S21CMD

S21CMD Official Page of S21CMD✅
A Proud Bangladeshi HAM
🇧🇩🌐📡🛰️📟📻💻🎙️🎧

Handle- Engr. MHM Shuvo
QTH- Khulna, Bangladesh. qrz.com/db/S21CMD

21/10/2025
12/10/2025

New reformed Executive Committee was approved of Amateur Radio Club Khulna Bangladesh.

25/09/2025
আলহামদুলিল্লাহ S21SDX, ধন্যবাদ বিটিআরসি এবং সংশ্লিষ্ট সকলকে। ইনশাআল্লাহ এ্যামেচার রেডিও ক্লাব খুলনা বাংলাদেশের আয়োজনে ব...
31/08/2025

আলহামদুলিল্লাহ S21SDX,
ধন্যবাদ বিটিআরসি এবং সংশ্লিষ্ট সকলকে। ইনশাআল্লাহ এ্যামেচার রেডিও ক্লাব খুলনা বাংলাদেশের আয়োজনে বাংলাদেশে এই প্রথমবারের মতো ওয়ার্ড হেরিটেজ সাইট "সুন্দরবন" এ ডিএক্সপিডিশন অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি।


10/08/2025
04/08/2025

ROAD TO QSO
শুরু হোক যাত্রা – শিখুন, সংযুক্ত হোন, ট্রান্সমিট করুন!
“আপনার প্রথম কন্টাক্ট করুন”

আপনি কি অ্যামেচার রেডিওর জগতে পা রাখতে প্রস্তুত?

বাংলাদেশ ডিএক্স ক্লাব (BDXC) আয়োজন করেছে একটি হাতে-কলমে প্রশিক্ষণ সেশন, যা নতুন রেডিও অপারেটরদের জন্য উপযোগী। এটি শুধুমাত্র একটি কিউএসও (QSO) প্র্যাকটিস নয় – বরং রেডিও যোগাযোগের দুনিয়ায় আপনার প্রথম ধাপ।

📅 তারিখ: ০৮ আগস্ট ২০২৫ (শুক্রবার)
📍 স্থান: ব্লক-এ, মেইন রোড, বনশ্রী, ঢাকা
আপনি যা শিখবেন:
কিউএসও (QSO) কী এবং কিভাবে করতে হয়
যোগাযোগের বিভিন্ন মোড: ভয়েস, CW (মোর্স), ডিজিটাল মোড
অ্যামেচার রেডিও লাইসেন্স ও রেডিও সেটআপ সম্পর্কে বিস্তারিত
ডিজিটাল পরিচয় তৈরি: কলসাইন (Callsign), QRZ প্রোফাইল, লগবুক ব্যবস্থাপনা
যোগাযোগ শৃঙ্খলা এবং আন্তর্জাতিক হ্যাম কমিউনিটির নিয়মাবলি

🎫 সীমিত আসন – এখনই রেজিস্ট্রেশন করুন!
👉 https://forms.gle/5VPP48svXMcvohyXA

📡 আসুন, একসাথে গড়ে তুলি ভবিষ্যতের HF অপারেটরদের — যারা বাংলাদেশের অ্যামেচার রেডিও কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাবে।

আয়োজনে: বাংলাদেশ ডিএক্স ক্লাব (BDXC)

30/07/2025

প্রেস বিজ্ঞপ্তি

বিটিআরসিতে দুর্যোগকালীন অ্যামেচার/ হ্যাম রেডিওর ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
অ্যামেচার রেডিও কার্যক্রমকে আরো সংগঠিত করার আহ্বান

ঢাকা, ৩০ জুলাই ২০২৫।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর উদ্যোগে বুধবার রাজধানীর আগারগাঁওস্থ কমিশনের কার্যালয়ে বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগকালীন অ্যামেচার/হ্যাম রেডিও এর ভূমিকা শীর্ষক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রথাগত টেলিযোগাযোগ ব্যবস্থার বিকল্প যোগাযোগ মাধ্যম হিসেবে অ্যামেচার বা হ্যাম রেডিও এর কারিগরি দিক, লাইসেন্স প্রক্রিয়া ও দুর্যোগকালীন পূর্বপ্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়। সেমিনারে সারাদেশ থেকে শতাধিক অ্যামেচার রেডিও অপারেটরগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী লাইসেন্সিগণ তাদের রেডিও ইকুইপমেন্ট, স্যাটেলাইট সরঞ্জামাদি, ওয়াকিটকি এবং ট্রান্সমিটারসমূহ প্রদর্শন করেন এবং তারা জানান যে, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা বা বিদ্যুৎ বিচ্ছিন্নতার সময় মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেবা ব্যাহত হলেও হ্যাম রেডিও স্বতন্ত্র ফ্রিকোয়েন্সিতে সচল থাকায় সংকটকালে জরুরি তথ্য আদান-প্রদান, উদ্ধার তৎপরতা সমন্বয় এবং প্রশাসনকে সহায়তা প্রদান করা সম্ভব হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কমিশনের ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদ বলেন, ফেনীর বন্যা পরিস্থিতে নেটওয়ার্ক বিচ্ছিন্ন এলাকায় অ্যামেচার রেডিও অপারেটরগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দুর্যোগকালীন কিংবা শান্তিপূর্ণ সময়ে রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণ, নিজেদের সুসংগঠিত ও দক্ষ করে গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

কমিশনের স্পেকট্র্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিনুল হক দূর পাল্লায় টেলিযোগাযোগের ইতিহাস, হ্যাম তথা অ্যামেচার রেডিও এর আর্বিভাব, রেগুলেশন ও বিভিন্ন দেশে দুর্যোগকালীন এর অবদান তুলে ধরেন। তিনি অ্যামেচার রেডিও অপারেটরদেরকে বাংলাদেশের দুর্যোগের ধরণ অনুযায়ী দলভিত্তিক কার্যক্রম সম্পাদন, সচেতনতামূলক কর্মশালা আয়োজন এবং সংশ্লিষ্ট অংশীজনদের সাথে সমন্বয়ের মাধ্যমে কাযক্রম পরিচালনার পরামর্শ প্রদান করেন। অ্যামেচার রেডিও লাইসেন্স প্রক্রিয়া সহজতর করার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ARAB) ও অ্যামেচার রেডিও সোসাইটি অব বাংলাদেশ (ARSB) এর প্রতিনিধিগণ সেমিনারে তাদের বিভিন্ন প্রতিবন্ধকতা উপস্থাপনের মাধ্যমে অ্যামেচার রেডিওকে দুর্যোগ প্রটোকলে অন্তর্ভূক্তকরণ, রিসিভার আমদানিতে কাস্টমস জটিলতা দূরীকরণ, অনলাইনের মাধ্যমে লাইসেন্স সহজীকরণ, সরকারি বিভিন্ন সংস্থা থেকে দুর্যোগকালীন প্রথম রেসপন্সকারী হিসেবে আনুষ্ঠানিক র্স্বীকৃতি, ক্লাব কল সাইন প্রদান ও রিপিটার নেটওয়ার্কের আওতায় সারাদেশকে সংযুক্তকরণের বিষয়ে সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার জনাব মাহমুদ হোসেন বলেন, বিটিআরসি পক্ষ থেকে অ্যামেচার রেডিও অপারেটরদেরকে সার্বিক সহযোগিতা করা হবে। অবৈধ ওয়াকিটকি পরিহার করে বিটিআরসি নীতিমালার আলোকে রেডিও ইকুইপমেন্ট ক্রয় এবং ব্যবহারের পরামর্শ দেন তিনি। এছাড়া, সেমিনারে সংশ্লিষ্ট সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

বাংলাদেশে ১৯৭৯ সালে অ্যামেচার রেডিওর যাত্রা শুরু হয়। ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের পর এটি প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করে। বিটিআরসি হতে অদ্যাবধি ৮১৩ জনকে অ্যামেচার রেডিও লাইসেন্স পরীক্ষার মাধ্যমে কল-সাইন প্রদান করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের পরীক্ষায় উত্তীর্ণ ৩৬৫ জনের লাইসেন্স ও কল-সাইন প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।

প্রথম দিকে অ্যামেচার রেডিওর কার্যক্রম শখের ভিত্তিতে ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও প্রথম বিশ্বযুদ্ধের পর এর ব্যবহার বৃদ্ধি পায়। ১৯২৫ সালে অ্যামেচার রেডিও অপারেটরদের জন্য আন্তর্জাতিক অ্যামেচার রেডিও ইউনিয়ন (IARU) গঠিত হয় এবং প্রতি বছর ১৮ এপ্রিল আন্তর্জাতিক অ্যামেচার রেডিও দিবস পালন করা হয়।

07/07/2025

Ham Radio from the Heart of the Sundarbans – A First for Bangladesh! For the first time ever, amateur radio operators from Bangladesh will go on the air from deep inside the Sundarbans — the world’s largest mangrove forest and a UNESCO World Heritage Site. This exciting outdoor ham radio event...

Received QSL Cards from New Zealand, Japan and Austria Thank you so much S21AF, S21PL, S21ACP, I8KHC💝
17/06/2025

Received QSL Cards from New Zealand, Japan and Austria
Thank you so much S21AF, S21PL, S21ACP, I8KHC💝


07/06/2025

Address

Khulna

Telephone

+8801876152651

Website

Alerts

Be the first to know and let us send you an email when S21CMD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S21CMD:

Share

Category