
19/03/2024
আমাদের দেশে নারীদের পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এখনো অনেক জায়গায় বা অনেক পরিবারে নারীদের শুধুমাত্র ভোগ্য বস্তু হিসেবে দেখা হয়।এতে কিছুটা দ্বায় আমাদের সমাজের। কেন কোনো নারীর MMS বের হলে শুধুমাত্র ওই নারীর বদনাম হবে।কেন যে ও-ই MMS বানিয়েছে তার উপর সমাজের দৃষ্টি পড়বে না।আতঙ্ক নারীর অন্তরের সাথে মিশে থাকে কিছু নরপশুর জন্য।আমাদের সমাজ কি কোনোদিনও নারীর পক্ষে সোচ্চার হবে না?