12/12/2023
🍀☘️-----------আসসালামু আলাইকুম----------🍀☘️
☘️🌱কেমন হবে কবর, মৃত্যুর স্বাদ কেমন? আমি জানিনা। জানিনা তোমাদের অবহেলা, অবজ্ঞা, হীনমনতা, তোমাদের অসংখ্য অভিযোগ কেমন করে উড়ে যাবে আমার লাশের ধূপ-কাঠির ধোঁয়ার সঙ্গে পাল্লা দিয়ে সেইদিন, যেই দিন তোমাদের মাঝে আমি আর থাকবো না।♠️♠️
🌺🌹একদিন মৃত্যুুকে নিমন্ত্রণ করবো আমার বাড়ির আঙ্গিনায়, অপলা পৃথিবী উৎসবে মেতে উঠবে আমাকে হারানোর বেদনায়, মলিন হয়ে উঠবে তোমাদের হাস্যউজ্জল মুখচ্ছবি আমার লাশ সবাই দেখতে আসবে 😪😪
💕♣️“জন্মালেই মরতে হয়” এই অপ্রিয় সত্যিকে দূরে কোথাও ছুঁড়ে ফেলে দিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠবে আমার জননীর চিত্ত, আমার পাথর বাবার শক্ত বুকটাও ভেঙে হবে চূর্ণচূর্ণ। বাড়ির দক্ষিণ দিকে থাকা ছুট্টো মেহগনি গাছের একপাশে দাঁড়িয়ে চোয়াল গরম হয়ে বেরিয়ে আসা নয়ন জল আড়াল করতে ব্যার্থ হবে বাবার এককোণ ছেঁড়া গামছা।♣️♠️
🍀আমার স্পষ্ট জাত শত্রুর তীব্র ঘৃণার সমুদ্ররেও জোয়ার উঠবে অনুশোচনার, গোরস্থানে বাড়বে আরোও একটি কবরের সংখ্যা। আমার চলে যাওয়ার এই ভয়ঙ্কর বাস্তবতা মেনে নিতে গিয়ে দেয়ালে মাথা ঠুকতে ইচ্ছে করবে আজন্মকাল বাঁকা চোখে দেখা আমার সমস্ত আত্মীয়দের।♣️
🍃মৃত্যুর এহেন উৎসবে ক্ষুদেবার্তায় নিমন্ত্রণ পেয়ে হাউমাউ করে ফোনের ওপাশ হতে কেঁদে উঠবে আমারই কোনো এক শুভাকাঙ্ক্ষী। ছন্নছাড়া পাগলের মত দাউদাউ করে কেঁদে মাবুদের কাছ আমার প্রাণ ভিক্ষা চাইবে সেই মানুষ, যার অবহেলাতে এযাবৎকাল ফালাফালা হয়ে খুন হয়েছি রোজ। আমার নিথর শরীরে ঝাপিয়ে পড়ে কান্নায় ধমকে ধমকে আমায় ডাকবে সে-কি আদুরে ডাকে,“ আর একবার উঠো বাবু কলিজা সোনাটা লক্ষ্মীটি... 🥲🥲
🌺আমি হলফ করে বলতে পারি একদিন তোমাদের অন্তরে আমি ভিষন্নতার জোয়ার তুলে দিবো, তোমাদের খুব করে কাছে ডেকে নিব যা আমি পারিনি মৃত্যুর পূববর্তী সময়ে গভীর প্রেম, মায়া, ছাঁয়া, ভালোবাসা, স্নেহ, মমতা কোনো কিছুর বিনিময়ে।😶🌫️🫥
😓মৃত লাশের ভিতর পূনরায় প্রাণ সঞ্চারণ একেবারেই অসম্ভব জানার পরেও তোমরা কত অসহায় হয়েই না আকুতি-মিনতি করবে আমায় আর একটিবার ফিরে পাওয়ার। আমি তোমাদের ফিরিয়ে দিব খুব করে সে-দিন এযাবৎ তোমাদের করা সমস্ত অবহেলা, অবজ্ঞা, অপমান, জাররা জাররা করে। কারোর ডাকে সাড়া দিবো না সেদিন আমি আর উঠবো না ☠️☠️
💀👽একদিন শরীরকে আর শরীর মনে হবে না, ব্যাথাকে ব্যাথা মনে হবে না, দুঃখকে দুঃখ মনে হবে না, একদিন আমি তোমাদের সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে আপন করে নিবো ঘোর একাকৃত্ব, মৃত্যুর মতো গাঢ় প্রেম। গভীর ঘুম। চিরনিদ্রায়।☠️☠️
🍀😶🌫️তোমরা জেনে রাখো– একদিন আমি থাকব না। একদিন আমার কবরে ফুল ফুটবে, ঘাস জন্মাবে, তুমুল বৃষ্টিতে ভিঁজবে আমার কবর। একা, খুউব একা। কেউ থাকবে না, . অন্ধ কার কবরে আমার একা একা থাকতে হবে। কেউ পাশে থাকবে না হাজার ডাকলেও কেউ কে পাবো না।কেউ এসে খবর নিবে না রনি কেমন আছে কি করে মৃত্যুর পর একমাস বা দুইমাস মনে করবে পরে আর কেরুর মনেও থাকবে না।মৃত্যুর পরে নাম আর রনি থাকবে না লাশ এ পরিনত হবে কেউ আর রনি বলবে না লাশ বলবে আল্লাহ হাফেজ....?? 💬💀☠️☠️
🍀☘️--------------মোহাম্মদ প্রিন্স মাহমুদ রনি ----------------🍀☘️