23/10/2025
আমরা দাকোপের সবাই ধর্ম—বর্ণ নির্বিশেষে সব সম্মানিত মানুষরা শত শত বছর ধরে মিলেমিশে, সম্প্রীতিতে বসবাস করে আসছি।কিন্তু এখানেও সম্ভবতঃ শকুনের নজর পড়েছে। সম্প্রতি পুর্বায়ন মন্ডল (পিতা: স্বপন মন্ডল, মাতা: যুথিকা মন্ডল) নামের এই ব্যক্তি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে অবমাননা করে কটুক্তিমূলক কমেন্ট করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনার দ্রুত তদন্ত ও আইনানুগ সর্বোচ্চ শান্তি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
এটি যে কোনো প্রকার সহিংসতা বা দাঙ্গা-উস্কানির কারণ হতে পারে, আর ঘটনা এমন হলে ঘোলা পানিতে মাছ শিকার করার মতো লোকের অভাব হয়না।— সেজন্য ধর্মপ্রাণ সকল মুসলমান ভাইদের প্রতি অনুরোধঃ
* দয়া করে কাউকে আঘাত করবেন না।
* ওকে প্রশাসনের হাতে তুলে দিতে সহায়তা করুন।
* এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন।
* কোনো ভাবেই কাউকে ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ দিবেন না, ধৈর্যধারনের চেষ্টা করুন।
* এই ছেলের মা বাবা সহ আশে-পাশে সকলের নিরাপত্তা নিশ্চিত করুন।
* যে যেখান থেকে পারেন, শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে দ্রুত একে আইনের হাতে তুলে দিন।
* প্রয়োজনে শান্তিপূর্ণ ভাবে হিন্দুদের এলাকা পাহারা দিন এবং এলাকাতে যারা আছেন কমিউনিটিতে সচেতনতা বাড়ান। বিচার নিশ্চিত করতে প্রশাসনের উপর ভরসা রাখুন এবং প্রশাসন কে সহায়তা করুন।
* মনে রাখবেন আমাদের সকলের সম্প্রীতি নষ্ট করতে এবং দাকোপের হিন্দু মুসলিম দের কে প্রশ্নবিদ্ধ করতে এই ষড়যন্ত্র দীর্ঘদিনের, দয়া করে এই ফাঁদে পা দিবেন না।
আমি আশা করি হিন্দু, মুসলিম, খ্রিষ্টান সহ সকলেই এই ঘটনার তীব্র নিন্দা জানাবেন এবং একে আইনের হাতে তুলে দিতে সহায়তা করবেন এবং ঐতিহাসিক এই সম্প্রীতি রক্ষার্থে অপরিসীম ভূমিকা পালনা করবেন।