Md prince mhamud Rony Official

Md prince mhamud Rony Official ��Oh Allah Thank You for Choosing Me To Be A

Muslime�. Im proud of because�.I'm a muslim..????

01/08/2025

ধ্বং'সলীলা নামক ভালোবাসা
ভালোবেসে মানুষ অনেক কিছু পায়—কখনো একটি নাম, একটি মুখ, একটি অস্তি'ত্ব। আবার হারায়ও অনেক কিছু—নিজেকে, নিজের হাসিমাখা দিনগুলোকে, শূন্যতাহীন রাতগুলোকে, এমনকি কখনো জীবনের শেষ আশ্রয়টুকুকেও। কেউ কেউ ভালোবাসা নামক সেই কোমল শব্দটির আবরণে ঢাকা এক নির্ম'ম নি'ষ্ঠুরতার মুখোমুখি হয়ে বেছে নেয় আ'ত্মহননের ভ'য়ংকর পথ। একটুখানি ভালো থাকার আশায় যে হৃদয়টি কারও জন্য উজাড় করে দিয়েছিল—শেষমেশ সেই হৃদয়টাই হয়ে ওঠে নিজেই নিজের জন্য এক অনন্ত শোক।

ভালোবেসে মানুষ হারিয়ে ফেলে তার সমস্ত আনন্দ, তার সোনালি স্মৃতি, তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো। অথচ সে তো ভালোবাসতে চেয়েছিল কেবল ভালো থাকার আশায়, কেবল একটুখানি প্রশ্রয়ের আশায়। যদি ভালোবাসা ভালো থাকার কারণ হয়, তবে কেন তার শেষ নাম হয়ে ওঠে ‘স'র্বনাশ’?

ভালোবাসা—একটি শব্দ, যার ভেতর গাঁথা থাকে অগণন স্মৃতি, অপরিসীম প্রতিশ্রু'তি, আর অ'শ্রুভেজা ভালো লাগার মুহূর্ত। কিন্তু আজ, এই কঠোর পৃথিবীর আলো-আঁধারিতে দাঁড়িয়ে প্রশ্ন জাগে—আসলেই কি কেউ ভালোবেসে ভালো আছে? নাকি সবাই একেকজন পরিত্য'ক্ত প্রেমিক, একেকটি পরাজিত আ'ত্মা, যাদের একমাত্র সঙ্গী আজ শুধুই শূন্যতা?

আজকের পৃথিবীতে কেউ ভালো নেই। সবাই আ'হত, সবাই একধরনের অবহেলার শিকার। ভালোবাসা যেখানে হবার কথা ছিল আশ্রয়, সেখানে আজ ভালোবাসাই হয়ে উঠেছে পরিত্যাগের সমার্থক।

একসময় যাকে ডাকতো—সুহাসিনী, সুকেশিনী, প্রেয়সী, লক্ষ্মী, মাধবী, মাধবিনী বলে; সময়ের ছেঁকা খেয়ে সেই নামগুলোই রূপ নেয়—ধ্বং'সবতী, মায়াবতী, স'র্বনাশী, মিথ্যাবাদিনী, কিংবা বি'সাদিনীতে। সম্পর্কের এই করুণ রূপান্তর কি তবে অনিবা'র্য?

তাই তো আমি আর ভালোবাসায় বিশ্বাস রাখতে পারি না। এই শব্দটির পবিত্রতার মধ্যে আজ আমি খুঁজে পাই এক নির্ম'ম প্র'তারণা, এক ধ্বং'সয'জ্ঞের নাম। ভালোবাসা নয়, আমি তাকে বলি—‘ধ্বং'সলীলা’। কারণ, এখানে পূর্ণতার চেয়ে অপূর্ণতা বেশি, সম্মানের চেয়ে অবহেলা, চাওয়ার চেয়ে উপেক্ষা, এবং প্রতীক্ষার চেয়ে অ'শ্রুবাহী দী'র্ঘশ্বাসই বেশি।

ভালোবাসা তো হওয়ার কথা ছিল পবিত্র—দুটি হাত এক করার প্রতিজ্ঞা, সম্মানের বন্ধনে আবদ্ধ এক অদৃশ্য বাঁধন। ভালো রাখার জন্য, একসাথে বাঁচার জন্য, পাশে থাকার জন্য, বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠা এক অলঙ্ঘনীয় চুক্তি।

কিন্তু, সেই বিশ্বাস আজ চূ'র্ণ। সেই ভালোবাসার আশায় প্রতিদিন অসংখ্য মানুষ ঝাঁপ দেয় মৃ'ত্যু নামক নিঃসীম অতলে। য

01/08/2025

কিছু যাত্রা শেষ হয় না, শুধু থেমে যায় এক সময়।
কিছু স্বপ্ন বাস্তবের মুখ দেখে না, ঝরে পড়ে মাঝপথেই।

তাঁরা যারা দেশের জন্য, পরিবারের জন্য, অথবা নিজের ভবিষ্যতের জন্য হাজারো কষ্ট মাথায় নিয়ে পাড়ি দিয়েছিলেন অজানা গন্তব্যের দিকে--তাঁদের সেই চোখজুড়ে ছিল একরাশ আশা।
নতুন জীবন, ভালো উপার্জন, সম্মান আর সুখ--- এসব নিয়েই তাঁরা পথ চলেছিলেন।
কিন্তু সময় সবাইকে সমান সুযোগ দেয় না।

আজ যখন তাঁরা ফিরছেন, তখন কাঁধে ব্যাগের চেয়েও ভারী হয়েছে হৃদয়ের বোঝা।
তাঁদের মুখে নেই কোনো অভিযোগ, তবু চোখে লুকানো থাকে হাজারো অপূর্ণতা।
প্রতীক্ষায় থাকা মা-বাবা, সন্তান কিংবা প্রিয়জন হয়তো কিছুই জানতে পারে না-- এই নীরব ব্যর্থতার গর্জন কতটা যন্ত্রণাদায়ক।

আমরা শুধুই বিচার করি ফলাফল দিয়ে। কেউ সফল? বাহবা। কেউ ব্যর্থ? অবজ্ঞা।
কিন্তু যে মানুষটা নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছিল, সেই চেষ্টাটার কোনো দাম আমরা দিই না।

আজ যারা ফিরছে-- তাঁরা নিঃস্ব হতে পারে সম্পদে, কিন্তু অভিজ্ঞতায় তাঁরা অনেক বেশি সমৃদ্ধ।
তাঁদের ব্যর্থতা নয়, তাঁদের সাহস, আত্মত্যাগ আর চেষ্টা আমাদের সম্মান করা উচিত।

💔হয়তো স্বপ্ন ভেঙেছে, কিন্তু মানুষটা এখনও বেঁচে আছে।
💔 হয়তো ব্যর্থ হয়েছে, কিন্তু আবারও শুরু করার সাহসটা এখনও হারায়নি।
💔 হয়তো নিস্তব্ধ আজ, কিন্তু হৃদয়ের ভেতরে একদিনের জ্বালা ঠিকই আলো হয়ে জ্বলবে।

সম্মান করুন সেই মানুষগুলোকে, যারা একদিন সাহস করে ভিন্ন পথে পা বাড়িয়েছিল।
সবাই সফল হয় না-- কিন্তু সবাই চেষ্টা করে না-ও।

জীবনের প্রতিটি ধাপে ছিল উচ্ছ্বাস, স্বপ্ন, ভবিষ্যতের হাজার রঙিন ছায়া।

তারা ফিরে গেলেন, কিন্তু রেখে গেলেন এক অনুচ্চারিত প্রশ্ন--
“আসলে কারা ফিরছে-- জীবিত মানুষ, নাকি হাঁটতে থাকা কিছু স্তব্ধ স্মৃতি?”

31/07/2025

মন খারাপের সময়গুলোতে অনেক একা লাগে,
কথা বলার মতো কাউকে খুঁজে পাওয়া যায় না।
কথা জমে বুকটা ভারী হয়ে আছে।
শ্বাস নিতে কষ্ট হয়, কান্না আটকে আছে,
কিন্তু কাঁদতেও পারি না এখন আর।

অনেক কিছু বলতে ইচ্ছে করছে,
কিন্তু কেউ শোনার মতো নেই।
শুনলেও কেউ বুঝে না বা বুঝতে চায় না।
সবাই পাশে থাকে, কিন্তু অনুভব করে না।

আমি চেয়েছিলাম, কেউ একজন বুঝুক,
আমার না বলা কথাগুলো বুঝে নিক।
আমার শক্ত থাকার অভিনয়ের পেছনের দুর্বল মানুষটাকে।

আজ আমার মন কাঁদছে…
চুপচাপ, নিঃশব্দে, একা একা।
এই কষ্ট এটা আমার, একান্ত আমার।

~

31/07/2025

তুমি আমারে কইতা -
আমি নাকি অনেক ভালা মানুষ ,
আমার মতন মানুষ হয় না,
আমারে যে পাইবে, সে নাকি অনেক 'ভাগ্যবতী' হইবে।

তাহলে আমি যদি এতটাই ভালা হই,
তুমি আমারে কেন ছাইড়া গেলা?

তুমি কি মিছা কতা কইছিলা?
নাকি আমারে শান্তনা দেয়ার লাইগা কইছিলা !

তুমি জানো?
আমি এহনো তোমার ওই কথাগুলা বিশ্বাস করবার চাই,
তবু বারবার একটাই প্রশ্ন -
"ভালা হইলে কেউ কি এমনে ফালায় রাইখা যায়?"

তুমি যদি আমারে এতই ভালা কও,
তাহলে আমারে জায়গা দিলা না কেন?
তুমি কেন হইলা না সেই ‘ভাগ্যবতী’
যার কথা তুমি নিজেই কইছিলা?

30/07/2025

ধ্বং'সলীলা নামক ভালোবাসা
ভালোবেসে মানুষ অনেক কিছু পায়—কখনো একটি নাম, একটি মুখ, একটি অস্তি'ত্ব। আবার হারায়ও অনেক কিছু—নিজেকে, নিজের হাসিমাখা দিনগুলোকে, শূন্যতাহীন রাতগুলোকে, এমনকি কখনো জীবনের শেষ আশ্রয়টুকুকেও। কেউ কেউ ভালোবাসা নামক সেই কোমল শব্দটির আবরণে ঢাকা এক নির্ম'ম নি'ষ্ঠুরতার মুখোমুখি হয়ে বেছে নেয় আ'ত্মহননের ভ'য়ংকর পথ। একটুখানি ভালো থাকার আশায় যে হৃদয়টি কারও জন্য উজাড় করে দিয়েছিল—শেষমেশ সেই হৃদয়টাই হয়ে ওঠে নিজেই নিজের জন্য এক অনন্ত শোক।

ভালোবেসে মানুষ হারিয়ে ফেলে তার সমস্ত আনন্দ, তার সোনালি স্মৃতি, তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো। অথচ সে তো ভালোবাসতে চেয়েছিল কেবল ভালো থাকার আশায়, কেবল একটুখানি প্রশ্রয়ের আশায়। যদি ভালোবাসা ভালো থাকার কারণ হয়, তবে কেন তার শেষ নাম হয়ে ওঠে ‘স'র্বনাশ’?

ভালোবাসা—একটি শব্দ, যার ভেতর গাঁথা থাকে অগণন স্মৃতি, অপরিসীম প্রতিশ্রু'তি, আর অ'শ্রুভেজা ভালো লাগার মুহূর্ত। কিন্তু আজ, এই কঠোর পৃথিবীর আলো-আঁধারিতে দাঁড়িয়ে প্রশ্ন জাগে—আসলেই কি কেউ ভালোবেসে ভালো আছে? নাকি সবাই একেকজন পরিত্য'ক্ত প্রেমিক, একেকটি পরাজিত আ'ত্মা, যাদের একমাত্র সঙ্গী আজ শুধুই শূন্যতা?

আজকের পৃথিবীতে কেউ ভালো নেই। সবাই আ'হত, সবাই একধরনের অবহেলার শিকার। ভালোবাসা যেখানে হবার কথা ছিল আশ্রয়, সেখানে আজ ভালোবাসাই হয়ে উঠেছে পরিত্যাগের সমার্থক।

একসময় যাকে ডাকতো—সুহাসিনী, সুকেশিনী, প্রেয়সী, লক্ষ্মী, মাধবী, মাধবিনী বলে; সময়ের ছেঁকা খেয়ে সেই নামগুলোই রূপ নেয়—ধ্বং'সবতী, মায়াবতী, স'র্বনাশী, মিথ্যাবাদিনী, কিংবা বি'সাদিনীতে। সম্পর্কের এই করুণ রূপান্তর কি তবে অনিবা'র্য?

তাই তো আমি আর ভালোবাসায় বিশ্বাস রাখতে পারি না। এই শব্দটির পবিত্রতার মধ্যে আজ আমি খুঁজে পাই এক নির্ম'ম প্র'তারণা, এক ধ্বং'সয'জ্ঞের নাম। ভালোবাসা নয়, আমি তাকে বলি—‘ধ্বং'সলীলা’। কারণ, এখানে পূর্ণতার চেয়ে অপূর্ণতা বেশি, সম্মানের চেয়ে অবহেলা, চাওয়ার চেয়ে উপেক্ষা, এবং প্রতীক্ষার চেয়ে অ'শ্রুবাহী দী'র্ঘশ্বাসই বেশি।

ভালোবাসা তো হওয়ার কথা ছিল পবিত্র—দুটি হাত এক করার প্রতিজ্ঞা, সম্মানের বন্ধনে আবদ্ধ এক অদৃশ্য বাঁধন। ভালো রাখার জন্য, একসাথে বাঁচার জন্য, পাশে থাকার জন্য, বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠা এক অলঙ্ঘনীয় চুক্তি।

কিন্তু, সেই বিশ্বাস আজ চূ'র্ণ। সেই ভালোবাসার আশায় প্রতিদিন অসংখ্য মানুষ ঝাঁপ দেয় মৃ'ত্যু নামক নিঃসীম অতলে।

05/04/2025

তোমাকে বলা হয়নি আমি গোপনে তোমার জন্যে বুকের ভিতর কথা জমিয়েছি। একটা অদৃশ্য ভয় আমার ছিল সম্ভবত। তোমাকে হারিয়ে ফেলার ভয়। সেই ভয় আমাকে এমনভাবে তাড়া করলো যে তোমাকে আর বলা'ই হয়ে উঠেনি বুকের ভেতর জড়ো করা সেই-সব কথা।

আমি চেষ্টা করেছি। সময় খুব দ্রুত ফুরায় জানি। আমারও ফুরিয়েছে। আমি শুধু ভেবেছি তুমি সব বুঝবে। খোলা বইয়ের মত তুমি একদিন আমায় পড়ে ফেলবে। আমার চোখের মাঝে চিন্তার রহস্য তুমি জেনে নিবে আলগোছে। আমার দুই ঠোঁটের মাঝে এসেও আঁটকে থাকা অব্যক্ত কথাগুলো বোধহয় শুনে ফেলবে কান পেতে গোপনে। তুমি ধরে ফেলবে কেনো রোজ বিষন্নতায় হাতে পায়ে মেখে জীবনের দিকে এগিয়ে যাই আমি।

আমার জানা ছিলো না সবাই মানুষ পড়তে পারে না। মানুষ তো আর খোলা বই নয়। আমার জানা ছিলোনা কপালে চিন্তার ভাঁজ দেখে বুকের মাঝে গভীরের অসুখ বুঝার ক্ষমতা সম্পূর্ন মানুষের খুব অভাব এই নশ্বরে।

আমার সত্যি জানা ছিলোনা। আমি তোমাকে চাই এটা না বলা অব্দি তুমি কস্মিনকালেও টের পাবে না তোমাকে প্রতিটি মহূর্ত কী গভীরভাবে খোদার কাছে চেয়ে গেছি গোপন প্রার্থনায়।

আমার বুঝতে বড্ড দেরি হয়ে গেছে যে তুমি তো মানুষ ঈশ্বর না। গোপন আর্তনাদের ভাষা কেবল ঈশ্বর শুনেছেন, মানুষ কখনও শোনতে পায়নি।

দুঃখকে আমার ভয় নেই। সেই দুঃখ তুমি দাও কিংবা পৃথিবী দিক। আমার ভয় তো সেখানেই, যেখানে দুঃখের দিনে তুমি পাশে থাকবে না! এত যন...
31/03/2025

দুঃখকে আমার ভয় নেই।
সেই দুঃখ তুমি দাও কিংবা পৃথিবী দিক। আমার ভয় তো সেখানেই, যেখানে দুঃখের দিনে তুমি পাশে থাকবে না! এত যন্ত্রণা, এত বেদনা, নিঃসঙ্গতা, একাকিত্ব, হতাশাদের মোকাবিলা করতে হলে যে তোমায় প্রয়োজন।

মানুষ কী আর দুঃখকে ভয় করে?
মানুষ ভয় করে এইসব দুঃখের দিনে একা থাকতে! সব যন্ত্রণা তো মানুষ একা একাই সহ্য করে, শুধু কাঁধে হাত রেখে পাশে সাহস দেয়ার মতো একজোড়া হাতের প্রয়োজন, কথা শোনার মতো মনোযোগী মানুষের প্রয়োজন।

যন্ত্রণা তুমি দাও কিংবা পৃথিবীর সব নির্মম বাস্তবতা দিক। তবুও তো তোমায় প্রয়োজন পাশে। বিরহের রাতদিন, দুঃখের প্রহর সহজে শেষ হয় না। জীবন ফুরায়, কথা ফুরায়, শুধু দুঃখের দিন ফুরায় না!

তুমি পাশে থাকলে এইসব দুঃখকে ছেলেখেলা ভেবে সহজেই এড়িয়ে যাওয়া যায়। তুমি থাকলে সব যন্ত্রণা অনায়াসে সহ্য করা যায়। দুঃখ দাও তাতে কোনো আক্ষেপ নেই। শুধু পাশে থেকে যাও, কাছে থেকে যাও কারণে-অকারণে ভালোবেসে যাও
দুঃখের সময় আসল মানুষ চেনা জাই কে আপন কে পর......????

31/03/2025

-'আমি না থাকলেও তোমারে আগলে রাখার মানুষের অভাব নেই শহর জুড়ে।
আমি তোমার কোথাও এক সময় ছিলাম পরিচয় হীনতা নিয়ে।
খুব গোপনে খুব নিভৃতে আর নীরবে।

সগৌরবে তোমার চারপাশে তখনো সমাগম ছিলো অনেক মানুষের, এখনো আছে!
অথচ আমি ভাবতাম আমিই তোমার একমাত্র। তুমি
আমারই একান্ত..!! 🖤✨

ফুল ভালোবাসতাম খুব; তারপর একদিন তুমি আসলে জীবনে। তোমার হাতে একটা গোলাপ তুলে দিয়ে বলেছিলাম, আজ থেকে তোমাকে ভালোবাসবো, তুম...
27/10/2024

ফুল ভালোবাসতাম খুব; তারপর একদিন তুমি আসলে জীবনে। তোমার হাতে একটা গোলাপ তুলে দিয়ে বলেছিলাম, আজ থেকে তোমাকে ভালোবাসবো, তুমি আমার ফুল। কাউকে ফুল দেওয়ার মত ভুল আমার ভেঙে গিয়েছিলো সেইদিন যেইদিন তুমি সম্পর্কের কফিনে শেষ ফেরাক মেরে নিরুদ্দেশ হয়েছিলে।

সবটাই হয়তো ভুল ছিলো; শুধু আমাদের দেখা হওয়াটাই ছিলো নির্ভুল। ভেবেছিলাম তোমার সাথে অনেকটা পথ হাঁটবো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে অনেক আগে'ই পথটা আলাদা হলো।

অনেক স্বপ্ন ছিলো চুড়ি, টিপের পাতা, কবিতার বই হাতে তোমার টানে বুক পকেটে সন্ধ্যা নিয়ে বাড়ি ফিরবো। তুমি অপেক্ষায় নিয়ে দাঁড়িয়ে থাকবে দুয়ারে কান ঠেকিয়ে; কখন আমি এসে দরজায় কড়া নাড়বো। এখন আমার অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে থাকে বিষণ্ণ সন্ধ্যা।

খুব সখ ছিলো জানলার পাশে বসে তোমার কাঁধে হেলান দিয়ে আগুন ভরা নক্ষত্রের রাতে জোৎস্ন্যা দেখবো। অথচ এখন আমার জানালা খুলে দিলে'ই হুঁহুঁ করে ঘরে ঢুকে পড়ে যন্ত্রণা নামের প্রেমিকা।

কথা ছিলো সমুদ্রের জলে দু'জন পা ভিজবো, এখন আমার দু'টো চোখ ভিঁজে যায় কি যেনো এক কান্নায়। পাহাড়ের বুকে দাঁড়িয়ে দুজন মেঘ ছুঁয়ে দেখবো, অথচ দেখো এখন আমি স্মৃতির উঁচু পাহাড়ে দাঁড়িয়ে আছি- রোদে শুঁকাই, বৃষ্টিতে ভিজি, মুক্তি মিলেনা। কথা ছিলো খুব আদরে দু'জন দু'জনকে চুমু খাবো ঠোঁট ফাটা ঋতুতে; এখন আমার ঠোঁটে বারোমাসই চুমু খায় ছাইপাঁশ।

ক্ষনিকের সুখ হয়ে তুমি যে অসুখ বাঁধিয়ে গিয়েছো তা দিনকে দিন আমাকে জালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। মাঝে মাঝে নিজেকে খুব অসহায় মনে হয় না পাওয়ার বেদনার কাছে, যেন আমি সৎমায়ের সংসারে কোন অবহেলিত শিশু।

তবুও;
পার্থনা করি তুমি ভালো থাকো, তোমার মাঝেই থাকো। পেয়ে হারানোর মতো যন্ত্রণা তোমায় না গ্রাস করুক কখনো। ভেঙেচুরে ভালোবাসে যে কুয়ো খনন করেছি, আমি না হয় একাই সেই কুয়োতে হাসফাঁস করে মরি.....

28/12/2023

☘️🌱কোন সম্পর্কে দুঃখ কষ্ট থাকে আবার কোন সম্পর্কে সুখ থাকে ।🍀 ভালোবাসার মানুষটি যদি সঠিক হই তাহলে সুখ শান্তি থাকে🌹 তোমায় ভালোবাসি এই অনুভূতিটা হওয়ার পর থেকে মাথায় ছোটোখাটো একটা সংসার করার মাস্টারপ্ল্যান নিয়ে ঘুরছি আমার সোনা কলিজা লক্ষ্মীটি❤️। আমার যাবতীয় সমস্ত ব্যস্ততাকে অন্য পাশে ছুড়ে ফেলে ইদানীং সব সময় খুব ভাবছি তোমায় নিয়ে। কোনো দেশের মধ্যে দীর্ঘদিন যাবৎ দূর্ভিক্ষ থাকার পর বেহেশতের ফল আঙুর নিয়ে ফেরেশতা আগমনের আনন্দের মতো সুদিন আসিয়া আমাদের কাছে আনবে খুব শুধু মাত্র দু'জনের হাতের মুঠোয় দু'জন ফুরিয়ে যেতে। বাড়ির আঙিনার পেয়ারা গাছে বাসা বাঁধা হলদে পাখির সংসারের মতো আমরাও সংসার বাঁধবো একখান। আমরা হবো একে-অপরের অভ্যাস। জঙ্গলা ফুলের মত আমার পাঞ্জাবি আর সেন্টু গেঞ্জিগুলোর পাশে ঝুলে থাকবে তোমার আকাশী রঙের শাড়ি। টেবিলের চ্যাপটা মুখের টুথপেষ্ট, সস্তা পারফিউমের পাশে গুটিসুটি মেরে বসে থাকবে তোমার সেপটিফিন, চুলের কাকড়া, বাসি গাজরার মালা। একদিন সকালে আচমকা ঘুম ভেঙে দেখবো তুমি বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছো ওইভাবে, শবে বরাতের রাতে যেই রকমভাবে নামাজের বিছানায় মায়ের পাশে শুয়ে থাকতাম আমি। এসব ভাবনা নিতান্তই পাগলামি না বলো লক্ষ্মীটি.....🌹♥️♥️

🍀🌱দুপুরে আলু সিদ্ধ করতে করতে ভাবি, গ্যাস্টিকের কারণে বুকের ব্যথাটা সেরে উঠবে তোমার হাতের রান্না খেলে। তুমি আলুভর্তার বদলে হয়তো রান্না করবে আলুভাজি, সঙ্গে থাকবে মশুরের ডালের ঘ্রাণ। খেতে বসে দু' এক লোকমা আমি মনে হয় তুলে দিব তোমার মুখে, তুমিও মনে হয় আঁচলের আদরে মুছে দিবে ঠোঁটের পাশে নিয়ম ভেঙে বসা তরকারি ঝোল😪😪

☘️🌱সাপ্তাহের চারদিন এসব রুটিনমাফিক খাবারের তালিকা বাদ দিয়ে বাহিরে একদিন দুপুরে খেতে যাবো। পকেটে টাকার অভাব জনমভরই থাকে, লজ্জা শরমের মাথা খেয়ে অফিস থেকে অগ্রীম চেয়ে নিবো বেতনের কিছু টাকা। টাকা বেশি খরচ হয়ে গেছে বলে তুমি আফসোস করলে তোমাকে রাগিয়ে দিতে দরকষাকষি করে ফুল কিনব, তুমি ফুল পেয়ে রাগে ঠোঁটে ঠেসে ভরে দিবে নরম চুমু😘😘😘😘😘😘

❤️🌹রাতে বাড়ি ফেরার পর ফুটপাতে হাঁড় কাঁপা শীত গায়ে নিয়ে শুয়ে থাকতে দেখা পথশিশুদের দুঃখ নিয়ে আমরা গল্প করবো। তোমার বিড়ালটা মারা যাবার পর যেভাবে তুমি কেঁদেছিলে ওভাবে হুঁ-হুঁ করে কাঁদবে হয়তো-বা পথশিশুদের দুঃখ কষ্টের কথা বলতে গিয়ে। কাঁদলে তোমার চোখ ফুলে যাবে; ফুলা চোখ নিয়ে তুমি আমাকে আর আমি তোমাকে দেখতে দেখতে ফজরের আজান হয়ে যাবে♦️♠️♣️

♥️❤️তোমাকে ভালোবাসি অনুভবটা হওয়ার পর খুব একা লাগে আমার জানো লক্ষ্মীটি? সন্ধ্যায় যখন আসমান লাল হয়, মনে হয় তোমার কাছে গিয়ে বলি আমায় একটু ভালোবাসো এ সন্ধ্যাটা কেটে যাক। অফিসের ডেস্কের উপরের চা শূন্য কাপের মতো একা লাগে। দুপুরে ভাত খেতে বসলে চিপে রস বের করা লেবুর খোসার মতো নিজেকে শূন্য লাগে। রাতে শুতে গিয়ে বিছানা ঝাড়তে ঝাড়তে খুঁজে পাওয়া শিকলি পয়সার মতো নিজেকে খুব নিঃসঙ্গ লাগে। এ্যালার্ম সেট করা ঘড়ির মত ক্লান্ত লাগে আমার লক্ষ্মীটি।♥️♥️

🥲♥️তোমাকে ভীষণ ভয় হয় আমার— মাঝেমধ্যে মনে হয় তুমি বরফের মতো ঠান্ডা, মাঝেমধ্যে মনে হয় জলজ্যান্ত সিগারেটের মত এই পুড়িয়ে ছারখার করে দিবে বুঝি আমার হৃদয়, এই বুঝি জমাট বাঁধিয়ে দিবে বুকে। তবুও আমার তোমাকে নিয়ে ভাবতে ভাল্লাগে প্রতি নিয়ত তোমার কথা মাথায় যোরে সব সময় তোমাকে দেখতে ইচ্ছে করে মনে হয় সব সময় তোমাকে পাশে রাখি তোমার সাথে কথা না বলতে পারলে ভালো লাগে না কলিজা......????? ♦️♠️♠️

🍀☘️শেষমেষ কার স্বাস্থ্যবান টাকা পয়সার নিচে চাপা পড়ে যাবে আমার এসব ভাবনা কে জানে? শুধু জানি, কোন একটা দিন কোন একটা সময় চমৎকার সংসার হবে। আমাদের অথবা তোমাদের, আমার সাথে বা অন্য কারোর সাথে।♥️♥️♥️

🍀☘️কেন পেলাম না, কেন হলো না, ভুলটা কোথায়? এসব হিসাব করতে করতে আমাদের বয়স বেড়ে যাবে যাদু কাটা নদীর মতো, তবুও হিসাব মিলবে না। আচমকা কোন এক শীতের রাতে আমাদের হৃদয়ে টুকটুক করে হেঁটে চলে আসবে মৃত্যু.......😓😓😓😓😓😓

🍀🌱--------মোহাম্মদ প্রিন্স মাহমুদ রনি ----------☘️☘️

সবার সব অনুভূতি সবসময় একইরকম থাকে না, কিংবা কারো প্রতি অনুভূতি সারাজীবন একইরকম ভাবে কাজ করে না।সময়ের সাথে সাথে মানুষ পরি...
23/12/2023

সবার সব অনুভূতি সবসময় একইরকম থাকে না, কিংবা কারো প্রতি অনুভূতি সারাজীবন একইরকম ভাবে কাজ করে না।

সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তিত হয়। তার ভেতর বাহির সব কিছুরই পরিবর্তন হয়। চিন্তাধারা পরিবর্তন হয়। সেই সাথে সাথে অনুভূতিরও পরিবর্তন হয়।

আজ কেউ তোমার মন খারাপ দেখে মন ভালো করার জন্য উতলা হয়ে উঠলে কখনো এটা ধরে নিও না যে সে সারাজীবন এভাবেই তোমার প্রতিটি মন খারাপের মূহুর্তে তোমার পাশে থাকবে।

আজকে কেউ তোমার অসুস্থতার কথা শুনে পাগলের মতো তোমার খোঁজ নিলে, তোমার যত্ন নিলে কখনো এটা ভেবে নিও না যে তুমি যদি কখনো সারাজীবন এর মতো প্যারালাইজড হয়ে যাও, সে ঠিক একইভাবে তোমার সেবা করবে। তোমার অসুস্থতা তখন তার বিরক্তির কারণও হতে পারে।

এই পৃথিবীতে কোনো কিছুই অবিনশ্বর নয়। সবকিছুই পরিবর্তিত হয়। আর সবচেয়ে বেশি এবং সবচেয়ে দ্রুত পরিবর্তিত হয় মানুষের মন।

হ্যা, পৃথিবীতে কিছু পবিত্র ভালোবাসা এখনো টিকে আছে যাদের মন সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় না। সেই প্রথম দেখা থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত কিছু কিছু ভালোবাসায় শেয়ারিং, কেয়ারিং ঠিক একইরকম রয়ে যায়। কিন্তু এমন ভালোবাসার সংখ্যা পৃথিবীতে বিরল। হাতে গোনা কয়েকটা।

জীবনের এলোমেলো পথটাকে সহজ সুন্দর করে নিয়ে সে পথে তোমাকে একাই চলতে হবে। সেই চলার পথে কেউ তোমার পাশে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এই সহজ সত্যিটাকে মেনে নিয়েই জীবনের পথে এগিয়ে যেতে হবে।

কারো প্রতি এতটা ভরসা করো না যেনো তাকে ছাড়া তোমার অস্তিত্ব অর্থহীন। সে যদি সেই ভরসার মর্যাদা রাখতে না পারে তাহলে তুমি মুখ থুবড়ে মাটিতে পড়ে যাব, আর উঠে দাঁড়াতে পারবে না।

নিজের উপর ভরসা রাখো। এক পা, দু পা করে নিজে নিজেই এগিয়ে চলো নির্দিষ্ট লক্ষ্যপানে। নিজের একটা আত্মপরিচয় তৈরি করো। নিজেকে এমনভাবে গড়ে তোলো যেনো কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করলেও তুমি সহজেই সহ্য করে নিয়ে আবার উঠে দাঁড়াতে পারো, এগিয়ে যেতে পারো। নিজেকে এমনভাবে গড়ে তোলো যেনো কেউ আগের থেকে অনেক বেশি পরিবর্তন হলেও তা তোমার জীবনে কোনো ইফেক্ট না ফেলে, যেনো তোমার চোখে জল না আসে।

দিনশেষে তোমার চোখের জল তোমাকেই মুছতে হবে। জীবনের কঠিনতম পথে তোমাকে একাই হাঁটতে হবে। এই সহজ সত্যিটা মেনে নেওয়ার জন্য নিজের মনটাকে ঠিক যতটা শক্ত করতে হয় ততটাই শক্ত করে গড়ে তোলো। তখন আর কেউ তোমার মনটাকে ভেঙে গুড়িয়ে দিলেও তুমি আবার উঠে দাঁড়াতে পারবে, জীবনের কঠিনতম পথে একাই হাঁটতে পারবে। আত্মনির্ভরশীলতা খুব প্রয়োজন প্রতিটি মানুষের জীবনে।

আত্মনির্ভরশীলতা খুব প্রয়োজন প্রতিটি মানুষের জীবনে।

🍀 -------------আসসালামু আলাইকুম  ---------------🍀                                              ☘️------ জানি,--------☘️☘...
15/12/2023

🍀 -------------আসসালামু আলাইকুম ---------------🍀

☘️------ জানি,--------☘️

☘️জীবন মানেই সংগ্রাম করে বেঁচে থাকা। তবুও কোন কোন রাতে ঘুমাইতে গেলে চোখ ভিঁজে যায়।💬

🌱 -------জানি--------, 🍀
🌺দুঃখ থাকে না চিরকাল। তবুও কোন কোন দিন মাথার পাশে একটা রিভালবার ঠেকিয়ে ইচ্ছে করে ঠেসে ভরে দেই পাঁচ রাউন্ড গুলি....💬

🍀 --------জানি,------🌱
🌺একমাত্র ব্যার্থ মানুষরাই পৃথিবীর বুকে এনে দিতে পারে বিপুল বিপ্লব। তবুও কোন কোন দিন যঘন্যভাবে ঘৃণা করতে ইচ্ছে করে নিজেকে।💐

🍀--------জানি, -------☘️
❤️আনন্দের দিনগুলো মুছে গেছে মায়ের আঁচলে ভাত খেয়ে মুখ মুছার দিন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। তবুও কোন কোন দিন পছন্দের গানকেও লাগে ভীষণ বিরক্ত, ক্ষীণ।❤️

🌴 -------জানি,--------🌱
🍀জীবন থেকে মানুষ হারানো নিয়ম, থেকে যাওয়া আশ্চর্যের। তবুও কোন কোন দিন কবিতা পড়লে হৃদয় এত শূন্য হয়ে যায়

🍀-----------জানি; ----------🍀
🌺যে ক্ষমা করে দেয় সে দয়ালু, ক্ষমা করা মহৎ গুন। তবুও কোন কোন দিন মনে হয় পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দিলেও, নিজেকে ক্ষমা করার কোন উপায় আমার জানা নেই🌱।

🍀----------জানি, ------------☘️
☘️জন্মালেই মরতে হয়, একদিন আগে অথবা পরে
শুধু জানি না -কেনো মানুষ জীবন থেকে পালাতে গিয়ে আত্মহত্যা করে......💬💬

☘️-------------মো: প্রিন্স মাহামুদ রনি----------------☘️

Address

Khulna
9000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md prince mhamud Rony Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share