SiD-Du

SiD-Du reality - joke's - broken story .

19/10/2023

নারী সুন্দর।
তোমাকে তোমার চেহারা, তোমার শরীরের ওজন তোমার কুঁচকে যাওয়া, ব্ল্যাকহেডস, তোমার ব্রণ, পাতলা হয়ে যাওয়া চুল, তোমার অপূর্ণতা নিয়ে চিন্তা করতে হবে না! কারন সঠিক ব্যক্তিটি তোমার সবকিছুতেই সৌন্দর্য খুঁজে পাবে এবং শুধু তাই নয়। এবং সেও তোমাকে তোমার সবকিছু নিয়েই ভালোবাসবে। এবং তুমি হবে তার চোখে সবচেয়ে সুন্দর নারী।❤️

19/10/2023

কন্যা সন্তান সবার হয় না, যার একটা কন্যা সন্তান আছে, সে পৃথিবীর ভাগ্যবান পিতা। ❤️🌸

18/10/2023

দেহ পেলেয় যদি মনের তৃপ্তি মেটানো যেতো তাহলে ৫০০ টাকা দিয়ে হাজারো ছেলে তৃপ্তি মেটাতো 😅
কেউ আর ভালোবাসায় আঘাত পেয়ে সিগারেটের ধোঁয়ায় কলিজা পুরাতো না 😅

18/10/2023

একটা middle class ছেলে যানে জীবন টা কেমন ।😅
২০ টাকা বাঁচাতে ৩ কিলো হাঁটা বাস্তবতা শিখায়।😅
নিজের পায়ের জুতা টা ছিঁড়ে গিছে তাও সেলাই করে আর মাস চালানোর পরিকল্পনা শেখায় দায়িত্ব নেওয়া 😅
পরনের প্যান্ট টা ফেটে গিছে তাও লোক চক্ষুর অন্তরালে ঢেকে চলার যে অনুভূতি একমাএ middle class যুবক ই যানে।

লাইফ ওটটা সহজ না 💔🙃

17/10/2023

সম্পর্ক থাকাকালীন অন্য কোনো পরিবার ছেলে নিয়ে এসে যখন মেয়েকে দেখে যায়, অন্য দিকে প্রেমিকের ভেতর টা দুমড়েমুচড়ে শেষ হয়ে যায়!
দেখলেই তো আর বিয়ে হয়ে যায়না ঠিক কিন্তু প্রিয় মানুষকে বিয়ের উদ্দেশ্যে কেউ দেখবে।এটা কল্পনা করলেই যেনো দম বন্ধ হয়ে আসে ভাই।
একটা ছেলেই জানে এই অনুভূতি কতটা কষ্টের!🙂

17/10/2023

বাচ্চাদের নাম বড়দের মতো হবে কেন?
আমার তো জসিম উদ্দিনকে কোলে নিতে ইচ্ছে করে না।🙂

এই ছবিটা রঙ্গ করে অনেকেই শেয়ার দিচ্ছে। অনেকেই দেখি একে ওকে ট্যাগ দিয়ে মজা নিচ্ছে।যেখানেই ছবিটা দেখলাম, প্রায় শতভাগই হাহা...
14/10/2023

এই ছবিটা রঙ্গ করে অনেকেই শেয়ার দিচ্ছে। অনেকেই দেখি একে ওকে ট্যাগ দিয়ে মজা নিচ্ছে।
যেখানেই ছবিটা দেখলাম, প্রায় শতভাগই হাহা রিএক্ট দিয়েছে।
কিন্তু এটা আসলে খুব চমৎকার ছবি, যেটা দিয়ে বোঝানো যায় একজন মানুষের ডেডিকেশন এর লেভেল। কতটা অধ্যবসায়ী হলে তার বই এর ছবি এমন হতে পারে সেটা বলাই বাহুল্য। এই ছবিটা আমার নিজের zoology বইটার কথা মনে করিয়ে দিল। আমার বইয়ে হয়তো এর চেয়েও বেশি তথ্য লিখেছিলাম আর দাগিয়েছিলাম।

খুব বাজে একটা ব্যপার লক্ষ্য করি আজকাল, অধ্যবসায় আর পরিশ্রমকে নিরুৎসাহিত করা।একটু পড়তে দেখলেই " আর কত পড়বি!" এসব বলে খো!টা দেওয়া। অনেককে লুকায়ে পড়তে দেখেছি এসব কথা থেকে বাঁচতে, যেন পড়াশোনাটা লজ্জার বেপার।কেন ভাই? সাফল্য কি আপনা হতে ধরা দিবে?মেধা অনুযায়ী কম বেশি পরিশ্রম সবাইকেই করতে হয়, তাই " আমি কিচ্ছু পড়িনি" এটা শুনে অনুপ্রাণিত হবার কিছু নেই। বরং এই লেভেল এর পড়াশোনার চিন্তাভাবনাই তোমাকে এগিয়ে নিতে পারবে।
- Sid-du.

14/10/2023

এইচএসসি তে সাইন্স নেওয়ার আগে ভাবতাম ডাক্তার হবো!
এখন সাইন্স নেওয়ার পরে ভাবি হাসপাতাল ঝারু দেওয়ার জন্য ও আমারে নিবে না ভাই!🙂

13/10/2023

আমার বউ আমাকে হঠাৎ ৩ টা মেয়ের লিংক দিয়ে বললো এদের ব্ল-ক দাও। (একটা কথা বলে রাখি আমার লিষ্টে কোনো মেয়ে নাই।) লিংক দিয়ে বললো ব্ল-ক দাও, আমি কারণ জানতে চাইলাম। সে বললো ওরা সবসময় তোমার পোস্টে রিয়েক্ট দেয় কমেন্ট করে। আমি বললাম আমি তো রিপ্লাই দেই না আর ওরা ফলোয়ার্স রিয়েক্ট দিতেই পারে। সে বললো রিয়েক্ট তো আরো মানুষ দেয় আমি তাদের কে ব্ল-ক দিতে বলছি? এদের ব্ল-ক দাও।

আমি বললাম অযথা এসব উল্টাপাল্টা কথা বলে ঝ"গ"ড়া করতে আইসোনা। ও বললো ব্ল-ক দিতে প্রব কি তুমি তো তাদের চিনো ও না। আমি উঠে বলে দিলাম অযথা আমার ফলোয়ার্স কমবে এছাড়া কি কিছুই না। আর কোনো কথা হলো না। পরের দিন ম্যাডাম ৩টা ফেইক আইডি খুলে রিকুয়েস্ট পাঠালো আর বললো এই নাও ৩টা ফলোয়ার্স দিলাম এখন এই তিনজন কে ব্ল-ক দাও। আমি নির্বাক হয়ে তাকিয়ে রইলাম।🙂

- Ashraf Ahmed

ক্রিকেট কিংবা ফুটবল, যাই হোক না কেন খেলা পাগল এই জাতিকে কখনোই থামানো যাবেনা। আর সেইসব ভক্তদের জন্যই আমরা টিম টি স্পোর্টস...
13/10/2023

ক্রিকেট কিংবা ফুটবল, যাই হোক না কেন খেলা পাগল এই জাতিকে কখনোই থামানো যাবেনা। আর সেইসব ভক্তদের জন্যই আমরা টিম টি স্পোর্টস, কারণ সব খেলা এখানেই।

আমাদেরকে ইন্সটাগ্রামে ফলো করুন: https://www.instagram.com/tsports.bd/

13/10/2023

এমন এক ব্যাডা আইসা জীবনে জুটবে দেখা যাবে সে বই পড়ে না, গান শুনে না, মুভি দেখে না, meme বুঝে না, চা খায় না, বৃষ্টি দেখলে বিরক্ত হয়, ছবি তুলতে গেলে রোবটের মতো খাড়ায়া থাকে এবং আমার কোন কর্মকাণ্ড ই তার কাছে সুবিধার লাগতেছে না.. সারাক্ষণ কপাল কুচকায়ে ভাববে যে "এ কই থেকে কি ধরে আনলাম🙂

13/10/2023

Address

Khulna

Telephone

+8801935485009

Website

Alerts

Be the first to know and let us send you an email when SiD-Du posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share