Md prince mhamud Rony Official

Md prince mhamud Rony Official ��Oh Allah Thank You for Choosing Me To Be A

Muslime�. Im proud of because�.I'm a muslim..????

01/08/2025

ধ্বং'সলীলা নামক ভালোবাসা
ভালোবেসে মানুষ অনেক কিছু পায়—কখনো একটি নাম, একটি মুখ, একটি অস্তি'ত্ব। আবার হারায়ও অনেক কিছু—নিজেকে, নিজের হাসিমাখা দিনগুলোকে, শূন্যতাহীন রাতগুলোকে, এমনকি কখনো জীবনের শেষ আশ্রয়টুকুকেও। কেউ কেউ ভালোবাসা নামক সেই কোমল শব্দটির আবরণে ঢাকা এক নির্ম'ম নি'ষ্ঠুরতার মুখোমুখি হয়ে বেছে নেয় আ'ত্মহননের ভ'য়ংকর পথ। একটুখানি ভালো থাকার আশায় যে হৃদয়টি কারও জন্য উজাড় করে দিয়েছিল—শেষমেশ সেই হৃদয়টাই হয়ে ওঠে নিজেই নিজের জন্য এক অনন্ত শোক।

ভালোবেসে মানুষ হারিয়ে ফেলে তার সমস্ত আনন্দ, তার সোনালি স্মৃতি, তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো। অথচ সে তো ভালোবাসতে চেয়েছিল কেবল ভালো থাকার আশায়, কেবল একটুখানি প্রশ্রয়ের আশায়। যদি ভালোবাসা ভালো থাকার কারণ হয়, তবে কেন তার শেষ নাম হয়ে ওঠে ‘স'র্বনাশ’?

ভালোবাসা—একটি শব্দ, যার ভেতর গাঁথা থাকে অগণন স্মৃতি, অপরিসীম প্রতিশ্রু'তি, আর অ'শ্রুভেজা ভালো লাগার মুহূর্ত। কিন্তু আজ, এই কঠোর পৃথিবীর আলো-আঁধারিতে দাঁড়িয়ে প্রশ্ন জাগে—আসলেই কি কেউ ভালোবেসে ভালো আছে? নাকি সবাই একেকজন পরিত্য'ক্ত প্রেমিক, একেকটি পরাজিত আ'ত্মা, যাদের একমাত্র সঙ্গী আজ শুধুই শূন্যতা?

আজকের পৃথিবীতে কেউ ভালো নেই। সবাই আ'হত, সবাই একধরনের অবহেলার শিকার। ভালোবাসা যেখানে হবার কথা ছিল আশ্রয়, সেখানে আজ ভালোবাসাই হয়ে উঠেছে পরিত্যাগের সমার্থক।

একসময় যাকে ডাকতো—সুহাসিনী, সুকেশিনী, প্রেয়সী, লক্ষ্মী, মাধবী, মাধবিনী বলে; সময়ের ছেঁকা খেয়ে সেই নামগুলোই রূপ নেয়—ধ্বং'সবতী, মায়াবতী, স'র্বনাশী, মিথ্যাবাদিনী, কিংবা বি'সাদিনীতে। সম্পর্কের এই করুণ রূপান্তর কি তবে অনিবা'র্য?

তাই তো আমি আর ভালোবাসায় বিশ্বাস রাখতে পারি না। এই শব্দটির পবিত্রতার মধ্যে আজ আমি খুঁজে পাই এক নির্ম'ম প্র'তারণা, এক ধ্বং'সয'জ্ঞের নাম। ভালোবাসা নয়, আমি তাকে বলি—‘ধ্বং'সলীলা’। কারণ, এখানে পূর্ণতার চেয়ে অপূর্ণতা বেশি, সম্মানের চেয়ে অবহেলা, চাওয়ার চেয়ে উপেক্ষা, এবং প্রতীক্ষার চেয়ে অ'শ্রুবাহী দী'র্ঘশ্বাসই বেশি।

ভালোবাসা তো হওয়ার কথা ছিল পবিত্র—দুটি হাত এক করার প্রতিজ্ঞা, সম্মানের বন্ধনে আবদ্ধ এক অদৃশ্য বাঁধন। ভালো রাখার জন্য, একসাথে বাঁচার জন্য, পাশে থাকার জন্য, বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠা এক অলঙ্ঘনীয় চুক্তি।

কিন্তু, সেই বিশ্বাস আজ চূ'র্ণ। সেই ভালোবাসার আশায় প্রতিদিন অসংখ্য মানুষ ঝাঁপ দেয় মৃ'ত্যু নামক নিঃসীম অতলে। য

01/08/2025

কিছু যাত্রা শেষ হয় না, শুধু থেমে যায় এক সময়।
কিছু স্বপ্ন বাস্তবের মুখ দেখে না, ঝরে পড়ে মাঝপথেই।

তাঁরা যারা দেশের জন্য, পরিবারের জন্য, অথবা নিজের ভবিষ্যতের জন্য হাজারো কষ্ট মাথায় নিয়ে পাড়ি দিয়েছিলেন অজানা গন্তব্যের দিকে--তাঁদের সেই চোখজুড়ে ছিল একরাশ আশা।
নতুন জীবন, ভালো উপার্জন, সম্মান আর সুখ--- এসব নিয়েই তাঁরা পথ চলেছিলেন।
কিন্তু সময় সবাইকে সমান সুযোগ দেয় না।

আজ যখন তাঁরা ফিরছেন, তখন কাঁধে ব্যাগের চেয়েও ভারী হয়েছে হৃদয়ের বোঝা।
তাঁদের মুখে নেই কোনো অভিযোগ, তবু চোখে লুকানো থাকে হাজারো অপূর্ণতা।
প্রতীক্ষায় থাকা মা-বাবা, সন্তান কিংবা প্রিয়জন হয়তো কিছুই জানতে পারে না-- এই নীরব ব্যর্থতার গর্জন কতটা যন্ত্রণাদায়ক।

আমরা শুধুই বিচার করি ফলাফল দিয়ে। কেউ সফল? বাহবা। কেউ ব্যর্থ? অবজ্ঞা।
কিন্তু যে মানুষটা নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছিল, সেই চেষ্টাটার কোনো দাম আমরা দিই না।

আজ যারা ফিরছে-- তাঁরা নিঃস্ব হতে পারে সম্পদে, কিন্তু অভিজ্ঞতায় তাঁরা অনেক বেশি সমৃদ্ধ।
তাঁদের ব্যর্থতা নয়, তাঁদের সাহস, আত্মত্যাগ আর চেষ্টা আমাদের সম্মান করা উচিত।

💔হয়তো স্বপ্ন ভেঙেছে, কিন্তু মানুষটা এখনও বেঁচে আছে।
💔 হয়তো ব্যর্থ হয়েছে, কিন্তু আবারও শুরু করার সাহসটা এখনও হারায়নি।
💔 হয়তো নিস্তব্ধ আজ, কিন্তু হৃদয়ের ভেতরে একদিনের জ্বালা ঠিকই আলো হয়ে জ্বলবে।

সম্মান করুন সেই মানুষগুলোকে, যারা একদিন সাহস করে ভিন্ন পথে পা বাড়িয়েছিল।
সবাই সফল হয় না-- কিন্তু সবাই চেষ্টা করে না-ও।

জীবনের প্রতিটি ধাপে ছিল উচ্ছ্বাস, স্বপ্ন, ভবিষ্যতের হাজার রঙিন ছায়া।

তারা ফিরে গেলেন, কিন্তু রেখে গেলেন এক অনুচ্চারিত প্রশ্ন--
“আসলে কারা ফিরছে-- জীবিত মানুষ, নাকি হাঁটতে থাকা কিছু স্তব্ধ স্মৃতি?”

31/07/2025

মন খারাপের সময়গুলোতে অনেক একা লাগে,
কথা বলার মতো কাউকে খুঁজে পাওয়া যায় না।
কথা জমে বুকটা ভারী হয়ে আছে।
শ্বাস নিতে কষ্ট হয়, কান্না আটকে আছে,
কিন্তু কাঁদতেও পারি না এখন আর।

অনেক কিছু বলতে ইচ্ছে করছে,
কিন্তু কেউ শোনার মতো নেই।
শুনলেও কেউ বুঝে না বা বুঝতে চায় না।
সবাই পাশে থাকে, কিন্তু অনুভব করে না।

আমি চেয়েছিলাম, কেউ একজন বুঝুক,
আমার না বলা কথাগুলো বুঝে নিক।
আমার শক্ত থাকার অভিনয়ের পেছনের দুর্বল মানুষটাকে।

আজ আমার মন কাঁদছে…
চুপচাপ, নিঃশব্দে, একা একা।
এই কষ্ট এটা আমার, একান্ত আমার।

~

31/07/2025

তুমি আমারে কইতা -
আমি নাকি অনেক ভালা মানুষ ,
আমার মতন মানুষ হয় না,
আমারে যে পাইবে, সে নাকি অনেক 'ভাগ্যবতী' হইবে।

তাহলে আমি যদি এতটাই ভালা হই,
তুমি আমারে কেন ছাইড়া গেলা?

তুমি কি মিছা কতা কইছিলা?
নাকি আমারে শান্তনা দেয়ার লাইগা কইছিলা !

তুমি জানো?
আমি এহনো তোমার ওই কথাগুলা বিশ্বাস করবার চাই,
তবু বারবার একটাই প্রশ্ন -
"ভালা হইলে কেউ কি এমনে ফালায় রাইখা যায়?"

তুমি যদি আমারে এতই ভালা কও,
তাহলে আমারে জায়গা দিলা না কেন?
তুমি কেন হইলা না সেই ‘ভাগ্যবতী’
যার কথা তুমি নিজেই কইছিলা?

30/07/2025

ধ্বং'সলীলা নামক ভালোবাসা
ভালোবেসে মানুষ অনেক কিছু পায়—কখনো একটি নাম, একটি মুখ, একটি অস্তি'ত্ব। আবার হারায়ও অনেক কিছু—নিজেকে, নিজের হাসিমাখা দিনগুলোকে, শূন্যতাহীন রাতগুলোকে, এমনকি কখনো জীবনের শেষ আশ্রয়টুকুকেও। কেউ কেউ ভালোবাসা নামক সেই কোমল শব্দটির আবরণে ঢাকা এক নির্ম'ম নি'ষ্ঠুরতার মুখোমুখি হয়ে বেছে নেয় আ'ত্মহননের ভ'য়ংকর পথ। একটুখানি ভালো থাকার আশায় যে হৃদয়টি কারও জন্য উজাড় করে দিয়েছিল—শেষমেশ সেই হৃদয়টাই হয়ে ওঠে নিজেই নিজের জন্য এক অনন্ত শোক।

ভালোবেসে মানুষ হারিয়ে ফেলে তার সমস্ত আনন্দ, তার সোনালি স্মৃতি, তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো। অথচ সে তো ভালোবাসতে চেয়েছিল কেবল ভালো থাকার আশায়, কেবল একটুখানি প্রশ্রয়ের আশায়। যদি ভালোবাসা ভালো থাকার কারণ হয়, তবে কেন তার শেষ নাম হয়ে ওঠে ‘স'র্বনাশ’?

ভালোবাসা—একটি শব্দ, যার ভেতর গাঁথা থাকে অগণন স্মৃতি, অপরিসীম প্রতিশ্রু'তি, আর অ'শ্রুভেজা ভালো লাগার মুহূর্ত। কিন্তু আজ, এই কঠোর পৃথিবীর আলো-আঁধারিতে দাঁড়িয়ে প্রশ্ন জাগে—আসলেই কি কেউ ভালোবেসে ভালো আছে? নাকি সবাই একেকজন পরিত্য'ক্ত প্রেমিক, একেকটি পরাজিত আ'ত্মা, যাদের একমাত্র সঙ্গী আজ শুধুই শূন্যতা?

আজকের পৃথিবীতে কেউ ভালো নেই। সবাই আ'হত, সবাই একধরনের অবহেলার শিকার। ভালোবাসা যেখানে হবার কথা ছিল আশ্রয়, সেখানে আজ ভালোবাসাই হয়ে উঠেছে পরিত্যাগের সমার্থক।

একসময় যাকে ডাকতো—সুহাসিনী, সুকেশিনী, প্রেয়সী, লক্ষ্মী, মাধবী, মাধবিনী বলে; সময়ের ছেঁকা খেয়ে সেই নামগুলোই রূপ নেয়—ধ্বং'সবতী, মায়াবতী, স'র্বনাশী, মিথ্যাবাদিনী, কিংবা বি'সাদিনীতে। সম্পর্কের এই করুণ রূপান্তর কি তবে অনিবা'র্য?

তাই তো আমি আর ভালোবাসায় বিশ্বাস রাখতে পারি না। এই শব্দটির পবিত্রতার মধ্যে আজ আমি খুঁজে পাই এক নির্ম'ম প্র'তারণা, এক ধ্বং'সয'জ্ঞের নাম। ভালোবাসা নয়, আমি তাকে বলি—‘ধ্বং'সলীলা’। কারণ, এখানে পূর্ণতার চেয়ে অপূর্ণতা বেশি, সম্মানের চেয়ে অবহেলা, চাওয়ার চেয়ে উপেক্ষা, এবং প্রতীক্ষার চেয়ে অ'শ্রুবাহী দী'র্ঘশ্বাসই বেশি।

ভালোবাসা তো হওয়ার কথা ছিল পবিত্র—দুটি হাত এক করার প্রতিজ্ঞা, সম্মানের বন্ধনে আবদ্ধ এক অদৃশ্য বাঁধন। ভালো রাখার জন্য, একসাথে বাঁচার জন্য, পাশে থাকার জন্য, বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠা এক অলঙ্ঘনীয় চুক্তি।

কিন্তু, সেই বিশ্বাস আজ চূ'র্ণ। সেই ভালোবাসার আশায় প্রতিদিন অসংখ্য মানুষ ঝাঁপ দেয় মৃ'ত্যু নামক নিঃসীম অতলে।

05/04/2025

তোমাকে বলা হয়নি আমি গোপনে তোমার জন্যে বুকের ভিতর কথা জমিয়েছি। একটা অদৃশ্য ভয় আমার ছিল সম্ভবত। তোমাকে হারিয়ে ফেলার ভয়। সেই ভয় আমাকে এমনভাবে তাড়া করলো যে তোমাকে আর বলা'ই হয়ে উঠেনি বুকের ভেতর জড়ো করা সেই-সব কথা।

আমি চেষ্টা করেছি। সময় খুব দ্রুত ফুরায় জানি। আমারও ফুরিয়েছে। আমি শুধু ভেবেছি তুমি সব বুঝবে। খোলা বইয়ের মত তুমি একদিন আমায় পড়ে ফেলবে। আমার চোখের মাঝে চিন্তার রহস্য তুমি জেনে নিবে আলগোছে। আমার দুই ঠোঁটের মাঝে এসেও আঁটকে থাকা অব্যক্ত কথাগুলো বোধহয় শুনে ফেলবে কান পেতে গোপনে। তুমি ধরে ফেলবে কেনো রোজ বিষন্নতায় হাতে পায়ে মেখে জীবনের দিকে এগিয়ে যাই আমি।

আমার জানা ছিলো না সবাই মানুষ পড়তে পারে না। মানুষ তো আর খোলা বই নয়। আমার জানা ছিলোনা কপালে চিন্তার ভাঁজ দেখে বুকের মাঝে গভীরের অসুখ বুঝার ক্ষমতা সম্পূর্ন মানুষের খুব অভাব এই নশ্বরে।

আমার সত্যি জানা ছিলোনা। আমি তোমাকে চাই এটা না বলা অব্দি তুমি কস্মিনকালেও টের পাবে না তোমাকে প্রতিটি মহূর্ত কী গভীরভাবে খোদার কাছে চেয়ে গেছি গোপন প্রার্থনায়।

আমার বুঝতে বড্ড দেরি হয়ে গেছে যে তুমি তো মানুষ ঈশ্বর না। গোপন আর্তনাদের ভাষা কেবল ঈশ্বর শুনেছেন, মানুষ কখনও শোনতে পায়নি।

দুঃখকে আমার ভয় নেই। সেই দুঃখ তুমি দাও কিংবা পৃথিবী দিক। আমার ভয় তো সেখানেই, যেখানে দুঃখের দিনে তুমি পাশে থাকবে না! এত যন...
31/03/2025

দুঃখকে আমার ভয় নেই।
সেই দুঃখ তুমি দাও কিংবা পৃথিবী দিক। আমার ভয় তো সেখানেই, যেখানে দুঃখের দিনে তুমি পাশে থাকবে না! এত যন্ত্রণা, এত বেদনা, নিঃসঙ্গতা, একাকিত্ব, হতাশাদের মোকাবিলা করতে হলে যে তোমায় প্রয়োজন।

মানুষ কী আর দুঃখকে ভয় করে?
মানুষ ভয় করে এইসব দুঃখের দিনে একা থাকতে! সব যন্ত্রণা তো মানুষ একা একাই সহ্য করে, শুধু কাঁধে হাত রেখে পাশে সাহস দেয়ার মতো একজোড়া হাতের প্রয়োজন, কথা শোনার মতো মনোযোগী মানুষের প্রয়োজন।

যন্ত্রণা তুমি দাও কিংবা পৃথিবীর সব নির্মম বাস্তবতা দিক। তবুও তো তোমায় প্রয়োজন পাশে। বিরহের রাতদিন, দুঃখের প্রহর সহজে শেষ হয় না। জীবন ফুরায়, কথা ফুরায়, শুধু দুঃখের দিন ফুরায় না!

তুমি পাশে থাকলে এইসব দুঃখকে ছেলেখেলা ভেবে সহজেই এড়িয়ে যাওয়া যায়। তুমি থাকলে সব যন্ত্রণা অনায়াসে সহ্য করা যায়। দুঃখ দাও তাতে কোনো আক্ষেপ নেই। শুধু পাশে থেকে যাও, কাছে থেকে যাও কারণে-অকারণে ভালোবেসে যাও
দুঃখের সময় আসল মানুষ চেনা জাই কে আপন কে পর......????

31/03/2025

-'আমি না থাকলেও তোমারে আগলে রাখার মানুষের অভাব নেই শহর জুড়ে।
আমি তোমার কোথাও এক সময় ছিলাম পরিচয় হীনতা নিয়ে।
খুব গোপনে খুব নিভৃতে আর নীরবে।

সগৌরবে তোমার চারপাশে তখনো সমাগম ছিলো অনেক মানুষের, এখনো আছে!
অথচ আমি ভাবতাম আমিই তোমার একমাত্র। তুমি
আমারই একান্ত..!! 🖤✨

Address

Khulna
9000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md prince mhamud Rony Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share