Sadman Hossain

Sadman Hossain ༎彡❤️‍🩹🌺
༆༺আঁব্বেঁ ওই বাঁলক শোন ভাবটা না কম নে! তর ভাবের রাজ্যের ভাবওয়ালী আমি༆
-!!-🍒🐰🌈

22/01/2024

*স্মাট বাংলাদেশ বিনির্মানে সেন্ট্রাল প্লাটফর্মের গুরুত্ব এবং ভূমিকা*

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে স্মার্ট সিটিজেন, স্মার্ট গভার্নমেন্ট, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট ইকোনমি তৈরি করার জন্য প্রথম পদক্ষেপ হলো ডাটা ইন্টিগ্রেশন। সকল ডাটাসেটগুলোকে একীভূত করা হলে নাগরিকদের সকল তথ্য এক জায়গায় পাওয়া সম্ভব হবে এবং সিটিজেন কেন্দ্রিক সেবাগুলো স্মার্টলি প্রদান করা সম্ভব হবে। ফলস্রুতিতে গর্ভার্নমেন্টের পরিচালনা স্মার্ট হবে এবং বর্তমান সোসাইটি স্মার্ট সোসাইটিতে রুপান্তরিত হবে। স্মার্ট সিটিজেন, স্মার্ট গভার্নমেন্ট ও স্মার্ট সোসাইটির সমন্বয়ে স্মার্ট ইকোনমি তৈরি করা সম্ভব হবে যেখানে সকল ট্রানজেকশন, ব্যবসা, বানিজ্য, বিনিয়োগ স্মার্টলি হবে। এজন্য সকল গভার্নমেন্ট সংস্থা যারা সিটিজেনের বিভিন্ন সেবা নিয়ে কাজ করে তাদের নিজস্ব ডাটাবেজ থাকতে হবে। পাশাপাশি সরকার এবং ইকোনমির সাথে সংশ্লিষ্ট সকল সংস্থার নিজস্ব ডাটাবেজ থাকতে হবে। সেন্ট্রাল প্লাটফর্মে এসকল ডাটাবেজ কানেক্টেড থাকবে কিন্তু যার যার ডাটাবেজ এর মালিক থাবে সে নিজে। সেন্ট্রাল প্লাটফর্ম এর মাধ্যমে নাগরিকগন নিজস্ব ডাটা দেখা, ভেরিফাই করা, সংশোধনসহ যাবতীয় সেবা পাবে। পাশাপাশি আইন শৃঙ্খলা ও রাষ্টের নিরাপত্তার জন্য বিভিন্ন সংস্থা একই প্লাটফর্ম থেকে নাগরিকের তথ্য ভেরিফাই বা যাচাই করতে পারবে। এছাড়া নাগরিক সেবা প্রদানকারী সংস্থাও একইভাবে নাগরিকের তথ্য যাচাই করতে পারবে। কিন্তু কোন ক্ষেত্রেই কাউকে নাগরিকের তথ্য সংরক্ষণ করতে দেওয়া হবে না। কেননা তারা যদি তথ্য সংরক্ষন করে সে তথ্যের সঠিকতার দায়ভার সরবরাহকারী সংস্থা গ্রহন করবে না। উদাহরন স্বরুপ বলা যেতে পারে জাতীয় পরিচয়পত্র থেকে একজন নাগরিকের বিবাহিক অবস্থার নির্ভুল তথ্য পাওয়া সম্ভব নয় কারন এই তথ্যের উৎস এবং মালিক বিবাহ রেজিস্টার অফিস ঠিক তেমনি একজন নাগরিক পুরুষ না মহিলা এই তথ্যের উৎস এবং মালিক রেজিস্টার জেনারেলের কার্যালয়, যা কোনভাবেই নির্ভুলভাবে অন্য কারো কাছ থেকে পাওয়া সম্ভব নয়। এজন্য যে তথ্যের উৎস বা মালিক যে তার কাছ থেকেই সেন্ট্রাল প্লাটফর্মের মাধ্যমে নাগরিক এবং সরকারি সংস্থাকে প্রদান করা হবে। এটি বাস্তবায়ন করা হলেই সকল পর্যায়ে নির্ভূল তথ্য পাওয়া যাবে এবং নাগরিক সেবা যেমনঃ ডিজিএফ, টিসিবি কার্ডের কার্যক্রমগুলি সঠিক ও স্মার্টলি করা সম্ভব হবে। ঠিক একইভাবে সকল স্তরে এই ধরনের সমন্বয়ের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার দিকে আমরা একধাপ এগিয়ে যাবো।

#স্মার্টবাংলাদেশ #উন্নয়ন

19/12/2023

তরুণ ভোটার বেঁধেছে জোট, ভোট কেন্দ্রে দিবে ভোট
-----------------------------------------------------------

জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ জানুয়ারি ২০২৪। ভোটের দিন নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নাগরিক দায়িত্ব নিশ্চিত করে সরকার গঠনে সহায়তা করা প্রত্যেকের উচিত।যতদিন দেশে সরকার নির্বাচন প্রক্রিয়ায় গঠন হবে, ততদিন এটা গুরুত্বপূর্ণ যে আমরা প্রত্যেকেই নির্বাচনে অংশগ্রহণ করি দেশের সাংবিধানিক এবং গণতান্ত্রিক ধারা বজায় রাখবো।

আপনি আপনার এলাকার মানুষের সঙ্গে একমত হয়ে নিশ্চিত করতে পারেন যাতে সবচেয়ে ভালো প্রার্থী এলাকার জন্য নির্বাচিত হন। তবে সবচেয়ে ভালো প্রার্থী কে, এটা কীভাবে যাচাই করা যায়? নিঃসন্দেহে, এটা আপনার জন্য জানা গুরুত্বপূর্ণ যে আপনার এলাকায় প্রার্থীরা কারা, তাঁদের পূর্ব অভিজ্ঞতা ও অবদান কী, তাঁদের এলাকার ও দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা কী এবং নির্বাচিত হলে তাঁদের এলাকায় কাজ করার জন্য ক্ষমতা কী রকম থাকবে। এটা গুরুত্বপূর্ণ যে এ তথ্যগুলো সব নাগরিকের কাছে পৌঁছে দিতে হবে, যাতে নাগরিকেরা ভালোভাবে বুঝে নিজের ভোট নিজে দিতে পারেন।একটি ভোটার নিজে গিয়ে যখন ভোট দিবে তখন তার মনে কোন সংশয় থাকবেনা। যদি থাকে তাহলে আপনি এবং আপনার এলাকার মানুষ যদি ভোট দেন এবং তারপর তা চুরি হয়ে থাকে, তখন আপনি দাবি করতে পারবেন যে আপনাদের ভোট নিয়ে অবৈধ কোনো কাজ হয়েছে।

এছাড়া গুজবে কান দেওয়ার কোন সুযোগ নেই।আমরা যারা নিজের সময় এবং শ্রম ব্যয় করে শিক্ষিত হয়েছি, আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি, যাতে আমরা নিশ্চিত করতে পারি যে সঠিক প্রার্থী নির্বাচিত হন আমাদের এলাকার উন্নয়নের জন্য।গুজবে কান না দিয়ে ভোটকেন্দ্রে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার চর্চা ধরে রাখতে হবে, তাহলে আমরা ভবিষ্যতে ভালো ও উপযুক্ত প্রার্থীদের উৎসাহ দিতে পারি নির্বাচনে দাঁড়ানোর জন্য। তাই সশরীরে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করি।

#তরুণ #ভোটার #জোট #ভোট #কেন্দ্রে #জাতীয় #সংসদ #নির্বাচন

19/12/2023

এক আঙ্গুলেরই কতো জোর,
দেখায় দাও নৌকায় দিয়া ভোট





#আওয়ামীলীগ


#দ্বাদশ_সংসদ_নির্বাচন #৭জানুয়ারি #বাংলাদেশী #নৌকা #নৌকা_মার্কায়_ভোট_দিন #শেখহাসিনাসরকারবারবারদরকার #স্মার্টবাংলাদেশ #আওয়ামীলীগ #নির্বাচন২০২৪

16/12/2023

আজ বাঙালি জাতির বীরত্বের এক গৌরবময় দিন
------------------------------------------------

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।

দ্বাদশ সংসদ নির্বাচনের কারণে এবার মহান বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়নি। তবে রাজধানীসহ সারাদেশে বাকি আয়োজন অনুষ্ঠিত হবে। বিজয় দিবস ঘিরে নাশকতার শঙ্কা না থাকলেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকছে আইনশৃঙ্খলা বাহিনী।

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। শেষ হয়েছে সৌন্দর্যবর্ধনের কাজ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। উদযাপন নির্বিঘ্ন করতে সিসিটিভির আওতায় আনা হয়েছে পুরো এলাকা। নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ধোয়া-মোছা শেষে সিঁড়িসহ অন্যসব স্থাপনায় পড়েছে রং-তুলির আঁচড়। বাহারি ফুলে ঢেকে দেয়া হয়েছে সৌধের সবুজ চত্ত্বর। মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্মৃতিসৌধ এলাকা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসেবে বিজয়ের ৫২ বছর পূর্তির দিন আজ।

#জাতির_পিতা িসেম্বর #বিজয় #শহীদ #বঙ্গবন্ধু #শেখমুজিব #স্মৃতিসৌধ #জাতীয় #দিবসে

দেশের চার বিমানবন্দরে আপগ্রেড হচ্ছে অবতরণ ব্যবস্থাপনা
27/11/2023

দেশের চার বিমানবন্দরে আপগ্রেড হচ্ছে অবতরণ ব্যবস্থাপনা

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Sadman Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share