Experience of Jerin blog

Experience of Jerin blog If you control your mind. You can change your life.
(1)

জুম্মার দিন এমন একটি দিন,,,, যেদিন আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাহ ক্ষমা করেন,, যদি তারা সঠিক সময়ে জুম্মার নামাজ আদায়...
07/11/2025

জুম্মার দিন এমন একটি দিন,,,, যেদিন আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাহ ক্ষমা করেন,, যদি তারা সঠিক সময়ে জুম্মার নামাজ আদায় করে ও খুতবা মনোযোগ দিয়ে শোনে।
(মুসনাদ আহমদ হাদিস : ১৫২৮৭)

07/11/2025

জুমার দিন এমন একটি দিন, যেদিন আসমান জমিনের সবকিছু ভয় পাই, শুধু মানুষ ও জীন বাদে।
শুভ সকাল

শীতের সকালে গরম ভাত আর এমন একটা ভর্তা,, হলে আর কিছু লাগেনা,,,গরম ভাতের সাথে মজার বেগুন ভর্তা।
06/11/2025

শীতের সকালে গরম ভাত আর এমন একটা ভর্তা,, হলে আর কিছু লাগেনা,,,গরম ভাতের সাথে মজার বেগুন ভর্তা।

যখনই মা সন্তানকে শাসন করে... বাড়ির সবাই হঠাৎ যেন ‘সহানুভূতির দূত হয়ে যায়। বাচ্চা একটুখানি মুখ ভার করলেই— কেউ বলে, “আহা,...
05/11/2025

যখনই মা সন্তানকে শাসন করে...
বাড়ির সবাই হঠাৎ যেন ‘সহানুভূতির দূত হয়ে যায়।
বাচ্চা একটুখানি মুখ ভার করলেই—
কেউ বলে, “আহা, ওকে এমন বলো না!”
কেউ আবার বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে করতে বলে,
আমার নাতিকে বকিস না, ও তো কিছুই করেনি!”
কিন্তু জানেন?
ওই এক মুহূর্তেই বাচ্চা শিখে যায় —
মায়ের কথা না শুনলেও চলবে।’
ও বুঝে যায়, একটু মুখ বাড়ালেই কেউ না কেউ এসে
মাকে ‘ভুল’ প্রমাণ করে দেবে।
এরপর থেকে মায়ের শাসন তার কাছে আর শাসন থাকে না,
মায়ের কথা আর গুরুত্ব পায় না। আর সেখান থেকেই তৈরি হয় বেপ'রোয়া সন্তান —
যে জানে, মায়ের কথা কাটিয়ে গেলেও কেউ না কেউ ওর পাশে থাকবে।
মা হয়তো চুপ করে যায়, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ে।
কারণ সে জানে, সে যে শাসন করছে—
তা ভালোবাসা দিয়েই, সন্তানকে মানুষ করার জন্যেই।
তাই অনুরোধ—
যখন মা সন্তানকে শাসন করছে,
তখন একটু দূর থেকে ভালোবাসা দিন, কিন্তু
মায়ের সিদ্ধান্তে হ'স্তক্ষেপ করবেন না।
ওই মুহূর্তে সবচেয়ে বড় সহানুভূতি হলো—
মাকে সম্মান দেওয়া।
কারণ, যখন আপনি মাকে ছোট করেন,
তখন সন্তান শেখে মায়ের কথা তুচ্ছ,
আর মায়ের মন শেখে নীরব ক'ষ্টে বাঁ'চতে।
যৌথ পরিবারে এই সমস্যা খুবই বেশি । তাই যদি আপনার সুযোগ থাকে অবশ্যই চেষ্টা করবেন,, আপনার সন্তানকে আলাদাভাবে মানুষ করার,,,, তাতে অন্তত আপনার সন্তান আপনাকে সম্মানটুকু করবে,অবশ্যই দাদা-দাদির পরিবারের সাথে কানেক্টেড থাকবেন ❤️❤️ আমার কথায় হয়তো অনেকের মনে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে,, কিন্তু এটা আমার কনসেপ্ট না,, এটা হাজারও মায়ের অভিযোগ।

05/11/2025

আসসালামু আলাইকুম,, কেমন আছেন সবাই??

05/11/2025

Good Morning

04/11/2025

ভিডিও আপলোড হচ্ছে না,আমার কেন??
সবার কি একি সমস্যা

সকালের শুরুতেই যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাও, তাহলে দিনটা হবে আরও সুন্দর ও শান্তিময় আলহামদুলিল্লাহ শুভ সকাল।।।।।     ...
04/11/2025

সকালের শুরুতেই যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাও, তাহলে দিনটা হবে আরও সুন্দর ও শান্তিময়
আলহামদুলিল্লাহ শুভ সকাল।।।।।

03/11/2025

Address

Khulna
KHULNA_9240

Alerts

Be the first to know and let us send you an email when Experience of Jerin blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share