18/06/2025
শিয়াদের নিয়ে যতো আপত্তিকর মন্তব্য লেখা হয়েছে, বাঙালি লেখকদের মধ্যেই রয়েছে তার ৯০ শতাংশ।
>শিয়ারা কখনো মনে করে না যে কুরআন বিকৃত হয়েছে।
>শিয়ারা কখনো হযরত আলী (রা:) কে নবী মনে করে না।বরং তারা হযরত মোহাম্মদ (স:) কে শেষ নবী হিসাবেই মনে করে।
>তাদের মধ্যে দ্বন্দ্ব মুলত খিলাফত গত বিষয় নিয়ে।তারা মনে করে ইসলামের প্রথম খলিফা হওয়া উচিত ছিল হযরত আলী (রা:)।কারণ হযরত আলী (রা:) হল আহলে বাইত,অথচ হযরত আলী (রা:) কখন নিজেকে প্রথম খলিফা দাবি করেন নি।
> শিয়া ও সুন্নি দ্বন্দ্বের প্রধান কারণ হিসাবে তারা মনে করে হযরত আয়েশা (রা:), হযরত মুয়াবিয়া (রা:) এবং ইয়াজিদ জোরপূর্বক এবং অন্যায়ভাবে নবীজি (স:) এর উত্তরসুরীদের কাছ থেকে খিলাফত কেড়ে নিয়েছে।
> তাদের সাথে সুন্নিদের মুলত দ্বন্দ্ব হল গনতান্ত্রিক ভাবে ক্ষমতায়ন।তারা মনে করে খিলাফত ঐশ্বরিক এবং পবিত্র কুরআন এ যেহেতু আহলে বাইতের কথা বলা আছে,সুতরাং তাদের মধ্য থেকেই ১২ জন ইমাম আসবে।সর্বশেষ হযরত ইমাম মাহদি (রা:) আসবে।তখন সুন্নি এবং শিয়া দ্বন্দ্বের অবসান হবে।