Dowa Tv

Dowa Tv Dowa TV: A transformative Islamic channel. Discover guidance, inspiration, and unity.

আনাস ইবন নযর (রাঃ) অনেকদিন ধরেই বদরের যুদ্ধে অংশ নিতে না পারার যন্ত্রণায় ভুগছিলেন। তিনি শুধু এতটুকুই বলেছিলেন, 'আল্লাহ য...
24/07/2025

আনাস ইবন নযর (রাঃ) অনেকদিন ধরেই বদরের যুদ্ধে অংশ নিতে না পারার যন্ত্রণায় ভুগছিলেন। তিনি শুধু এতটুকুই বলেছিলেন, 'আল্লাহ যদি আর একটা যুদ্ধে অংশ নেওয়ার সুযোগ দেন তাহলে তিনি দেখবেন আমি কী করি!''। তিনি তাঁর কথা রাখলেন। উহুদের যুদ্ধে যখন সবাই ছত্রভঙ্গ হয়ে এদিক-ওদিক পালিয়ে যাচ্ছে, তিনি তখন এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে, আজ তাঁর দিন! আজ তাঁর দেখানোর পালা! অস্ত্র রেখে পালিয়ে যাওয়া কিছু মুসলিমকে তিনি জিজ্ঞেস করলেন, 'কোথায় যাচ্ছো তোমরা?' তারা উত্তর দিল, 'মুহাম্মাদের মৃত্যু হয়েছে।' তিনি বললেন, 'তোমরা জেনে রাখো, মুহাম্মাদ যদি মারাও যান, তাঁর রবের মৃত্যু হয়নি। যে কারণে মুহাম্মাদ মারা গেছেন, তোমরাও সে কারণে মরে যাও!'

সাদ ইবন মুয়াজকে বললেন, 'সাদ! আমি তো উহুদের পাদদেশে জান্নাতের সুবাস পাচ্ছি।' এই বলে অদম্য আনাস ছুটে গেলেন ময়দানে। ঢুকে পড়লেন শত্রুদের মাঝে। দুর্দান্তভাবে যুদ্ধ চালিয়ে গেলেন প্রবল সাহসিকতার সাথে। তাঁর কৃত অঙ্গীকার পূর্ণ করলেন, তরবারি চালিয়ে গেলেন শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত।

যুদ্ধ শেষে একটি মৃতদেহ পড়ে ছিল ময়দানে। শরীরে ছিল আশিটি আঘাতের চিহ্ন, দেখে বোঝা যাচ্ছিল না এটা কার লাশ। এক মুসলিম নারী এলেন, লাশের শরীর দেখে কিছু বোঝার উপায় ছিল না এত আঘাত পুরো দেহে। একটা আঙুল দেখে সনাক্ত করে বললেন, এটা তাঁর ভাই, আনাস ইবন নযরের লাশ। এই ছিলেন আনাস ইবন নযর (রাঃ)।

🕊️ “ছোট্ট হাতগুলো যে দোয়া করতো, আজ সেগুলো থেমে গেছে...” 🕊️গতকাল মাইলস্টোনে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিষ্পাপ ছোট ছোট কোম...
22/07/2025

🕊️ “ছোট্ট হাতগুলো যে দোয়া করতো, আজ সেগুলো থেমে গেছে...” 🕊️

গতকাল মাইলস্টোনে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিষ্পাপ ছোট ছোট কোমলমতি শিশুদের প্রাণ ঝরে গেছে। তাদের বই, খাতা, জুতা পড়ে আছে মাটিতে, অথচ যারা সেগুলো নিয়ে স্কুলে যাওয়ার কথা ছিলো—তারা আজ আর দুনিয়ার অতিথি নয়।

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন:
“যে ব্যক্তি একটি মুসলিম শিশুর মৃত্যুতে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে জান্নাতে এমন একটি ঘর দান করবেন, যার নাম হবে ‘বাইতুল হামদ’ (গুণগানের ঘর)।”
📚 — (তিরমিযি, হাদীস: ১০২১)

তারা আজ কোনো কষ্টে নেই। তারা এখন জান্নাতের পাখিদের মাঝে উড়ে বেড়ায়, আর আল্লাহর আরশের নিচে শান্তিতে আছে।

কুরআনে বলা হয়েছে:
“তোমরা ধৈর্য ধারণ করো। নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।”
📖 — (সুরা আল-বাকারা: ১৫৩)

❝দুনিয়ার চোখে এ এক হৃদয়বিদারক মৃত্যু, কিন্তু পরকালের চোখে তারা শহীদের মর্যাদায় অভিষিক্ত।❞

আসুন, এই শিশুদের জন্য দোয়া করি।
🕯️ হে আল্লাহ, এ নিষ্পাপ আত্মাগুলোকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। তাদের পরিবারকে অশেষ ধৈর্য দান করো। আমিন।
#বিমানদূরঘটনা #মাইলস্টনকলেজ

18/07/2025

সূরা আল আদিয়াত | Qari Abdul Rahman mossad #ইসলামিক_ভিডিও #কোরআন_তেলাওয়াত #ইসলামিক_রিলস #দৈনিক_কোরআন

Address

Khulna
9000

Alerts

Be the first to know and let us send you an email when Dowa Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category