ẞr creation

ẞr creation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ẞr creation, Digital creator, Khulna.

13/03/2024

খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে লিখবো, পারলে শেয়ার করবেন।

১.
প্রোডাক্টিভ রমাদান নিয়ে আমাদের আইন বিভাগের ৪৮ ব্যাচের ১০-১২ জন মিলে একটি সেমিনার আয়োজন করেন, যেখানে কুরআন-হাদিস পাঠ করা এবং রমজান মাসের আমল নিয়ে আলোচনা করা হবে। মসজিদ কতৃপক্ষ অনুমোদন দেয়নি এবং তাদের মসজিদ থেকে একপ্রকার বের করে দেয়।

২.
তারা যখন মসজিদ থেকে বের হয়ে রাস্তায়,তখন তাদের উপর অতর্কিতে প্রায় ১০০ জনের উপর টোকাই গ্রুপ (পড়ুন বহিরাগত পলিটিশিয়ান) হামলা চালায়, প্রচন্ড জখম করে। তাদের পিটিয়ে মোবাইল টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যায়।

৩.
আমাদের ব্যাচের সবচেয়ে ভদ্র, চুপচাপ, শান্ত ছেলেগুলো আজকে রক্তাক্ত হলো, তাদের এই জখম কোনোদিন পূরণ হবে না। আমার ভাই শাহীনের মুখমণ্ডল থেতলে দেয়া হয়েছে, তাকে ডেন্টালে নিয়ে যাওয়া হয়েছে। একজন কথা বলতে পারছে না মাথায় আঘাত লাগার কারণে, অন্যরাও ভীষণ ভাবে আহত।

৪.
এতো কিছুর পিছনে কারণ কী?
কিছুই না! রমাদান বিষয়ক একটা সেমিনার। আমি সেই পলিটিক্যাল হেডাদেরকেও দোষ দিচ্ছি না, কারণ বড় পদ পাওয়ার জন্য তারা নিজেদের জাহির করতে এমন কাজ করতেই পারে, এটাই তো নরমাল, তাই না?

প্রশাসনকেও দোষ দিচ্ছি না, তাদের এতোকিছুর দিকে খেয়াল রাখতে হয়, এরমধ্যে প্রতিদিন দুই একটা অঘটন তো ঘটতেই পারে। নরমাল ব্যপার।
তাই না?

ডিপার্টমেন্টেরও তো দোষ নাই, কোনো সংশ্লিষ্টতা নাই। ছাত্ররা উদ্যোগ নিছে, সেখানে কী হইছে এটা ডিপার্টমেন্ট কী জানে!?

সবশেষে, দোষটা কার তাহলে?
আমার, আপনার। কারণ আমাদের মতো মেরুদণ্ডহীন নপুংসক সুওরের বাচ্চা এতো পরিমাণে কোনোদেশেই নাই। গজব সন্নিকটে। আমরা যে না খেয়ে মরি, ধুকে ধুকে মরি, চিকিৎসাহীনতায় মরি, এটাই সঠিক, এটাই পারফেক্ট।@আজিজুল হাকিম

আগামী ২৪শে ফেব্রুয়ারি, ১১ই ফাল্গুন, রোজ: শনিবার ঐতিহাসিক নলকুড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ৪৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ...
07/02/2024

আগামী ২৪শে ফেব্রুয়ারি, ১১ই ফাল্গুন, রোজ: শনিবার ঐতিহাসিক নলকুড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ৪৯তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

মাহফিলে আপনারা সবাই আমন্ত্রিত।
আল মুমিন স্পোর্টস ও আল মুমিন ফাউন্ডেশন।

07/02/2024

Allhamdullia

আমার সংক্ষিপ্ত জীবনের সবচেয়ে বড় ভুল হলো একজনকে ভালোবাসা ও সে আমারে এমন একটা পরিস্থিতি ফেলে চলে গেল শুধু মাএ আমি এবং আল...
29/01/2024

আমার সংক্ষিপ্ত জীবনের সবচেয়ে বড় ভুল হলো একজনকে ভালোবাসা ও সে আমারে এমন একটা পরিস্থিতি ফেলে চলে গেল শুধু মাএ আমি এবং আল্লাহ ছাড়া কেউ জানে না।আমরা যখন রিলেশনে যাই তখন তো আমরা পরিবারের কাছে শুনে যাই না তাহলে পরিবারের দোহাই দিয়ে একজন কে এইভাবে ছড়ে চলে আসার মানে কী💔🥀 এতোই যদি সমস্যা তাহলে রিলেশনে আসার কী দরকার ছিল।

Good morning everyone 🌞
31/12/2023

Good morning everyone 🌞

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when ẞr creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share