PinKush

PinKush Find something special and unique every day. Join the party with PinKush Collections of Shoes, Bags

দিনের আলোয় ছবি তুললাম.... অরিজিনাল ছবি দিয়ে দিয়ে পেইজ ভর্তি করে ফেললাম তাও ইনবক্সে এসে ছবি দিয়ে বলে রিয়েল ছবি দেন!!...
20/10/2025

দিনের আলোয় ছবি তুললাম.... অরিজিনাল ছবি দিয়ে দিয়ে পেইজ ভর্তি করে ফেললাম তাও ইনবক্সে এসে ছবি দিয়ে বলে রিয়েল ছবি দেন!!!! 🥴

Shoe size 35 36 37 38 39 40 41

আরো সব কালেকশন দেখতে পেইজ ভিজিট করুন সবাই....Taking order....35 36 37 38 39 40 41 size
17/10/2025

আরো সব কালেকশন দেখতে পেইজ ভিজিট করুন সবাই....

Taking order....

35 36 37 38 39 40 41 size

16/10/2025

নীল নাকি সবুজ? কোন রংয়ের জুত্তি বানালে সবার পছন্দ হবে? একটু ভিন্ন কিছু করতে চাচ্ছি। মতামত দিন সবাই....☺️

16/10/2025

আজ যারা ভালো ফলাফল করেছেন, যারা কষ্টেসৃষ্টে পাস করেছেন, এমনকি যারা কৃতকার্য হতে পারেননি সকলকেই আন্তরিক অভিনন্দন। রেজাল্ট প্রত্যাশা অনুযায়ী না হলে মন খারাপ হতে পারে। সে ক্ষেত্রে ফোনটি সাবধানে বন্ধ করে একটু ঘুমিয়ে নিন। যদি কান্না পায়, তবে কিছুক্ষণ মন ভরে কেঁদে নিন।
আশেপাশের মানুষের যারা নেতিবাচক কথা বলতে পারে সমালোচনা বা মন্তব্যগুলো গায়ে মাখবেন না। কারন আপনার জীবন এর লাভ-ক্ষতি আপনারই।

মোটকথা, মন খারাপ হওয়াটা স্বাভাবিক, তবে এই খারাপ লাগাটাকে নিজের ভেতরের জেদে পরিণত করে জীবনের পরবর্তী লক্ষ্যগুলো পূরণ করুন। আশা হারাবেন না, হতাশ হওয়া চলবে না।
জীবন এখনও অনেকটাই বাকি। তাই আপনাদের সবার আগামী জীবন সুন্দর হোক।

16/10/2025

Silver/ash এর ভেতরে অনেক আপু জুত্তি খুঁজছেন....তারা এটা দেখতে পারেন। Silver এর উপর মাল্টিকালারের গ্লেজড চুমকি দিয়ে কাজ করা হয়েছে।

সামনে কিন্তু কারিগর দোকানের অর্ডার নিয়ে কাজ করবে বেশি। তাই এখন ফ্রি সময়ে প্রডাক্ট পছন্দ হলে নিয়ে নিবেন.....Taking ord...
15/10/2025

সামনে কিন্তু কারিগর দোকানের অর্ডার নিয়ে কাজ করবে বেশি। তাই এখন ফ্রি সময়ে প্রডাক্ট পছন্দ হলে নিয়ে নিবেন.....

Taking order....

35 36 37 38 39 40 41 size

14/10/2025

রিচের যেই অবস্থা তাতে সবাইকে বলতে চাই
✅পাশে আছি, পাশে থাকবেন!
✅ ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন!
✅ follow to follow, back to back!

আরো কি কি আছে যেনো ভুলে গেছি 😆

৬ তারিখে প্রোডাক্ট পাঠিয়েছি। কোড ভুলে ডেলিভারি কোম্পানি অন্য জায়গায় ভুল করে পাঠিয়ে দিয়েছিলেন। অনেক দিন ধরে কমপ্লেইন...
14/10/2025

৬ তারিখে প্রোডাক্ট পাঠিয়েছি। কোড ভুলে ডেলিভারি কোম্পানি অন্য জায়গায় ভুল করে পাঠিয়ে দিয়েছিলেন। অনেক দিন ধরে কমপ্লেইন করে করে আজকে ১৪ তারিখে এসে ডেলিভারি করলো।
কাস্টমার আপুর এতো এতো এতো ভালো যে এতো দিন ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। এবং আজকে উনি প্রোডাক্ট রিসিভ করে অনেক সুন্দর রিভিউ দিলেন।
এতো দিন হয়ে গেছে তাই আপু চাইলে প্রোডাক্ট রিটার্ন করতে পারতেন কিন্তু মাশাআল্লাহ উনি আমাদের সমস্যা টা বুঝেছেন এবং প্রোডাক্ট রিসিভ করেছেন।

আমাদের পেইজটা ছোট তাই কখনো কেউ প্রোডাক্ট রিটার্ন করলে আমাদের যে লস হয় সেটা কাটানো খুব কষ্টের হয়। আমি মন থেকে দোয়া করছি। আপুর পরিবারে আয় ইনকাম স্বাস্থ্য সবকিছুতে আল্লাহ বরকত দিক। আমিন। ❤️

আমলকি ভাপ দিয়ে নরম করে নিলাম। স্কিন, হেয়ার এবং লিভারের সমস্যা ঠিক করতে মেডিসিনের পাশাপাশি প্রতিদিন আমলকি খাচ্ছি। এতো দ...
14/10/2025

আমলকি ভাপ দিয়ে নরম করে নিলাম। স্কিন, হেয়ার এবং লিভারের সমস্যা ঠিক করতে মেডিসিনের পাশাপাশি প্রতিদিন আমলকি খাচ্ছি। এতো দিন ধরে খাওয়ার পর দেখি দাঁত টক হয়ে যাচ্ছে।
তাই ঠিক করলাম ভাপ দিয়ে একটু নরম করে জুস বানিয়ে রেখে দিবো।
আপনারা কিভাবে খান?

এটা দেখার পর থেকে আমার মাথা ঘুরতেছে....😵‍💫 কয়টা ত্রিভুজ আছে কে বলতে পারবেন?
14/10/2025

এটা দেখার পর থেকে আমার মাথা ঘুরতেছে....😵‍💫 কয়টা ত্রিভুজ আছে কে বলতে পারবেন?

এই জুত্তিটার ডিজাইন কেমন লাগছে আপনাদের? এটা কি বানাবো? অন্য কোন কালারের উপর বানাবো? এবার বানালে এই ডার্ক চকোলেট কালারের ...
13/10/2025

এই জুত্তিটার ডিজাইন কেমন লাগছে আপনাদের? এটা কি বানাবো? অন্য কোন কালারের উপর বানাবো?

এবার বানালে এই ডার্ক চকোলেট কালারের উপর হবে না। অন্য সব জুত্তির মতো লাইট ব্রাউন কালারের উপর হবে।

আপনারা একটু ভোট দেন। যদি সবাই চায় তো বানাবো। না হলে আর করবো না এটা।

Address

2/2
Sonadanga
9100

Telephone

+8801689368046

Website

Alerts

Be the first to know and let us send you an email when PinKush posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share