
21/09/2025
শুভ জন্মদিন বাবা🥰❤️আমার দুষ্টু মিষ্টি বাবা 🥰ভগবান এর কাছে প্রার্থনা করি তুমি সব সময় সুস্থ থাকো, হাসি খুশি থাকো, ভালো থাকো।🥰🥰তোমার জীবন এ এই দিনটি ফিরে আসুক পাহাড় সমান আনন্দ নিয়ে 🌹❤️ ঈশ্বর এর কাছে একটাই চাওয়া তিনি যেন তোমায় মানুষ এর মত মানুষ গড়ে তোলে 🙏🙏আমার এই ছোট্ট জীবন এ বড় পাওয়া হচ্ছিস তুই বাবা ❤️❤️ দেখতে দেখতে ৩ বছর হয়ে গেল বুঝতেই পারলাম না 😘😘😘তুমি আছো বলে মনে হয় অনেক কঠিন সময় ও পার করে দিয়েছি বা দিচ্ছি তুমি না হলে জীবন এত সহজ হত না🥲🥲দেখতে দেখতে সময় কি ভাবে চলে গেল তোমার সঙ্গে এত গুলো দিন বুঝতেই পারলাম না।। আজ শুধু তোমারই জন্মদিন না আজ আমার মাতৃত্বের ৩ বছর পূর্ণ হল❤️🌹তুমি না বুঝে ও জীবন এ অনেক কিছু দিয়েছো আমায় কিন্তুু আমি এখন ও তোমার জন্য কিছুই করতে পারলাম না 🥲🥲সব সময় ভালো ও সুস্থ থাকো ঈশ্বর এর কাছে এই প্রার্থনা করি।