08/03/2024
আপনি এখন কী করবেন?
দুই বছর আগে আপনার এক ঘনিষ্ঠ বন্ধুকে তার বিপদের সময়ে ৪০ হাজার টাকা ধার দিয়েছিলেন। এর পর থেকে, সেই বন্ধু আপনাকে এড়িয়ে চলা শুরু করে। অনেক চেষ্টা করেও টাকা উদ্ধার না করতে পেরে, সেটার আশা আপনি এক রকম ছেড়েই দেন এবং তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যায়।
ইদানীং বিভিন্ন কারনে আপনার ইনকাম কমে গিয়েছে, বর্তমানে বলা যায় আপনার হাত একেবারেই খালি। হঠাৎ করে সেই বন্ধুর কথা আপনার মনে পড়ল। ভাবলেন তার কাছ থেকে পুরাটা না হোক, যদি কিছু টাকা উদ্ধার করা যায়, তবে কিছুটা হলেও, আপনার উপকার হয়। অনেক চেস্টার পর কষ্ট করে, তার সাথে যোগাযোগ করতে পারলেন। বন্ধু আপনার গলার আওয়াজ পেয়েই ফোন রেখে দিতে যাচ্ছিল। আপনি মরিয়া হয়ে তাকে একটা অফার দিলেন যে, আপনার ৪০ হাজার টাকা ফেরত দেবার দরকার নেই, মাত্র ২০ হাজার টাকা ফেরত দিলেই, আপনি টাকার দাবী ছেড়ে দেবেন। উত্তরে বন্ধু বলল যে, সে মাত্র ১৫ হাজার টাকা ফেরত দিতে পারবে, কারন সেও অনেক আর্থিক কষ্টে আছে, তার কাছে এই ১৫ হাজার টাকাই আছে, আর বেশি টাকা নেই।
আপনি তার কথা বিশ্বাস না করলেও, বুঝতে পারলেন যে, এটা মেনে নেয়া ছাড়া, আপনার আর কোন অপশন নেই। আপনি রাজি হয়ে, তাকে আপনার ব্যাংক একাউন্ট নাম্বার দিলেন। বন্ধু বলল আগামীকাল সকালে সে, একাউন্টে টাকা পাঠিয়ে দেবে। সকালে ঘুম থেকে উঠে, আপনার ব্যাংকের একাউন্ট চেক করতে যেয়ে দেখেন, সেখানে ১,৫০,০০০ (দেড় লক্ষ টাকা) টাকা জমা হয়েছে। আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। আসলে কি হয়েছে বোঝার জন্য, আপনার মোবাইল চেক করে দেখলেন, মোবাইলে অগণিত মিসকল এবং নতুন ৩১টা মেসেজ এসেছে। দেখলেন সেই বন্ধু মেসেজে বার বার আপনাকে খুব করে অনুরোধ করছে ১,৩৫০০০ (এক লক্ষ, পয়ত্রিশ হাজার) টাকা তার একাউন্টে ফেরত দিতে। সে আপনাকে ১৫০০০ টাকা পাঠাতে যেয়ে, ভুল করে একটা "০" বেশি দিয়ে ফেলেছিল।এই জন্য এই সমস্যা! এখন প্রশ্ন হচ্ছে আপনি কী করবেন??
১. তাকে ১,৩৫০০০ (এক লক্ষ, পয়ত্রিশ হাজার) টাকা ফেরত দিয়ে দেবেন?
২. আপনার আসল পাওনা ৪০,০০০ টাকা রেখে দেবেন?
৩. তার পুরা ১,৫০০০০ (দেড় লক্ষ) টাকা রেখে দেবেন? (তাকে ভাল একটা শিক্ষা দেয়ার জন্য।)
৪. আর কোন অপশন?
আপনি কোন অপশন বেছে নেবেন? কেন নেবেন? ব্যাখ্যা করলে ভালো হয়!!