28/05/2025
শরীরের প্রতিটি হাড় যেন চিৎকার করে জানিয়ে দিচ্ছে আমি ক্ষুধার্ত, আমি অবহেলিত!
চোখে যেন হাজার বছরের ক্লান্তি, ঠোঁটে নেই একফোঁটাও অভিযোগ। সম্মান আর বেঁচে থাকার মাঝে বেছে নিয়েছেন সম্মান। তবুও এসেছেন পেটের টানে, নীরবে।
কোনো শব্দ নেই, কেবল চোখ দুটো বারবার তাকিয়ে থাকছে খাবারের দিকে।