19/12/2023
তরুণ ভোটার বেঁধেছে জোট, ভোট কেন্দ্রে দিবে ভোট
-----------------------------------------------------------
জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ জানুয়ারি ২০২৪। ভোটের দিন নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নাগরিক দায়িত্ব নিশ্চিত করে সরকার গঠনে সহায়তা করা প্রত্যেকের উচিত।যতদিন দেশে সরকার নির্বাচন প্রক্রিয়ায় গঠন হবে, ততদিন এটা গুরুত্বপূর্ণ যে আমরা প্রত্যেকেই নির্বাচনে অংশগ্রহণ করি দেশের সাংবিধানিক এবং গণতান্ত্রিক ধারা বজায় রাখবো।
আপনি আপনার এলাকার মানুষের সঙ্গে একমত হয়ে নিশ্চিত করতে পারেন যাতে সবচেয়ে ভালো প্রার্থী এলাকার জন্য নির্বাচিত হন। তবে সবচেয়ে ভালো প্রার্থী কে, এটা কীভাবে যাচাই করা যায়? নিঃসন্দেহে, এটা আপনার জন্য জানা গুরুত্বপূর্ণ যে আপনার এলাকায় প্রার্থীরা কারা, তাঁদের পূর্ব অভিজ্ঞতা ও অবদান কী, তাঁদের এলাকার ও দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা কী এবং নির্বাচিত হলে তাঁদের এলাকায় কাজ করার জন্য ক্ষমতা কী রকম থাকবে। এটা গুরুত্বপূর্ণ যে এ তথ্যগুলো সব নাগরিকের কাছে পৌঁছে দিতে হবে, যাতে নাগরিকেরা ভালোভাবে বুঝে নিজের ভোট নিজে দিতে পারেন।একটি ভোটার নিজে গিয়ে যখন ভোট দিবে তখন তার মনে কোন সংশয় থাকবেনা। যদি থাকে তাহলে আপনি এবং আপনার এলাকার মানুষ যদি ভোট দেন এবং তারপর তা চুরি হয়ে থাকে, তখন আপনি দাবি করতে পারবেন যে আপনাদের ভোট নিয়ে অবৈধ কোনো কাজ হয়েছে।
এছাড়া গুজবে কান দেওয়ার কোন সুযোগ নেই।আমরা যারা নিজের সময় এবং শ্রম ব্যয় করে শিক্ষিত হয়েছি, আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি, যাতে আমরা নিশ্চিত করতে পারি যে সঠিক প্রার্থী নির্বাচিত হন আমাদের এলাকার উন্নয়নের জন্য।গুজবে কান না দিয়ে ভোটকেন্দ্রে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার চর্চা ধরে রাখতে হবে, তাহলে আমরা ভবিষ্যতে ভালো ও উপযুক্ত প্রার্থীদের উৎসাহ দিতে পারি নির্বাচনে দাঁড়ানোর জন্য। তাই সশরীরে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করি।
#তরুণ #ভোটার #জোট #ভোট #কেন্দ্রে #জাতীয় #সংসদ #নির্বাচন