Susmita Sabir

Susmita Sabir Student

Yummy 🤤
06/12/2024

Yummy 🤤

29/05/2024

নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে এসএসসিতে এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হলেও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ সুযোগ রাখা হচ্ছে। তবে পরের দুই বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে।

#সম্রাট_শাহরিয়ার_দাদু_টিম_মধুদার_আপডেট

23/05/2024

আগামী ১৭ জুন রোজ সোমবার পবিত্র ঈদউল আজহা আলহামদুলিল্লাহ 🥰🤲

01/05/2024

স্বপ্ন আর বাস্তবতার মাঝে দূরত্ব হলো "তাহাজ্জুদ "

19/04/2024

অব্যাহত থাকবে তাপপ্রবাহ, সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি। সবাই সতর্ক থাকবেন।

ইতিহাসে সর্বপ্রথম ইসরায়েলে হামলা                চালালো ইরান আলহামদুলিল্লাহ
14/04/2024

ইতিহাসে সর্বপ্রথম ইসরায়েলে হামলা চালালো ইরান আলহামদুলিল্লাহ

সস্তার নানান  অবস্থা, ৩০ টাকা দিয়ে ৩০০ টাকার বিরিয়ানি আশা করাই বোকামি।যেখানে মাংশের কেজি ৭০০/৭৫০ সেখানে ৩০টাকার  মাংশের ...
14/12/2023

সস্তার নানান অবস্থা, ৩০ টাকা দিয়ে ৩০০ টাকার বিরিয়ানি আশা করাই বোকামি।
যেখানে মাংশের কেজি ৭০০/৭৫০ সেখানে ৩০টাকার মাংশের বিরিয়ানি খেতে চাই বাঙ্গালি। গত সপ্তাহে বিএল কলেজে বয়রা কলেজর সামনে যখন মাইকিং করে বিরিয়ানি বিক্রি করতে দেখলাম তখন আমার মাথায় বার বার ঘুরপাক খাচ্ছিল কি করে সম্ভব? পরে মনকে সান্ত্বনা দিলাম মনে হয় মাংশ ছাড়া নতুবা মাংশ ধৌয়া পানি দিয়ে করেছে। এখন নিজউ গুলো দেখে বুঝলাম জানালা নাই দরজা নাই সিংড়ার ভেতর আলু যায় কি করে? যারা এই ঘৃণিত কাজের সাথে জড়িত রাঘববোয়াল সহ সবাইকে কঠিন শাস্তির দাবী জানাই। আর আমাদেরও বুঝতে হবে কম টাকায় ভাল কিছু আশা করা যায়না। ভালমানের পন্যের পিছনে ভাল খরচ হয়।যখন আপনি সেটি না দিবেন দিন শেষে এমন বিরিয়ানি খেতে হবে।হোটেলে মাংশ, বিরিয়ানি খাওয়ার থেকে মন উঠে গেল।

মানুষকে জিজ্ঞেস করবেন না, চাকরি বাকরির কি খবর! তার চাকরি নিয়ে আপনার চেয়ে তার চিন্তা-ভাবনা অনেক বেশি। আপনার প্রমোশন হইছে ...
05/12/2023

মানুষকে জিজ্ঞেস করবেন না, চাকরি বাকরির কি খবর! তার চাকরি নিয়ে আপনার চেয়ে তার চিন্তা-ভাবনা অনেক বেশি। আপনার প্রমোশন হইছে নি ইত্যাদি এইসব প্রশ্ন মানুষকে কত কিছুর মধ্য দিয়ে নিয়ে যায় সেটা আপনারা জানেন না অবশ্যই। তাই এই প্রশ্ন করবেন না।

মানুষকে জিজ্ঞেস করবে না, বিয়ে কবে করবে! তার বিয়ে নিয়ে তার এবং তার পরিবার অলরেডি অনেককিছু ভাবে। বিয়েটা বললেই হয়ে যায় না। জীবনের অর্ধেকটা যার তার সাথে কাটান যায় না বলেই বিয়েটা বললেই হয়ে যায় না। যার যার জীবন নিয়ে তাকে ভাবতে দিন।

মানুষকে এটাও জিজ্ঞেস করবেন না, বাচ্চা কবে নিবা! এটা খুব ব্যাক্তিগত প্রশ্ন! আপনার চেয়ে তাদের মধ্যে একটা বাচ্চাকে পৃথিবীতে আনার যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা বোঝার জ্ঞান আপনাদের মত মানুষদের থাকে না।

কারো কাছে কখনো এটা জানতে চাইবেন না, কেন সংসারটা টিকলো না! সংসার যার সে যদি টিকিয়ে না রাখে সেটা তার ব্যাক্তিগত ব্যাপার। আপনি মতামত দেয়ার কেউ না। সে এম্নিতেই হয়তো বিচ্ছেদের যন্ত্রণায় জর্জরিত! আপনার করা প্রশ্ন তাকে আরো একটু ভেঙ্গে দিতে সক্ষম এটা জানার পরেও এমন প্রশ্ন করবেন না।

আপনারা বিয়ে বাড়িতে যান, খাবার কেমন সেটা নিয়ে কথা বলেন। জানেন কত বছরের জমানো টাকা দিয়ে একজন মেয়ের বাবা কিংবা ছেলের বাবা আপনাদের জন্য এই আয়োজন করেছেন? কোন কোন ক্ষেত্রে তো ছেলের নিজের ইনকামের টাকা দিয়ে বিয়ে করতে করতে ছেলের বয়স হয় ৩৫।

আপনারা যেটা জানেন না সেটা নিয়ে প্রশ্ন করবেন না।
ভালো খাবার খাওয়ার ক্ষমতা থাকলে পাঁচ তারা হোটেলে গিয়ে খান। খাবার নিয়ে কোন মন্তব্য করবে না।

এমন অনেক কিছুই আমাদের করা উচিত না। কিন্তু আমরা সবসময় অনুচিত করি আর উচিতটা বর্জন করি।

সমাজ আমাদের কিছু অসুস্থ আর অসভ্য নিয়ম থেকে বের করে এখনো পুরোপুরি সভ্য করতেই পারে নাই অথচ আমরা সমাজের ভয়ে কত কি করি!
খুবই আশ্চর্য!

©

কি হিসাবরে বাবা এর থেকেতো তৈলাক্ত বাঁশ আর বানরের অংক সহজ ছিল 😵‍💫🧐🤣
02/10/2023

কি হিসাবরে বাবা এর থেকেতো তৈলাক্ত বাঁশ আর বানরের অংক সহজ ছিল 😵‍💫🧐🤣

04/09/2023

আসসালামু আলাইকুম

Address

Phultala Khulna
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Susmita Sabir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share