Ahir Biswas - Broto

‎শুভ জন্মদিন বাবা🥰❤️আমার দুষ্টু মিষ্টি বাবা 🥰ভগবান এর কাছে প্রার্থনা করি তুমি সব সময় সুস্থ থাকো, হাসি খুশি থাকো, ভালো থা...
21/09/2025

‎শুভ জন্মদিন বাবা🥰❤️আমার দুষ্টু মিষ্টি বাবা 🥰ভগবান এর কাছে প্রার্থনা করি তুমি সব সময় সুস্থ থাকো, হাসি খুশি থাকো, ভালো থাকো।🥰🥰তোমার জীবন এ এই দিনটি ফিরে আসুক পাহাড় সমান আনন্দ নিয়ে 🌹❤️ ঈশ্বর এর কাছে একটাই চাওয়া তিনি যেন তোমায় মানুষ এর মত মানুষ গড়ে তোলে 🙏🙏আমার এই ছোট্ট জীবন এ বড় পাওয়া হচ্ছিস তুই বাবা ❤️‍❤️ দেখতে দেখতে ৩ বছর হয়ে গেল বুঝতেই পারলাম না 😘😘😘তুমি আছো বলে মনে হয় অনেক কঠিন সময় ও পার করে দিয়েছি বা দিচ্ছি তুমি না হলে জীবন এত সহজ হত না🥲🥲দেখতে দেখতে সময় কি ভাবে চলে গেল তোমার সঙ্গে এত গুলো দিন বুঝতেই পারলাম না।। আজ শুধু তোমারই জন্মদিন না আজ আমার মাতৃত্বের ৩ বছর পূর্ণ হল❤️🌹তুমি না বুঝে ও জীবন এ অনেক কিছু দিয়েছো আমায় কিন্তুু আমি এখন ও তোমার জন্য কিছুই করতে পারলাম না 🥲🥲সব সময় ভালো ও সুস্থ থাকো ঈশ্বর এর কাছে এই প্রার্থনা করি।

মা হওয়ার পর থেকে এক মেয়ের জীবন পুরোপুরি বদলে যায়। আগে যেটুকু সময় নিজের জন্য থাকত, মা হওয়ার পর থেকে সেই সময়টা আর থাকে না।...
20/09/2025

মা হওয়ার পর থেকে এক মেয়ের জীবন পুরোপুরি বদলে যায়। আগে যেটুকু সময় নিজের জন্য থাকত, মা হওয়ার পর থেকে সেই সময়টা আর থাকে না। রাতের ঘুম ভেঙে যায় সন্তানের কান্নায়, খেতে বসলেও মাঝপথে উঠে যেতে হয়, কখনও কখনও দিনের পর দিন নিজের চুলও ঠিক করে আচড়ানোর সুযোগ মেলে না। তার নিজের সব অভ্যাস, আরাম আর স্বাচ্ছন্দ্য যেন হারিয়ে যায় সন্তানের চারপাশে।

তবুও আশ্চর্যের বিষয় হলো—এইসব কষ্ট, পরিশ্রম আর ক্লান্তির মাঝেই থাকে এক অন্যরকম আনন্দ। কারণ যে ছোট্ট সোনামণির জন্য এক মেয়ে এত ত্যাগ করে, সেই সন্তানই তার জীবনের সবচেয়ে বড় শান্তি। যখন ছোট্ট হাত দিয়ে মা-কে শক্ত করে জড়িয়ে ধরে, বা মায়ের বুকের কাছে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে—তখন মায়ের মনে হয়, পৃথিবীর সব কষ্টই সার্থক হয়ে গেছে। মা নিজে ঘুমাক বা না ঘুমাক, খাওয়ার সময় পাক বা না পাক, সন্তানের হাসি আর নিশ্চিন্ত ঘুমই তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।

একজন মায়ের ভালোবাসা আর ত্যাগের সাথে পৃথিবীতে আর কিছু তুলনা হয় না। মায়ের জীবন বদলে যায় শুধু ত্যাগে নয়—এটা বদলে যায় অমূল্য ভালোবাসা, শান্তি আর সন্তানের জন্য সীমাহীন যত্নে। সন্তানের মুখের একটুকরো হাসিই হয়ে ওঠে তার শক্তি, আর ছোট্ট নিঃশ্বাসের শব্দই মাকে শোনায় জীবনের সবচেয়ে মধুর সঙ্গীত। 🩷 একজন মা ই পারে সন্তান এর জীবনকে সুন্দর করতে আবার একজন মাই পারে নষ্ট করতে। মায়ের কোন তুলনা হয় না সন্তান এর জীবন এ..........।

Good night
19/09/2025

Good night

18/09/2025

৩০ টাকার মাল যার যা লাগবে নিয়ে যান।

17/09/2025

Good evening

11/09/2025

না পাবেন সুখ আর না পাবেন সফলতা ゚viralシ

10/09/2025

শুভ দুপুর ゚viralシ

Address

Khulna
9206

Telephone

+8801703597514

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahir Biswas - Broto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahir Biswas - Broto:

Share