Md prince mhamud Rony Official

Md prince mhamud Rony Official ��Oh Allah Thank You for Choosing Me To Be A

Muslime�. Im proud of because�.I'm a muslim..????

05/04/2025

তোমাকে বলা হয়নি আমি গোপনে তোমার জন্যে বুকের ভিতর কথা জমিয়েছি। একটা অদৃশ্য ভয় আমার ছিল সম্ভবত। তোমাকে হারিয়ে ফেলার ভয়। সেই ভয় আমাকে এমনভাবে তাড়া করলো যে তোমাকে আর বলা'ই হয়ে উঠেনি বুকের ভেতর জড়ো করা সেই-সব কথা।

আমি চেষ্টা করেছি। সময় খুব দ্রুত ফুরায় জানি। আমারও ফুরিয়েছে। আমি শুধু ভেবেছি তুমি সব বুঝবে। খোলা বইয়ের মত তুমি একদিন আমায় পড়ে ফেলবে। আমার চোখের মাঝে চিন্তার রহস্য তুমি জেনে নিবে আলগোছে। আমার দুই ঠোঁটের মাঝে এসেও আঁটকে থাকা অব্যক্ত কথাগুলো বোধহয় শুনে ফেলবে কান পেতে গোপনে। তুমি ধরে ফেলবে কেনো রোজ বিষন্নতায় হাতে পায়ে মেখে জীবনের দিকে এগিয়ে যাই আমি।

আমার জানা ছিলো না সবাই মানুষ পড়তে পারে না। মানুষ তো আর খোলা বই নয়। আমার জানা ছিলোনা কপালে চিন্তার ভাঁজ দেখে বুকের মাঝে গভীরের অসুখ বুঝার ক্ষমতা সম্পূর্ন মানুষের খুব অভাব এই নশ্বরে।

আমার সত্যি জানা ছিলোনা। আমি তোমাকে চাই এটা না বলা অব্দি তুমি কস্মিনকালেও টের পাবে না তোমাকে প্রতিটি মহূর্ত কী গভীরভাবে খোদার কাছে চেয়ে গেছি গোপন প্রার্থনায়।

আমার বুঝতে বড্ড দেরি হয়ে গেছে যে তুমি তো মানুষ ঈশ্বর না। গোপন আর্তনাদের ভাষা কেবল ঈশ্বর শুনেছেন, মানুষ কখনও শোনতে পায়নি।

দুঃখকে আমার ভয় নেই। সেই দুঃখ তুমি দাও কিংবা পৃথিবী দিক। আমার ভয় তো সেখানেই, যেখানে দুঃখের দিনে তুমি পাশে থাকবে না! এত যন...
31/03/2025

দুঃখকে আমার ভয় নেই।
সেই দুঃখ তুমি দাও কিংবা পৃথিবী দিক। আমার ভয় তো সেখানেই, যেখানে দুঃখের দিনে তুমি পাশে থাকবে না! এত যন্ত্রণা, এত বেদনা, নিঃসঙ্গতা, একাকিত্ব, হতাশাদের মোকাবিলা করতে হলে যে তোমায় প্রয়োজন।

মানুষ কী আর দুঃখকে ভয় করে?
মানুষ ভয় করে এইসব দুঃখের দিনে একা থাকতে! সব যন্ত্রণা তো মানুষ একা একাই সহ্য করে, শুধু কাঁধে হাত রেখে পাশে সাহস দেয়ার মতো একজোড়া হাতের প্রয়োজন, কথা শোনার মতো মনোযোগী মানুষের প্রয়োজন।

যন্ত্রণা তুমি দাও কিংবা পৃথিবীর সব নির্মম বাস্তবতা দিক। তবুও তো তোমায় প্রয়োজন পাশে। বিরহের রাতদিন, দুঃখের প্রহর সহজে শেষ হয় না। জীবন ফুরায়, কথা ফুরায়, শুধু দুঃখের দিন ফুরায় না!

তুমি পাশে থাকলে এইসব দুঃখকে ছেলেখেলা ভেবে সহজেই এড়িয়ে যাওয়া যায়। তুমি থাকলে সব যন্ত্রণা অনায়াসে সহ্য করা যায়। দুঃখ দাও তাতে কোনো আক্ষেপ নেই। শুধু পাশে থেকে যাও, কাছে থেকে যাও কারণে-অকারণে ভালোবেসে যাও
দুঃখের সময় আসল মানুষ চেনা জাই কে আপন কে পর......????

31/03/2025

-'আমি না থাকলেও তোমারে আগলে রাখার মানুষের অভাব নেই শহর জুড়ে।
আমি তোমার কোথাও এক সময় ছিলাম পরিচয় হীনতা নিয়ে।
খুব গোপনে খুব নিভৃতে আর নীরবে।

সগৌরবে তোমার চারপাশে তখনো সমাগম ছিলো অনেক মানুষের, এখনো আছে!
অথচ আমি ভাবতাম আমিই তোমার একমাত্র। তুমি
আমারই একান্ত..!! 🖤✨

ফুল ভালোবাসতাম খুব; তারপর একদিন তুমি আসলে জীবনে। তোমার হাতে একটা গোলাপ তুলে দিয়ে বলেছিলাম, আজ থেকে তোমাকে ভালোবাসবো, তুম...
27/10/2024

ফুল ভালোবাসতাম খুব; তারপর একদিন তুমি আসলে জীবনে। তোমার হাতে একটা গোলাপ তুলে দিয়ে বলেছিলাম, আজ থেকে তোমাকে ভালোবাসবো, তুমি আমার ফুল। কাউকে ফুল দেওয়ার মত ভুল আমার ভেঙে গিয়েছিলো সেইদিন যেইদিন তুমি সম্পর্কের কফিনে শেষ ফেরাক মেরে নিরুদ্দেশ হয়েছিলে।

সবটাই হয়তো ভুল ছিলো; শুধু আমাদের দেখা হওয়াটাই ছিলো নির্ভুল। ভেবেছিলাম তোমার সাথে অনেকটা পথ হাঁটবো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে অনেক আগে'ই পথটা আলাদা হলো।

অনেক স্বপ্ন ছিলো চুড়ি, টিপের পাতা, কবিতার বই হাতে তোমার টানে বুক পকেটে সন্ধ্যা নিয়ে বাড়ি ফিরবো। তুমি অপেক্ষায় নিয়ে দাঁড়িয়ে থাকবে দুয়ারে কান ঠেকিয়ে; কখন আমি এসে দরজায় কড়া নাড়বো। এখন আমার অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে থাকে বিষণ্ণ সন্ধ্যা।

খুব সখ ছিলো জানলার পাশে বসে তোমার কাঁধে হেলান দিয়ে আগুন ভরা নক্ষত্রের রাতে জোৎস্ন্যা দেখবো। অথচ এখন আমার জানালা খুলে দিলে'ই হুঁহুঁ করে ঘরে ঢুকে পড়ে যন্ত্রণা নামের প্রেমিকা।

কথা ছিলো সমুদ্রের জলে দু'জন পা ভিজবো, এখন আমার দু'টো চোখ ভিঁজে যায় কি যেনো এক কান্নায়। পাহাড়ের বুকে দাঁড়িয়ে দুজন মেঘ ছুঁয়ে দেখবো, অথচ দেখো এখন আমি স্মৃতির উঁচু পাহাড়ে দাঁড়িয়ে আছি- রোদে শুঁকাই, বৃষ্টিতে ভিজি, মুক্তি মিলেনা। কথা ছিলো খুব আদরে দু'জন দু'জনকে চুমু খাবো ঠোঁট ফাটা ঋতুতে; এখন আমার ঠোঁটে বারোমাসই চুমু খায় ছাইপাঁশ।

ক্ষনিকের সুখ হয়ে তুমি যে অসুখ বাঁধিয়ে গিয়েছো তা দিনকে দিন আমাকে জালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। মাঝে মাঝে নিজেকে খুব অসহায় মনে হয় না পাওয়ার বেদনার কাছে, যেন আমি সৎমায়ের সংসারে কোন অবহেলিত শিশু।

তবুও;
পার্থনা করি তুমি ভালো থাকো, তোমার মাঝেই থাকো। পেয়ে হারানোর মতো যন্ত্রণা তোমায় না গ্রাস করুক কখনো। ভেঙেচুরে ভালোবাসে যে কুয়ো খনন করেছি, আমি না হয় একাই সেই কুয়োতে হাসফাঁস করে মরি.....

28/12/2023

☘️🌱কোন সম্পর্কে দুঃখ কষ্ট থাকে আবার কোন সম্পর্কে সুখ থাকে ।🍀 ভালোবাসার মানুষটি যদি সঠিক হই তাহলে সুখ শান্তি থাকে🌹 তোমায় ভালোবাসি এই অনুভূতিটা হওয়ার পর থেকে মাথায় ছোটোখাটো একটা সংসার করার মাস্টারপ্ল্যান নিয়ে ঘুরছি আমার সোনা কলিজা লক্ষ্মীটি❤️। আমার যাবতীয় সমস্ত ব্যস্ততাকে অন্য পাশে ছুড়ে ফেলে ইদানীং সব সময় খুব ভাবছি তোমায় নিয়ে। কোনো দেশের মধ্যে দীর্ঘদিন যাবৎ দূর্ভিক্ষ থাকার পর বেহেশতের ফল আঙুর নিয়ে ফেরেশতা আগমনের আনন্দের মতো সুদিন আসিয়া আমাদের কাছে আনবে খুব শুধু মাত্র দু'জনের হাতের মুঠোয় দু'জন ফুরিয়ে যেতে। বাড়ির আঙিনার পেয়ারা গাছে বাসা বাঁধা হলদে পাখির সংসারের মতো আমরাও সংসার বাঁধবো একখান। আমরা হবো একে-অপরের অভ্যাস। জঙ্গলা ফুলের মত আমার পাঞ্জাবি আর সেন্টু গেঞ্জিগুলোর পাশে ঝুলে থাকবে তোমার আকাশী রঙের শাড়ি। টেবিলের চ্যাপটা মুখের টুথপেষ্ট, সস্তা পারফিউমের পাশে গুটিসুটি মেরে বসে থাকবে তোমার সেপটিফিন, চুলের কাকড়া, বাসি গাজরার মালা। একদিন সকালে আচমকা ঘুম ভেঙে দেখবো তুমি বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছো ওইভাবে, শবে বরাতের রাতে যেই রকমভাবে নামাজের বিছানায় মায়ের পাশে শুয়ে থাকতাম আমি। এসব ভাবনা নিতান্তই পাগলামি না বলো লক্ষ্মীটি.....🌹♥️♥️

🍀🌱দুপুরে আলু সিদ্ধ করতে করতে ভাবি, গ্যাস্টিকের কারণে বুকের ব্যথাটা সেরে উঠবে তোমার হাতের রান্না খেলে। তুমি আলুভর্তার বদলে হয়তো রান্না করবে আলুভাজি, সঙ্গে থাকবে মশুরের ডালের ঘ্রাণ। খেতে বসে দু' এক লোকমা আমি মনে হয় তুলে দিব তোমার মুখে, তুমিও মনে হয় আঁচলের আদরে মুছে দিবে ঠোঁটের পাশে নিয়ম ভেঙে বসা তরকারি ঝোল😪😪

☘️🌱সাপ্তাহের চারদিন এসব রুটিনমাফিক খাবারের তালিকা বাদ দিয়ে বাহিরে একদিন দুপুরে খেতে যাবো। পকেটে টাকার অভাব জনমভরই থাকে, লজ্জা শরমের মাথা খেয়ে অফিস থেকে অগ্রীম চেয়ে নিবো বেতনের কিছু টাকা। টাকা বেশি খরচ হয়ে গেছে বলে তুমি আফসোস করলে তোমাকে রাগিয়ে দিতে দরকষাকষি করে ফুল কিনব, তুমি ফুল পেয়ে রাগে ঠোঁটে ঠেসে ভরে দিবে নরম চুমু😘😘😘😘😘😘

❤️🌹রাতে বাড়ি ফেরার পর ফুটপাতে হাঁড় কাঁপা শীত গায়ে নিয়ে শুয়ে থাকতে দেখা পথশিশুদের দুঃখ নিয়ে আমরা গল্প করবো। তোমার বিড়ালটা মারা যাবার পর যেভাবে তুমি কেঁদেছিলে ওভাবে হুঁ-হুঁ করে কাঁদবে হয়তো-বা পথশিশুদের দুঃখ কষ্টের কথা বলতে গিয়ে। কাঁদলে তোমার চোখ ফুলে যাবে; ফুলা চোখ নিয়ে তুমি আমাকে আর আমি তোমাকে দেখতে দেখতে ফজরের আজান হয়ে যাবে♦️♠️♣️

♥️❤️তোমাকে ভালোবাসি অনুভবটা হওয়ার পর খুব একা লাগে আমার জানো লক্ষ্মীটি? সন্ধ্যায় যখন আসমান লাল হয়, মনে হয় তোমার কাছে গিয়ে বলি আমায় একটু ভালোবাসো এ সন্ধ্যাটা কেটে যাক। অফিসের ডেস্কের উপরের চা শূন্য কাপের মতো একা লাগে। দুপুরে ভাত খেতে বসলে চিপে রস বের করা লেবুর খোসার মতো নিজেকে শূন্য লাগে। রাতে শুতে গিয়ে বিছানা ঝাড়তে ঝাড়তে খুঁজে পাওয়া শিকলি পয়সার মতো নিজেকে খুব নিঃসঙ্গ লাগে। এ্যালার্ম সেট করা ঘড়ির মত ক্লান্ত লাগে আমার লক্ষ্মীটি।♥️♥️

🥲♥️তোমাকে ভীষণ ভয় হয় আমার— মাঝেমধ্যে মনে হয় তুমি বরফের মতো ঠান্ডা, মাঝেমধ্যে মনে হয় জলজ্যান্ত সিগারেটের মত এই পুড়িয়ে ছারখার করে দিবে বুঝি আমার হৃদয়, এই বুঝি জমাট বাঁধিয়ে দিবে বুকে। তবুও আমার তোমাকে নিয়ে ভাবতে ভাল্লাগে প্রতি নিয়ত তোমার কথা মাথায় যোরে সব সময় তোমাকে দেখতে ইচ্ছে করে মনে হয় সব সময় তোমাকে পাশে রাখি তোমার সাথে কথা না বলতে পারলে ভালো লাগে না কলিজা......????? ♦️♠️♠️

🍀☘️শেষমেষ কার স্বাস্থ্যবান টাকা পয়সার নিচে চাপা পড়ে যাবে আমার এসব ভাবনা কে জানে? শুধু জানি, কোন একটা দিন কোন একটা সময় চমৎকার সংসার হবে। আমাদের অথবা তোমাদের, আমার সাথে বা অন্য কারোর সাথে।♥️♥️♥️

🍀☘️কেন পেলাম না, কেন হলো না, ভুলটা কোথায়? এসব হিসাব করতে করতে আমাদের বয়স বেড়ে যাবে যাদু কাটা নদীর মতো, তবুও হিসাব মিলবে না। আচমকা কোন এক শীতের রাতে আমাদের হৃদয়ে টুকটুক করে হেঁটে চলে আসবে মৃত্যু.......😓😓😓😓😓😓

🍀🌱--------মোহাম্মদ প্রিন্স মাহমুদ রনি ----------☘️☘️

সবার সব অনুভূতি সবসময় একইরকম থাকে না, কিংবা কারো প্রতি অনুভূতি সারাজীবন একইরকম ভাবে কাজ করে না।সময়ের সাথে সাথে মানুষ পরি...
23/12/2023

সবার সব অনুভূতি সবসময় একইরকম থাকে না, কিংবা কারো প্রতি অনুভূতি সারাজীবন একইরকম ভাবে কাজ করে না।

সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তিত হয়। তার ভেতর বাহির সব কিছুরই পরিবর্তন হয়। চিন্তাধারা পরিবর্তন হয়। সেই সাথে সাথে অনুভূতিরও পরিবর্তন হয়।

আজ কেউ তোমার মন খারাপ দেখে মন ভালো করার জন্য উতলা হয়ে উঠলে কখনো এটা ধরে নিও না যে সে সারাজীবন এভাবেই তোমার প্রতিটি মন খারাপের মূহুর্তে তোমার পাশে থাকবে।

আজকে কেউ তোমার অসুস্থতার কথা শুনে পাগলের মতো তোমার খোঁজ নিলে, তোমার যত্ন নিলে কখনো এটা ভেবে নিও না যে তুমি যদি কখনো সারাজীবন এর মতো প্যারালাইজড হয়ে যাও, সে ঠিক একইভাবে তোমার সেবা করবে। তোমার অসুস্থতা তখন তার বিরক্তির কারণও হতে পারে।

এই পৃথিবীতে কোনো কিছুই অবিনশ্বর নয়। সবকিছুই পরিবর্তিত হয়। আর সবচেয়ে বেশি এবং সবচেয়ে দ্রুত পরিবর্তিত হয় মানুষের মন।

হ্যা, পৃথিবীতে কিছু পবিত্র ভালোবাসা এখনো টিকে আছে যাদের মন সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় না। সেই প্রথম দেখা থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত কিছু কিছু ভালোবাসায় শেয়ারিং, কেয়ারিং ঠিক একইরকম রয়ে যায়। কিন্তু এমন ভালোবাসার সংখ্যা পৃথিবীতে বিরল। হাতে গোনা কয়েকটা।

জীবনের এলোমেলো পথটাকে সহজ সুন্দর করে নিয়ে সে পথে তোমাকে একাই চলতে হবে। সেই চলার পথে কেউ তোমার পাশে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এই সহজ সত্যিটাকে মেনে নিয়েই জীবনের পথে এগিয়ে যেতে হবে।

কারো প্রতি এতটা ভরসা করো না যেনো তাকে ছাড়া তোমার অস্তিত্ব অর্থহীন। সে যদি সেই ভরসার মর্যাদা রাখতে না পারে তাহলে তুমি মুখ থুবড়ে মাটিতে পড়ে যাব, আর উঠে দাঁড়াতে পারবে না।

নিজের উপর ভরসা রাখো। এক পা, দু পা করে নিজে নিজেই এগিয়ে চলো নির্দিষ্ট লক্ষ্যপানে। নিজের একটা আত্মপরিচয় তৈরি করো। নিজেকে এমনভাবে গড়ে তোলো যেনো কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করলেও তুমি সহজেই সহ্য করে নিয়ে আবার উঠে দাঁড়াতে পারো, এগিয়ে যেতে পারো। নিজেকে এমনভাবে গড়ে তোলো যেনো কেউ আগের থেকে অনেক বেশি পরিবর্তন হলেও তা তোমার জীবনে কোনো ইফেক্ট না ফেলে, যেনো তোমার চোখে জল না আসে।

দিনশেষে তোমার চোখের জল তোমাকেই মুছতে হবে। জীবনের কঠিনতম পথে তোমাকে একাই হাঁটতে হবে। এই সহজ সত্যিটা মেনে নেওয়ার জন্য নিজের মনটাকে ঠিক যতটা শক্ত করতে হয় ততটাই শক্ত করে গড়ে তোলো। তখন আর কেউ তোমার মনটাকে ভেঙে গুড়িয়ে দিলেও তুমি আবার উঠে দাঁড়াতে পারবে, জীবনের কঠিনতম পথে একাই হাঁটতে পারবে। আত্মনির্ভরশীলতা খুব প্রয়োজন প্রতিটি মানুষের জীবনে।

আত্মনির্ভরশীলতা খুব প্রয়োজন প্রতিটি মানুষের জীবনে।

🍀 -------------আসসালামু আলাইকুম  ---------------🍀                                              ☘️------ জানি,--------☘️☘...
15/12/2023

🍀 -------------আসসালামু আলাইকুম ---------------🍀

☘️------ জানি,--------☘️

☘️জীবন মানেই সংগ্রাম করে বেঁচে থাকা। তবুও কোন কোন রাতে ঘুমাইতে গেলে চোখ ভিঁজে যায়।💬

🌱 -------জানি--------, 🍀
🌺দুঃখ থাকে না চিরকাল। তবুও কোন কোন দিন মাথার পাশে একটা রিভালবার ঠেকিয়ে ইচ্ছে করে ঠেসে ভরে দেই পাঁচ রাউন্ড গুলি....💬

🍀 --------জানি,------🌱
🌺একমাত্র ব্যার্থ মানুষরাই পৃথিবীর বুকে এনে দিতে পারে বিপুল বিপ্লব। তবুও কোন কোন দিন যঘন্যভাবে ঘৃণা করতে ইচ্ছে করে নিজেকে।💐

🍀--------জানি, -------☘️
❤️আনন্দের দিনগুলো মুছে গেছে মায়ের আঁচলে ভাত খেয়ে মুখ মুছার দিন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। তবুও কোন কোন দিন পছন্দের গানকেও লাগে ভীষণ বিরক্ত, ক্ষীণ।❤️

🌴 -------জানি,--------🌱
🍀জীবন থেকে মানুষ হারানো নিয়ম, থেকে যাওয়া আশ্চর্যের। তবুও কোন কোন দিন কবিতা পড়লে হৃদয় এত শূন্য হয়ে যায়

🍀-----------জানি; ----------🍀
🌺যে ক্ষমা করে দেয় সে দয়ালু, ক্ষমা করা মহৎ গুন। তবুও কোন কোন দিন মনে হয় পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দিলেও, নিজেকে ক্ষমা করার কোন উপায় আমার জানা নেই🌱।

🍀----------জানি, ------------☘️
☘️জন্মালেই মরতে হয়, একদিন আগে অথবা পরে
শুধু জানি না -কেনো মানুষ জীবন থেকে পালাতে গিয়ে আত্মহত্যা করে......💬💬

☘️-------------মো: প্রিন্স মাহামুদ রনি----------------☘️

ইতিমধ্যেই ঠোঁটের পাশে পুড়েছে গোটা কয়েক সিগারেট। হাঁটছি। কোথায় যাবো? গন্তব্য জানা নেই। বুকের ভেতর একটা খচখচ দুঃখ নিয়ে কত ...
13/12/2023

ইতিমধ্যেই ঠোঁটের পাশে পুড়েছে গোটা কয়েক সিগারেট। হাঁটছি। কোথায় যাবো? গন্তব্য জানা নেই। বুকের ভেতর একটা খচখচ দুঃখ নিয়ে কত দূরই বা আর যাওয়া যায়। তবুও চলে যেতে হয়, অনেকেই তো যায়। কারো কারো চলে যাওয়াই যেন নিয়ম; যে নিয়মে একটু আগে আমায় রেখে চলে গেলো আমার প্রেমিকা।

যদিও সে বলেনি তবুও আমার জানা আছে এটাই আমার সঙ্গে তার শেষ দেখা। সকাল নয়'টায় এসেছিল ও আমার সঙ্গে দেখা করতে। রিকশায় ও আমার খুব গা ঘেষে বসেছিল, হাত ধরে ছিলো শক্ত করে। এমনভাবে শক্ত করে ধরলো যেন সে পড়ে যাবে, যেন তার ভয় করছে। অথচ আমি জানি ওর ভয়টা রিকশায় হতে পড়ে যাওয়া নয়, ভয়টা অন্য কোথাও।

দুপুরে আমরা খাওয়া দাওয়া করলাম রেস্তোরাঁয়। খাওয়া-দাওয়া শেষে দু'জন বসে রইলাম চুপচাপ যেন আমাদের কোন কথা নেই। নির্জনতা ভেঙে ও আমায় বলল, খুব ভালোবাসো? কথাটা বলতে বলতে ওর চোখে পানি এসে গেল। বার বার চোখ মুচতেছিল। আমি বললাম কি হয়েছে? ও বনিতা করে চোখে কি যেন পড়েছে বলে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলো। অনেকেই চলে যায় এমন করে যেন চলে যাওয়াই নিয়ম। তবুও কারোর কারোর চলে যাওয়া বুকের ভেতর খিল মেরে আসে।

ও শাড়ি সামলাতে পারে না। তবুও বৃষ্টি এলেই ও শাড়ি পরবে, চোখে কাজল দিবে, আমায় লিখতে বসবে চিঠি। চিঠিতে লিখবে বৃষ্টি নামার আনন্দের সংবাদ।

ও রোমান্টিকতা বুঝে না, শুধু কাঁধে মাথা রাখতে চায়। চুমু খেতে বললেই লজ্জায় লাল হয়ে যায়।

সোনার নেকলেস কিংবা ডায়মন্ডের আংটি এসব কিছুই সে চায় না আমার কাছে, শুধু জন্মদিন এলে ফুল চায়। আমি ফুলের সঙ্গে কালো টিপও নিয়ে যাই।

দিন তিন বেলা ফোনকল আর কয়েকটা ছোট ছোট মেসেজ পেয়ে ও অট্টালিকা পায়ে ঠেলে আমার সাথে ধ্যবিত্তের একটা সংসার স্বপ্ন দেখেছে।

আইসক্রিম ওর খুব পছন্দ, শুধু আমি খেতে বললে বাহানা করে বলতো, ঠাণ্ডা লেগে যায়। কবিতা ওর একদমই ভালো লাগে না, পড়লে নাকি শুধু হাসি পায়।

ওর মা স্কুল মাস্টার, বড় ভাই রাজনীতি করে, বাবাটা ভীষণ রাগি, সমাজে নাকি তার বিরাট নাম। আমার কথা বাসায় জানালে কেটে নদীতে বাসিয়ে দিবে, পালাতে গেলে সম্মান যাবে খোয়া।

কাল সকালে ওর বিয়ে। বিয়ে শেষে রাত্তিরে যখন ওর বর প্রথমবার ঘোমটা তুলবে, তখন আমার আনরোমান্টিক প্রেমিকাটা হয়তো বলে ফেলবে পৃথিবীর সবচেয়ে সুন্দর রোমান্টিক কিছু কথা। চুমুর জোরে গায়ের পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে হয়তো-বা হয়ে উঠবে চুড়ান্ত নষ্টালজিক এক নারী।

শাড়ি সামলাতে না পারা প্রেমিকাটা হয়তো-বা দাপটের সাথে সামলাবে সকাল হলেই গোটা একটা সংসার।

চোখে কাজল দিতে গিয়ে আমায় মনে পড়লে হয়তো চিঠির বদলে কবিতা লিখবে, কবিতাই হয়ে উঠতে হয়তো তার দুঃখ থেকে বাঁচার একমাত্র আশ্রয়।

চেনা পথে অথবা অচেনা পথে, নিয়তি হোক বা কাকতালীয়, আজ থেকে কয়েক বছর পর আমাদের আবার দেখা হব। তখন ওর শড়ির আঁচল ধরে টুক টুক করে হাঁটবে একটা বাচ্চা মেয়ে। ও হিমশিম খাবে বাচ্চা সামলাতে আর আমি চোখের জল। বুকের ভেতর হুহু করে উঠবে সে-সময় এ-ই ভেবে যে এমন একটি পুতুলের মত মেয়ের বাবা তো আমিও হতে পারতাম।

আড়াল থেকে ওর সুখ দেখে চোখ মুছতে মুছতে নিজেকে আমি বলবো, যেই মেয়েটি পরিবারের আত্মসম্মান রক্ষার্থে নিজের ভালোবাসাকে কবর দিয়ে ভালো থাকতে শিখে গেছে, সেই মেয়েটা আর কেউ নয়; ওই মেয়েটি আমার প্রেমিকা...

লেখা: আরিফ হুসাইন

🍀☘️-----------আসসালামু আলাইকুম----------🍀☘️ ☘️🌱কেমন হবে কবর, মৃত্যুর স্বাদ কেমন? আমি জানিনা। জানিনা তোমাদের অবহেলা, অবজ্...
12/12/2023

🍀☘️-----------আসসালামু আলাইকুম----------🍀☘️

☘️🌱কেমন হবে কবর, মৃত্যুর স্বাদ কেমন? আমি জানিনা। জানিনা তোমাদের অবহেলা, অবজ্ঞা, হীনমনতা, তোমাদের অসংখ্য অভিযোগ কেমন করে উড়ে যাবে আমার লাশের ধূপ-কাঠির ধোঁয়ার সঙ্গে পাল্লা দিয়ে সেইদিন, যেই দিন তোমাদের মাঝে আমি আর থাকবো না।♠️♠️

🌺🌹একদিন মৃত্যুুকে নিমন্ত্রণ করবো আমার বাড়ির আঙ্গিনায়, অপলা পৃথিবী উৎসবে মেতে উঠবে আমাকে হারানোর বেদনায়, মলিন হয়ে উঠবে তোমাদের হাস্যউজ্জল মুখচ্ছবি আমার লাশ সবাই দেখতে আসবে 😪😪

💕♣️“জন্মালেই মরতে হয়” এই অপ্রিয় সত্যিকে দূরে কোথাও ছুঁড়ে ফেলে দিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠবে আমার জননীর চিত্ত, আমার পাথর বাবার শক্ত বুকটাও ভেঙে হবে চূর্ণচূর্ণ। বাড়ির দক্ষিণ দিকে থাকা ছুট্টো মেহগনি গাছের একপাশে দাঁড়িয়ে চোয়াল গরম হয়ে বেরিয়ে আসা নয়ন জল আড়াল করতে ব্যার্থ হবে বাবার এককোণ ছেঁড়া গামছা।♣️♠️

🍀আমার স্পষ্ট জাত শত্রুর তীব্র ঘৃণার সমুদ্ররেও জোয়ার উঠবে অনুশোচনার, গোরস্থানে বাড়বে আরোও একটি কবরের সংখ্যা। আমার চলে যাওয়ার এই ভয়ঙ্কর বাস্তবতা মেনে নিতে গিয়ে দেয়ালে মাথা ঠুকতে ইচ্ছে করবে আজন্মকাল বাঁকা চোখে দেখা আমার সমস্ত আত্মীয়দের।♣️

🍃মৃত্যুর এহেন উৎসবে ক্ষুদেবার্তায় নিমন্ত্রণ পেয়ে হাউমাউ করে ফোনের ওপাশ হতে কেঁদে উঠবে আমারই কোনো এক শুভাকাঙ্ক্ষী। ছন্নছাড়া পাগলের মত দাউদাউ করে কেঁদে মাবুদের কাছ আমার প্রাণ ভিক্ষা চাইবে সেই মানুষ, যার অবহেলাতে এযাবৎকাল ফালাফালা হয়ে খুন হয়েছি রোজ। আমার নিথর শরীরে ঝাপিয়ে পড়ে কান্নায় ধমকে ধমকে আমায় ডাকবে সে-কি আদুরে ডাকে,“ আর একবার উঠো বাবু কলিজা সোনাটা লক্ষ্মীটি... 🥲🥲

🌺আমি হলফ করে বলতে পারি একদিন তোমাদের অন্তরে আমি ভিষন্নতার জোয়ার তুলে দিবো, তোমাদের খুব করে কাছে ডেকে নিব যা আমি পারিনি মৃত্যুর পূববর্তী সময়ে গভীর প্রেম, মায়া, ছাঁয়া, ভালোবাসা, স্নেহ, মমতা কোনো কিছুর বিনিময়ে।😶‍🌫️🫥

😓মৃত লাশের ভিতর পূনরায় প্রাণ সঞ্চারণ একেবারেই অসম্ভব জানার পরেও তোমরা কত অসহায় হয়েই না আকুতি-মিনতি করবে আমায় আর একটিবার ফিরে পাওয়ার। আমি তোমাদের ফিরিয়ে দিব খুব করে সে-দিন এযাবৎ তোমাদের করা সমস্ত অবহেলা, অবজ্ঞা, অপমান, জাররা জাররা করে। কারোর ডাকে সাড়া দিবো না সেদিন আমি আর উঠবো না ☠️☠️

💀👽একদিন শরীরকে আর শরীর মনে হবে না, ব্যাথাকে ব্যাথা মনে হবে না, দুঃখকে দুঃখ মনে হবে না, একদিন আমি তোমাদের সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে আপন করে নিবো ঘোর একাকৃত্ব, মৃত্যুর মতো গাঢ় প্রেম। গভীর ঘুম। চিরনিদ্রায়।☠️☠️

🍀😶‍🌫️তোমরা জেনে রাখো– একদিন আমি থাকব না। একদিন আমার কবরে ফুল ফুটবে, ঘাস জন্মাবে, তুমুল বৃষ্টিতে ভিঁজবে আমার কবর। একা, খুউব একা। কেউ থাকবে না, . অন্ধ কার কবরে আমার একা একা থাকতে হবে। কেউ পাশে থাকবে না হাজার ডাকলেও কেউ কে পাবো না।কেউ এসে খবর নিবে না রনি কেমন আছে কি করে মৃত্যুর পর একমাস বা দুইমাস মনে করবে পরে আর কেরুর মনেও থাকবে না।মৃত্যুর পরে নাম আর রনি থাকবে না লাশ এ পরিনত হবে কেউ আর রনি বলবে না লাশ বলবে আল্লাহ হাফেজ....?? 💬💀☠️☠️

🍀☘️--------------মোহাম্মদ প্রিন্স মাহমুদ রনি ----------------🍀☘️

☘️🍀আপনারে  খুবই  মনে পরছে, ♠️এই খুইব শব্দটারে আমার মত কইরা যদি বুঝাইতে  পারতাম, তাইলে বুঝতেন কতখানি মনে পরছে আপনাকে । মই...
11/12/2023

☘️🍀আপনারে খুবই মনে পরছে, ♠️এই খুইব শব্দটারে আমার মত কইরা যদি বুঝাইতে পারতাম, তাইলে বুঝতেন কতখানি মনে পরছে আপনাকে । মইরা যাইবো জাইনা ফেলা মানুষ যেমন, শেষ সময়ে তার কাছের মানুষ রে দেখার জন্য ছটপট করে তেমন মনে পড়তাছে আপনাকে। অথচ দেহেন কলিজা টা বিরান হইয়া যাওয়া আকুতি মিনতি আপনারে জানানোই হয়ে উঠতাছে না।♠️♣️

🗯️🌷আচ্ছা আপনে কি এখন আর ওই দুঃস্বপ্নটা দেখেন না, রাইতভরে আর ঘুম আপনারে পাইতো না। আমারে কল দিয়া করুণ সুরে জানান দিতেন, বাজে একখানা দুঃস্বপ্ন দেখছেন। আপনে দুঃস্বপ্ন দেখছেন আমি হারাইয়া যাইতাছি, সারারাইত একটা ফোনকলে রাত শেষ করতেন। কি ছেলেমানুষিই না করতেন, বলতেন আমার নিঃশ্বাসের শব্দ পাইলে আপনের আর হারানোর ডর করতো না।🦕☘️

🌵🍀জানেন আমার মাঝেমধ্যে আপনের পাগলামো ভরা দিনগুলোর কথা মনে হয়। আশপাশের মানুষ মরলে মরা কান্দন কাইন্দা দিন দুনিয়া এক কইরা ফেলাইতেন। পত্রিকায় কিংবা খবরের কাগজে নিখোঁজ বিজ্ঞপ্তির নিউজে, আপনে হা হুতাশ হইয়া আমার খবর নিতেন। খালি কইতেন মানুষ, মানুষ হারাইয়া কেমনে বাঁইচা থাকে।♥️❤️‍🩹

🐉☘️আজ একটু জানতে ইচ্ছে করতাছে আপনে কেমনে বাঁইচা আছেন। আপনে কি এহন আর মরা কান্দন কান্দেন না। রাইত বেরাইত দুঃস্বপ্ন দেইখা হারানোর ডরে কাভু হইয়া পড়েন না। আপনের কি আমি মানুষটারে মনে পড়ে না, চোক্ষের দেহা দেখতে ইচ্ছা করে না।💐💬

🌺☘️যে আপনি আমাকে একবার দেখার জন্য ছটপট করতেন। কথা বলার জন্য পাগল ছিলেন একবার কি মনে পরে না সেই আবেগ ভালোবাসা কেথায় গেলো এখন।🌵🌱

🌱🍀☘️আপনারে কতোটা ভালোবাসি আমি কখনো তোমাকে বুঝাতে পারিনি তোমাকে এতো ভালোবাসার পরেও তুমি আমাই ভুলে গেলে তোমার সাথে সারারাত যে কথা বলা দিন গুলো অনেক মিস করি তোমার হাসি টা তোমার ছোট ছোট আবদার অনেক মিস করি তুমি যখন রাগ করতা তোমার রাগ গুলো ভাঙ্গাতে কত কষ্টই না হতো। তোমার খুন শুটি গুলো অনেক মনে পরে রে পাগলি তোমারে অনেক বেশিই ভালোবাসি ♥️♥️♥️♥️

🗯️🐲কত্তো অভিনয় করলাম পাথর হইছি, অথচ দেহেন বাচ্চাদের মত এহনো কেমনে কাইন্দা উঠি। কত্তোবার কইলাম কাউরে মনে কইরা আমি দুঃখবোধ করি না, অথচ দেহেন দুঃখবোধে নুইয়ে পড়ি। নিজের সাথে কি অভিনয় করন যায় কন, মনের বিরুদ্ধে কি আর দুঃখ রে দূরে ঠেলা যায়।🌺🌹

🍃🍀তবে যেদিন হঠাৎ টুপ কইরা মইরা যামু, হেইদিন ও আপনে এক থাইকেন। কোন খোঁজ নেই, খবর নেই, যেনো আমি কেউ না এমন ব্যবহার কইরা জায়েন। আপনের এহন আর আমাকে মনে পড়ে না সয্য হইয়া গেছে, আপনে যদি আমার মইরা যাইবার খবরে মরা কান্দন কান্দেন, বলা যায় না হয়তো মরার পরেও দুঃখ পাইতে পারি।💬💬💬💬💬💬💬💬

--------------------মোহাম্মদ প্রিন্স মাহমুদ রনি ---------------------------

🍀🌱প্রেমিকাকে মুগ্ধ করতে উপহার হিসেবে লাখ টাকার ডায়ন্ডের আংটি কিংবা সোনা মোড়ানো নেকলেস হলেই যথেষ্ট, কিন্তু ঐ আনন্দ সীমিত ...
10/12/2023

🍀🌱প্রেমিকাকে মুগ্ধ করতে উপহার হিসেবে লাখ টাকার ডায়ন্ডের আংটি কিংবা সোনা মোড়ানো নেকলেস হলেই যথেষ্ট, কিন্তু ঐ আনন্দ সীমিত সময়ের জন্য। দু'চার দিন কিংবা দু'মাস পরেই ফুরিয়ে যায়। এটাই নিয়ম। আমি প্রেমিক হয়ে উঠলে তোমাকে ঐ লাখ টাকার দামি উপহার না দিয়ে সেই টাকাতে ছোট্ট ছোট্ট উপহার দিয়ে তুমুল মুগ্ধতায় ভসিয়ে রাখব তিন'শো পঁয়ষট্টিটি দিন। আমি হবো ছেলেমানুষি ট্রাইপ প্রেমিক। আমার জানা থাকবে তোমার পছন্দের সবকয়টা রঙ। ফেসবুক স্ক্রল করতে করতে হটাৎ “খুঁত”এর একটা শাড়ি পছন্দ হলে আমি সেটা কিনে পাঠিয়ে দেব তোমার ঠিকানায়। শাড়ির সঙ্গে মেচিং করে কানের দুল খুঁজবো আড়ংয়ে, ঐ রঙের কাঁচের চুড়ি খুঁজতে গিয়ে উলোটপালোট করবো শ'খানেক দোকান তবুও হাল ছাড়বো না। ভুলোমনা স্বভাব আমার থাকালেও কালো টিপের কথা আমি মনে রাখব.......???

🌴☘️তোমার পছন্দের সবকয়টা লেখকের নাম থাকবে আমার মুখস্থ। মেয়েদের যাবতীয় মেকআপ সব আইটেমের নাম থাকবে ঠোটস্থ। নীলক্ষেতর বইয়ের সমুদ্রে পাশ ঘেসে গেলেই তোমার জন্য কিনব গোটা কয়েক বই। তোমার পায়ের ঝুমঝুম শব্দ শোনার ইচ্ছে জাগলেই আধিখ্যেতা করে কিনব একজোড়া নূপুর। অফিস ফেরৎ পায়ে গাঁথা ক্লান্তি নিয়ে হাঁটতে গিয়েও ফুলের দোকান দেখেলে থমকে দাঁড়াব আমি। তোমার ভয়াবহ রাগী মেজাজে সামলে নেওয়ার উপায় থাকবে আমার নখদর্পণে।ঘুম না আসা রাত্রীতে আমি গেয়ে শোনাব আমার ভাঙা গলায় তোমার পছন্দের গানের লিরিক। সন্ধ্যা যখন কোথাও কোথাও কারো কারো বুকে নেমে আসে গাঢ় বেদনা সেই সময় আমি আমার পথের রেখা বদলে চলে যাব তোমার বাসার নিচে। বলবো, “চলো হেঁটে আসি”। আকাশ উজ্জল করে কোন রত্তিতে হুমায়ুনের উজ্জল বাঁকা চাঁদ উঠলে চমকে দিতে তোমায় ফোন করে ওপাশ হতে বলব, ছাঁদে যাও, চলো হিমু হই, হা করে জ্যোৎস্ন্যা খাই। বর্ষার বিকেলে হঠাৎ বৃষ্টি নামলে কদম হাতে চলে যাব তোমার বাড়ির বারান্দার নিচে। আমন্ত্রণ করবো, “এসো ভিঁজি”♦️❤️‍🩹🦕

☘️🐉প্রেমিকাকে খুশী করতে, মুগ্ধ করতে, চমকে দিতে অসীম কোন ক্ষমতা অথবা খুব বেশী টাকাপয়শার প্রয়োজন হয় না। কোথাও যেনো একবার পড়েছিলাম, নারী তাঁর পছন্দের পুরুষের পাগলামি দেখে পৈশাচিক আনন্দ পায়। নারী চায় তাঁর পছন্দের পুরুষ তার জন্য পাগলামী করুক। ভালোবাসার প্রকাশ করুক। ঐ ভালোবাসা হোক চমক প্রবণ। হুটহাট না বলে বাসার নিচে চলে যাওয়া, কলেজ গেইটের কড়কড়ে রোধে পুড়ে একঝলক দেখার অপেক্ষা নিয়ে দাঁড়িয়ে থাকা, সাক্ষাৎ শেষে রিক্সা করে তাঁর পছন্দের আইসক্রিম খেতে খেতে শহর দেখা, ইত্যাদি ইত্যাদি।😶‍🌫️🐽🌵

♣️♠️প্রেমিক হয়ে উঠলে আমি ভীষণ রকমের হেঙলা হয়ে যাব। প্রেম ভীষণ মিষ্টি জিনিস, সেই মিষ্টতা ধরে রাখতে ছোটখাটো এইসকল পাগলামী করা যদি লেইম হয়, তবে ঐসব লেইম কার্মকাণ্ডতে গা বাসাতে আমার একটু বাঁধবে না। ওরকম টুকটাক পাগলামি করে প্রিয়জনদের চমকে দেওয়ার পরে তাদের যেই হাস্যউজ্জল মুখচ্ছবির দেখা মিলে সেই মুখচ্ছবি দেখার মতো শান্তি পৃথিবীর দ্বিতীয় আর কোনো পাগলামিতে নেই।♣️♣️♠️♠️♠️♠️♠️♠️♠️♠️♠️♠️

Address

Khulna
9000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md prince mhamud Rony Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share