/capital/980807]

21/07/2025

জামায়াতে ইসলামি—এই নামটি আমাদের রাজনৈতিক ইতিহাসে এক বিষণ্ন উপখ্যানের মতো ফিরে আসে।

তাদের বলা হয় পাকিস্তানের প্রেতাত্মা। কারণ একটাই—তাদের আদর্শিক জন্মভূমি ছিল সেখানেই। কিন্তু শত মামলা, হামলা, মৃত্যুর হুলিয়া নিয়েও তারা কখনো পাকিস্তানে পালিয়ে যায়নি।

তারা রয়ে গেছে এই বাংলার মাটিতেই। দেশ ছেড়ে পালানো তাদের রাজনৈতিক অভ্যাস নয়।

অন্যদিকে একদল রাজনীতি করে বাংলাদেশের নাম ব্যবহার করে, কিন্তু সংকটে পড়লেই দৌড় দেয় ভিন্ন দেশের কোলে।

যখন যুদ্ধ শুরু হয়—তারা ভারতে যায়।
যখন ক্ষমতা হারায়—তারা ভারতে যায়।
যখন জনরোষে পড়ে—তারা আবারও ভারতে যায়।

তাদের ছায়া পাওয়া যায় কলকাতার চায়ের দোকানে, দিল্লির লবিতে, বা ভারতের কোনো গোয়েন্দা দপ্তরের দরজায়।

তারা রাজনীতি করে এই দেশের, কিন্তু পৃষ্ঠপোষকতা চায় বাইরের দেশের।
তারা বাংলার মাটি চায়, কিন্তু বাংলা মায়ের আত্মনির্ভরতা চায় না।
তাদের কি কেউ বলে ভারতের প্রেতাত্মা?

রাজাকার মানে যদি হয়—যে ব্যক্তি বা দল নিজের দেশের বিরুদ্ধে গিয়ে ভিনদেশের স্বার্থ রক্ষা করে, তাহলে কারা বেশি রাজাকার?

যারা মৃত্যুর হুলিয়া নিয়েও নিজের দেশে রয়ে গেছে, নাকি যারা পান থেকে চুন খসলেই পরিকল্পনা করে সীমানা পেরিয়ে গিয়েছে?

যদি দালালি হয় রাজাকারত্বের প্রকৃত চিহ্ন, তবে ইতিহাসকে আবার লিখতে হবে।
সেখানে দেখা যাবে—যাদের মুখে ‘স্বাধীনতা’র বুলি, তাদের মেরুদণ্ডই আসলে পরাধীনতার মিথ্যে গল্পে বাঁকা হয়ে আছে।

সবচেয়ে বড় রাজাকার হয়তো সেই দল, যারা সংকটে দেশকে নয়, খোঁজে সীমান্তের ওপারে বন্ধুর কাঁধ।

- মাহাদী হাসান
Asaduz Zaman S M Zakaria Rahmany Abdul Hannan Howladar Md Kawsar Jomaddar Hafijul Islam Faruk Hussain Kazi Morseduzzaman Jakir Md Kawsar Howlader Samsul Haque Md Sahin Howlader

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Icon360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Icon360:

Share