
01/06/2025
যদি কাউকে ছাড়তেই হয়, তবে সম্পূর্ণভাবেই ছাড়ুন।
মায়া, আশা, আকাঙ্ক্ষা—সবকিছু থেকে মুক্ত করে দিন তাকে।
অর্ধেক রেখে, অর্ধেক ছাড়ার কোনো মানে হয় না।
তাকে স্মৃতির অন্ধকারে আটকে রেখে সারাজীবন ইমোশনাল অত্যাচার করবেন না।
জীবনে শেষ থেকেও নতুন শুরু হয়, কিন্তু সম্পর্ক—তা একবার ভাঙলে আর আগের জায়গায় ফেরে না।
যে চলে যায়, তাকে ঠিক মতো যেতে দিতে শিখতে হয়।
নাহলে সে থেকে যায়—না পাশে, না দূরে; শুধু বোঝার মতোন একটা ভার হয়ে। 🍂