
25/03/2025
সেনা প্রধানের উকালতির?
প্রস্তাব দেওয়ার পর?
জবাবে -প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুস স্যারের...
উত্তম প্রস্তাব?
তবে আওয়ামীলীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায়। ইট'স ওকে। চাইতেই পারে। তার আগে তাকে বাংলাদেশকেও কিছু জিনিস ফেরত দিতে হবে।
১/তাকে ৩০ হাজার আহতের হাত, পা, চোখ ফেরত দিতে হবে।
২/জুলাইয়ের ২ হাজার শহীদের জীবন ফেরত দিতে হবে।
৩/শাপলার অসংখ্য আলেমের জীবন ফেরত দিতে হবে।
৪/৫৭ জন ঈমানদার, দেশপ্রেমিক সেনা অফিসারের জান ও নেতৃত্ব ফেরত দিতে হবে।
৫/২৩৪ বিলিয়ন পাচার হওয়া টাকার প্রত্যেক পয়সা ফেরত এনে দিতে হবে।
৬/বিগত ১৬বছর গুম খুন হত্যা হওয়া অগণিত মানুষের জীবন ফেরত দিতে হবে।
৭/বিরোধী দলের নেতা-কর্মীদের অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে তাদের জীবন ফেরত দিতে হবে।
আওয়ামীলীগ আগে এগুলো ফিরিয়ে দিক। তারপর ফিরে আসুক।