Babai-বাবাই

Babai-বাবাই কবিতা , গল্প, সংলাপ, বইপত্র, সাম্প্রতি বিষয়াবলি ও কিঞ্চিত ভালোবাসা ~ এই পেইজের মূল উপজীব্য।🍂

যদি কাউকে ছাড়তেই হয়, তবে সম্পূর্ণভাবেই ছাড়ুন।মায়া, আশা, আকাঙ্ক্ষা—সবকিছু থেকে মুক্ত করে দিন তাকে।অর্ধেক রেখে, অর্ধেক ছাড়...
01/06/2025

যদি কাউকে ছাড়তেই হয়, তবে সম্পূর্ণভাবেই ছাড়ুন।
মায়া, আশা, আকাঙ্ক্ষা—সবকিছু থেকে মুক্ত করে দিন তাকে।
অর্ধেক রেখে, অর্ধেক ছাড়ার কোনো মানে হয় না।
তাকে স্মৃতির অন্ধকারে আটকে রেখে সারাজীবন ইমোশনাল অত্যাচার করবেন না।
জীবনে শেষ থেকেও নতুন শুরু হয়, কিন্তু সম্পর্ক—তা একবার ভাঙলে আর আগের জায়গায় ফেরে না।
যে চলে যায়, তাকে ঠিক মতো যেতে দিতে শিখতে হয়।
নাহলে সে থেকে যায়—না পাশে, না দূরে; শুধু বোঝার মতোন একটা ভার হয়ে। 🍂

জীবনটা অর্ধেক সহজ হয়ে যায় একজন ভালো মানুষকে সঙ্গী হিসেবে পেলে। মিথ্যে, ছলনা, বাহানা, মুখোশ আর বিশ্বাসঘাতকতার মারপ্যাঁচ দ...
21/03/2025

জীবনটা অর্ধেক সহজ হয়ে যায় একজন ভালো মানুষকে সঙ্গী হিসেবে পেলে। মিথ্যে, ছলনা, বাহানা, মুখোশ আর বিশ্বাসঘাতকতার মারপ্যাঁচ দিয়ে ভরা এই দুনিয়ায় একজন ভালো মানুষকে সঙ্গী হিসেবে পাওয়া বড্ড দুষ্প্রাপ্য। বড্ড দুর্মূল্য।
চার দেওয়ালের ভিতরের লাল নীল সংসারটা যার তার সাথে টিকিয়ে রাখা যায় না জানেন। জীবনটা তছনছ হয়ে যায়। শেষ বয়সে গিয়ে মানুষের রূপের অহংকার থাকে না। অর্থের অহংকার থাকে না, প্রাপ্তির অহংকার থাকে না, সফলতার অহংকার থাকে না। তখন মানুষ শুধু পাশের মানুষটার দিকে তাকিয়ে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে আর ভাবে, "ভাগ্যিস এই মানুষটাকে সঙ্গী হিসেবে পেয়েছিলাম!"

আমি মনে করি মানুষ যতটা অন্যান্য সফলতাকে, প্রাপ্তিকে উদযাপন করে, তার থেকে অনেক বেশি উদযাপনের হলো একজন সঠিক মানুষকে সঙ্গী হিসেবে পাওয়ার বিষয়টা। তাকে নিয়ে লোক সমাজে গর্ব করুন। তাকে ধন্যবাদ জানান তার অস্তিত্বের জন্য। তাকে উদযাপন করুন সুযোগ পেলেই ।

©️অমিত

আমি চাই আপনি থাকেন , আমার হয়ে থাকেন। অনেকদিন থাকেন। এই ধরেন ম'ইরা যাওনের আগ পর্যন্ত ! 🖤 াবাই
20/03/2025

আমি চাই আপনি থাকেন , আমার হয়ে থাকেন। অনেকদিন থাকেন।
এই ধরেন ম'ইরা যাওনের আগ পর্যন্ত ! 🖤

াবাই

একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায়।শুধু সুন্দর চেহারা দেখে কারো প্রতি হুট করে ভালোবাসা চলে আসেনা। তখন...
16/03/2025

একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায়।
শুধু সুন্দর চেহারা দেখে কারো প্রতি হুট করে ভালোবাসা চলে আসেনা। তখন কাউকে পছন্দ হওয়ার আগে - পরিবার, ব্যবহার, ক্যারিয়ার, মানসিকতা, ব্যক্তিত্ব আরো একশোটা ফ্যাক্টর মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে।
এই এতকিছু মিলিয়ে তারপর ধরেন কাউকে একটু একটু ভালো লাগতে শুরু করলো। তখন দেখবেন সে সিঙ্গেল না, আবার মনে করেন সিঙ্গেল হলেও কিন্তু সে তার প্রাক্তন কে এখনো গেট ওভার করতে পারে নাই এরকম আরো নানান ইস্যু।
নিউমার্কেটের মাঝখানের বাম পাশে দাঁড়িয়ে থাকা পাম গাছের নিচে বসে কারো চোখে চোখ আটকে গিয়ে প্রেমে পড়ার বয়স আপনার শেষ।
এখন আপনার মানুষের চেয়ে ফুল লতাপাতা বেশি ভালো লাগে। কারো সাথে দুই ঘন্টার কফি ডেটে যাওয়ার চেয়ে নিজের রুমে গুটিশুটি মেরে পড়ে থাকতে বেশি ভালো লাগে।
এই বয়সে বোধহয় শুধু একটা কমফোর্ট জোন খোঁজে
মানুষ। যেখানে গিয়ে হাঁফ ছেড়ে বাঁচা যায়। উষ্ক-খুষ্ক চুল, পুরোনো জামা, সদ্য ঘুম থেকে উঠে ফুলকো লুচির মত চেহারাটা নিয়ে যার সামনে নির্দ্বিধায় গিয়ে দাঁড়িয়ে পড়া যায়।
যার কাঁধে মাথা রাখলে সারাদিনের ক্লান্তি ফুরিয়ে যায়।
হয়তো এরকম একটা কিছুর প্রেমে পড়ে মানুষ এই বয়সে । 🌼🍂

তুমি নিতে চাইলে পুরোটা নাও। আমার ভাঙাচোরা হৃদয় নিয়ে অযত্নে ফেলে রেখে দাও, কিংবা আমাকে অবহেলা দাও। তবে নিতে চাইলে আমাকে...
07/03/2025

তুমি নিতে চাইলে পুরোটা নাও। আমার ভাঙাচোরা হৃদয় নিয়ে অযত্নে ফেলে রেখে দাও, কিংবা আমাকে অবহেলা দাও। তবে নিতে চাইলে আমাকে পুরোটা নাও।

আমাকে কেউ নেয়নি। একেবারেই নেয়নি বললে ভুল হবে। নিয়েছিল কিন্ত প্রয়োজন শেষে আবার ফেলে রেখে দিয়েছে। আসি বলে; সন্ধ্যার আকাশ শেষে অন্ধকার নেমে এসেছিল, কিন্ত সে আর আসেনি ।

তাই আমাকে নিতে চাইলে পুরোটা নাও। আমি সাদামাটা এক উদার মনের মানুষ । ছিটেফোঁটা যত্নে আমাকে আপোষ করে রাখা যায়। আমাকে নিতে পারো তবে পুরোটা নাও। 🌼🖤

ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই!কাউকে ভালোবাসলে যে সেও আপনাকে ঠিক একই ভাবে ভালোবাসবে, তারও কোনো  নিশ...
03/03/2025

ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই!
কাউকে ভালোবাসলে যে সেও আপনাকে ঠিক একই ভাবে ভালোবাসবে, তারও কোনো নিশ্চয়তা নেই।

মৃত্যু ছাড়া সবই অনিশ্চিত তবুও আমরা ভালোবাসি! বেঁচে থাকার জন্য ভালোবাসি,
একটু সুন্দর স্বপ্ন নিয়ে ভালোবাসি। 🌼🍂🖤

28/02/2025

পাকিস্তানি একজন লেখক বলেছিলেন;-

আমার জানাজায় আসলে একটু সময় মত আসার চেষ্টা করবেন; দা`ফন যারা করে তারা "আমার" মত অপেক্ষা করবেনা।

কত গভীর এই দুইটা লাইন। অপেক্ষা কি; সে কেবল ওই মানুষটা জানে, যে ফিরবেনা জেনেও অপেক্ষা করে গেছে একটা দীর্ঘ সময়।

সাগরের মাঝখানে ডুবে যাওয়ার আগমুহূর্ত পর্যন্ত চারদিকে তাকিয়ে একটু ঠাই পাওয়ার অপেক্ষায় যেমন মানুষ ছটফট করে। অপেক্ষার সময় টা হয়তো তেমনই।

লেখা ~ বাবাই 🌼🍂

07/08/2024

নিজ দেশ ছেড়ে যাওয়ার কষ্ট যে যায় সে জানে !😢

এই মাটির অধিকার সবার সমান , হিন্দু- মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান। এই মাটি সবার। স্বাধীনতার স্বাদ সবাইকে নিতে দিন। দয়া করে ,উগ্রবাদ হয়ে সংখ্যালঘু হিন্দু ভাই ও বোনদের ওপর অত্যাচার, নিপীড়ন বা কোনো প্রকার ক্ষতি করবেন নাহ যাতে করে জীবনের নিরাপত্তাহীন হয়ে তারা তাদের এই নিজ দেশ এবং তার এই মাটি ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়। দয়া করে তাদের দেশান্তরী বা স্বদেশত্যাগী করবেন না । দয়া করে উগ্রবাদী হবেন নাহ । 🙏
সবার প্রথমে "মনুষ্যত্ব" নিয়ে 'মানুষ' হতে শিখুন।

— বাবাই।

সিনেমা : দেশান্তর ।
পরিচালনা : আশুতোষ সুজন।
উৎস : চ্যানেল আই ( chanel i, Impress Telefilm Ltd. ) . ©️

03/08/2024
16/07/2024

কারার ওই লৌহ কপাট

"চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার "

প্রতিবাদের জন্য কাজী নজরুলের এই গানটি এখনো সমসাময়িক....✊️

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Babai-বাবাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Babai-বাবাই:

Share