Pink Life

Pink Life Digital creator,,,

Life is beautiful.Enjoy your life. Never die before your death

18/07/2025

সাবাস বাংলাদেশ

ক্রিস্তিয়ানো রোনালদো সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে নিজের চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়িয়েছেন। শুধু মাঠেই নয়, জীবনের বা...
14/07/2025

ক্রিস্তিয়ানো রোনালদো সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে নিজের চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়িয়েছেন। শুধু মাঠেই নয়, জীবনের বাকি সময়টাও সৌদি আরবেই কাটাতে চান তিনি। পরিবারসহ এই দেশে বসবাসে শান্তি, নিরাপত্তা ও ভালোবাসা পাওয়াকে নিজের স্থায়ী হওয়ার পেছনে মূল কারণ হিসেবে দেখিয়েছেন রোনালদো।

এক ভিডিও বার্তায় রোনালদো জানান, আল নাসরে আসার পর থেকে নতুন এক জীবন পেয়েছেন। সৌদি আরবকে ‘শান্তির দেশ’ বলে অভিহিত করে এখানেই জীবন গড়ার পরিকল্পনা তুলে ধরেন তিনি। বলেন, ফুটবল ছাড়াও দেশের উন্নয়নে নিজের ভূমিকা রাখতে চান।

২০২২ সালের শেষদিকে আল নাসরে যোগ দেন রোনালদো। এরপর থেকে এখন পর্যন্ত করেছেন ৯৯ গোল। এই সময়ের মধ্যে কিং সালমান ক্লাব কাপ জিতলেও বড় কোনো শিরোপা অধরা রয়ে গেছে। সেই লক্ষ্যেই আরও দুই বছরের চুক্তি নবায়ন, জানিয়ে দেন এখনো শিরোপা জয়ের প্রবল আকাঙ্ক্ষা রয়েছে তার।

এদিকে, যুক্তরাষ্ট্রে চলমান ক্লাব বিশ্বকাপে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রোনালদো। জানিয়েছেন, বিশ্রাম ও আগামী মৌসুমের জন্য নিজেকে প্রস্তুত করাটাই এখন অগ্রাধিকার। পাশাপাশি ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের হয়েও নিজেকে সেরা অবস্থায় রাখতে চান।

সৌদি প্রো লিগকে বিশ্বের শীর্ষ পাঁচ লিগের একটি বলেও উল্লেখ করেন তিনি। আসন্ন ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এটি ইতিহাসের সবচেয়ে সুন্দর বিশ্বকাপ হবে।

জাতীয় দলেও সমান উজ্জ্বল রোনালদো। চলতি মাসের শুরুতে নেশনস লিগের শিরোপা জয়ে পর্তুগালকে নেতৃত্ব দিয়েছেন, ফাইনালে গোলও করেছেন স্পেনের বিপক্ষে। সামনে তাকিয়ে আছেন নতুন মাইলফলকের দিকে—আল নাসরের হয়ে শততম গোল, আরেকটি দুর্দান্ত মৌসুম। নিজেই বলেন, ‘আগামী মৌসুম হবে আল নাসরের ইতিহাসের সেরা।’

14/07/2025
আছে নাকি কেউ,,,মেনশন দেন...   ゚
14/07/2025

আছে নাকি কেউ,,,মেনশন দেন...

The King,,,,, Cr7   ゚
14/07/2025

The King,,,,, Cr7

আগামী,,,,, ❤️❤️❤️   ゚
14/07/2025

আগামী,,,,, ❤️❤️❤️

Address

Mongla

Telephone

+8801848393858

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pink Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share